Tag Archives: App Cab

Auto-Taxi Strike: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সির ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

নয়া দিল্লি: আগামী দু’দিনের জন্য পরিবহনের দিক থেকে বড়সড় সমস্যায় পড়তে চলেছে রাজধানী দিল্লি৷ ২২ ও ২৩ অগাস্ট, দিল্লি এনসিআরের অটো ও ট্যাক্সি ড্রাইভাররা ধর্মঘটের ডাক দিয়েছে৷

মূলত অ্যাপ ক্যাবের বিরুদ্ধেই তাদের এই ধর্মঘট৷ জানা গিয়েছে প্রায় ১৫টিরও বেশি ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হবে৷

আরও পড়ুন: ইউটিউব নতুন চ্যানেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শুরুতেই বলে বলে দশ গোল মেসিকে

অ্যাপ ক্যাবের রমরমার কারণে অটো-ট্যাক্সি চালকদের উপার্জন অনেকটাই কমে গিয়েছে৷ দিল্লির অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি কিশান ভার্মা জানিয়েছেন, ‘‘জীবনধারণের নুন্যতম মান বজায় রাখতেই এই ধর্মঘটে সামিল হচ্ছি৷ আমরা বারবার সরকারকে এই বিষয়ে অবগত করেছি৷ এই ধরনের প্রাইভেট অ্যাপ ভিত্তিক পরিবহনের জন্য আমাদের আয় অনেকটা হ্রাস পেয়েছে৷ সেই জন্যই এই ধর্মঘট৷’’

কিশান ভার্মা আরও জানিয়েছেন,”এই বিষয়ে লিখিতভাবেও তাঁরা সরকারকে বেশ কয়েকবার অবগত করেছে৷ কিন্তু কোনও কিছুরই সুরাহা হয়নি৷”

আরও পড়ুন: নির্ভয়া তহবিল প্রায় শেষ, দেশে কতটা কমল ধর্ষণের ঘটনা? চমকে দেবে পরিসংখ্যান

এর পাশাপাশি আরও বিস্ফোরক অভিযোগ করেছেন দিল্লির অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি ৷ তাঁর অভিযোগ,”এই অ্যাপ-ভিত্তিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে অনেক বেআইনি ব্যবসাও চলে৷ মদ সহ অন্যান্য মাদক দ্রব্যের চোরাচালান হয়৷ সব কিছুর বিরুদ্ধেই ও সরকারের হুঁশ ফেরাতেই তাঁদের এই ধর্মঘট৷”

কিশান ভার্মা জানিয়েছেন এই ২ দিন দিল্লির সমস্ত অটো ও ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে৷ ধর্মঘটের প্রথম দিনই রাস্তায় দেখা নিয়ে অটো-ট্যাক্সির। যার ফলে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।

Darjeeling App Cab: এসি ক্যাবে ২০০ টাকায় শিলিগুড়ি-দার্জিলিং! রাজ্যের বিরাট উদ্যোগ! কোথা থেকে মিলবে গাড়ি? জানুন

*শিলিগুড়িতেও অ্যাপ ক্যাব চালু করে দিল দার্জিলিং জেলা প্রশাসন। শিলিগুড়ি-দার্জিলিং রুটে ক্যাব চালু করে দিল পরিবহণ দফতর। সরকারের এই অ্যাপ ক্যাব পরিষেবা শুরু করার মূল উদ্দেশ্য ছিল যাত্রীরা যাতে সঠিক ভাড়ায় গন্তব্যে পৌঁছতে পারেন।
*শিলিগুড়িতেও অ্যাপ ক্যাব চালু করে দিল দার্জিলিং জেলা প্রশাসন। শিলিগুড়ি-দার্জিলিং রুটে ক্যাব চালু করে দিল পরিবহণ দফতর। সরকারের এই অ্যাপ ক্যাব পরিষেবা শুরু করার মূল উদ্দেশ্য ছিল যাত্রীরা যাতে সঠিক ভাড়ায় গন্তব্যে পৌঁছতে পারেন।
*দার্জিলিংয়ের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সোনম লেপচা জানিয়েছেন, আপাতত শিলিগুড়ি থেকে শুরু হলেও, এরপর উত্তরবঙ্গের সর্বত্রই অ্যাপের মাধ্যমে যাত্রী সাথী ক্যাব চালানো হবে। এই ক্ষেত্রে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে।
*দার্জিলিংয়ের আঞ্চলিক পরিবহণ আধিকারিক সোনম লেপচা জানিয়েছেন, আপাতত শিলিগুড়ি থেকে শুরু হলেও, এরপর উত্তরবঙ্গের সর্বত্রই অ্যাপের মাধ্যমে যাত্রী সাথী ক্যাব চালানো হবে। এই ক্ষেত্রে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে।
*শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, পর্যটক এবং সাধারণ যাত্রীদের কম খরচে বিনা সমস্যায় গন্তব্যে পৌঁছতে এই বন্দোবস্ত।
*শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, পর্যটক এবং সাধারণ যাত্রীদের কম খরচে বিনা সমস্যায় গন্তব্যে পৌঁছতে এই বন্দোবস্ত।
*শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি পিছু ভাড়া ১,৯৫৪ টাকা। একটি গাড়িতে ৯ জন যাত্রী যেতে পারবেন। ফলে এই টাকাটা ৯ ভাগে ভাগ হবে। মাথাপিছু ২০০ টাকার কিছু বেশি পড়বে।
*শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি পিছু ভাড়া ১,৯৫৪ টাকা। একটি গাড়িতে ৯ জন যাত্রী যেতে পারবেন। ফলে এই টাকাটা ৯ ভাগে ভাগ হবে। মাথাপিছু ২০০ টাকার কিছু বেশি পড়বে।
*যত বেশি দূরের জন্য ভাড়া করা হবে, তত তুলনামূলক ভাড়া কম পড়বে। শিলিগুড়ি কোর্ট মোড় চত্বর থেকে কেউ বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার জন্য ১০ কিলোমিটারের জন্য এসি ক্যাবের ভাড়া লাগবে গড়ে ৮০০ টাকা। নন এসি হলে ক্যাবের ক্ষেত্রে ওই ভাড়া ৭২০ টাকার মতো।
*যত বেশি দূরের জন্য ভাড়া করা হবে, তত তুলনামূলক ভাড়া কম পড়বে। শিলিগুড়ি কোর্ট মোড় চত্বর থেকে কেউ বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার জন্য ১০ কিলোমিটারের জন্য এসি ক্যাবের ভাড়া লাগবে গড়ে ৮০০ টাকা। নন এসি হলে ক্যাবের ক্ষেত্রে ওই ভাড়া ৭২০ টাকার মতো।
*এনজেপি থেকে বাগডোগরা বিমানবন্দরে যেতে এসি ক্যাবে যাত্রীদের গুনতে হবে প্রায় ৯৫০ টাকা। তবে শহরের মধ্যেও ক্যাব ভাড়া করা যাবে। পরিষেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা পরিবহণ দফতরের।
*এনজেপি থেকে বাগডোগরা বিমানবন্দরে যেতে এসি ক্যাবে যাত্রীদের গুনতে হবে প্রায় ৯৫০ টাকা। তবে শহরের মধ্যেও ক্যাব ভাড়া করা যাবে। পরিষেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা পরিবহণ দফতরের।

‘যমরাজ বাইরে অপেক্ষা করছেন’, মেসেজ পড়ে বুক কেঁপে গেল যুবকের, তৎক্ষণাৎ বাতিল করলেন ক্যাব

ভিড় বাসে ঠেলাঠেলি করে যাওয়ার দিন শেষ। রিকশা বা টেম্পোর দিনও ফুরিয়েছে। এখন ওলা বা উবেরের যুগ। অনলাইনে বুকিং করে দিলেই হল। ভাড়া থেকে চালকের নামধাম সব চলে আসবে আঙুলের ডগায়। এতে সুবিধা হয়েছে বিস্তর। সপরিবারে ঘোরার জন্য এর থেকে ভাল বাহন আর হয় না।
ভিড় বাসে ঠেলাঠেলি করে যাওয়ার দিন শেষ। রিকশা বা টেম্পোর দিনও ফুরিয়েছে। এখন ওলা বা উবেরের যুগ। অনলাইনে বুকিং করে দিলেই হল। ভাড়া থেকে চালকের নামধাম সব চলে আসবে আঙুলের ডগায়। এতে সুবিধা হয়েছে বিস্তর। সপরিবারে ঘোরার জন্য এর থেকে ভাল বাহন আর হয় না।
মত বদলালে ক্যাব বাতিল করার বিকল্পও রয়েছে। এখানেই আসল মজা। ক্যাব বাতিলের অদ্ভুত সব কারণ জানান অনেকেই, যা শুনলে হাসিই পাবে। সম্প্রতি এই রকমই একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক গ্রাহক চালকের নাম জানার সঙ্গে সঙ্গে ক্যাব বাতিল করে দিয়েছেন। ব্যাপারটা কী? কর্ণাটকের ঘটনা। এক ব্যক্তি ওলা-তে ক্যাব বুক করে অপেক্ষা করছিলেন। ক্যাব চালক বাড়িতে পৌঁছতেই মোবাইলে মেসেজ ঢোকে। সেই মেসেজ পড়েই ঘামতে শুরু করেন তিনি।
মত বদলালে ক্যাব বাতিল করার বিকল্পও রয়েছে। এখানেই আসল মজা। ক্যাব বাতিলের অদ্ভুত সব কারণ জানান অনেকেই, যা শুনলে হাসিই পাবে। সম্প্রতি এই রকমই একটি পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক গ্রাহক চালকের নাম জানার সঙ্গে সঙ্গে ক্যাব বাতিল করে দিয়েছেন। ব্যাপারটা কী? কর্ণাটকের ঘটনা। এক ব্যক্তি ওলা-তে ক্যাব বুক করে অপেক্ষা করছিলেন। ক্যাব চালক বাড়িতে পৌঁছতেই মোবাইলে মেসেজ ঢোকে। সেই মেসেজ পড়েই ঘামতে শুরু করেন তিনি।
নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মেসেজে লেখা ছিল, “যমরাজ এসে গিয়েছেন। আপনার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছেন”। সঙ্গে গাড়ির নম্বর (KA07A5045) লেখা। এই মেসেজ পড়ে আর থাকতে পারেননি ওই ব্যক্তি। তৎক্ষণাৎ ক্যাব বাতিল করে দেন। পরে মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মেসেজে লেখা ছিল, “যমরাজ এসে গিয়েছেন। আপনার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছেন”। সঙ্গে গাড়ির নম্বর (KA07A5045) লেখা। এই মেসেজ পড়ে আর থাকতে পারেননি ওই ব্যক্তি। তৎক্ষণাৎ ক্যাব বাতিল করে দেন। পরে মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
Timepass Struggler (@timepassstruggler) নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে স্ক্রিনশটটি। পোস্টের ক্যাপশনে লেখা, ‘‘যমরাজ এসেছেন। নরকে যাওয়ার জন্য প্রস্তুত হন”। গত ১৭ জুন এই পোস্ট শেয়ার করা হয়েছিল ইনস্টাগ্রামে। তারপর থেকে এখনও পর্যন্ত ৩ কোটি ৮২ লাখের বেশি ভিউ হয়েছে।
Timepass Struggler (@timepassstruggler) নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে স্ক্রিনশটটি। পোস্টের ক্যাপশনে লেখা, ‘‘যমরাজ এসেছেন। নরকে যাওয়ার জন্য প্রস্তুত হন”। গত ১৭ জুন এই পোস্ট শেয়ার করা হয়েছিল ইনস্টাগ্রামে। তারপর থেকে এখনও পর্যন্ত ৩ কোটি ৮২ লাখের বেশি ভিউ হয়েছে।
৭ লাখ ১৭ হাজারের বেশি ইউজার পোস্ট লাইক করেছেন। শেয়ার হয়েছে লক্ষাধিক। শুধু তাই নয়, পোস্টে কমেন্টও করেছেন অনেকে। এখনও ৩৭০০-এর বেশি কমেন্ট দেখা যাচ্ছে। অধিকাংশ নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছেন সেখানে। কার্তিক ভেঙ্গেটসান নামের এক ইউজার লিখেছেন, “চেন্নাইতে আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে”। সূর্য কুমার লিখেছেন, “ভাই আমিও বুক করেছিলাম। ক্যাব ড্রাইভারের নাম ছিল যমরাজ। তিনি আমাকে সম্পূর্ণ নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন। এই ধরনের হাসি ঠাট্টা ঠিক নয়”। আরেকজন লিখেছেন, “দু’দিনের জীবন। আসল কথা হল, যমরাজের হাত থেকে কেউ ছাড় পাবে না”।
৭ লাখ ১৭ হাজারের বেশি ইউজার পোস্ট লাইক করেছেন। শেয়ার হয়েছে লক্ষাধিক। শুধু তাই নয়, পোস্টে কমেন্টও করেছেন অনেকে। এখনও ৩৭০০-এর বেশি কমেন্ট দেখা যাচ্ছে। অধিকাংশ নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছেন সেখানে। কার্তিক ভেঙ্গেটসান নামের এক ইউজার লিখেছেন, “চেন্নাইতে আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে”। সূর্য কুমার লিখেছেন, “ভাই আমিও বুক করেছিলাম। ক্যাব ড্রাইভারের নাম ছিল যমরাজ। তিনি আমাকে সম্পূর্ণ নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন। এই ধরনের হাসি ঠাট্টা ঠিক নয়”। আরেকজন লিখেছেন, “দু’দিনের জীবন। আসল কথা হল, যমরাজের হাত থেকে কেউ ছাড় পাবে না”।

Cyclone Update: App cab Fare | মেট্রো বন্ধ, বাস কম… আকাশছোঁয়া ভাড়া ক্যাবে… ঘূর্ণিঝড়ের পরের দিন তুমুল দুর্ভোগ

ধৰ্মতলা বাস স্ট্যান্ডে চেনা ভিড় উধাও। নিত্যযাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে আছে, বৃষ্টি জন্য বাস নেই।
ধৰ্মতলা বাস স্ট্যান্ডে চেনা ভিড় উধাও। নিত্যযাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে আছে, বৃষ্টি জন্য বাস নেই।
ধর্মতলা থেকে হেঁটে লান্সডাউন যাচ্ছেন বহু মানুষ, তাও জল পেরিয়ে। বাসের জন্য একঘণ্টা অপেক্ষা করেছেন।
ধর্মতলা থেকে হেঁটে লান্সডাউন যাচ্ছেন বহু মানুষ, তাও জল পেরিয়ে। বাসের জন্য একঘণ্টা অপেক্ষা করেছেন।
এজেসি বোস রোড মিন্টো পার্ক জলমগ্ন। পাশের ভগৎ সিং উদ্যানের জলাশয়ের জল উপচে পড়ছে। রাস্তার জমা জল ও জলাশয়ের জল এক হয়ে গেছে । বাস মেট্রো কম থাকায় চূড়ান্ত ভাড়া বেড়েছে ক্যাব ও ট্যাক্সির।
এজেসি বোস রোড মিন্টো পার্ক জলমগ্ন। পাশের ভগৎ সিং উদ্যানের জলাশয়ের জল উপচে পড়ছে। রাস্তার জমা জল ও জলাশয়ের জল এক হয়ে গেছে । বাস মেট্রো কম থাকায় চূড়ান্ত ভাড়া বেড়েছে ক্যাব ও ট্যাক্সির।
বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চ সার্ভিস রবিবার বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে সোমবারেও তা বন্ধই রইল। সেই মর্মে টিকিট কাউন্টারের নোটিশ দেওয়া হয়েছে।
বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত লঞ্চ সার্ভিস রবিবার বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে সোমবারেও তা বন্ধই রইল। সেই মর্মে টিকিট কাউন্টারের নোটিশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসনও। শনিবার থেকেই জেলাজুড়ে বন্ধ ফেরি সার্ভিস। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। শনিবার থেকে আগামী তিন দিন ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে জেলার সমস্ত ফেরিঘাটগুলি। এমনই নোটিশ ঝোলানো হয়েছে জেলার সমস্ত ফেরিঘাট গুলিতে। সকাল থেকেই ফেরি পারাপার করতে আসা যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে, তবে সতর্কতার কারণে ঘুরপথ অবলম্বন করছেন যাত্রীরা।
ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসনও। শনিবার থেকেই জেলাজুড়ে বন্ধ ফেরি সার্ভিস। গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। শনিবার থেকে আগামী তিন দিন ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে জেলার সমস্ত ফেরিঘাটগুলি। এমনই নোটিশ ঝোলানো হয়েছে জেলার সমস্ত ফেরিঘাট গুলিতে। সকাল থেকেই ফেরি পারাপার করতে আসা যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে, তবে সতর্কতার কারণে ঘুরপথ অবলম্বন করছেন যাত্রীরা।
যাত্রী দুর্ভোগের শেষ নেি। সাত সকালেই বন্ধ কলকাতা মেট্রোর একাংশ। পার্রস্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ট্রাকে জল জমার কারণে বন্ধ রয়েছে পরিষেবা।
যাত্রী দুর্ভোগের শেষ নেি। সাত সকালেই বন্ধ কলকাতা মেট্রোর একাংশ। পার্রস্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ট্রাকে জল জমার কারণে বন্ধ রয়েছে পরিষেবা।
দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে।
দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে।
রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
রবিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
শুধু সোমবার নয়।রবিবারেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর যাত্রী সুরক্ষার খাতিরে মেট্রো পরিষেবার একাংশ বন্ধ রাখা হয়েছিল।
শুধু সোমবার নয়।রবিবারেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর যাত্রী সুরক্ষার খাতিরে মেট্রো পরিষেবার একাংশ বন্ধ রাখা হয়েছিল।
রিমল আছড়ে পড়েছে দুই বাংলার উপকূলে। রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে আছড়ে পড়ার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রিমল আছড়ে পড়েছে দুই বাংলার উপকূলে। রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে আছড়ে পড়ার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে বুধবার পর্যন্ত মালদহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে বুধবার পর্যন্ত মালদহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস হইতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নদিয়া এবং মুর্শিদাবাদে ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস হইতে পারে।
আজ, সোমবার রাতেই আরও শক্তি হারিয়ে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হবে রিমলের। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
আজ, সোমবার রাতেই আরও শক্তি হারিয়ে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হবে রিমলের।
এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
সোমবার বিকেল থেকে কলকাতা-সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। আগামিকাল, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।
সোমবার বিকেল থেকে কলকাতা-সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। আগামিকাল, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।
রবিবার দুপুর ১ টা থেকে সোমবার ভোর ৪ টে পর্যন্ত কলকাতার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ বালিগঞ্জে ১৯৫ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৫২.৩৬ মিমি এবং সিপিটি ক্যানেলে বৃষ্টি হয়েছে ১৪১ মিমি৷
রবিবার দুপুর ১ টা থেকে সোমবার ভোর ৪ টে পর্যন্ত কলকাতার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ বালিগঞ্জে ১৯৫ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৫২.৩৬ মিমি এবং সিপিটি ক্যানেলে বৃষ্টি হয়েছে ১৪১ মিমি৷

App Cab: অ‍্যাপ ক‍্যাবে চলবে না এসি! তীব্র গরমেই ‘নো এসি’ নিয়ে সরব ওলা-উবের চালকরা, ভোগান্তি যাত্রীদের

তেলেঙ্গানা: তীব্র গরমে নাজেহাল গোটা দেশ। হাঁসফাঁসে অবস্থা একাধিক শহরে। চৈত্রেই চাঁদিফাটা রোদে দরদর করে ভাসছে ঘাম। এমন পরিস্থিতিতে ভিড় বাস বা অটো ছেড়ে অনেকেই বেছে নিচ্ছেন ক‍্যাব। সামান‍্য বেশি খরচে স্বস্তির যাত্রা হিসেবে। কিন্তু সেখান থেকেও এবার বিদায় নেবে স্বস্তি? তেলেঙ্গানায় খানিকটা তেমনই অবস্থা।

সম্প্রতি তেমনই এক খবর শোরগোল পড়েছে। গরম পড়তেই এসি চালানো নিয়ে বাদানুবাদে জড়াচ্ছেন ক‍্যাব চালক এবং যাত্রীরা। তেলেঙ্গানায় শুরু হয়েছে ‘নো এসি’ ক‍্যাম্পেন। সওয়ারির কোনও অনুরোধেই গলছে না বরফ! প্রায় সব ক্যাব চালকই একজোট হয়েছেন এই ‘নো এসি’ ক‍্যাম্পেনে। এমনকী গাড়িতেও কখনও কখনও ‘নো এসি’ পোস্টারও সাঁটিয়ে রাখছেন তাঁরা।

আরও পড়ুন: পাখিকে দানা, জল খাওয়ান? এই ছোট্ট নিয়মগুলি মনে রাখুন, সৌভাগ‍্য হাতের মুঠোয় ধরা দেবে

দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ক‍্যাব চালকদের অভিযোগ, এসি চালিয়ে রাখলে লাভের মুখ দেখছেন না তাঁরা। গাড়িতে এসি চালালে ইঞ্জিনের উপরেও চাপ পড়ে। ফলে জ্বালানির খরচ বেশি হয়। সব মিলিয়ে রোজগার কমছে ক‍্যাব চালকদের।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে তেলঙ্গনা গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (টিজিপিডব্লিউইউ)-এর পক্ষ থেকে জানান হয়েছে, ক‍্যাব চালকরা প্রতি কিলোমিটার মাত্র ১০ থেকে ১২টাকা আয় করেন। এসি চালালে খরচই হয়ে যায় ১৬ থেকে ১৮ টাকা। দীর্ঘদিন ধরেই সংস্থাকে বিষয়টি জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের। তাই এবার প্রতিবাদে উবর, ওলা, র‌্যাপিডোর মতো প্রধান রাইড-হেলিং প্ল্যাটফর্মের চালকরা নো ‘এসি ক্যাম্পেইন’ শুরু করেছেন।