মতুয়াদের তরফে নির্দল প্রার্থী

Lok Sabha Election 2024: মতুয়াদের জন্যই ভোটের ময়দানে লড়বেন সুমিতা, বনগাঁয় বদলাবে সমীকরণ!

উত্তর ২৪ পরগনা: এ বার লোকসভা ভোটের ময়দানে লড়তে মতুয়া সংগঠনের তরফে দেওয়া হচ্ছে প্রার্থী! আর সেই প্রার্থী এদিন মতুয়াদের মন জয় করে প্রচার শুরু করতে ঠাকুরবাড়িতে এসে পুজো দিলেন। জানা গিয়েছে, বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে সুমিতা পোদ্দার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

আর তাই এদিন গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর-সহ মা বীণাপাণি দেবীর কাছে পুজো দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার। শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন বলে জানান। মতুয়া ভক্তদের সঙ্গে নিয়ে রীতিমতো মিছিল করে ঠাকুরবাড়িতে এসে মন্দিরে পুজো দেন।

 

মতুয়াদের অগ্রগতির জন্যই ভোটের ময়দানে লড়াইয়ের সিদ্ধান্ত বলে জানান প্রার্থী। পাশাপাশি, ঠাকুরবাড়ির অন্দরের রাজনীতি নিয়ে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে তারা ব্যক্তি স্বার্থের রাজনীতি করছে। পাল্টা এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, মতুয়ার কোন সংগঠন আলাদা করে প্রার্থী দেয় বলে আমার মনে হয় না। হঠাৎ করে একটা ভূঁইফোড়ের মতো গজিয়ে উঠে, আমি দেখালাম বড় সেবাদানকারী, পরোক্ষভাবে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম। উদ্দেশ্য তো ওই একই, রাজনীতি করা। এত নাটক করার কি দরকার ছিল!

এ বার জামানত বাজেয়াপ্ত হবে, কি ভেবেছে মতুয়াদের টোপ দিয়ে শাড়ি দিয়ে ভোট কিনবে! ৫০০টা ভোটও অতিক্রম করতে পারবেনা। যদিও নির্দলে তরফে মতুয়াদের হয়ে ভোটে দাঁড়ানো এই মহিলা প্রার্থী কিন্তু অনেকটাই আশাবাদী মতুয়াদের সমর্থনে ভোটের ময়দানে ভাল ফল করার জন্য। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্দলের তরফে দাঁড়ানো এই প্রার্থীর কারণে ভোট ভাগের সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেল।

Rudra Narayan Roy