Tag Archives: Actor Death

Serial Actor Death: মর্মান্তিক! ‘ত্রিনয়নী’র নায়িকার মৃত্যুর পর আত্মঘাতী অনস্ক্রিন স্বামী, অভিনেতার স্ত্রীর বিস্ফোরক মন্তব্যে ধোঁয়াশা

মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল তেলুগু টেলিভিশন অভিনেতা চন্দ্রকান্তের। চান্দু নামেই বেশি পরিচিত তিনি। অভিনেতার মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকেই। তেলঙ্গনার আলকাপুরে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল তেলুগু টেলিভিশন অভিনেতা চন্দ্রকান্তের। চান্দু নামেই বেশি পরিচিত তিনি। অভিনেতার মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকেই। তেলঙ্গনার আলকাপুরে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
শুক্রবার তাঁর মৃত্যুর খবর তেলেগু টেলিভিশন ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছে। অদ্ভুত ঘটনা, দিন কয়েক আগে মারাত্মক পথদুর্ঘটনায় তাঁর সহ-অভিনেত্রী, নায়িকা পবিত্রা জয়রামের মৃত্যু হয়েছে। তার পরই নায়কের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল।
শুক্রবার তাঁর মৃত্যুর খবর তেলেগু টেলিভিশন ইন্ডাস্ট্রিকে চমকে দিয়েছে। অদ্ভুত ঘটনা, দিন কয়েক আগে মারাত্মক পথদুর্ঘটনায় তাঁর সহ-অভিনেত্রী, নায়িকা পবিত্রা জয়রামের মৃত্যু হয়েছে। তার পরই নায়কের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল।
চন্দ্রকান্তের বাবার পুলিশকে দেওয়া একটি বিবৃতি অনুসারে, অভিনেত্রীর অকালমৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছিলেন তিনি। চন্দ্রকান্ত এবং পবিত্রা ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতেন।
চন্দ্রকান্তের বাবার পুলিশকে দেওয়া একটি বিবৃতি অনুসারে, অভিনেত্রীর অকালমৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছিলেন তিনি। চন্দ্রকান্ত এবং পবিত্রা ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতেন।
পর্দায় তাঁরা স্বামী-স্ত্রী হয়েছিলেন। মর্মান্তিক ঘটনায় পবিত্রার মৃত্যুর পর তেলঙ্গনার রাঙ্গারেডি জেলার আলকাপুরে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
পর্দায় তাঁরা স্বামী-স্ত্রী হয়েছিলেন। মর্মান্তিক ঘটনায় পবিত্রার মৃত্যুর পর তেলঙ্গনার রাঙ্গারেডি জেলার আলকাপুরে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
দক্ষিণী সংবাদমাধ্যমের রিপোর্টে ইঙ্গিত মিলেছে, অভিনেতা চন্দ্রকান্তকে আলকাপুরের যে বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, সেখানেই তিনি এবং পবিত্রা সহবাস করতেন। তিনি পবিত্রার অকালমৃত্যুতে গভীর শোকাহত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান।
দক্ষিণী সংবাদমাধ্যমের রিপোর্টে ইঙ্গিত মিলেছে, অভিনেতা চন্দ্রকান্তকে আলকাপুরের যে বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, সেখানেই তিনি এবং পবিত্রা সহবাস করতেন। তিনি পবিত্রার অকালমৃত্যুতে গভীর শোকাহত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান।
গত রবিবার, ১২ মে, হায়দরাবাদে, পবিত্রার গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ লাগে। আর সেখানেই প্রাণ হারান অভিনেত্রী। জানা যায়, দুর্ঘটনার সময় পবিত্রার সঙ্গে ছিলেন তাঁর বোন অপেক্ষা, ড্রাইভার শ্রীকান্ত এবং চন্দ্রকান্ত।
গত রবিবার, ১২ মে, হায়দরাবাদে, পবিত্রার গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ লাগে। আর সেখানেই প্রাণ হারান অভিনেত্রী। জানা যায়, দুর্ঘটনার সময় পবিত্রার সঙ্গে ছিলেন তাঁর বোন অপেক্ষা, ড্রাইভার শ্রীকান্ত এবং চন্দ্রকান্ত।
পবিত্রার মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছিলেন অভিনেতা। শেষ ইনস্টাগ্রাম পোস্টে পবিত্রার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানোর পরই দু’জনের সম্পর্কের বিষয়ে গুজব ছড়িয়েছিল।
পবিত্রার মৃত্যুর পর শোক জ্ঞাপন করেছিলেন অভিনেতা। শেষ ইনস্টাগ্রাম পোস্টে পবিত্রার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানোর পরই দু’জনের সম্পর্কের বিষয়ে গুজব ছড়িয়েছিল।
একটি পোস্টে লেখা ছিল, ‘পাপা (পবিত্রাকে যে নামে ডাকতেন) এটাই আমাদের একসঙ্গে তোলা শেষ ছবি। তোমাকে ছাড়া আমি পারছি না আর। শুধু একবার আমাকে 'মাম্মা' বলে ডাকো প্লিজ। ফিরে এসো।’
একটি পোস্টে লেখা ছিল, ‘পাপা (পবিত্রাকে যে নামে ডাকতেন) এটাই আমাদের একসঙ্গে তোলা শেষ ছবি। তোমাকে ছাড়া আমি পারছি না আর। শুধু একবার আমাকে ‘মাম্মা’ বলে ডাকো প্লিজ। ফিরে এসো।’
চন্দ্রকান্তের স্ত্রী শিল্পা এই দুর্ঘটনার পর মুখ খুলেছেন। কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন, দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে থাকতেন তাঁরা। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই সম্পর্কের সূচনা।
চন্দ্রকান্তের স্ত্রী শিল্পা এই দুর্ঘটনার পর মুখ খুলেছেন। কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন, দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একসঙ্গে থাকতেন তাঁরা। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই সম্পর্কের সূচনা।
শিল্পা জানান, চন্দ্রকান্ত তাঁকে এবং তাঁদের সন্তানদের পাঁচ বছর আগে ছেড়ে চলে গিয়েছিলেন, কেবলমাত্র পবিত্রার জন্য। তারপর থেকে আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেননি। শিল্পার কথায় জানা যায়, পবিত্রার আগেও একাধিক বার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন চন্দ্রকান্ত।
শিল্পা জানান, চন্দ্রকান্ত তাঁকে এবং তাঁদের সন্তানদের পাঁচ বছর আগে ছেড়ে চলে গিয়েছিলেন, কেবলমাত্র পবিত্রার জন্য। তারপর থেকে আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেননি। শিল্পার কথায় জানা যায়, পবিত্রার আগেও একাধিক বার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন চন্দ্রকান্ত।
শিল্পার মতে, পবিত্রার সঙ্গে সম্পর্কই চন্দ্রকান্তের পতনের কারণ। এদিকে পবিত্রার এর আগে একটি বিয়ে ছিল। দু’টি সন্তানও রয়েছে।
শিল্পার মতে, পবিত্রার সঙ্গে সম্পর্কই চন্দ্রকান্তের পতনের কারণ। এদিকে পবিত্রার এর আগে একটি বিয়ে ছিল। দু’টি সন্তানও রয়েছে।
DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata).
DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata).

Actor Dies On Stage: জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যু দর্শকদের সামনেই! অভিনয় করতে করতেই লুটিয়ে পড়লেন মঞ্চে, মুহূর্তে সব শেষ!

গুরগাঁও: শেষ নিশ্বাস পর্যন্ত অভিনয়। শিল্পের প্রতি ভালবাসাই ছিল শেষ মুহূর্তের সঙ্গী। মঞ্চে অভিনয় করতে করতে লুটিয়ে পড়লেন মরাঠি বিনোদন জগতের বর্ষীয়ান শিল্পী। আর তারপরই চিরঘুমে চলে গেলেন অভিনেতা সতীশ জোশী। ভয়ে, আতঙ্কে, দুঃখে পাথর দর্শকবৃন্দ।

গতকাল, রবিবার, ১২ মে নাট্যানুষ্ঠান ছিল জোশীর। সেদিন রাত ১১টা নাগাদ গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শো-এর আগে পর্যন্ত তিনি একদম সুস্থ ছিলেন। নাটকের প্রস্তুতিতে সবরকম ভাবে যোগদান করেছেন। কিন্তু অভিনয় করতে করতে হঠাৎ শরীরে অস্বস্তি হতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া জোশীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাংলা থেকেই তিনটি শহর! সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় আশঙ্কার সংকেত, কলকাতা কত নম্বরে বলুন তো!

অভিনেতার বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই প্রয়াত হয়েছেন। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে পর্যন্ত তিনি পারফর্ম করে গিয়েছেন। ওম শান্তি ওম।’

মরাঠি শিল্পের প্রবীণ অভিনেতা তাঁর অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। বড়পর্দার পাশাপাশি থিয়েটার সার্কিটেও তিনি সম্মানিত। ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের কাছে প্রবল প্রশংসিত হয়েছিল।

Bike Accident: ভোর রাতে বাইক দুর্ঘটনায় টলিউড অভিনেতার মর্মান্তিক মৃত্যু!

দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে বেপরোয়া বাইক চালানোর বড়সড় মাসুল দিতে হল অভিনেতাকে। সোনারপুরে পথদুর্ঘটনায় মারা গেলেন আজাদ শেখ (৩৫) নামে হলিউড অভিনেতা। তিনি সম্প্রতি ‘মির্জা’ নামে এক পরিচিত বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন।

সোনারপুর থানার আড়াপাঁচে এই পথ দুর্ঘটনাটি ঘটে। সোনারপুরের‌ই জগদীশপুরের বাসিন্দা আজাদ শেখ। এদিন ভোর চারটে নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে বের হন মামার বাড়ি যাবেন বলে। অত ভোরে বাইক নিয়ে বেরোতে বারণ করেছিলেন বাবা। কারণ দিন দুই পর‌ই পরিবারের সকলে মিলে মামার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাবার বারণ শোনেননি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ভোরে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট টেম্পোয় ধাক্কা মারেন। বাইকের গতিবেগ এতটাই ছিল যে সামনের চাকা খুলে যায়। সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে এই অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: হাওড়ার বিখ্যাত ‘দাশনগর’-এর নামকরণ কীভাবে হয়েছিল জানেন?

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আজাদ শেখের ৯ বছরের একটি পুত্র সন্তান আছে। সন্তান জন্ম দিতে গিয়ে আজাদের স্ত্রী মারা গিয়েছিলেন। আগামী ২০ মে তার জন্মদিন। এবার জন্মদিনের আগে বাবাকেও হারাল ছোট্ট শিশুটি। আজাদ শেখ এই বছর রিলিজ হ‌ওয়া টলিউড স্টার অঙ্কুশের মির্জা সিনেমায় অভিনয় করেন। বাবা ও ছেলে দু’জনেই অভিনয় করেছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে শোকোস্তব্ধ অনুরাগীরা।

সুমন সাহা

Actor Death: মুহূর্তে সব শেষ! মাত্র ৩০-এ থামল পথচলা, ভয়ঙ্কর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার, গাড়িতে ওঠাই কাল হল

দক্ষিণ আফ্রিকা: ফের দুঃসংবাদ বিনোজন জগতে৷ মারাত্মক গাড়ি দুর্ঘটনায় অকালে চলে গেলেন জনপ্রিয় দক্ষিণ আফ্রিকান অভিনেতা৷ মাত্র ৩০ বছর বছরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার৷ পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিক করা হয়েছে৷

রবিবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শেষ হয়ে যায় ৩০ বছরের দক্ষিণ আফ্রিকান অভিনেতা৷ ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়েছেম পরিবারের সদস্যরা৷ এভাবে যে আচমকা তিনি সকলকে ছেড়ে চলে যাবেন তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি তাঁর বাবা-মা ও প্রিয়জনেরা৷ অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ তাঁর ভক্তরাও শোকে ভেঙে পড়েছেন৷

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মাত্র ১২ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন৷ টেলিভিশন জগতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি৷ তবে তা আর বেশিদিন স্থায়ী হল না৷ মাত্র ৩০-এ থেমে গেল পথচলা৷ মুহূর্তে শেষ হয়ে গেল কেরিয়ার৷ তাঁর প্রশংসীয় কাজের মধ্যে রয়েছে জাস্টিস ফর অল, জিরো টলারেন্স৷ জনপ্রিয়তার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলিতেও কাজের সুযোগ পেয়েছিলেন তিনি৷ একাধিক পুরস্কারও রয়েছে অভিনেতার ঝুলিতে৷

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ৫ মে৷ সকলেই তাঁর অকাল মৃত্যুতে শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ কোনওভাবেই তাঁর এই মর্মান্তিক মৃত্যু মানতে পারছে না পরিবার৷ পুরো পরিবার তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ৷

Titanic Actor Death: ‘টাইটানিক’-এর ক্যাপ্টেন আর নেই, ৭৯-তে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে

ফের দুঃসংবাদ বিনোদন জগতে৷ ২০২৪ সালের শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক শোকসংবাদে সকলের মন ভারাক্রান্ত৷ প্রয়াক হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা তথা ‘টাইটানিক’-ছবির ক্যাপ্টেন বার্নার্ড হিল৷ ‘টাইটানিক’-এ ক্যাপ্টেন এডওয়ার্ড ডে স্মিথ-এর চরিত্রে অভিনয় করে তিনি পরিচিত ছিলেন৷

কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর৷ চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটারে তাঁর দাপুটে অভিনয় ছিল নজরকাড়া৷ স্কটিশ লোকসঙ্গীত শিল্পী বারবারা ডিকসন সোশ্যাল মিডিয়ায় বার্নার্ডের মৃত্যুর খবরটি শেয়ার করেছেন৷ অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হলিউড ইন্ডাস্ট্রি৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

কিংবদন্তি অভিনেতার মৃত্যুর খবর শেয়ার করে গভীর সমবেদনা জানিয়ে পোস্টে বারবারা ডিকসন লেখেন- বার্নার্ড হিলের মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি৷ আমরা জন, পল, জর্জ, রিঙ্গো এবং বার্ট উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে একসঙ্গে কাজ করেছি৷ তিনি সত্যিই একজন দুর্দান্ত অভিনেতা৷ দেখে নিন পোস্টটি,

‘টাইটানিক’-ছবিতে ক্যাপ্টেনের চরিত্রে এবং দ্য লর্ড অফ দ্য রিংস-এ তাঁর অভিনয় আজীবন সকলের মনে গেঁথে থাকবে৷ নিজের চরিত্র নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট করা অভিনেতা জটিল চরিত্রের জন্য ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন৷ ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-ছবিতে কিং থিওডেনের চরিত্রে বার্নার্ডের অভিনয় ছিল বহুল চর্চিত। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অনুরাগীরা।

Death News: মাত্র ২৯ বছরে সব শেষ! অকালে মৃত্যু জনপ্রিয় টিকটক তারকার, শোকের ছায়া

নিউইয়র্ক: আবারও দুঃসংবাদ৷ বিনোদন জগতে একের পর এক খারাপ খবর৷ অকালে চলে গেলেন জনপ্রিয় টিকটক তারকা ইভা ইভান্স৷ আমেরিকান টিকটক ইনফ্লুয়েন্সার ইভা মাত্র ২৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর বোন লীলা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন৷

নিউইয়র্কের টিকটক তারকা ইভা ইভান্স যিনি তৈরি করেছেন এবং অ্যামাজন প্রাইম ভিডিও কমেডি সিরিজ ক্লাব র‍্যাট-এ অভিনয় করেছেন৷ এটি ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখানো হয়েছিল। ইভা তাঁর সোশ্যাল মিডিয়া চ্যানেলে নিজের বাস্তব জীবনকে বারেবারে তুলে ধরতেন৷ চলতি বছরেই দীর্ঘ ২ বছরের সম্পর্ক ভেঙে যায় টিকটক তারকার৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

টিকটক তারকার একটি ছবি পোস্ট করে মৃত্যুর খবর জানিয়ে তাঁর বোন লীলা লেখেন, ‘আমাদের মিষ্টি, কল্পিত, সৃজনশীল, যত্নশীল, হাসিখুশি ইভা, আমার সুন্দরী বোন মারা গেছে। আমি জানি এই খবরটি বিশ্বাস করা কতটা অবিশ্বাস্য এবং কঠিন হবে৷’ তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিম্ন ম্যানহাটনে পরিবার তার শোকসভা উদযাপন করবে৷ তবে কীভাবে আচমকা তাঁর মৃত্যু হল তা প্রকাশ করেনি পরিবার৷ তাঁর এভাবে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে৷

Actor Passes Away: সকালের কফি খেয়ে ঘুম আর ভাঙল না! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা, শোকের ছায়া বিনোদন জগতে

প্রয়াত অভিনেতা এবং পরিচালক দ্বারকীশ। মৃত‍্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের একাধিক ব‍্যক্তিত্ব।
প্রয়াত অভিনেতা এবং পরিচালক দ্বারকীশ। মৃত‍্যুকালে প্রবীণ অভিনেতার বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের একাধিক ব‍্যক্তিত্ব।
মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন অভিনেতা। সূত্রের খবর অনুযায়ী, বহুদিন ধরেই বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস‍্যায় ভুগছিলেন তিনি।
মঙ্গলবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন অভিনেতা। সূত্রের খবর অনুযায়ী, বহুদিন ধরেই বয়সজনিত বিভিন্ন শারীরিক সমস‍্যায় ভুগছিলেন তিনি।
কিংবদন্তি অভিনেতার প্রয়াণে এক নক্ষত্রকে হারাল কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনয় এবং পরিচালনার পাশপাশি একাধিক ছবির প্রজোযক হিসেবেও কাজ করেছেন তিনি।
কিংবদন্তি অভিনেতার প্রয়াণে এক নক্ষত্রকে হারাল কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনয় এবং পরিচালনার পাশপাশি একাধিক ছবির প্রজোযক হিসেবেও কাজ করেছেন তিনি।
প্রবীণ অভিনেতার পুত্র বাবার শেষ সময়ের কথা সংবাদমাধ‍্যমে জানিয়েছেন। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালের উঠে কফি খেয়েছিলেন অভিনেতা।
প্রবীণ অভিনেতার পুত্র বাবার শেষ সময়ের কথা সংবাদমাধ‍্যমে জানিয়েছেন। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালের উঠে কফি খেয়েছিলেন অভিনেতা।
প্রয়াত অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, কফি খেয়ে তিনি ফের বিশ্রামের জন‍্য বিছানায় শুতে যান। কিছুপরেই পরিবার লোকজন তাঁকে অসুস্থ অবস্থায় দেখেন।
প্রয়াত অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, কফি খেয়ে তিনি ফের বিশ্রামের জন‍্য বিছানায় শুতে যান। কিছুপরেই পরিবার লোকজন তাঁকে অসুস্থ অবস্থায় দেখেন।
কন্নড় চলচিত্রে তাঁর অবসান অনস্বীকার্য। দ্বারকীশ ১৯৬৩ সালে কন্নড় সিনেমায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
কন্নড় চলচিত্রে তাঁর অবসান অনস্বীকার্য। দ্বারকীশ ১৯৬৩ সালে কন্নড় সিনেমায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।

Actor Death: বাগদানের দিনই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার, শোকের ছায়া

ছত্রিশগড়: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন অভিনেতা সুরজ মেহর৷ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা সুরজের৷ ছত্রিশগড়ের রায়পুরে পিপেদুলার কাছে সরসিওয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, শ্যুটিং সেরে বাড়ি ফেরার সময়েই এই দুর্ঘটনাটি ঘটেছে৷

জানা গেছে, একটি পিকআপ ট্রাকের সঙ্গে সুরজের গাড়ির তুমুল সংঘর্ষে দুমরে মুচড়ে গাড়ি৷ তারপরই তড়িঘড়ি করে গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসকেরা৷ ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানান চিকিৎসকেরা৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বুধবার বিকেলেই দুর্ঘটনার খবর পান অভিনেতার পরিবারের সদস্যরা৷ খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান৷ আরও জানা যায়, বুধবারই ওড়িশার বাথলিতে সুরজের বাগদান হওয়ার কথা ছিল৷ উল্লেখ্য,’আখেরি ফয়সলা’ ছবির শ্যুটিং করছিলেন তিনি৷ ভিলেনের চরিত্রে অভিনয় করেই তিনি বেশি পরিচিতি ছিলেন৷ ভয়াবহ দুর্ঘটনায় মেহেরের গাড়ির চালকও গুরুতর আহত হয়েছে৷ বাগদানের দিন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে৷

Actor Sujith Dies: শুরুতেই শেষ! পথদুর্ঘটনায় চলে গেলেন তরুণ নায়ক, জনপ্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে কাঁদছে ইন্ডাস্ট্রি

কোচি: মর্মান্তিক। পথদুর্ঘটনায় নায়কের মৃত্যু। এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ হার মানতে হল তরুণ অভিনেতাকে। চলে গেলেন সকলের প্রিয় অভিনেতা সুজিত রাজেন্দ্রন। মালয়ালম ইন্ডাস্ট্রির তারকা হলে সানি লিওনির সঙ্গে অভিনয় করার পর থেকে তাঁর খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়ে। তাঁর আকস্মিক মৃত্যু মালয়ালম ইন্ডাস্ট্রিকে শোকাহত করেছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, গত ২৬ মার্চ আলুভা-পারাভুর রোড সেটেলমেন্ট স্কুলের সামনে একটি দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ ধরে লড়াই করে অভিনেতা ৯ এপ্রিল কেরলের এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মঙ্গলবার বিকেল ৫টায় থনিয়াকাভু শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন: হাওড়া ব্রিজে যানচলাচল থমকে গেল কার্তিকের শ্যুটে! একাধিক টলিতারকাকে হারিয়ে ‘ভুল ভুলাইয়া ৩’-এ নাট্যজগতের অভিনেতা, নামেই চমক!

অভিনয়ে পেশার শুরু করার আগে সুজিত রাজেন্দ্রন দুবাইতে একটি আমেরিকান মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। দুবাইতে জন্ম ও বেড়ে ওঠা। পরে অভিনয় করবেন বলে দেশে ফিরে আসেন। ২০১৮ সালে, সুগীতের পরিচালনায় ‘কিনাভাল্লি’তে প্রথমবার অভিনয় করেন। ছবিটি দু’টি ভাষায় মুক্তি পেলেও বক্স অফিসে কোনও প্রভাব ফেলতে পারেনি।

ছবিটির বক্স অফিসে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও, সুজিত তাঁর অভিনয়ের জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ফলে এর পর থেকে ইন্ডাস্ট্রির একাধিক সেলিব্রিটির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। তিনি সানি লিওনের সঙ্গে ‘ম্যারাথন’ এবং ‘রঙ্গিলা’-তে অভিনয় করেছেন।

Actor Death: লড়াই জেতা হল না! ক্যানসার কেড়ে নিল প্রাণ, পথ চলা থমকে গেল জনপ্রিয় অভিনেতার

তামিলনাড়ু: প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও। ক্যানস্যারের সঙ্গে লড়াইয়ের পর চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। বিশ্বেশ্বর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছ’বছর বয়সে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন।

বিশ্বেশ্বর তামিল ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। প্রয়াত অভিনেতা সুরিয়ার পিঠামগন-এ লায়লার বাবার ভূমিকায় অভিনয়ের জন্য জনপ্রিয়তা পান। তিনি মাধবনের ইভানো ওরুভানে বিরক্তিকর এক দোকানের মালিকের সংক্ষিপ্ত ভূমিকার জন্যও প্রশংসা পেয়েছিলেন।

আরও পড়ুন: ‘এত খারাপ! ইংলিশ জানে না’! ইংরেজি বলে মহাবিপাকে! কী বলে হাসির খোরাক শুভশ্রী

আরও পড়ুন: এক প্যান্টেই শ্যুটিং! বহু ফ্লপ! সেই নায়কই ৫৭২ কোটির মালিক, বিদেশেও অঢেল সম্পত্তি

বিশ্বেশ্বরা বেশ কয়েকটি তেলেগু ছবিতে কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ধারাবাহিকেও পার্শ্ব রিত্রেও ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে ভক্ত পোতানা, পোট্টি প্লিডার, সিসিন্দ্রি চিত্তিবাবু এবং আন্দালা রামুডু। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটি, যেমন চিরঞ্জীবী, নন্দামুরি বালাকৃষ্ণ, পবন কল্যাণ, এবং জুনিয়র এনটিআর, প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।