সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা 

Sundarban Royal Bengal Tiger Sighting: সুন্দরবনে ব্যাঘ্রদর্শন পর্যটকদের! খাঁড়ির বাঁক ঘুরতেই রয়্যাল বেঙ্গল টাইগারের জ্বলন্ত চোখ…তার পর? রোমহর্ষক পরিণতি!!

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : আবারও সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা যা দেখে তাঁরা বেজায় খুশি। প্রতি বছর সুন্দরবনে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ঘুরতে আসেন। একবার চোখের দেখা দেখতে। তবে সবার ভাগ্যে মেলে না এই দক্ষিণরায়ের দেখা। যদি ভাগ্যে থাকে তবেই তাঁকে দেখা যায়।

এ বার বর্ষার শুরুতে সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা ৷ এদিন পর্যটকদের একটি দল দেউল ঘরানি জঙ্গলের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে দেখতে পায় ৷ বাঘটি দেউল ঘরানি জঙ্গলের কাছে নদীর পাড় দিয়ে হাঁটছিল ৷ ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ধীরগতিতে নদীর পাড়ে নেমে আসে এবং নদীতে ডুব দেয় ৷ এরপর খরস্রোতা নদীতে সাঁতার কেটে নদী পেরিয়ে চলে যায় সুন্দরবনের রাজা ৷ সাঁতরে অপর পারে উঠে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায় ৷

আরও পড়ুন: গভীর জঙ্গলে প্রাচীন রাজবাড়ি এখন জনপ্রিয় শ্যুটিং স্পট! অল্প খরচে ঘুরে আসুন ছোট্ট ছুটিতে

এমন বিরল দৃশ্য দেখতে পান সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা, তাও ভরা বর্ষাকালে ৷ সাধারণত, সুন্দরবনে বাঘের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার৷ বহু পর্যটক সুন্দরবনে ঘুরতে এসে বাঘের দেখা না-পেয়ে হতাশ হয়ে ফিরে যান ৷ তবে এবার ঘটল এক অন্য ঘটনা ৷ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে সুন্দরবনের নদী ঘেঁষা গ্রামগুলিতে মাঝেমধ্যে রয়েল বেঙ্গল টাইগার যে কোনও সময় ঢুকে পড়ে আর এই গ্রামে বাঘ ঢুকে পড়লেই আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের বাসিন্দারা। এরপর বনদফতরকে খবর দেওয়া হয়। বনদফতরের আধিকারিকরা এসে গ্রামে বাঘের খাঁচা পেতে সেই শ্বাপদকে উদ্ধার করে আবারও নিয়ে চলে যায়। এর পর গভীর জঙ্গলে আবারও ছেড়ে দেওয়া হয়।

তবে গত মরশুমের বর্ষায় সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা কয়েকবার বাঘ দেখতে পেয়েছেন। তবে এবারে বর্ষা শুরুতেই এভাবে বাঘ দেখতে পেয়ে পর্যটকরা অনেকটাই খুশি। পাশাপাশি সুন্দরবনে পর্যটনের সঙ্গে জড়িত  ব্যবসায়ীদের ধারণা, মরশুমের শুরুতেই এভাবে বাঘ দেখতে পাওয়ায় আগামী দিনে সুন্দরবনে পর্যটকদের ঢল নামবে।