Tag Archives: Actor Death

Gary Graham Death: হৃদরোগেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, মৃত্যুর খবরে শোকের ছায়া

হলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা গ্যারি গ্রাহাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গাড়ির প্রাক্তন স্ত্রী সুজান লাভেল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দুঃসংবাদটি প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাক্তন স্বামী এবং আমাদের একমাত্র সন্তান হেইলি গ্রাহামের বাবা গ্যারি প্রয়াত হয়েছেন।’

জানা যায়, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের স্পোকেনের একটি হাসপাতালে মারা যান। অভিনেতার স্ত্রী বেকি গ্রাহাম হলিউড রিপোর্টারকে তাঁর মৃত্যুর খবর জানান। ১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ় ‘স্টার ট্রেক: ভোয়েজার’-এ গ্যারির অভিনয় কাড়ে। এর পর পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ়’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়।

আরও পড়ুন: অতীতের পুনরাবৃত্তি আর নয়! সোহিনীর সঙ্গে আরও এক ধাপ এগোলেন শোভন, দিলেন নয়া চমক

আরও পড়ুন: ‘ময়দান’-এ নামবেন অজয়! কবে আসছেন ভারতীয় ফুটবল নিয়ে ছবি, থাকবেন বাংলার তারকারা

গ্যারি ১৯৫০ সালের ৬ জুন ক্যালিফোর্নিয়ার লং বিচে জন্মগ্রহণ করেন। ১৯৭০-এর মাঝামাঝি সময়ে টেলিভিশনে এইট ইজ এনাফ , স্টারস্কাই, হাচ এবং পুলিশ ওম্যানের মতো শোয়ে দেখা যায় তাঁকে। তার আগে ‘হার্ডকোর’-এ নজর কেড়েছিলেন অভিনেতা।

টেলিভিশনে উল্লেখযোগ্য অবদান রয়েছে গাড়ির। নটস ল্যান্ডিং, টিজে হুকার, মুনলাইটিং, দ্য কমিশ, রেনেগেড, অ্যালি ম্যাকবিল, ক্রসিং জর্ডান এবং নিপ/টাক-এ অভিনয় করেন। দ্য ইনক্রেডিবল হাল্ক, রোবট জক্স, দ্য লাস্ট ওয়ারিয়র, এবং চ্যাম্পিয়ন-এর মতো ছবিতেও দেখা যায় তাঁকে।

Narcos Actor Death: ফের দুঃসংবাদ! ক্যানসারের সঙ্গে লড়াইয়ে ইতি, মাত্র ৪২-এই সন্তানদের ছেড়ে চলে গেলেন অভিনেতা

নিউইয়র্ক: শিল্প জগতে একের পর এক দুঃসংবাদ। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত বিশ্বখ্যাত অভিনেতা অ্যাডান ক্যান্টো। মাত্র ৪২ বছর বয়সেই ভরা সংসার ফেলে রেখে চলে গেলেন তিনি। ‘দ্য ক্লিনিং লেডি’ এবং ‘ডেজিগনেটেড সারভাইভার’ ছবিতে তাঁর অভিনয়ের জন্য পরিচিত।

অ্যাপেন্ডিসিয়াল ক্যানসারে ভুগছিলেন বহুদিন ধরে। সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রচারক জেনিফার অ্যালেনের মতে, ‘ক্যান্টোর অন্তরে যে পরিমাণ গভীরতা ছিল, তা অনেকেই জানত না। যাঁরা খানিক আভাস পেয়েছিলেন, তাঁরা চিরতরে বদলে গিয়েছেন। অনেকেই তাঁর কথা মনে করবেন বারবার।’

আরও পড়ুন: টালিগঞ্জ নয়, উত্তরপ্রদেশে পৈতৃক ভিটেয় সমাধিস্থ করা হবে রাশিদ খানকে, আজই ছাড়বেন এ শহর

মেক্সিকোতে জন্ম, তবে বড় হয়েছেন টেক্সাসে। দক্ষ অভিনেতা এবং সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি। ‘দ্য ক্লিনিং লেডি’-তে অভিনয় করেছিলেন ক্যান্টো। তাঁর মৃত্যুর সময় সিরিজের তৃতীয় সিজনের শ্যুট করছিল। অ্যালেনের থেকে জানা যায়, ক্যান্টো তখনও নতুন সিজনের কাজ শুরু করেননি।

অন্যান্য টিভি সিরিজের মধ্যে ‘ডেজিনেটেড সারভাইভার’ ‘নারকোস’ এবং ‘ব্লাড অ্যান্ড অয়েল’-এর ভূমিকার জন্যও পরিচিত ছিলেন। তাঁর অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘এক্স-মেন: ডেস অফ ফিউচার পাস্ট’ এবং ‘এজেন্ট গেম’।

ওয়ার্নার ব্রোস টেলিভিশন এবং ফক্স এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘আদান ক্যান্টোর মৃত্যুর খবরে আমরা মর্মাহত। একজন চমৎকার অভিনেতা এবং ভাল বন্ধু, এক দশকেরও বেশি আগে আমেরিকায় ‘দ্য ফলোয়িং’ দিয়ে ডেবিউ করেছিলেন। তার পর থেকে ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন এবং ফক্স এন্টারটেইনমেন্ট পরিবারের অংশ ছিলেন তিনি।’

ক্যান্টো রেখে গেলেন তাঁর স্ত্রী স্টেফানি অ্যান ক্যান্টো এবং তাঁর ছোট ছোট সন্তান রোমান অ্যাডলার এবং ইভ জোসেফাইনকে।

Christian Oliver Death: বিমান ভেঙে পড়ল জলে… চলে গেল স্বামী ও দুই কন্যা! মুখ খুললেন শোকে বিধ্বস্ত নায়কের স্ত্রী

বেকিয়া: গত ৪ জানুয়ারি দুর্ঘটনায় মৃত্যু হয় বিশ্বখ্যাত, জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার এবং তাঁর দুই মেয়ের। ভয়ঙ্কর একটি বিমান দুর্ঘটনায় নিহত ‘কোবরা ১১’ ছবি খ্যাত অভিনেতা ও তাঁর পরিবার। একা রয়ে গেলেন অভিনেতার স্ত্রী জেসিকা ক্লেপসার।

ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় মার্কিন অভিনেতা৷ স্বামী এবং দুই কন্যা, ১২ বছরের মাদিতা এবং ১০ বছরের অ্যানিকের মৃত্যুর পরে ক্রিশ্চিয়ানের স্ত্রী দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেছেন। ক্লেপসার শুক্রবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি শেয়ার করেছেন। ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করেন তিনি। জানা যায়, তিনি ছাড়া বাকিরা ক্যারিবিয়ানে ছুটি কাটিয়ে ফিরছিলেন।

জেসিকার বিবৃতি, ‘আমাদের দুই মেয়ে, মাদিতা (১২) এবং অ্যানিক (১০), তাদের বাবা ক্রিশ্চিয়ানের সঙ্গে ক্যারিবিয়ানে ছুটি কাটিয়ে ফিরছিল। তারা সিঙ্গেল ইঞ্জিনের বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং সমুদ্রে গিয়ে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ছোট বিমানের চারজন যাত্রীই কেউ প্রাণে বাঁচেনি… মাদিতা, লুই আর্মস্ট্রং মিডল স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল, তার প্রাণবন্ত স্বভাবের জন্য জনপ্রিয় ছিল সে। পড়াশোনায় খুবই মেধাবী, নাচ, গান এবং পারফরম্যান্সেও পারদর্শী ছিল সে। অ্যানিক ওয়ান্ডারল্যান্ড এভ এলিমেন্টারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। নরম স্বভাবের, কিন্তু দৃঢ় ব্যক্তিত্বের জন্য জনপ্রিয় ছিল সে। সবসময়ে সুন্দর করে কথা বলা এবং জড়িয়ে ধরে মন ভাল করে দিত সে। বাস্কেটবল, সাঁতার এবং বিভিন্ন ধরনের শিল্পকর্মে তার অধীর আগ্রহ ছিল।’

ঘটনার সম্পর্কে যা জানা যায়, আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানটি সমস্যার মুখে পড়ে এবং বেকিয়া সংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়৷ ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে গেলও বাঁচানো যায়নি৷ পাইলট-সহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বিধ্বংসী দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে৷ উল্লেখ্য, ক্রিশ্চিয়ান অভিলারের শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ মুক্তি পেতে চলেছে৷

Actor Yusuf Hussain Dies: বলিউডে ফের করোনার থাবা, প্রয়াত অভিনেতা ইউসুফ হুসেন!

#মুম্বই: করোনাভাইরাসের শিকার হয়ে ফের প্রয়াত বলিউডের অভিনেতা। শনিবার ৭৩ বছর বয়সে মারা গেলেন প্রবীণ অভিনেতা ইউসুফ হুসেন (Actor Yusuf Hussain Dies)। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি থেকে দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সকালে এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউসুফ হুসেন (Actor Yusuf Hussain Dies)। তাঁর জামাই বিখ্যাত পরিচালক হনসল মেহতা (Hansal Mehta) ইউসুফ হুসেনের মৃত্যুর খবর সংবাদসংস্থাকে জানিয়েছেন। প্রবীণ অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া (Actor Yusuf Hussain Dies)। ইউসুফের মেয়ে সফিনার সঙ্গে বিয়ে করেছেন হনসল মেহতা। ইনস্টাগ্রামে শ্বশুরকে হারানোর শোকবার্তা পোস্ট করেছেন হনসল (Hansal Mehta)।

ইউসুফ হুসেনের একটি ছবি শেয়ার করে কীভাবে রাজকুমার রাওয়ের ‘শাহিদ’ ছবিটি হনসলকে তৈরি করতে সাহায্য করেছিলেন তাঁর শ্বশুর, সে কথা সেই পোস্টে ব্যক্ত করেছেন তিনি। ইউসুফ হুসেন তাঁর বাবার মতো ছিলেন বলে উল্লেখ করেছেন হনসল। শেষ পর্যন্ত নিজেকে একেবারে অনাথ মনে হচ্ছে বলে লিখেছেন হনসল মেহতা। হনসলের কথায়, ‘… একটা নতুন জীবন ঋণ থেকে গেল। আমি আপনাকে খুবই মিস করব। আমার উর্দু ভাঙাই থাকবে। এবং হ্যাঁ, ভালোবাসি আপনাকে ভালোবাসি আপনাকে!’

 

View this post on Instagram

 

A post shared by Hansal Mehta (@hansalmehta)

আরও পড়ুন: মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তারকা অভিনেতা পুনীত রাজকুমার!

প্রবীণ অভিনেতা ইউসুখ হুসেনের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন বলিউডের অভিনেতারা। তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বচ্চন, মনোজ বাজপেয়ী। ২০০৩ সালে কুছ না কহো ছবিতে ইউসুফ হুসেনের সঙ্গে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। অভিষেক ট্যুইটারে লিখেছেন, ‘রেস্ট ইন পিস ইউসুফজি। আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি, কুছ না কহো থেকে শুরু করে শেষ বব বিশ্বাস। উনি খুবই ধীর, দয়ালু ও উষ্ণ চরিত্রের ছিলেন। ওঁর পরিবারকে সমবেদনা জানাই’।

আরও পড়ুন: পুনীত রাজকুমার থেকে সিদ্ধার্থ শুক্লা, কম বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন যাঁরা…

মনোজ বাজপেয়ী ট্যুইটারে লিখেছেন, ‘দুঃখের খবর!!! সফিনা হুসেন ও হনসল মেহতাকে সমবেদনা জানাই ও গোটা পরিবারকে!!! রেস্ট ইন পিস ইউসুফ সাব’। পূজা ভাটও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছেন। ধুম ২, রইস, বিবাহ, রোড টু সঙ্গম-এর মতো একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন ইউসুফ হুসেন।

Anupam Shyam Died: কিডনি বিকল হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা অনুপম শ্যাম!

#মুম্বই: প্রবীণ অভিনেতা অনুপম শ্যাম প্রয়াত (Anupam Shyam Died)। গত সপ্তাহেই কিডনিতে সংক্রমণের জেরে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর কাছের বন্ধু যশপাল শর্মা জানিয়েছেন, সোমবার ওই হাসপাতালেই শরীরের একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে গিয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। টেলিভিশনে ‘মন কি আওয়াজ: প্রতিজ্ঞা’ করেই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিলেন তিনি। এছাড়াও ‘স্লামডগ মিলিনেয়ার’, ও ‘ব্যান্ডিট কুইন’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

চারদিন আগেই গুরগাঁওয়ের লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অনুপম শ্যামের বন্ধু যশপাল শর্মা জানিয়েছেন, নিজের দুই ভাই অনুরাগ ও কাঞ্চনের উপস্থিতিতেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্যাম। তিনি বলেছেন, ‘কিছুক্ষণ আগেই চিকিৎসকেরা শ্যামকে মৃত ঘোষণা করেন। ওর দুই ভাই অনুরাগ ও কাঞ্চন হাসপাতালে রয়েছে। ওর দেহ হাসপাতালেই রয়েছে এখনও।’ কয়েকদিন আগে পর্যন্ত একটি ফিল্মের শ্যুটিং করেছেন তিনি। সেই সময় হাই ব্লাড সুগারের কারণে ইঞ্জেকশনও নিতেন অনুপম শ্যাম।

অনুপম শ্যামের নিউ দিনদোশির বাড়িতে দেহ নিয়ে যাওয়া হবে। পরে এদিনই শেষকৃত্য হবে তাঁর। প্রায় তিন দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনুপম শ্যাম। বলিউডের একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি। তালিকায় রয়েছে, ‘সত্যা’, ‘দিল সে’, ‘লগান’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’। অভিনয়ের জন্য দর্শকের প্রশংসাও পেয়েছেন তিনি। ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’-য় ঠাকুর সজ্জন সিংয়ের ভূমিকায় দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

কয়েকদিন আগেই ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’-র দ্বিতীয় সিজনের শ্যুটিং শুরু করেছিলেন তিনি। অনুপম শ্যামের মৃত্যুতে শোকাহত তাঁর অভিনয় জগতের সহকর্মীরা। মনোজ জোশি, অশোক পণ্ডিত এদিন ট্যুইটে সমবেদনা জানিয়েছেন। গত বছরও তাঁর ডায়ালিসিস করা হয়েছিল। সেই সময় খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসার জন্য বিনোদন জগত ও বন্ধুদের কাছে সাহায্য চেয়েছিল তাঁর পরিবার।