Higher Secondary Examination: মর্মান্তিক! উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে গিয়েই বিপত্তি, পরীক্ষা কেন্দ্রে মৃত্যু ছাত্রের

মুর্শিদাবাদ: উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়েই নিমেষের মধ্যেই সব শেষ। আর দেওয়া হল না উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। অস্বাভাবিক মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রের।

আরও পড়ুনঃ স্থগিত ISC রসায়নের প্রথম পত্রের পরীক্ষা, স্পষ্ট নয় কারণ, নতুন দিন ঘোষণা বোর্ডের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের নাম প্রীতম দাস। প্রীতম দাস মুরালিপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। ছোটো থেকে মেধাবী ছাত্র হিসাবে পরিচিত। উচ্চমাধ্যমিকের সেন্টার পরে অরঙ্গবাদ হাইস্কুলে। প্রীতম দাস ছোট থেকেই শারীরিকভাবে অক্ষম। কিন্তু মনের জোর আর মনের সাহস নিয়ে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আজ ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই পরীক্ষা কেন্দ্রের মধ্যে অসুস্থ বোধ করে, তড়িঘড়ি নিয়ে আসা হয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোক জন। ঘটনাস্থলে আসেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের জয়েন কনভেনার আশরাফ রাজবী। এছাড়াও ঘটস্থলে আসেন সুতি থানার পুলিশ।

আশরাফ রাজবী তিনি জানান, ‘পাঁচ বছর বয়স থেকেই শারিরীক প্রতিবন্ধী হলেও মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল। আজকে মঙ্গলবার ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুব দুঃখজনক ঘটনা পরীক্ষা কেন্দ্রে এই ছাত্রের মৃত্যু।’

মৃত ছাত্রের বাবা বিশ্বজিৎ দাস জানান, ‘আজকে সকাল থেকেই বাড়িতে অসুস্থ বোধ করছিল প্রীতম। আমরা বারণ করেছিলাম আজকে ইতিহাসের পরীক্ষা দিতে। পরীক্ষা কেন্দ্রে ভেতরে ঢুকতেও দেরি করে। স্কুলে ঢোকার পরে দ্রুততার সঙ্গে মহিষাইল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে।’

কৌশিক অধিকারী