Tag Archives: Anant Ambani and Radhika Merchant Wedding

Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতে মুম্বই পৌঁছলেন প্রাক্তন দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী

মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে এলেন প্রাক্তন দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং টনি ব্লেয়ার৷ মুম্বইয়ের একটি প্রাইভেট বিমানবন্দর থেকে তাঁদের দুজনকে বেরিয়ে আসতে দেখা যায়৷ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার আজ অনন্ত এবং রাধিকার বিয়ে হওয়ার কথা৷

শুধু প্রাক্তন দুই ব্রিটিশ প্রধানমন্ত্রী নন৷ অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতে দেশ বিদেশ থেকে বহু বিশিষ্ট অতিথি মুম্বইয়ে এসে পৌঁছে গিয়েছেন৷ সেই তালিকায় রয়েছে আমেরিকার রিয়েলিটি শো তারকা কিম এবং খোলে কার্দেশিয়ান, স্যামসাংয়ের সিইও হান জং হি সহ আরও অনেকে৷

আরও পড়ুন:  গ্রহ শান্তি পুজোয় অনন্তকে উষ্ণ আলিঙ্গন রাধিকার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে নেমে ফোটোগ্রাফারদের দিকে হাতও নাড়ান প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন সস্ত্রীক অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন৷ তিন দিন ধরে এই বিয়ের অনুষ্ঠান চলার কথা৷

গত মার্চ মাসে গুজরাতের জামনগরে তিন দিন ধরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ উদযাপন চলেছিল৷ সেখানেও এক হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন৷ অনন্ত-রাধিকার বিয়েকে কেন্দ্র করে জামনগরের পর এবার চাঁদের হাট নামল মুম্বইয়ে৷

Anant Ambani-Radhika Merchant Wedding: পশুদের প্রতি ভালবাসা অগাধ…! গ্রিন এনার্জির পৃষ্ঠপোষক, রইল হবু বর অনন্ত আম্বানির না জানা অনেক কথা

মুম্বই: আজ সব নজর অনন্ত আম্বানির দিকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র।  ১২ জুলাই এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অনন্ত।

অনন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ডিভিশনের এক্সিকিউটিভ ইনচার্জ। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিও প্ল্যাটফর্মস লিমিটেড, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড, রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড এবং রিলায়েন্স নিউ সোলার এনার্জি লিমিটেডের বোর্ডে পরিচালক হিসাবে কাজ করছেন এবং সেপ্টেম্বর ২০২২ থেকে রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ডে রয়েছেন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এনার্জি ও মেটেরিয়াল ব্যবসার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য ও গ্রিন এনার্জির গ্লোবাল অপারেশন পরিচালনা করেন অনন্ত। তিনি ২০৩৫ সালের মধ্যে রিলায়েন্সকে নেট কার্বন জিরো কোম্পানিতে পরিণত করার লক্ষ্য নিয়েছেন।

আরও পড়ুন- কিমকে দেখে হুড়োহুড়ি মুম্বই বিমানবন্দরে, কী করলেন হলিউড তারকা?

অনন্ত পশুপ্রেমী। প্রাণী সংরক্ষণ, উদ্ধার, পুনর্বাসন এবং বন্য প্রাণীর স্বাস্থ্যসেবায় নিরন্তর কাজ করে চলেছেন। পশুদের প্রতি তাঁর ভালবাসা প্রাক বিবাহ অনুষ্ঠানেও দেখা গিয়েছে। সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জামনগরে আম্বানিদের পশু উদ্ধার কেন্দ্র বনতারায়।

বনতারা-র জমকালো উদ্বোধনের পর নিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত আম্বানি বলেছিলেন, এই উদ্যোগের মূলে রয়েছে সনাতনের প্রতি বিশ্বাস। কারণ প্রত্যেক দেবতারই বাহন কোনও না কোনও প্রাণী। পাশাপাশি প্রাণী কল্যাণের এই উদ্যোগের পিছনে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছাও রয়েছে বলে জানিয়েছিলেন অনন্ত।

বনতারা হল প্রাণী উদ্ধার, যত্ন, সংরক্ষণ এবং পুনর্বাসন কর্মসূচি। রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্টে ৩ হাজার একরেরও বেশি জায়গায় গড়ে উঠেছে বনতারা। সারা বিশ্বের ৪৩ প্রজাতির ২ হাজারের বেশি প্রাণী উদ্ধার করে রাখা হয়েছে এখানে।

নিউজ 18-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনন্ত বলেন, “আমরা সবাই জানি সনাতনে (ধর্ম) প্রত্যেক দেবতার হৃদয়ের কাছাকাছি রয়েছে একটি করে প্রাণী। সেটা হল তাঁর বাহন। ঋগ্বেদেও কৃষ্ণ বলেছেন, সকল জীবন সমান, সে মানুষ হোক বা মৌমাছি কিংবা পিঁপড়ে। এখানে (বনতারা) আমরা ব্যাঙ থেকে ইঁদুর সব কিছুর (প্রাণীর) যত্ন নিই”।

২০২৩ সালের জানুয়ারিতে আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ায় এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অনন্ত ও রাধিকার বাগদান হয়। পাশাপাশি দুর্দান্ত সঙ্গীত ও হলদি অনুষ্ঠানের পর ১২ জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। ১২ জুলাই ‘শুভ বিবাহ’ বা মূল বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে অনন্ত-রাধিকার চার হাত এক হবে। অনুষ্ঠানের ড্রেস কোড চিরাচরিত ভারতীয় পোশাক। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। এই দিন ভারতের আনুষ্ঠানিক পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন, জমকালো ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে অতিথিদের।

Anant Ambani-Radhika Merchant Wedding: অপেক্ষার অবসান! গাঁটছড়া বাঁধছেন অনন্ত-রাধিকা, বিবাহ উপলক্ষে অবশেষে হাজির শাহরুখ খান

মুম্বই: আজ ১২ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ৷ ১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান৷ ইতিমধ্যেই অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। বেশ কিছু অতিথি আগেই পৌঁছে গিয়েছেন৷

অবশেষে বিয়েতে যোগ দিতে এলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ এতদিন নিউইয়র্কে ছিলেন। সেখানে মেয়ে সুহানার সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছুটি শেষ হতে না হতেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে মুম্বই আসেন তিনি। সম্প্রতি নিউইয়র্কে মেয়ে সুহানা খানের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন তিনি। দুজনে শপিং করেন৷ সেই ছবি সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। এবার নিজের বিশেষ স্টাইলে মুম্বই পৌঁছে গেলেন কিং খান।

আরও পড়ুন- কিমকে দেখে হুড়োহুড়ি মুম্বই বিমানবন্দরে, কী করলেন হলিউড তারকা?

গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই, অনন্ত-রাধিকার বিয়ের উৎসবে মুম্বইয়ে এসে গান গেয়ে গিয়েছেন বিশ্ব বিখ্যাত পপতারকা জাস্টিন বিবারও।

Anant Ambani Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষ্যে শিব শক্তির আরাধনা, পুজো শেষে আম্বানি পরিবারের মুখে ‘হর হর মহাদেব’ ধ্বনি

মুম্বই: ভারতীয় পরম্পরা, ঐতিহ্য ও ভক্তিরস মিলেমিশে এক হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। বিয়ে উপলক্ষ্যে বাসভবন অ্যান্টিলিয়াতে শিব শক্তি পুজোর আয়োজন করেছিল আম্বানি পরিবার। উপস্থিত ছিলেন এমএস ধোনি, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

অ্যান্টিলিয়ায় রয়েছে সুন্দরভাবে সজ্জিত মন্দির। আম্বানি পরিবারের আধ্যাত্মিক ও ভক্তির পীঠস্থান। সেখানেই শিব শক্তি পুজোর আয়োজন করা হয়। হবু বরের পিতামাতা মুকেশ আম্বানি ও নীতা আম্বানি পবিত্র শিবলিঙ্গে দুধ অর্পণ করেন। অনন্ত-রাধিকার সমৃদ্ধি ও সম্প্রীতি কামনায় দুগ্ধাভিষেক করেন তাঁরা।

আরও পড়ুন: মুম্বইতে মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ মমতার, ফুল-উত্তরীয়-উষ্ণ অভ্যর্থনায় স্বাগত

অভিষেকের পর গোটা আম্বানি পরিবার অংশ নেয় মহা আরতিতে। চলে শিব শক্তির আরাধনা। আরতি শেষে আম্বানি পরিবার ও অতিথিরা একযোগে বলে ওঠেন “হর হর মহাদেব”। অ্যান্টিলিয়ার আকাশে বাতাসে ধ্বনিত হয় দেবাদিদেবের মহামন্ত্র। এদিনের অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন গীতিকার ও গায়ক অমিত ত্রিবেদী। ‘কেদারনাথ’ সিনেমার জনপ্রিয় গান ‘নমো নমো’ গেয়েছেন তিনি।

১২ জুলাই, শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে অনন্ত ও রাধিকার বিয়ের আসর। তার আগে জমকালো এই অনুষ্ঠান যেন সুর বেঁধে দিল মূল বিবাহ বাসরের। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের পাশাপাশি কিম কার্দাশিয়ান এবং খলো কারদাশিয়ানের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিদের উপস্থিতির কারণে শুধু ভারতেই নয়, বিদেশেও বছরের সবচেয়ে আলোচিত বিবাহ করে তুলেছে। বিয়েতে আমন্ত্রিত WWE সুপারস্টার ও অভিনেতা জনসিনাও। খুব শীঘ্রই তিনি মুম্বই আসতে চলেছেন। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনুষ্ঠানের আন্তর্জাতিক আবেদন বাড়াবে।

১২ জুলাই শিভ বিবাহ বা বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের মূল বিবাহের অনুষ্ঠান। এদিন অতিথিদের জন্য চিরাচরিত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে। ১৩ জুলাই শুভ আশীর্বাদের দিনও ড্রেস কোড হিসেবে রাখা হয়েছে ভারতীয় পোশাক। ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন। ওই দিন জমকালো ভারতীয় পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে।

 

Anant-Radhika Wedding Guest List: আজই অনন্ত-রাধিকার বিয়ে, রাজকীয় বিবাহে দেশ-বিদেশের কারা উপস্থিত থাকছেন, রইল বিস্তারিত তালিকা

মুম্বইঃ শুক্রবার অর্থাৎ ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আর এই বিবাহ বিশ্ববরেণ্য এবং ভারতীয় নামীদামি ব্যক্তিত্বের অভূতপূর্ব উপস্থিতির সাক্ষী থাকতে চলেছে। এই বিয়েকে ঘিরে সারা বিশ্ব জুড়েই রীতিমতো চর্চা শুরু হয়েছে। আর সবথেকে বড় কথা হল, এই বিবাহ এখন আর শুধুই জমকালো কোনও অনুষ্ঠান নয়, বরং তা বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও তাঁর স্ত্রী শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিবাহের আনন্দে সামিল হতে ভারতে আসছেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, বিশ্বনেতা, শিক্ষাবিদ এবং বিনিয়োগকারীরা।

উদযাপনে উপস্থিত সকল স্তরের নামীদামি ব্যক্তিত্বরা অনুষ্ঠান উদযাপনের সত্যিকারের বিশ্বব্যাপী এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রকৃতিকে প্রতিফলিত করছেন। ভারত এবং বড় বড় অর্থনীতির দেশগুলির রাজনৈতিক স্তর থেকে বর্তমান এবং প্রাক্তন রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন। এর পাশাপাশি যোগ দেবেন ফরচুন ৫০০ ফার্মগুলিও। যা বিশ্বে ভারতের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব প্রদর্শন করবে। আর ভারত এবং বড় অর্থনৈতিক দেশগুলি থেকে বিশ্ববরেণ্য বিনিয়োগকারীদের উপস্থিতি ভারতের ভবিষ্যতের প্রতি বিশ্ববাসীর আস্থার উপর জোর দিচ্ছে।

আরও পড়ুনঃ অনন্ত-রাধিকার বিয়েতেই প্রথম ভারত সফর, মুম্বইয়ে এসে কিম লিখলেন ‘হাই ইন্ডিয়া’!

জমকালো এই বিবাহে উপস্থিত থাকতে চলেছেন নামীদামি, দক্ষ শিক্ষাবিদ, বিনিয়োগকারী, উদ্ভাবক এবং চিকিৎসকেরাও। আর বছরের পর বছর ধরে রিলায়েন্স এবং আম্বানিরা যে বুদ্ধিবৃত্তীয় আর বৈজ্ঞানিক সম্পর্কের মেলবন্ধন ঘটিয়েছেন, সেটা প্রতিফলিত হচ্ছে। এই বিবাহ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মুকেশ আম্বানির আহ্বায়ক ক্ষমতার একটি প্রমাণও হতে চলেছে। যিনি ভারতের অর্থনৈতিক উত্থানে মুখ্য ভূমিকা পালন করেছেন।

অতিথি তালিকা

ভারতীয় অতিথি:

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নর লোকেশ, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন, তেলঙ্গানার বিরোধী নেতা কেটি রামারাও, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কংগ্রেস-সিডব্লউসি সদস্য অভিষেক মনু সিঙ্ঘভি, কংগ্রেস-সিডব্লউসি সদস্য সলমন খুরশিদ, কংগ্রেস-সিডব্লউসি সদস্য দিগ্বিজয় সিং, রাজ্যসভার সদস্য কপিল সিবল, কংগ্রেস-সিডব্লউসি সদস্য সচিন পাইলট।

আন্তর্জাতিক অতিথি:

জন কেরি, আমেরিকার রাজনীতিবিদ। টোনি ব্লেয়ার, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। বরিস জনসন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। মাত্তেও রেনজি, ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী। জেবাস্টিয়ান কুর্ৎস, অস্ট্রিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী। স্টিফেন হার্পার, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী। কার্ল বিল্ড্ট, স্যুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। মোহামেদ নাশিদ, মলদ্বীপের প্রাক্তন প্রধানমন্ত্রী। এইচ ই সামিয়া সুলুহু হাসান, তানজানিয়ার প্রেসিডেন্ট। আমিন নাসের, অ্যারামকোর প্রেসিডেন্ট এবং সিইও। এইচ ই খালদুন আল মুবারক, মুবাদলার সিইও, ম্যানেজিং ডিরেক্টর মারি অকিনক্লস বিপি সিইও। রবার্ট দাদলি, বিপি প্রাক্তন সিইও অ্যারামকোর বোর্ড সদস্য। মার্ক টাকার, এইচএসবিসি হোল্ডিংস পিএলসি-র গ্রুপ চেয়ারম্যান। বার্নার্ড লুনি, বিপি প্রাক্তন সিইও। শান্তনু নারায়েন, অ্যাডোবি সিইও। মাইকেল গ্রাইমজ, মর্গ্যান স্ট্যানলির ম্যানেজিং ডিরেক্টর। জে লি, স্যামসাং ইলেকট্রনিক্সের একজিকিউটিভ চেয়ারম্যান। দিলহান পিল্লে, তেমাসেক হোল্ডিংসের সিইও। এম্মা ওয়ামসলে, গ্ল্যাকসোস্মিথক্লাইন সিইও। ডেভিড কনস্টেবল, ফ্লুওর কর্পোরেশনের সিইও। জিম টিগ, এন্টারপ্রাইস জিপি সিইও। জিয়ানি ইনফ্যান্টিনো, আইওসি সদস্য, ফিফার প্রেসিডেন্ট। জুয়ান অ্যান্তোনিও সামারাঞ্চ, আইওসি ভাইস প্রেসিডেন্ট। গোজি ওকোঞ্জো ইওয়েলা, ডব্লিউটিও ডিরেক্টর-জেনারেল।

কিম কার্দাশিয়ান, মিডিয়া পার্সোনালিটি, সোশ্য়ালাইট। ক্লোয়ি কার্দাশিয়ান, মিডিয়া পার্সোনালিটি, সোশ্য়ালাইট। দীনেশ পালিওয়াল, কেকেআর, পার্টনার। লিম চাও কিয়াত, জিআইসি সিইও। মাইকেল ক্লেইন, এম ক্লেইন অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার। বদর মহম্মদ আল-সাদ, কেআইএ ডিরেক্টর। ইয়োশিহিরো হায়াকুটোম, এসএমবিসি সিনিয়র ম্যানেজিং একজিকিউটিভ। খলিল মহম্মদ শরিফ ফোলাতি, এডিআইএ, ভাইস চেয়ারম্যান। পিটার ডায়াম্যান্ডিস, সিঙ্গুলারিটি ইউনিভার্সিটির একজিকিউটিভ চেয়ারম্যান। জয় শেঠি, লেখক পডকাস্টার এবং কোচ জেফ কুনস, আর্টিস্ট। জানুয়ারি ম্যাকাম্বা, ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইস্ট আফ্রিকান কো-অপারেশন। জেমস টায়াকলেট, লকহিড মার্টিনের সিইও। এরিক ক্যান্টর, মোলিস অ্যান্ড কোম্পানির ভাইস চেয়ারম্যান। এনরিক লো’জ, এইচপি আইএনসি.-র প্রেসিডেন্ট এবং সিইও। বোরহে একহলম, এরিকসন প্রেসিডেন্ট এবং সিইও।

উইলিয়াম লিনস, বিপি একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। টোমি উইত্তো, নোকিয়া মোবাইল নেটওয়ার্কসের প্রেসিডেন্ট। ক্লারা উ সায়, জো অ্যান্ড ক্লারা সায় ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। প্যানো ক্রিস্টু, প্রেট আ ম্যাঙ্গারের সিইও। মাইক টাইসন, আমেরিকার পেশাদার বক্সার। জন সিনা, হলিউড অভিনেতা, পেশাদার কুস্তিগীর। জঁ-ক্লদ ভেন ড্যাম, হলিউড অভিনেতা। কেইনান ওয়ারসামি (কে নান), সঙ্গীতশিল্পী, গীতিকার, র‍্যাপার। ল্যুইস রডরিগেজ (ল্যুই ফনসি), সঙ্গীতশিল্পী। ডিভাইন ইক্যুবর (রেমা), সঙ্গীতশিল্পী ও র‍্যাপার। টোনি সেবা, চিন্তাশীল নেতা। স্যার মার্টিন সোরেল, ডব্লিউপিপি-র প্রতিষ্ঠাতা।

Anant Ambani And Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার মেহেন্দিতে শ্লোকা পরলেন দিদিমার পুরোনো শাড়ি, গয়না! মেকআপেও কী রইল প্রাচীনত্বের ছোঁয়া?

মুম্বই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং বর্তমানে বেশ কয়েকদিন যাবৎ সমগ্র দেশের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে৷  সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই আম্বানি পরিবার সহ তাবৎ সেলিব্রিটিরা নানা ফ্যাশনেবল পোশাকে ধরা দিচ্ছে৷

আরও পড়ুন: নিউইয়র্কে সময় কাটাচ্ছেন বলিউডের কিং খান ও মেয়ে সুহানা খানের, ভাইরাল ভিডিও

মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ শাড়ির জমি জুড়ে ছিল অসাধারণ জরির কাজ ও পান পাতার মোটিভ৷ তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিল হাফ স্লিভড এমব্রডয়রি করা ব্লাউজ ও সবুজ রঙের ওড়না৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা জাটিয়া৷

আরও পড়ুন:‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

তবে শ্লোকার ঠাকুর মার ভিনটেজ গয়নাই ছিল সবচেয়ে আকর্ষণীয় ছিল৷ তার সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল ও টিকলি৷ পুরোনো দিনের গয়নাতে শ্লোকাকে অপূর্ব রাজকীয় সুন্দর লাগছিল৷ তাঁর মেক আপের বেস ছিল অনেকটাই হালকা৷ চোখে ছিল মোটা করে কাজল, ঠোঁটে নুড লিপস্টিক৷ চুল হালকা করে বাঁধা ছিল৷  চুলের কিছুটা অংশ কার্লস করে কাঁধের উপর ছাড়া ছিল৷

 

View this post on Instagram

 

A post shared by Diya Mehta Jatia (@dmjatia)

এর আগে, স্টাইলিস্ট দিয়া মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠানে শ্লোকা আম্বানির জন্য ডিজাইন করেছিলেন, একটা উজ্জ্বল রঙের লেহঙ্গা৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা৷ সবুজ লেহঙ্গার জমি জুড়ে ছিল রেশম এমব্রয়ডারি, থ্রেড এবং সিকুইনের কাজ৷ নজর কাড়ছিল ফুলের নকশা।

 

View this post on Instagram

 

A post shared by Diya Mehta Jatia (@dmjatia)

এর সঙ্গে বেজ রঙের একটা ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন শ্লোকা৷ লাল ওড়নায় ছিল গোটা পট্টির বর্ডার ও জটিল থ্রেডওয়ার্কের কাজ৷ এই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন মানানাসই চুড়ি, মুক্তোর মাঙ্গ টিকা৷ সঙ্গে স্টেটমেন্ট কানের দুল৷ গলায় ছিল একটা মোটা চোকার নেকলেস।

গাজরা দিয়ে সাজানো হেয়ারস্টাইলে অপূর্ব লাগছিল আম্বানি পরিবারের জ্যেষ্ঠ পরিবারের পূত্রবধুকে। আগের দিনের আই মেকআপেও ছিল গাড় রঙের কাজল, হালকা রঙের আইশ্যাডো৷

Anant Ambani-Radhika Merchant Wedding: রাধিকা-অনন্তের গায়ে হলুদে নাচ গানে ওরির সঙ্গে মেতে উঠলেন শানায়া-খুশি-অনন্যা

গত, সোমবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠান। আর হবু দম্পতির বন্ধুবান্ধব এবং তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠল অনন্ত-রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে খোশমেজাজে দেখা গেল অনন্ত-রাধিকার কাছের বন্ধু তথা বলিউডের স্টার-কিডদের। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, ওরি ওরফে ওরহান, আলাভিয়া জাফেরি এবং খুশি কাপুর। তাঁদের বিফোর এবং আফটার অর্থাৎ আগে এবং পরের ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ মহাধুমধাম করে অনুষ্ঠিত অনন্ত-রাধিকার গায়ে হলুদ! নজর কাড়লেন অনন্যা-সারা-জাহ্নবী

ছড়িয়ে পড়া বিফোর অর্থাৎ আগের ছবিতে দেখা যাচ্ছে যে, স্টার কিডদের সকলের পরনেই রয়েছে ট্র্যাডিশনাল আউটফিট। তবে হলদি অনুষ্ঠানের পরে অবশ্য সম্পূর্ণ অন্য অবতারে দেখা গেল তাঁদের। হলুদ এবং ফুলের পাপড়িতে রীতিমতো স্নান করে গিয়েছিলেন তাঁরা।

হলদি অনুষ্ঠান বা গায়ে হলুদ হল প্রাক-বিবাহ রীতি নিয়ম। যেখানে বর-কনের গায়ে হলুদ মাখানো হয়। যা পবিত্রতা এবং সুরক্ষার প্রতীক। আর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আগে এই হলদি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। নাচ, গান এবং আনন্দ উদযাপনে মেতে উঠেছিলেন সকলেই। তাঁদের পরনে ছিল রঙিন প্রাণবন্ত পোশাক।

এই হলদি অনুষ্ঠানের দিন কয়েক আগেই অনুষ্ঠিত হয়েছে অনন্ত-রাধিকার সঙ্গীত। যেখানে মূল আকর্ষণ ছিল পপতারকা জাস্টিন বিবারের দুর্ধর্ষ পারফরম্যান্স। চলতি বছরের ড্রেকস ক্লাবে এক অন্তরঙ্গ টরোন্টো কনসার্টে মঞ্চে ফিরেছিলেন জাস্টিন। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। গত সপ্তাহে অনন্ত-রাধিকার সঙ্গীতে নিজের জনপ্রিয় ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’, ‘হোয়্যার আর ইউ নাও’, ‘লাভ ইওরসেল্ফ’, ‘পিচেস’, ‘বয়ফ্রেন্ড’, ‘সরি’ গানে রীতিমতো মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন এই আন্তর্জাতিক তারকা।

আরও পড়ুনঃ গায়ে হলুদে রাধিকার ফুলের ওড়নায় ৯০টি গাঁদা! ক’টি টগর কুঁড়ি ছিল জানেন?

গত বুধবার মুম্বইয়ে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমেই সূচনা ঘটে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের বিবাহ উৎসবের। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার বিয়ের আসর বসতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’।

Anant Ambani and Radhika Merchant: অনন্ত ও রাধিকার বিয়ের আগে সোমবারে গ্রহ শান্তির পুজোর আয়োজন

মুম্বই: অনন্ত-রাধিকার বিয়ের প্রাক বিবাহের প্রস্তুতি তুঙ্গে৷ ১২ জুলাই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে৷ তার আগে আম্বানির পরিবার সোমবার বিকেলে একটি গ্রহ শান্তি পুজোর আয়োজন করেছিলেন। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে রাধিকা মার্চেন্ট পরেছিলেন একটা সাদা এবং সোনালি পাড়ের শাড়ি৷ সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিল একটা এমব্রয়ডারি করা লাল ব্লাউজ৷ তার সঙ্গে ট্র্যা়িশনাল গহনায় সজ্জিত হয়েছিলেন। কপালে ছিল চন্দন ও কুমকুমের টিপ। নীতা আম্বানির সঙ্গে তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

শিল্পী বিশাল মিশ্র, স্বপ্নিল মৈত্রী এবং নিকিতা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানের পর পুরো পরিবারের একটা গ্রুপ ছবির তোলা হয়েছিল।

আরও পড়ুন: ‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

 

 

View this post on Instagram

 

A post shared by Isha Ambani Piramal (@_mayfairmasala)

কয়েকদিন পরেই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট বিবাহ গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ কিন্তু তাঁদের প্রাক-বিবাহের উত্সব মার্চ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার NMACC-তে দম্পতির জন্য একটা জমকালো সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে করা হয়েছিল। এই অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ভারতের ঐতিহ্যপূর্ণ রাজকীয় পোশাক। এই সঙ্গীত অনুষ্ঠান ছিল সম্পূর্ণ তারকা-খচিত ইভেন্ট৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, মৌনি রায়, দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবাণী এবং বরুণ ধাওয়ান সহ বেশ কয়েকজন সেলিব্রিটি৷

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা বণিকের বিয়ের উত্সব বুধবার মুম্বইতে আম্বানির বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল। কয়েকদিনের মধ্যেই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই দম্পতির জমকালো বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:অনন্ত-রাধিকার সঙ্গীতের আনন্দে মিশে গেল সদ‍্য বিশ্বকাপ জয়ের উল্লাস! কী বললেন নীতা আম্বানি

প্রথম অনুষ্ঠানটি হবে শুভ বিভা বা বিয়ের অনুষ্ঠান। ভারতীয় ঐতিহ্যগত পোশাক সেই দিনের জন্য ড্রেস কোড৷ ১৩ জুলাই হবে দম্পতির শুভ আশীর্বাদ৷ মঙ্গল উৎসবের দিন ১৪ জুলাই ধার্য করা হয়েছে৷ এদিনে সকলেই ভারতীয় এথনিক পোশাকে সজ্জিত হবে৷। সমস্ত অনুষ্ঠান BKC-র জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হবে।

Anant Ambani and Radhika Merchant’s Sangeet Ceremony: ‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের রাজকীয় সঙ্গীতানুষ্ঠানে শ্লোকা মেহতা পরেছিলেন তাঁর বোন দিয়া মেহতা জাটিয়ার পোশাক৷ ‘কভি খুশি কভি গম’-এর আইকনিক ‘বোলে চুড়িয়ার’ গানে করিনা কাপুরের  লহেঙ্গার আদর্শে পিচ রঙের পোশাকে অম্বানি পরিবারের জ্যেষ্ঠ পূত্রবধু সকলের নজর কেড়েছে৷ এর জন্য মনীশ মালহোত্রার আর্কাইভের সাহায্য নেওয়া হয়েছিল৷ সেখান থেকেই শ্লোকা মেহতা জন্য দিয়া মেহতা একটা কাস্টম লেহেঙ্গা তৈরি করেছিলেন। দিয়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শ্লোকা মেহতার সেই লহেঙ্গা পরা ছবি শেয়ার করেছেন৷

আরও পড়ুন:একই মঞ্চে অনন্ত এবং জাস্টিন! নাচ-গান-আড্ডায় জমে গেল সঙ্গীত, রইল ভিডিও

শ্লোকার পিচ রঙের লহেঙ্গার সঙ্গে যোগ্য সঙ্গ দিচ্ছিল রত্নখচিত এক-কাঁধের নেকলাইন সহ একটা ক্রপ করা ব্যাকলেস ব্লাউজ৷ তাতে সিকুইন এমব্রয়ডারি ও প্রজাপতি-সজ্জিত ট্যাসেল সমগ্র আউটফিটকে অসাধারণ স্টাইলিস্ট ও রাজকীয় করে তুলেছিল৷

আরও পড়ুন: অনন্ত-রাধিকার সঙ্গীতের আনন্দে মিশে গেল সদ‍্য বিশ্বকাপ জয়ের উল্লাস! কী বললেন নীতা আম্বানি

করিনা কাপুর খানও আম্বানির জ্যেষ্ঠ পূত্রবধুর এই পোশাকের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সমাজমাধ্যমের হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, “বোলে চুড়িয়া’। তোমাকে খুব সুন্দর লাগছে।” এর সঙ্গে লাল ও রামধনু রঙের হার্ট ইমোজিও ছিল৷ করিনা দেশে নেই৷ স্বামী সইফ আলি খান এবং তাদের ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরের সঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন৷ তাই অম্বানি পরিবারের সঙ্গীত অনুষ্ঠানে করিনা কাপুর ও সইফ আলি খান উপস্থিত থাকতে পারেননি। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল পপস্টার জাস্টিন বিবারের অনুষ্ঠান। সেখানে তিনি ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’, ‘লাভ ইউরসেলফ’, ‘বয়ফ্রেন্ড’, ‘সরি’, ‘হোয়্যার আর ইউ’ এক মতো তাঁর বিশ্বব্য্যপী জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন৷ ১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকার বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন৷ কিন্তু মার্চ মাস থেকেই তাঁদের প্রাক-বিবাহের উৎসব সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে৷

NMACC তে এই শুক্রবারের জন্য আম্বানি পরিবারের ছোট ছেলে ও পূত্রবধুর জন্য এই নজরকাড়া সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷

Anant Ambani and Radhika Merchant Wedding:নাতি অনন্তের জন্য ‘ডান্ডিয়া নাইট’-এর আয়োজন কোকিলাবেন আম্বানির; রাজকীয় লেহেঙ্গায় অপরূপা রাধিকা

নয়াদিল্লি: আগামী ১২ জুলাই গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বিবাহের আগে শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং রীতি উদযাপন। গত বৃহস্পতিবার রাতেই নাতি অনন্ত এবং হবু নাত-বৌ রাধিকার জন্য চোখধাঁধানো ডান্ডিয়া নাইটের আয়োজন করেছিলেন স্বয়ং কোকিলাবেন আম্বানি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন শিখর এবং বীর পাহাড়িয়াও। শুধু তা-ই নয়, এসেছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লরও। বি-টাউনের অন্দরে ফিসফাস, বীর পাহাড়িয়ার সঙ্গে নাকি ‘বিশেষ বন্ধুত্ব’ মানুশি-র।

প্রতিটি অনুষ্ঠানেই সাজগোজের দিক থেকে নজর কেড়েছেন হবু কনে রাধিকা মার্চেন্ট। বলাই বাহুল্য, তাঁর ফ্যাশন সেন্স অসাধারণ। ডান্ডিয়া নাইটেও এর ব্যতিক্রম হয়নি! একটি রাজকীয় বেগুনি লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল অনন্তের হবু স্ত্রী-কে। রাধিকার বেগুনি লেহেঙ্গা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সুতোর সূক্ষ্ম কাজ। সব মিলিয়ে তাঁর পোশাকে উপচে পড়েছিল সৌন্দর্য এবং ঐতিহ্য। ফলে আলাদা ভাবেই সকলের নজর কেড়ে নিয়েছেন আম্বানি পরিবারের হবু পুত্রবধূ।

এই পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে চুলে একটি পরিপাটি ছোট্ট খোঁপা বেঁধেছিলেন রাধিকা। সঙ্গে খোঁপায় জড়িয়ে নিয়েছিলেন সাদা গজরা। এখানেই শেষ নয়, পার্পল রঙা লেহঙ্গার সঙ্গে রাধিকা বেছে নিয়েছিলেন একটি ভারি কাজের হিরের চোকার। যা ছিমছাম হলেও নজর কাড়ার জন্য যথেষ্ট! সঙ্গে কানে ছিল মানানসই হিরের দুল।

মেক-আপের বিষয়েও আলাদা করে বলার অপেক্ষা রাখে না! কারণ রাধিকা বরাবরই স্বল্প-ছিমছাম অথচ নিখুঁত মেক-আপ পছন্দ করেন। এবারেও তার অন্যথা হয়নি। কাজল কালো চোখের সঙ্গে ন্যুড লিপশেড,ছোট্ট কালো টিপ…ডান্ডিয়া নাইটে এক ঐশ্বরিক রূপে ধরা দিয়েছেন রাধিকা!

ওই অনুষ্ঠানের যেসব ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, তা থেকে জানা যাচ্ছে যে, গরবা নাইটের জন্য অনুষ্ঠানস্থলকেও দারুণ ভাবে সাজানো হয়েছিল। আর তা সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি। সঙ্গে ছিল বিপুল পরিমাণে রঙবেরঙের ফুলের সাজ এবং চোখধাঁধানো উজ্জ্বল ঝাড়বাতিও।