Tag Archives: Actor Death

Daniel Balaji Dies: মাত্র ৪৮-এই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, থেমে গেল পথ চলা

তামিলনাড়ু: প্রয়াত তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। শুক্রবার, ২৯ মার্চ রাতে মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বালাজির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৮।

চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এক্স-এ (অতীতে যা ট্যুইটার বলে পরিচিত ছিল) তিনি লেখেন, “ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে মারা গিয়েছেন। ভেট্টইয়াডু ভিলায়াডু, পোলাধবন-খল চরিত্রে তাঁর কণ্ঠ ও অভিনয় কে ভুলতে পারে!”

ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর তাঁর অনুরাগী এবং সহকর্মীদের হতবাক করেছে। পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলের মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লিখেছেন, “খবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই জন্য অনুপ্রেরণা ছিলেন। খুব ভাল বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

আরও পড়ুন: সইফ-করিনার সুখের সংসারে ভাঙন? ‘শান্তি খুঁজি’, বললেন করিনা, তাল কি তবে কেটেই গেল

আরও পড়ুন: সাফল্য আর ফুরিয়ে যাওয়া… পরিবর্তন আনার চেষ্টা অন্তঃসত্ত্বা দীপিকার! কী এমন হল

ড্যানিয়েল বালাজি ২০২২ সালের এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়। তিনি গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার কাখা কাখার ছবিটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তীতে তিনি বিধি মাধি উল্টা এবং পোলাধবন-সহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন। বালাজি কয়েকটি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় সিনেমাতেও কাজ করেছেন।

Actor Death: চলে গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা! হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই চিরবিদায়, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

চেন্নাই: চলে গেলেন লক্ষ্মী নারায়ণ সেসু। কাছের মানুষদের কাছে তিনি লোল্লু সভা সেশু। গতকাল, মঙ্গলবার, ২৬ মার্চ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স ছিল ৬০ বছর। গত ১৫ মার্চ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

আরও পড়ুন: ‘দিদার হাতে ভাতে ভাত আর… আহা!’ বচ্চনদের হেঁসেলেও রাজ করছে মধ্যবিত্ত বাঙালির পদ, কী কী রাঁধেন জয়া? জানালেন নাতনি

২০০২ সালে ধনুষের সঙ্গে ‘থুল্লুভাধো ইলামাই’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ বড়পর্দায়। হিট কমেডি শো, ‘লোল্লু সভা’-তে তাঁর চরিত্র জনপ্রিয় হওয়ার পর লক্ষ্মী নারায়ণ তামিলনাড়ুর ঘরে ঘরে পরিচিত নাম তিনি। টেলিভিশন মিডিয়ায় কাজ করার পর সেসু একাধিক ছবিতে অভিনয় করেন। তিনি অভিনেতা-কমেডিয়ান সান্থানমের সঙ্গে একজোটে বহু কাজ করেছিলেন।

লক্ষ্মী নারায়ণের জনপ্রিয় ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল ‘এ১’, ‘ডিক্কিলুনা’, ‘গুলুগুলু’, ‘নাই সেকার রিটার্নস’, ‘দ্রৌপদী’ এবং ‘ভাদাক্কুপট্টি রামাসামি’ ইত্যাদি। ২০২০ সালে স্বল্প দৈর্ঘের ছবি ‘অরোরা’তে শেষবার অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন তাঁরই ছেলে অভিলাষ।

Famous Actor Tragic Story: প্রকাশ্য রাস্তায় নিষ্ঠুর ভাবে খুন! মর্মান্তিক মৃত্যু সুপারহিট নায়কের, ২ বিয়ে, ৫ সন্তান… শিউরে ওঠা কাহিনি

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল। মৃত্যুর ২৮ বছর পরেও বিশ্বের দরবারে সম্মানিত সেই অভিনেতা। মাত্র ৪০ বছরের পেশাজীবনে তিনি যে পরিমাণ কাজ করেছেন, তা অকল্পনীয়। আর তাই তাঁর নাম নথিভুক্ত রয়েছে গিনেস বুকে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল। মৃত্যুর ২৮ বছর পরেও বিশ্বের দরবারে সম্মানিত সেই অভিনেতা। মাত্র ৪০ বছরের পেশাজীবনে তিনি যে পরিমাণ কাজ করেছেন, তা অকল্পনীয়। আর তাই তাঁর নাম নথিভুক্ত রয়েছে গিনেস বুকে।
তাঁর অভিনয় জীবনে ৮০০টিরও বেশি ছবিতে ১৮০টি পুরস্কার পেয়েছেন। ৮০০টি ছবির মধ্যে তিনি মোট ৫৩৫টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ৫৯টি ছবিতে দ্বৈত চরিত্রে (ডাবল রোল) অভিনয় করার রেকর্ডও রয়েছে সেই অভিনেতার।
তাঁর অভিনয় জীবনে ৮০০টিরও বেশি ছবিতে ১৮০টি পুরস্কার পেয়েছেন। ৮০০টি ছবির মধ্যে তিনি মোট ৫৩৫টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ৫৯টি ছবিতে দ্বৈত চরিত্রে (ডাবল রোল) অভিনয় করার রেকর্ডও রয়েছে সেই অভিনেতার।
তাঁর সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনিই। ১৯৭৯ সালে তাঁর একটি ছবি ‘মৌলা জাট’, ডায়মন্ড জুবিলি ছবি ১৫ মাস ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। কাল্ট ক্লাসিক ছবির তকমা পেয়েছিল।
তাঁর সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনিই। ১৯৭৯ সালে তাঁর একটি ছবি ‘মৌলা জাট’, ডায়মন্ড জুবিলি ছবি ১৫ মাস ধরে প্রেক্ষাগৃহে চলেছিল। কাল্ট ক্লাসিক ছবির তকমা পেয়েছিল।
চেনেন কি তাঁকে? পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা সুলতান রাহির কথা গল্পই বলা হচ্ছে। নিজেকে পাকিস্তানি এবং পঞ্জাবি সিনেমার অন্যতম প্রধান এবং সবচেয়ে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে পাকিস্তানের ‘ক্লিন্ট ইস্টউড’ বলা হত।
চেনেন কি তাঁকে? পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা সুলতান রাহির কথা গল্পই বলা হচ্ছে। নিজেকে পাকিস্তানি এবং পঞ্জাবি সিনেমার অন্যতম প্রধান এবং সবচেয়ে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁকে পাকিস্তানের ‘ক্লিন্ট ইস্টউড’ বলা হত।
সুলতান রাহি ১৯৩৮ সালে ব্রিটিশ ভারতের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে রাওয়ালপিন্ডিতে চলে আসেন।
সুলতান রাহি ১৯৩৮ সালে ব্রিটিশ ভারতের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে রাওয়ালপিন্ডিতে চলে আসেন।
কেউ কেউ আবার বলেন, সুলতান রাহির জন্ম মুজাফফরনগরে, রাওয়ালপিন্ডিতে নয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার মেজর আব্দুল মজিদের পুত্র।
কেউ কেউ আবার বলেন, সুলতান রাহির জন্ম মুজাফফরনগরে, রাওয়ালপিন্ডিতে নয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার মেজর আব্দুল মজিদের পুত্র।
সুলতান রাহির বিয়ে হয়েছিল শাহিনের সঙ্গে, কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর নাসিম সুলতানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তার পাঁচ সন্তান। যাঁদের মধ্যে হায়দার সুলতানও একজন অভিনেতা।
সুলতান রাহির বিয়ে হয়েছিল শাহিনের সঙ্গে, কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। এরপর নাসিম সুলতানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তার পাঁচ সন্তান। যাঁদের মধ্যে হায়দার সুলতানও একজন অভিনেতা।
এত সফল এবং তাঁর সময়ের পথপ্রদর্শক হওয়া সত্ত্বেও, সুলতান রাহির মৃত্যুর ঘটনা শুনলে চোখে জল আসবে। শিউরে ওঠার মতো ঘটনায় মৃত্যু হয় তাঁর।
এত সফল এবং তাঁর সময়ের পথপ্রদর্শক হওয়া সত্ত্বেও, সুলতান রাহির মৃত্যুর ঘটনা শুনলে চোখে জল আসবে। শিউরে ওঠার মতো ঘটনায় মৃত্যু হয় তাঁর।
১৯৯৬ সালের জানুয়ারি মাসে সুলতান রাহি এবং তার বন্ধু ইসলামাবাদ থেকে লহৌর যাচ্ছিলেন। তাঁদের গাড়ির একটি টায়ারে পাংকচার হওয়ার পর, সুলতান এবং তার বন্ধু দু’জনেই গাড়ি থেকে নেমে টায়ার বদলাচ্ছিলেন।
১৯৯৬ সালের জানুয়ারি মাসে সুলতান রাহি এবং তার বন্ধু ইসলামাবাদ থেকে লহৌর যাচ্ছিলেন। তাঁদের গাড়ির একটি টায়ারে পাংকচার হওয়ার পর, সুলতান এবং তার বন্ধু দু’জনেই গাড়ি থেকে নেমে টায়ার বদলাচ্ছিলেন।
এ সময় এক দুষ্কৃতীর দল গাড়ির কাছে এসে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে সুলতান রাহি ও তাঁর বন্ধু দু’জনই গুলিবিদ্ধ হন। সেই ঘটনাতেই জীবনযুদ্ধে পরাজিত হন তিনি। মৃত্যু হয় পাকিস্তানের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের।
এ সময় এক দুষ্কৃতীর দল গাড়ির কাছে এসে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে সুলতান রাহি ও তাঁর বন্ধু দু’জনই গুলিবিদ্ধ হন। সেই ঘটনাতেই জীবনযুদ্ধে পরাজিত হন তিনি। মৃত্যু হয় পাকিস্তানের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের।

Director Surya Death: চলে গেলেন ‘বিগ বস’ খ্যাত তারকা! জন্ডিসের করাল থাবায় ৫০-এই থেমে গেল পরিচালকের পথচলা

চেন্নাই: প্রয়াত পরিচালক সূর্য কিরণ। তেলুগু ইন্ডাস্ট্রিতে শিশু অভিনেতা এবং পরিচালক চেন্নাইতে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন গত ১১ মার্চ। জানা গিয়েছে, জন্ডিসের কারণে সূর্যকিরণের মৃত্যু হয়েছে। কেরলের বাসিন্দা কিরণ। ৪৮ বছরের কিরণের শেষ ছবি ‘আরাসি’ শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনয় করেছেন ভারালক্ষ্মী শরৎকুমার।

‘সত্যম’ এবং ‘ধানা ৫১’-এর মতো ছবি বানিয়ে সুখ্যাতি অর্জন করেন। ‘বিগ বস তেলুগু’-তেও অংশ নিয়েছিলেন তিনি। সূর্য কিরণ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি জনপ্রিয় নাম ছিল।

১৯৭৮ সালে মালয়ালম ছবি ‘স্নেহিখান ওরু পেন্নু’ দিয়ে শিশু অভিনেতা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি ২০০টিরও বেশি ফিচার ছবিতে কাজ করেন। কিরণ তেলুগু ছবি ‘সত্যম’ দিয়ে পরিচালনায় পা রাখেন।

আরও পড়ুন: কেউ নিল ট্রফি, কেউ জনপ্রিয়তা! আজ ২০ বছর পর কার বেশি সম্পত্তি? রাহুল বৈদ্য-অভিজিৎ সাওয়ান্তের পারিশ্রমিকের ব্যবধানে চমকে উঠবেন

পরে তিনি ‘ব্রহ্মাস্ত্রম’ (২০০৬), ‘রাজু ভাই’ (২০০৭) এবং ‘অধ্যায় ৬’ (২০১০)-সহ আরও কয়েকটি ছবি পরিচালনা করেন। সূর্য কিরণ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি জনপ্রিয় নাম ছিল। কিরণের ছোট বোন সুজিতা ধনুষও একজন অভিনেত্রী। অভিনেত্রী কল্যাণীর সঙ্গে বিয়ে হয়েছিল সূর্যের। কিন্তু তাঁরা তাড়াতাড়িই আলাদা হয়ে যান।

Actor-Former IAS Officer Death: আচমকাই সব শেষ… চলে গেলেন ৭১ বছরের অভিনেতা, প্রাক্তন আইএএস অফিসারের প্রয়াণে শোক

মুম্বই: প্রয়াত কন্নড় অভিনেতা কে শিবরাম। বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। যা জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কিন্তু কোন রোগে ভুগছিলেন, সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন শিবরাম। কিন্তু বুধবার তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার পরেই শেষরক্ষা করা যায়নি। কন্নড় ছবির জগতে এই খবর যেন বড় ধাক্কা। আচমকা এমন দুঃসংবাদে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন: শুধু পান করার নয়, ত্বকে মেখে দেখুন, সমস্ত দাগ নিমেষেই ভ্যানিস, ৫ রকম ফেস প্যাকের টিপস

শিবরামের পরিচয় কেবল একটি নয়। অভিনেতা হওয়ার আগে তিনি উচ্চ পদস্থ সরকারি কর্মচারী ছিলেন। আইএএস অফিসার। তিনি প্রথম কন্নড় যিনি আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন কন্নড় ভাষাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে।

‘বা নল্লে মধুচন্দ্রকে’ দিয়ে কন্নড় সিনেমায় পা রেখেছেন তিনি। এরপর একে একে ‘বসন্ত কাব্য’, ‘সাংলিয়ানা’-র মতো সিনেমায় অভিনয় করে পরিচয় তৈরি করেছিলেন।

The Office Star Death: রহস্যমৃত্যু অভিনেতার! টিভি সিরিজের জনপ্রিয় কমেডি-সম্রাট চলে গেলেন লক্ষাধিকের চোখ ভিজিয়ে

লস অ্যাঞ্জেলস: একইসঙ্গে থমকে গেল লক্ষ লক্ষ মানুষের হাসি। আর হাসাবেন না অভিনেতা ইউয়েন ম্যাকেনটোশ। অকালেই চিরঘুমে চলে গেলেন কৌতুকাভিনেতা। ‘দ্য অফিস’-এর মতো জনপ্রিয় টিভি শো-তে অভিনয় করে কোটি কোটি মানুষের ভালবাসা কুড়িয়েছিলেন ইউয়েন।

৫০ বছর বয়সেই মৃত্যু বিশ্বখ্যাত অভিনেতার। কিথ বিশপ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ‘দ্য অফিস’ যে চ্যানেলে সম্প্রচারিত হত, সেই টিভি চ্যানেল গোল্ড, ম্যাকেটোশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, ‘আমরা (গোল্ড) ইউয়েন ম্যাকেনটোশের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মাত্র ৫০-এই চলে গেলেন তিনি।’

আরও পড়ুন: খেতে বসেই ‘এই’ মারাত্মক ‘ভুল’ করছেন? শরীরে বাঁধছে ডজন ডজন রোগ! খাওয়ার সঠিক নিয়মই জানেন না ৯৯ শতাংশ, আপনি জানুন এক নজরে

তাঁর ম্যানেজমেন্ট সংস্থা জানায়, ৫০ বছরে খুবই শান্তিপূর্ণভাবেই চলে গেলেন ইউয়েন। তাদের কথায় জানা যায়, শীঘ্রই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পরিবার এবং ঘনিষ্ঠ, বন্ধুদের উপস্থিতিতে। পরে চলতি বছরের শেষের দিকে তাঁর স্মৃতিতে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ম্যানেজমেন্ট সংস্থার তরফেই জানা যায়, ইউয়েন গত দুই বছর ধরে টানা বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ গত ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কেন এই মৃত্যু, সেই বিষয়ে কারও কাছে তথ্য নেই। বলা হয়েছে, ‘এক অজ্ঞাত কারণে শান্তিপূর্ণভাবে চলে গেলেন তিনি।’

Rituraj Singh Death: সুস্থ হয়ে বাড়ি ফিরেও আচমকা সব শেষ… চলে গেলেন বলি অভিনেতা! বরুণের অনস্ক্রিন বাবার হঠাৎ প্রয়াণে শোকের ছায়া

মুম্বই: ৬০-এর গণ্ডীও পেরলেন না। আচমকা চলে গেলেন ঋতুরাজ সিং। ছোটপর্দা থেকে বড়পর্দা, অবাধ বিচরণ ছিল সেই অভিনেতার। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৫৯ বছরের শিল্পী। প্যানক্রিয়াসের রোগে ভুগছিলেন তিনি। তারপর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সময় না দিয়েই চলে গেলেন অভিনেতা।

আরও পড়ুন: এখনকার বাংলা ছবি দেখি না, অনেক উঁচু থেকে ধপাস করে মান পড়ে গেলে যা হয়, একান্ত সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ

ঋতুরাজের ঘনিষ্ঠ বন্ধু অমিত বহেলের কথায়, ‘‘হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। প্যানক্রিয়াসের রোগে ভুগছিলেন বলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিছুদিন আগে। তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। তারপর আচমকাই হৃদরোগে আক্রান্ত হন।’’

হিন্দি টিভি শো, ওয়েব সিরিজে একাধিক কাজ করেছেন প্রয়াত অভিনেতা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘কুটুম্ব’, ‘অভয় ৩’, ‘নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ড’। রূপালী গঙ্গোপাধ্যায়ের সুপারহিট শো ‘অনুপমা’-তেও দেখা গিয়েছিল তাঁকে। ঋতুরাজ ‘সত্যমেব জয়তে ২’ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র মতো ছবিতেও কাজ করেছেন। বরুণ ধাওয়ানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।

Actor Death: চরম কষ্ট শেষ সময়ে! হৃদরোগে আক্রান্ত হয়ে সব শেষ, প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী

প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী কবিতা চৌধুরি। বৃহস্পতিবার কার্ডিয়াক অ্যারেস্টে গুজরাটের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৭।

১৯৮৯ সালে শুরু হওয়া ধারাবাহিক ‘উড়ান’-এ তাঁর অভিনয় দিয়ে দর্শকমনে ছাপ ফেলেছিলেন কবিতা। তাছাড়াও জনপ্রিয় সব বিজ্ঞাপনে দেখা যেত তাঁকে। কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বর্মা জানান, ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। কেমোথেরাপিও চলছিল তাঁর। অভিনেত্রীর বন্ধু জানান, তিনি খুবই কষ্টে ছিলেন। সুচিত্রার কথায়, “ওকে হারিয়ে ভেঙে পড়েছি। ওর সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ রইল না। হঠাৎ যে ওর শারীরিক অবস্থার এত অবনতি হবে, জানতাম না।”

উড়ান-এ আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কবিতা। তাঁর দৃঢ় এবং সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছিল। সাত এবং আটের দশকে একাধিক উল্ল্যেখযোগ্য কাজ করেন তিনি। ব্যক্তিজীবনেও তাঁর যাপন ছিল অনুপ্রেরণাদায়ক।

আরও পড়ুন: ৫৪০ ছবি, ৫৮১ কোটির সম্পত্তি! নায়ক হওয়া হল না, ছবির বাঁ পাশের খুদেটি কে বলুন তো

আরও পড়ুুন: 3 Idiots-এর মিলিমিটার! আমিরের সঙ্গে কাজ! জুটল না স্বীকৃতি, অকালে হারালেন তরুণ অভিনেতা

অভিনেত্রী-রাজনীতিবিদ স্মৃতি ইরানি শোকপ্রকাশ করে নেটমাধ্যমে লেখেন, ‘কিছু মানুষের জন্য উড়ান শুধুই একটি ধারাবাহিক ছিল। আমার কাছে এটি কঠিন পরিস্থিতি উতরে নিজেকে মুক্ত করার আহ্বান ছিল।’ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

Bollywood Singer Death: কয়েক মুহূর্তেই সব শেষ! রহস্যজনক অবস্থায় গায়িকার দেহ উদ্ধার, শিউরে ওঠা মৃত্যু

প্রয়াত জনপ্রিয় গায়িকা বিজয়লক্ষ্মী ওরফে মল্লিকা রাজপুত। নিজেরই বাসভবনে ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ। তার পরেই পুলিশ তদন্ত শুরু করে। ময়নাতদন্তে পাঠানো হয় গায়িকার মৃতদেহ। এমনই খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে।
প্রয়াত জনপ্রিয় গায়িকা বিজয়লক্ষ্মী ওরফে মল্লিকা রাজপুত। নিজেরই বাসভবনে ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ। তার পরেই পুলিশ তদন্ত শুরু করে। ময়নাতদন্তে পাঠানো হয় গায়িকার মৃতদেহ। এমনই খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে।
সীতাকুণ্ড এলাকার কোতোয়ালি নগরে মল্লিকার বাড়িতে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় বলে খবর। মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
সীতাকুণ্ড এলাকার কোতোয়ালি নগরে মল্লিকার বাড়িতে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় বলে খবর। মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
মল্লিকার মা সুমিতা সিং সংবাদমাধ্যমকে বলেন, "দরজা বন্ধ ছিল। ঘরের লাইট জ্বলছিল। তিনবার এসে ঘুরে গিয়েছি। কিন্তু দরজা খুলতে পারিনি।"
মল্লিকার মা সুমিতা সিং সংবাদমাধ্যমকে বলেন, “দরজা বন্ধ ছিল। ঘরের লাইট জ্বলছিল। তিনবার এসে ঘুরে গিয়েছি। কিন্তু দরজা খুলতে পারিনি।”
ঘরের মধ্যে গায়িকাকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করেন তাঁর মা। পুলিশ মনে করছে, নিডেকে শেষ করে দেওয়ার চরম পদক্ষেপ করেন গায়িকা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে।
ঘরের মধ্যে গায়িকাকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করেন তাঁর মা। পুলিশ মনে করছে, নিডেকে শেষ করে দেওয়ার চরম পদক্ষেপ করেন গায়িকা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি স্পষ্ট হবে।
মল্লিকা ইনস্টাগ্রামে লেখা, তিনি গান, গজল এবং চিত্রনাট্য লিখতেন। টি সিরিজের সঙ্গেও নাকি কাজ করেছিলেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, মল্লিকা রাজপুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে রিভলভার রানী ছবিতে কাজ করেছিলেন। এছাড়াও তাঁকে নাকি অনেক ধারাবাহিক, অ্যালবাম এবং ধারাবাহিকেও দেখা গিয়েছে। (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
মল্লিকা ইনস্টাগ্রামে লেখা, তিনি গান, গজল এবং চিত্রনাট্য লিখতেন। টি সিরিজের সঙ্গেও নাকি কাজ করেছিলেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, মল্লিকা রাজপুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে রিভলভার রানী ছবিতে কাজ করেছিলেন। এছাড়াও তাঁকে নাকি অনেক ধারাবাহিক, অ্যালবাম এবং ধারাবাহিকেও দেখা গিয়েছে। (DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

Soundarya Life Story: রূপে সকলকে ১০ গোল! হেলিকপ্টার দুর্ঘটনায় মাত্র ৩১-এই শেষ অমিতাভের নায়িকার জীবন

দক্ষিণী তথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়িকা সৌন্দর্য। হিন্দির ছবির পাশাপাশি কন্নড়, মালায়লাম, তেলেগুতেও অভিনয় করেছেন।
দক্ষিণী তথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়িকা সৌন্দর্য। হিন্দির ছবির পাশাপাশি কন্নড়, মালায়লাম, তেলেগুতেও অভিনয় করেছেন।
সৌন্দর্যের অভিনয় দক্ষতায় মুগ্ধ ছিলেন সকলেই। অমিতাভ বচ্চন থেকে নাগার্জুন, সকলের সঙ্গেই অভিনয় করেন তিনি। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ছোটবেলার বন্ধু রঘুকে বিয়ে করেন অভিনেত্রী।
সৌন্দর্যের অভিনয় দক্ষতায় মুগ্ধ ছিলেন সকলেই। অমিতাভ বচ্চন থেকে নাগার্জুন, সকলের সঙ্গেই অভিনয় করেন তিনি। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই ছোটবেলার বন্ধু রঘুকে বিয়ে করেন অভিনেত্রী।
খ্যাতি এবং ব্যক্তিজীবনের আনন্দ খুব বেশিদিন উপভোগ করতে পারেননি সৌন্দর্য। ২০০৪ সালে একটি রাজনৈতিক দলের প্রচারণার সময় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান সৌন্দর্য। মাত্র ৩১-এই থেমে যায় তাঁর যাত্রা।
খ্যাতি এবং ব্যক্তিজীবনের আনন্দ খুব বেশিদিন উপভোগ করতে পারেননি সৌন্দর্য। ২০০৪ সালে একটি রাজনৈতিক দলের প্রচারণার সময় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান সৌন্দর্য। মাত্র ৩১-এই থেমে যায় তাঁর যাত্রা।
সৌন্দর্যের অকালমৃত্যুতে শোকের ছায়া নামে ইন্ডাস্ট্রিতে। এত তাড়াতাড়ি তাঁর চলে যাওয়াকে এখনও অপূরণীয় ক্ষতি বলে মনে করা হয়।
সৌন্দর্যের অকালমৃত্যুতে শোকের ছায়া নামে ইন্ডাস্ট্রিতে। এত তাড়াতাড়ি তাঁর চলে যাওয়াকে এখনও অপূরণীয় ক্ষতি বলে মনে করা হয়।
অভিনেত্রী তো বটেই, প্রযোজক হিসাবেও সফল ছিলেন সৌন্দর্য। কন্নড় ছবি 'দীপা'র প্রযোজনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।
অভিনেত্রী তো বটেই, প্রযোজক হিসাবেও সফল ছিলেন সৌন্দর্য। কন্নড় ছবি ‘দীপা’র প্রযোজনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।