গরমের ছুটিতে ভ্রমণ

Jalpaiguri News: কীভাবে চলে রেলগাড়ি, মানব জীবনে তার ভূমিকা কী? জানতে পড়ুয়াদের নিয়ে স্টেশন হাজির শিক্ষক

জলপাইগুড়ি: গরমের ছুটি পড়েছে সরকারি সব বিদ্যালয়ে। এই ছুটিকে কাজে লাগিয়ে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ির এই স্কুল। ছোট্ট খুদেদের রেলগাড়ি সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি বিষয়ে জানাতেই পঞ্চম শ্রেণির ২৯ জন ছাত্র-ছাত্রীদের রেল স্টেশনে নিয়ে গিয়ে বোঝানোর চিত্র চোখে পড়ল রেল স্টেশনে। সামার প্রজেক্টে এমন অভিনব বিষয়পেয়ে বেজায় খুশি এই ছোট্ট খুদেদের দল।

একই লাইনে দুটি ট্রেন একসঙ্গে কেন আসে না,কিভাবে সেগুলো পর্যবেক্ষণ করা হয়, কিভাবে ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়,মানব জীবনের উপর কিভাবে রেল এবং রেল স্টেশনের ভূমিকা ও অবদান রয়েছে,সেগুলোই জানলছোট্ট খুদেরা। ধূপগুড়ি রেলস্টেশনে বাড়ঘড়িয়া বটতলী স্বর্নময়ী প্রাথমিক বিদ্যালয়ের এই প্রজেক্ট নিয়ে ধূপগুড়ি স্টেশনে জড়ো হয় বিদ্যালয়ের তিন শিক্ষক এবং ২৯ জন ছাত্র-ছাত্রী।

আরও পড়ুন:পাহাড় যেতে ভালবাসেন অথচ ‘রিভার নেস্ট’ যাননি? স্বর্গের মতো সুন্দর! সস্তায় ঘুরে আসুন

বাড়ঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় এর উদ্যোগে ‘সামার প্রজেক্ট’ এ পঞ্চম শ্রেণীর ঊনত্রিশ জন ছাত্রছাত্রীকে নিয়ে ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে পরিবেশ বিষয়ের উপর, মানব জীবনে রেলের ভূমিকা ও কিভাবে রেলের যাত্রাপথ নিয়ন্ত্রিত হয় সে সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সম্মুখ ধারণা দেওয়া হল বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জয় বসাক। কিভাবে রেলের যাত্রাপথ ঠিক করা হয় সে সম্পর্কেও ছাত্র-ছাত্রীদেরধারণা দেন রেলের আধিকারিক নীতিশ সরকার ও প্রণব মজুমদার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে