প্রচারের নেশায় মত্ত মনোরঞ্জন ঘোষ

Lok Sabha Election 2024: ভোট এলেই বিরাট চমক! সাজিয়ে ফেলেন নিজের ভ্যান, তারপরেই শুরু…

দক্ষিণ দিনাজপুর : দেখলে মনে হবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের ভ্যান রিকশা এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। রাজনৈতিক দলের প্রচার-ই বটে। তবে ভাড়া করা নয়। কেবল ভালবাসা’র টানে প্রচার। উওর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় ভ্যান রিক্সা চালিয়ে হকারি করা মনোরঞ্জন ঘোষ এর এই প্রচার অভিযান যেন একপ্রকার নেশা। কারণ ভোট এলেই তিনি এই নেশায় মেতে উঠেন।

এই কাজে কোনও স্বার্থের ব্যাপার নেই। কেবল দলের প্রতি ভালবাসার টানেই তাঁর এই উদ্যোগ। তাই একশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তীব্র গরমকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি’ প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে ফিরে প্রচার চালিয়ে যাচ্ছেন মনোরঞ্জন বাবু।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মনোরঞ্জন বাবুর দাবি, বিগত লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদার যে ভোটে জিতে ছিলেন তার থেকে অনেক বেশি ভোটে তিনি এবারে লোকসভা নির্বাচনে জয়ী হতে চলেছেন। সম্পূর্ণ নিজ উদ্যোগে ফ্লেক্স, দলীয় পতাকা থেকে শুরু করে বিজেপি প্রার্থীর ছবি ছাপিয়ে তাঁর হয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী ২৬ শে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে ২৪ তারিখ পর্যন্ত প্রচার অভিযান চলবে। মনোরঞ্জন বাবু এই ২৪ তারিখ পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার অভিযান চালিয়ে যাবেন।

মনোরঞ্জন বাবু জানান, “বিগত লোকসভা নির্বাচনে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করেন। এবারে তিনি গত নির্বাচনের থেকে আরও বেশি সাধারণ মানুষের সারা পাচ্ছেন বলে। বর্তমানে বহু রাজনৈতিক নেতা রাজনীতিটাকে পেশা হিসাবে চিহ্নিতকরণ করেছে। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ তিনটি লোকসভা নির্বাচনে তিনি দিনরাত ভালবাসার টানে পরিশ্রম করে সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন। তিনি এই রাজনীতি আঙিনায় পা রাখা শুধুমাত্র নেশা, পেশা নয়।”

সুস্মিতা গোস্বামী