মন্দির পরিষ্কার করছেন শুভেন্দু অধিকারী 

East Medinipur News : ঝাড়ু হাতে নিয়ে এ কী করলেন রাজ্যের বিরোধী দলনেতা !

নন্দীগ্রাম : একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সাধারণত আর পাঁচটা দিন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকেন তিনি। রাজ্যজুড়ে জেলায় জেলায় মিছিল, মিটিং রাজনৈতিক মঞ্চ থেকে বক্তৃতা দিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে চেনা ভূমিকা ছেড়ে নিজেরই বিধানসভা কেন্দ্রে একেবারে ভিন্নরূপে ধরা দিলেন তিনি। হাতে ঝাড়ু ও মফ! পরিষ্কার করলেন প্রাচীন মন্দির। নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত রেয়াপাড়া এলাকায় মহারুদ্র সিদ্ধনাথ প্রাচীন শিব মন্দির তিনি পরিষ্কার করলেন।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে মন্দির স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মন্দির সভায় অভিযানে সাড়া দিয়ে মন্দির পরিষ্কার কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিজেপি নেতারা। সেইমতমন্দির সাফাই অভিযানে সামিল হলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে রেয়াপাড়া এলাকার শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন তিনি। রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে মন্দিরে প্রণাম করেন, তার পর শুরু হয় স্বচ্ছতা অভিযান।

আরও পড়ুন : বাল্যবিবাহ রোধ করতে এ কী নিদান দিলেন জেলাশাসক! জানলে চমকে যাবেন

রীতিমত মফ নিয়ে মন্দির চত্বর, মন্দিরের চাতাল পরিষ্কার করেন শুভেন্দু অধিকারী। মন্দির চাতালে পড়ে থাকা ফুল ও বেলপাতা পরিষ্কার করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘যারা সনাতন, যারা ভারতবাসী, তাঁরা সকলে সাফাই অভিযানে সামিল হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সব মন্দিরে সাফাই করুন। শুধু রামমন্দিরে সাফাই করলে হবে না। নন্দীগ্রামে ১১১টি মন্দিরে সাফাই চলছে।’ সামনেই অযোধ্যার রামমন্দির উদ্বোধন।

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সে জন্য তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দির উদ্বোধনের আগেই দেশজুড়ে মন্দির সাফাই অভিযানের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ভারতের প্রধানমন্ত্রীর মন্দির সফাই অভিযান আহবানে সাড়া দিয়ে নন্দীগ্রামে মন্দির সাফাই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সৈকত শী