হঠাৎ বিদ্যুতের হাই ভোল্টেজ, পরপর বাড়িতে পুড়ল বৈদ্যুতিক সরঞ্জাম 

North 24 Parganas News: হঠাৎই বিদ্যুতের হাই ভোল্টেজ, পরপর একাধিক বাড়িতে পুড়ল বৈদ্যুতিক সরঞ্জাম 

বসিরহাট: হঠাৎ বিদ্যুতের হাই ভোল্টেজ, পরপর বাড়িতে পুড়ল বৈদ্যুতিক সরঞ্জাম। অভিযোগ বিদুৎ বণ্টন কোম্পানির কর্মীদের গাফিলতিতে রাতে ১৫ থেকে ২০টি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর অঞ্চলের দুর্গাপুর খলিশাখালী এলাকার ঘটনা। স্থানীয় সুত্রে জানা যায়, হঠাৎ বিদ্যুৎ -এর ভোল্টেজ বেড়ে যাওয়ার ফলে এলাকায় বাড়ি বাড়িতে টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল ফোন সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র,সহ সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন তাঁরা। আর এই দাবিতে গতকাল রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

আরও পড়ুন:  গ্যারান্টি…! এমন ফুচকা আগে কখনও খাননি, সেন্সরে ধরলেই মিলছে টক জল, কোথায় পাবেন?

সন্ধ্যের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই হাই ভোল্টেজের জেরে এলাকার ১৫ থেকে ২০ টির বেশি বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়েছে।এর ফলে আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে যান। সারারাত এলাকায় বিদুৎ সংযোগ বন্ধ থাকে। ভ্যাপসা গরমে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা নিয়ে একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দফতরে যোগাযোগ করা হলেও কোন সুরাহা হয়নি। গ্রামবাসীদের আরও দাবি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিদ্যুৎ দফতর না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা