Tag Archives: Ambidexterity

Ambidextrous: দু’হাতে একসঙ্গে ১১ রকম ভাবে লেখেন একাধিক ভাষা! দ্বাদশ শ্রেণী পাশ রাজমিস্ত্রির বাজিমাত সব্যসাচী-গুণে

মৈনাক দেবনাথ, করিমপুর: দু হাত দিয়েই সমান্তরালে প্রায় ১১ টি পদ্ধতিতে সাবলীল ভাবে লিখতে পারেন ১২ ক্লাস পাশ করা নদিয়ার করিমপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বিপ্লব শেখ। বাড়ি করিমপুর থানার অন্তর্গত চন্দনপুর এলাকায়। ছোটবেলা থেকেই সেভাবে পড়াশোনা করে উঠতে পারেননি তিনি। আর্থিক অবস্থা ভাল না থাকায় দ্বাদশ শ্রেণীর পরে ছেড়ে দিতে হয়েছিল পড়াশোনা। এর পরেই কর্মসন্ধানে বেরিয়ে পড়েন এদিক-ওদিক।

রাজ্যের বাইরে এর আগে একাধিক জায়গায় রাজমিস্ত্রি ও যোগাড়ের কাজ তিনি করেছেন। তবে পেটের দায়ে দিনরাত দিনমজুর ও রাজমিস্ত্রির কাজ করলেও তার বরাবরই আগ্রহ ছিল সব্যসাচী অর্থাৎ দু’হাতে সাবলীল ভাবে সমান্তরালের লেখা। আর সেই কারণেই ছোট থেকেই লাগাতার অনুশীলন করে আসছেন তিনি। ডান হাত ও বাম হাতে কলম ধরে কাগজের ওপর সমান ভাবে লিখে যান তিনি। শুধু তাই নয়, প্রত্যেকটি বর্ণমালা যথেষ্টই ছাপার অক্ষরের মতো ঝকঝকে ও স্বচ্ছ। তবে এই লেখার ধরন ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে অনেক জায়গায় দেখা গেলেও পেশায় রাজমিস্ত্রি বিপ্লব শেখের প্রতিভা একটু অন্য ধরনের। তিনি ১১ টি পদ্ধতিতে বেশ কয়েকটি ভাষা দু’হাতেই লিখতে পারেন।

আরও পড়ুন : ঝিমঝিম বৃষ্টিভেজা রাতে মৃদু আলোয় মনের মানুষের পাশে, ছোট্ট বিরতিতে বেড়াতে আসুন ঘরের কাছে এই রাজবাড়িতে

কর্মসূত্রে রাজ্যের বাইরে যেতে হয়েছিল তাঁকে। তখন সেই রাজ্যে স্থানীয় বাসিন্দা এবং তার সহকর্মীদের থেকে হিন্দি ওড়িয়া ইত্যাদি ভাষা শিখে সেই ভাষাতেও একাধিক পদ্ধতিতে লেখার দক্ষতা রয়েছে তাঁর। যেগুলি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। জানা যায় এই বিষয়ের প্রতি তার এতটাই ঝোঁক যে মাঝেমধ্যে নিজের স্মার্টফোনে ইন্টারনেট রিচার্জ করে সেখানে তিনি খোঁজ করেন রাজ্য দেশ তথা পৃথিবীতে তার মত দু’হাতে লিখতে পারা কোন ব্যক্তি আর আদৌ কোথাও আছেন কিনা কিংবা থাকলে তাঁরা কোথায় আছেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কাজে পারদর্শী হয়ে ওঠার আগেই অনলাইনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিংবা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার জন্য হিড়িক লেগে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সঠিক দিশা না থাকার কারণে নিজের এই প্রতিভা খোদাই করে রাখতে নিজের নাম কোথায় নথিভুক্ত করতে হবে তা জানেন না তিনি। সেই কারণেই তিনি সহযোগিতা প্রার্থনা করেছেন। তাঁর আর্জি, রেকর্ড সংগ্রহকারী সংস্থাগুলি যদি তাঁকে সহযোগিতা করে কিংবা প্রচারের আলোতে আসার পর যদি কেউ এসে তার পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করে, তা হলে বড়ই কৃতজ্ঞ থাকবেন তিনি।