Tag Archives: Vistara

Vistara Summer Sale: ১,৯৯৯ টাকা থেকে শুরু ভাড়া ! ৭ জুন পর্যন্ত ‘সামার সেল’ দিচ্ছে ভিস্তারা

কলকাতা: এবারের গ্রীষ্মে ‘সামার সেল’ নিয়ে হাজির হল ভিস্তারা। ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস ক্লাসের ভাড়ায় আকর্ষণীয় ছাড় পাচ্ছেন যাত্রীরা। ক্লাব ভিস্তারার সদস্যরা পাবেন অতিরিক্ত ছাড়। হাতে সময় আর মাত্র ২ দিন।

৪ জুন থেকে শুরু হয়েছে ‘সামার সেল’। চলবে মাত্র ৯৬ ঘণ্টা। ৭ জুন অফার শেষ হবে। ভারতে করা টিকিট বুকিংয়েই সেলের সুবিধা পাবেন যাত্রীরা। সামার সেলে ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণের জন্য টিকিট বুক করা যাবে (ব্ল্যাকআউট তারিখ প্রযোজ্য)।

সস্তায় ঘরোয়া এবং আন্তর্জাতিক যাত্রা: ভিস্তারার সামার সেলে একপিঠের ইকোনমি ক্লাসের ভাড়া শুরু হচ্ছে ১,৯৯৯ টাকা থেকে। প্রিমিয়াম ইকোনমির ভাড়া ২,৯৯৯ টাকা এবং বিজনেস ক্লাসের টিকিট কাটা যাবে ৯,৯৯৯ টাকায়।

আরও পড়ুন– আচমকাই উড়ো ই-মেলে বোমাতঙ্ক; চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এয়ার কানাডা দিল্লি-টরোন্টো উড়ানের যাত্রীদের মধ্যে

আন্তর্জাতিক উড়ানেও মিলছে আকর্ষণীয় ছাড়। ইকোনমি ক্লাসের ভাড়া ১১,৯৯৯ টাকা, প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ১৪,৯৯৯ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া শুরু হচ্ছে ৪৩,৯৯৯ টাকা থেকে (ট্যক্স সহ সমস্ত ভাড়া)। বলে রাখা ভাল, এই ভাড়া নির্বাচিত রুট এবং ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য।

ক্লাব ভিস্তারার সদস্যদের জন্য রয়েছে বিশেষ ছাড়: ক্লাব ভিস্তারার সদস্য হলে বিশেষ কিছু সুবিধা মিলবে। সামার সেলে ফ্লাইট বুকিং করা ক্লাব ভিস্তারার সদস্যরা বিজনেস ক্লাস বুকিংয়ে অতিরিক্ত ২৫ শতাংশ, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি ক্লাসের টিকিট বুকিংয়ে অতিরিক্ত ২০ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ পরের যাত্রার জন্য আরও বেশি সঞ্চয়।

আরও পড়ুন– ৪৮ ডিগ্রি গরমেও এসি চলে না! ফ্যান-কুলারেই কাজ চালান এই কলোনির আইএএস, আইপিএসরা

সামার সেলে ভিস্তারার টিকিট বুকিং: যাত্রীরা সরাসরি ভিস্তারার ওয়েবসাইট, আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ, ভিস্তারার এয়ারপোর্ট টিকিট অফিস, কল সেন্টার, অনুমোদিত অনলাইন ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে ভিস্তারার সামার সেলে টিকিট বুক করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই অফারে সরাসরি চ্যানেল ডিসকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট এবং ভাউচার ব্যবহার করা যাবে না।

সিট সংখ্যা সীমিত। তাই যাত্রীদের দ্রুত টিকিট বুকিংয়ের পরামর্শ দিয়েছে ভিস্তারা। জানানো হয়েছে, সামার সেলে ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে টিকিট দেওয়া হবে।

Israel-Iran Tensions: ইজরায়েল-ইরানে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়াচ্ছে এয়ার ইন্ডিয়া-সহ বহু বিমান সংস্থা

নয়া দিল্লি: আশঙ্কাই সত্যি হতে চলেছে। শনিবার গভীর রাত থেকেই ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী৷ জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলের উপর ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান ৷ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু এয়ারলাইন্স ইরানে ফ্লাইট বাতিল করেছে এবং দ্রুত ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও ইরানের আকাশসীমার ব্যবহার সীমিত করেছে।

এয়ার ইন্ডিয়া এবং কান্টাস বিমানগুলি এখন ইরানের আকাশসীমা এড়াতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে৷ ফ্লাইট ট্র্যাকিং ডেটা ইঙ্গিত দেয় যে ইরানের আকাশসীমা এড়াতে শনিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উল্লেখযোগ্যভাবে দীর্ঘ পথ নিয়েছে। সাংবাদমাধ্যমের সূত্রের খবর, ইউরোপের গন্তব্যে পৌঁছাতে ক্যারিয়ারটি এখন ৪৫ মিনিটের বেশি সময় নিতে পারে। তবে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলিতে প্রভাব ফেলবে না কারণ তারা ইরানের আকাশসীমার দক্ষিণে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আক্রমনের পর ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হলে এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে তেল আভিভ সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছিল৷ গাজা যুদ্ধের প্রায় পাঁচ মাস পর মার্চের শুরুতে এয়ার ইন্ডিয়া তেল আভিভ ফ্লাইট পুনরায় চালু করে।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ভিস্তারার একজন মুখপাত্র বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের কিছু অংশকে প্রভাবিত করে বর্তমান পরিস্থিতির কারণে, আমরা আমাদের কিছু ফ্লাইটের পথ পরিবর্তন করছি। এই ধরনের পরিস্থিতির সময় অপারেশনাল ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য উপলব্ধ রাখা হয় এমন আকস্মিক রুটগুলি পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট রুটে ফ্লাইটের সময় বেশি হতে পারে এবং সংশ্লিষ্ট বিলম্ব হতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে আরও পরিবর্তন করা হবে’৷

কেরিয়ার এবং এর সহযোগী অস্ট্রিয়ান এয়ারলাইন্স বলেছে যে তাদের বিমান আর ইরানের আকাশসীমা ব্যবহার করবে না। অফিসিয়াল বিবৃতিতে “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি” উদ্ধৃত করেছে। ইরান প্রাথমিকভাবে তুর্কি এবং মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সের মাধ্যমে লুফথানসা এবং এর অধীনস্থ একমাত্র পশ্চিমা বাহক হিসেবে বর্তমানে তেহরানে সেবা দিচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে, লুফথানসা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পর্যন্ত এবং তেহরান থেকে ফ্লাইট স্থগিত করছে। এয়ারলাইনটি আর ইরানের আকাশসীমা ব্যবহার করছে না,কোম্পানির মুখপাত্র জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়াতে কান্টাস এয়ারওয়েজ সাময়িকভাবে তার পরিষেবাগুলিকে পুনরায় রুট করেছে। পার্থ থেকে লন্ডন পর্যন্ত QF9 ফ্লাইটটি এখন সিঙ্গাপুর হয়ে আগামী কয়েকদিনের জন্য জ্বালানি বন্ধের জন্য উড়বে কারণ কোম্পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোয়ান্টাসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে QF10 রিটার্ন ফ্লাইট (পাশাপাশি লন্ডনের বাইরের অন্যান্য পথ) প্রভাবিত হয়নি। কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স আর ইসরায়েল এবং ইরানের উপর দিয়ে উড়বে না। প্রেস এজেন্সি এএনপি ডাচ আর্ম অফ এয়ার ফ্রান্স-কেএলএম-এর একজন মুখপাত্রের বরাত দিয়ে যোগ করেছে যে ক্যারিয়ারটি তেল আভিভের (ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে) উড্ডয়ন চালিয়ে যাবে।

Vistara Airlines: ‘বিমান চালাতে চালাতে আমরা ক্লান্ত’, ভিস্তারাকে জানাল পাইলটরা, সমস্যা মেটার নাম নেই

নয়াদিল্লিঃ ভিস্তারা এয়ারলাইন্সে তুমুল গণ্ডগোল। একসঙ্গে ছুটি নিয়েছেন অনেক পাইলট। ফলে একের পর এক বিমান বাতিল করতে হচ্ছে। তবে সপ্তাহান্তে আবার সব স্বাভাবিক হয়ে যাবে বলে বিবৃতি দিয়েছে ভিস্তারা এয়ারলাইন্স। তার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা বিবৃতি দিয়ে পাইলটরা জানাল, বিমান চালাতে চালাতে তাঁরা ক্লান্ত।

আরও পড়ুনঃ ফ্লাইটের দীর্ঘ বিলম্ব হলে আর বিমানে বসে থাকতে হবে না, নতুন নির্দেশিকা জারি করল বিসিএএস

এনডিটিভি তাদের রিপোর্টে লিখেছে, “পাইলটরা তাঁদের ক্ষমতার শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। এর ফলে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হচ্ছে। ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা”। পর্যাপ্ত পাইলট না থাকার কারণে অসংখ্য বিমান বাতিল করতে হয়েছে ভিস্তারাকে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইন্স সংস্থাটি।

টাটার এয়ার ইন্ডিয়ার সঙ্গে ভিস্তারা মিশে যাওয়ার পর সংশোধিত চুক্তির প্রতিবাদেই পাইলটদের এই ‘অসুস্থতা’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে সংশ্লিষ্ট সূত্র এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাঁদের দাবি, “পাইলটরা সত্যিই বিমান চালাতে চালাতে ক্লান্ত। নতুন এফডিটিএল (ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন) নিয়মে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হয়েছিল। কিন্তু আদতে আশানুরূপ কিছু ঘটেনি”।

মানিকন্ট্রোল সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে, “এয়ারলাইন সংস্থা পাইলটদের অতিরিক্ত কাজের জন্য বেতন এয়ার ইন্ডিয়ার রোস্টারের সঙ্গে জমা করা হবে জানিয়ে পাইলটদের ধর্মঘট প্রত্যাহার করতে বলেছে”। ক্রুদের অনুপস্থিতির কারণে বুধবার ২৬টি বিমান বাতিল করতে বাধ্য হয় ভিস্তারা।

সমস্যা মেটাতে ইতিমধ্যেই ভিস্তারার সিইও বিনোদ কান্নান এয়ারলাইনের শীর্ষ কর্তাদের নিয়ে পাইলটদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে ভিস্তারা কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। সূত্র মারফত জানা গিয়েছে, ফ্লাইট অপারেশন আবার স্বাভাবিক অবস্থায় ফিরছে। বিমান বাতিলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি রোস্টারিং এবং বাড়তি কাজের সমস্যা মে মাসের মধ্যে সমাধান করা হবে বলে পাইলটদের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

অন্য দিকে, মঙ্গলবার ৫০টির বেশি বিমান বাতিল হওয়ার পর, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে ভিস্তারাকে ফ্লাইট বাতিল এবং বিলম্বের দৈনিক বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়ের উপর নজর রাখছে ডিজিসিএ।

Death News: এক মুহূর্তের মধ্যেই সব শেষ! মাঝ আকাশে অনর্গল বমি, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু…

কলকাতা: গতকাল পোর্ট ব্লেয়ার থেকে কলকাতাগামী ভিস্তারার ইউকে ৭৭৮ কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের মধ্যে ৬০ বছর বয়সী এক মহিলা যাত্রী শর্মিষ্ঠা দাস মাথাব্যথা এবং অনর্গল বমি করছিলেন।

বিমানে নিযুক্ত কেবিন ক্রু পাইলটের দৃষ্টি আকর্ষণ করে পাইলট সেই মতো এটিসির সঙ্গে যোগাযোগ করে অগ্রাধিকার মেডিকেল এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চাই দুপুর দুটো ৩৯ মিনিট নাগাদ অবতরণ করে ৷ বিমানবন্দরে নিযুক্ত ডাক্তারেরা প্রাথমিক চিকিৎসার জন্য গেলেও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয় ৷

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ওই ব্যক্তিতে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ৷ কী কারণে আচমকা মৃত্যু হল ওই ব্যক্তির, তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা৷

Vistara-Air India Express Sale: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে মাত্র ১,৭৯৯ টাকায় মিলছে টিকিট! ভিস্তারায় ডিসকাউন্ট সেলে ঘুরুন দেশ-বিদেশ; আজই শেষ সুযোগ

কলকাতা: নতুন বছর উদযাপনের রেশ এখনও চলছে। তার ওপর ৯ বছর পূর্ণ করল ভিস্তারা। দুইয়ে মিলে যাত্রীদের জন্য সোনায় সোহাগা। জবরদস্ত ডিসকাউন্ট সেল নিয়ে হাজির দুই এয়ারলাইন সংস্থা ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ডোমেস্টিক ফ্লাইটে এয়ার ইন্ডিয়ার টিকিট মিলবে সবচেয়ে কম ১,৭৯৯ টাকায়। আর ভিস্তারার টিকিটের দাম শুরু মাত্র ১৮০৯ টাকা থেকে। আজ, বৃহস্পতিবারই শেষ সুযোগ।

ডোমেস্টিক ফ্লাইটে ‘টাইম টু ট্রাভেল’ সেল দিচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ২০২৪-এর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণের বুকিং করা যাবে। ভাড়া ১৭৯৯ টাকা থেকে শুরু। চেন্নাই, দিল্লি-জয়পুর, বেঙ্গালুরু-কোচি, দিল্লি-গোয়ালিয়র এবং কলকাতা-বাগডোগরা ইত্যাদি রুটে মিলবে এই অফার। তবে টিকিট বুক করতে হবে আজই।

আরও পড়ুন– ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, পৌষ সংক্রান্তির আগেই রাজ্য জুড়ে নামবে তাপমাত্রার পারদ

অন্য দিকে, টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে তৈরি এয়ারলাইন্স ভিস্তারা ৯ বছর পূর্ণ করল। সেই উপলক্ষেও ডিসকাউন্ট সেল চলছে। শুরু হয়েছে ৯ জানুয়ারি থেকে। চলবে আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি পর্যন্ত। এই সেলে ডোমেস্টিক ফ্লাইটের ইকোনমি ক্লাসে একপিঠের ভাড়া ১,৮০৯ টাকা, প্রিমিয়াম ইকোনমি ক্লাসের জন্য ২,৩০৯ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ৯,৯০৯ টাকা থেকে শুরু হচ্ছে।

এই ডিসকাউন্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটেও মিলবে। রিটার্ন ভাড়া সমেত ইকোনমি ক্লাসের জন্য ভাড়া ৯,৯৯৯ টাকা, প্রিমিয়াম ইকোনমিতে ১৩,৪৯৯ টাকা এবং বিজনেস ক্লাসের জন্য ২৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে ভিস্তারা।

আরও পড়ুন– নতুন বছরে ধনী হবে কোন রাশি? একনজরে দেখে নিন আর্থিক রাশিফল ২০২৪

ভিস্তারার ওয়েবসাইট, আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ, ভিস্তারার এয়ারপোর্ট টিকিট অফিস, এয়ারলাইনের কল সেন্টার, অনলাইন ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে ডিসকাউন্টে টিকিট কাটা যাবে। তবে ভিস্তারা জানিয়েছে, সরাসরি চ্যানেল ডিসকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট/সফট বেনিফিট প্রযোজ্য হবে না এবং এই বুকিংয়ের জন্য ভাউচার ব্যবহার করা যাবে না। ভাড়া নির্ভর করে পথ এবং দূরত্বের উপর, আসন সীমিত, তাই আগে এলে আগে মিলবে ভিত্তিতে পাওয়া যাবে।

ভিস্তারার চিফ একজিকিউটিভ অফিসার বিনোদ কান্নন বলেন, ‘‘আমাদের ৯ বছর পূর্ণ হল। এই সফরে আমরা গর্বিত। অসংখ্য যাত্রীর ভালবাসা পেয়েছি। অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পেরেছি। এটা সম্ভব হয়েছে গ্রাহকদের আস্থা এবং ভিস্তারার দায়িত্বশীল কর্মীদের জন্য। সমস্ত স্টেকহোল্ডারদের কাছে আমরা কৃতজ্ঞ ৷’’

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F