Tag Archives: Astronaut

Astronaut Shares Photo: মহাকাশ থেকে ভারতে বিদ্যুৎ চমকানোর ছবি! সাক্ষী মহাকাশচারী, দেখে নিন অসাধারণ মুহূর্তের ছবি

আকাশে বিদ্যুৎ চমকানোর ছবি ভয়ানক সুন্দর৷ সেই মুহূর্তের ছবি কতজনাই না ফোনবন্দি করে৷ মহাকাশ থেকে এই বিদ্যুতের ছবি ওতটাও ভয়ঙ্কর লাগে না৷বরং এক অদ্ভুত সুন্দরের মোহ ঘিরে থাকে ছবি জুড়ে৷ এমনই এক ছবি তুলে পাঠালেন মহাকাশচারী ম্যাথিউ ডমিনিক৷

১৭ অগাস্ট, এক মহাকাশ থেকে বিদ্যুৎ চমকানোর ছবি ক্যামেরা বন্দি করেছেন, ম্যাথিউ৷ সেই ছবি কোন দেশের জানের? ভারতের৷ আমাদের দেশে তখন কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে৷ এই দেশে বসে কেউ ভয় পেয়েছে, কেউ দুশ্চিন্তা করেছে, কেউ অবাক হয়ে দেখেছে প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর রূপকে৷ আর মহাকাশে বসে একজন সেই অসাধারণ মুহূর্তের ছবি তুলছিল৷

আরও পড়ুন: পুরুষ ছাড়াই সন্তান উৎপাদনে সক্ষম, কোন প্রাণী জানেন? শুনলে চমকে উঠবেন!

সেই ছবি দেখে পৃথিবীর এপারে থাকা বাসিন্দারা মুগ্ধ হয়ে গিয়েছে৷ ম্যাথিউ ইন্টারন্যাশানাল স্পেস স্টেশন থেকে টুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘‘ভারতে কোনও একটা জায়গায় এই বজ্রপাত হচ্ছে৷ বার্স্ট মুডে এই ছবিগুলো তুলেছিলাম৷ এই ছবি নিজেই স্বয়ংসম্পূর্ণ৷  এর জন্য কোনও রকম ক্রপ বা এডিটের দরকার লাগে না৷’’

আরও পড়ুন: হু হু করে কমল ওজন, ৬০০ কেজি কমে হল ৬৩! তারপর কী হল? দেখলে চমকে যাবেন

অনেকেই এই পোস্টে কমেন্ট, লাইক করেছে৷ একভারতীয় কমেন্ট করেছে, ‘‘ সুপারকুল ছবি! মালভুমির মতো দেখতে লাগছে অঞ্চলটাকে৷ প্লিজ় জানান এটা ভারতের কোন অঞ্চল?’’

আমরা প্রাকৃতিক দুর্যোগে ভয় পাই, কখনও মুগ্ধ হই৷ কিন্তু আমাদের বাইরে বিরাট ব্যাপক প্রাণহীন মহাকাশে আমাদের পৃথিবী কী অসাধারণ সুন্দর! এই ছবির অসাধারণ রঙ, আলোর বৈপরিত্য, জলের আভাস তারই প্রমাণ৷

India’s ‘Prime Astronaut’: শীঘ্রই মহাকাশে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা, গগনযানের উইং কমান্ডার শুক্লা পরিচয় জেনে নিন

বেঙ্গালুরু: উইং কমান্ডার শুভাংশু শুক্লাকে আসন্ন ভারত-মার্কিন মিশনের জন্য প্রধান মহাকাশ-চারী হিসেবে নির্বাচিত করা হয়েছে৷

শুক্রবার, ISRO তরফ থেকে ঘোষণা করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা হিউম্যান স্পেস সেন্টার Axiom 4 মিশনের জন্য একটা মহাকাশ ফ্লাইট চুক্তি স্বাক্ষর করেছে৷

আরও পড়ুন: কেরলে ভাঙা সেতু নির্মাণ দু’দিনে, বিপর্যস্ত কেরলে আশা দেখাচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর নারী শক্তি

সেই মিশনেই ন্যাশানাল মিশন অ্যসাইমেন্ট বোর্ড শুভ্রাংশু শুক্লাকে দেশের প্রথম প্রধান গগন যাত্রী রূপে নির্বাচিত করেছে৷ ক্যাপ্টেন বালকৃষ্ণান নায়ারকে মিশনের ব্যাকআপ গগনযাত্রী রূপে সুপারিশ করা হয়েছে৷

আরও পড়ুন: যুদ্ধবিমান মোতায়েন আমেরিকার, ইজরায়েলে হামলা চালাবে ইরান? ভারতীয়দের জন্য জারি সতর্কবার্তা

ইসরোর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রস্তাবিত গগন যাত্রীরা ২০২৪ সালের অগাস্টের প্রথম সপ্তাহ থেকে মিশনের জন্য জরুরি প্রশিক্ষণ শুরু করবে৷ মিশনের সময় গগনযাত্রীরা স্পেস স্টেশনের বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তি প্রদর্শনের পরীক্ষা-নিরীক্ষা করবেন৷

কে এই শুভাংশু শুক্লা
২০০৬ সালে তিনি ফাইটার পাইলট হিসেবে যোগদান করেন৷ ১৬ বছরেরও বেশি কর্মজীবনে তাঁর প্রায় ২০,০০০ ঘণ্টার বেশি ফ্লাইংয়ের অভিজ্ঞতা রয়েছে৷ ১৭ জুন, ২০০৬ সালে প্রথম ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন তিনি৷

শুভাংশুর  কথায় তাঁর কর্মজীবন ছিল ‘রোলারকোস্টার রাইড’৷ দীর্ঘ কর্মজীবনে তাঁর সু-৩০ এমকেআই, মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার-সহ একাধিক যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে তিনি একজন ফাইটার কমব্যাট লিডার এবং টেস্ট পাইলট হয়ে উঠেছেন৷

২৭ ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিরুবন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে গগনযান মিশনের জন্য অন্য তিন মহাকাশ-চারীর সঙ্গে শুভাংশুর নামও ঘোষণা করেছিলেন৷ প্রসঙ্গত, ২০২৫ সালে ভারতের প্রথম মানব স্পেস ফ্লাইট মিশন শুরু হবে৷ যা, গগনযান নামে পরিচিত৷

Kalpana Chawla-র পর ফের এক ভারতীয় কন্যা, মহাকাশে যাচ্ছেন Sirisha Bandla

#নিউইয়র্ক: ১১ জুলাই বিলিয়নিয়ার উদ্যোগপতি  রিচার্ড ব্র্যানসন ও তাঁর ক্রু মহাকাশে যাওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত৷ সেই ভার্জিন গ্যালাস্টিক টেস্ট ফ্লাইটে থাকবে ইন্দো-মার্কিন নাগরিক সিরিষা বাণ্ডলা (Sirisha Bandla)৷ তিনি ইউনিটি ২২ মিশনের রিসার্চারের অভিজ্ঞতা কাজে লাগবেন৷ প্রাইভেট কমার্শিয়াল স্পেস ট্রাভেলের ক্ষেত্রে এই এক্সপিডিশনের সাফল্য মারাত্মক হতে চলেছে৷ পাশাপাশি ভারতীয়দের আনন্দে থাকার আরও অনেক কারণ হয়েছে সিরিষা ভারতীয় বংশোদ্ভুত হওয়ায়৷ সিরিষা বাণ্ডলা এই ক্রিউয়ের ৪ নম্বর ক্রু৷ তিনি অন্ধ্রপ্রদেশের জন্মেছিলেন, হাউস্টানে তাঁর বেড়ে ওঠা৷ তিনি ভার্জিন গ্যালাকটিকে-র গর্ভনমেন্ট অ্যাফেয়ার্সের ও রিসার্চ অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট৷

এদিকে সিরিষার এই সাফল্যের  জন্য অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গর্বিতভাবে এই ভারতীয় কন্যাকে নিয়ে ট্যুইট করেন৷ নিজের ট্যুইটে তিনি লেখেন,  “Indian-origin women continue to break the proverbial glass ceiling and prove their mettle,” অর্থাৎ ‘‘ নিজেদের নির্ধারিত কাঁচের সীমা ভেঙে ভারতীয় বংশোদ্ভুত মেয়েরা এগিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে৷’’

তিনি আরও লিখেছেন , সিরিষা বাণ্ডলা তেলেগু শিকড়ের মেয়ে ভিএসএস ইউনিটিতে আকাশে ওড়ার জন্য তৈরি৷ যা ভারতীয়দের গর্বিত করছে৷ ’’

তেলেগু দেশম পার্টি প্রধানের এই ট্যুইটের পরেই ভারতীয় নেটিজেনদের ট্যুইটের ঢল নামে৷ আকাশে উড়ান ভরার এই মেয়েকে নিয়ে গর্বিত হয়ে ওঠেন সকলেই৷

সকলেই এই ভারতীয় বংশোদ্ভুতা তরুণী অ্যাস্ট্রোনটের সাফল্যে দারুণ খুশি৷  সকলেই বলছেন তাঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে, আকাশ ছোঁওয়ার স্বপ্নও যে বাস্তব হয় তা বোঝাবে৷