নদীতে ভাসছে কুমির প্রতীকি ছবি

Sundarban: সুন্দরবনের নদীতে ভাসছে লাশ! যা ঘটল, জানলে চোখে জল আসবে

পাথরপ্রতিমা: অবশেষে তিনদিন পর উদ্ধার হল পাথরপ্রতিমার নাবালকের দেহ। ওই নাবালককে কুমিরে টেনে নিয়ে গিয়েছিল। বর্তমানে ওই নাবালকের দেহটিকে ময়নাতদন্তের জন্য গোবর্ধনপুর কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনদিন আগে ওই মানিক ভক্তা নামের ওই নাবালক নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিল ধঞ্চি জঙ্গলের কাছে। বুধবার ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে দেহটি উদ্ধার হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নুর ইসলামের উদ্যোগে লঞ্চ এবং ট্রলার নিয়ে খোঁজ চালানো হচ্ছিল।

আরও পড়ুন: শুধু পুজোয় বা সৌন্দর্য বাড়াতে নয়, গাঁদা ফুলের উপকার জানলে চমকে না উঠে পারবেন না!

ছবি, ভিডিও করা হয় সমস্ত পক্রিয়ার। কিন্তু কোনওভাভেই খোঁজ মিলছিলনা ওই বালকের। গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশও নাবালকের খোঁজ চালাচ্ছিল।

স্থানীয়দের দাবি বাবার সঙ্গেই নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিল মানিক। হঠাৎ তাকে কুমির টেনে নিয়ে যায়। এদিন ঘটনাস্থলের প্রায় ৪ কিলোমিটার দূরে ওই নাবালকের খোঁজ মেলে। এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোটা ঘটনায় গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ দিনরাত এক করে নাবালকের খোঁজ চালায়। যার ফলে ওই মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।

— নবাব মল্লিক