Tag Archives: Babar Azam

Babar Azam vs Virat : বিরাটের থেকে এখন অনেক এগিয়ে বাবর! পাক তারকার প্রশংসায় ভন থেকে সানি

#লাহোর: ব্যাটসম্যান হিসেবে শেষ দুটো বছর বিরাট কোহলি নিজের চেনা ছন্দে নেই। শতরান নেই। সেভাবে মনে রাখার মতো ইনিংস খেলতে পারেননি। টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু অর্ধশতরান ছাড়া বিরাটের মনে রাখার মতো ইনিংস নেই। একদিকে যখন ভারতের ব্যাটিং মহাতারকার গ্রাফ নিচের দিকে নেমেছে, তখন অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাটিং পারফরম্যান্স ক্রমশ উন্নত হয়েছে।

আরও পড়ুন – Argentina Qatar World Cup: মেসির শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মাঠে জীবন দিতে রাজি আর্জেন্টিনার ফুটবলাররা

টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত খেলেছিলেন বাবর। তারপর টেস্ট হোক বা লিমিটেড ওভার ক্রিকেট – বাবর প্রচুর সাফল্য পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে একদিনের সিরিজ জিতেছে পাকিস্তান। সেই ২০০২ সালের পর এই প্রথমবার। প্রথম ম্যাচে হেরে গেলেও শেষ দুটি ম্যাচে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। জোড়া শতরান করেছেন বাবর।

ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন এবং নাসির হোসেন এককথায় স্বীকার করে নিয়েছেন, এই মুহূর্তে বিরাট কোহলির থেকে অনেক এগিয়ে বাবর আজম। ভন মনে করেন বাবর আজম গত দু’বছর যে ছন্দে রয়েছেন, বিরাট কোহলি তাঁর ধারেপাশে নেই। পৃথিবীর সেরা বোলারদের বিরুদ্ধে বাবরকে দেখে মনেই হচ্ছে না আউট হতে পারেন। এতটাই তার নিখুঁত টেকনিক।

অন্যদিকে বিরাট কোহলির ধারাবাহিকতার অভাব প্রচন্ড। তাই ভারতীয় মিডিয়া বিরাট কোহলিকে নিয়ে যতই নাচানাচি করুক, আসল সত্যিটা হল পাকিস্তানের বাবর শেষ দুটো বছর কোহলির থেকে অনেক এগিয়ে। তিনটে ফরম্যাটেই বিরাট কোহলিকে পিছিয়ে দিয়েছেন বাবর আজম।

ফাস্ট বোলার থেকে শুরু করে স্পিনার – দুটোর বিরুদ্ধেই অসাধারণ পায়ের কাজ পাকিস্তান অধিনায়কের। সুনীল গাভাসকার পর্যন্ত জানিয়েছেন বাবর আজম কিংবদন্তি হওয়ার পথে। পাকিস্তান তারকার ব্যাটিং টেকনিক এবং সাহস দেখে মুগ্ধ গাভাসকার। টেকনিক্যালি জাহির আব্বাসের পর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর মনে করেন সানি।

তবে পাশাপাশি বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা ছন্দে আসবেন মনে করেন গাভাসকার। অধিনায়ক রোহিত শর্মা অত্যন্ত বুদ্ধিমান এবং ঠাণ্ডা মাথার লোক। বিরাটের সেরাটা বের করে নিতে পারবেন হিটম্যান মনে করেন গাভাসকার।

ICC Men’s ODI team 2021: টি টোয়েন্টির পর আইসিসির একদিনের ক্রিকেটের সেরা দলেও নেই কোনও ভারতীয়

 

#দুবাই: একদিন আগে প্রকাশিত হওয়া আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি একাদশে জায়গা হয়নি কোন ভারতীয়র। এবার আইসিসির বর্ষসেরা একদিনের দলেও জায়গা পেলেন না ভারতের কেউ। যা ভারতীয় ক্রিকেটের কাছে বিরাট লজ্জার! একই সঙ্গে প্রমাণ করে সাদা বলের ক্রিকেটে যথেষ্ট ভাল পারফরম্যান্স নেই টিম ইন্ডিয়ার। যা অবশ্যই নতুন করে ভাবতে বাধ্য করবে বিসিসিআইকে।

আরও পড়ুন – SC East Bengal vs FC Goa: মারিও ম্যাজিকে ১১ ম্যাচ পরে আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল

আজ প্রকাশিত ওয়ানডের বর্ষসেরা দলে জায়গা পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে দুজন করে খেলোয়াড় বর্ষসেরা এই দলে জায়গা পেয়েছেন। ভারত, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দল থেকে কারও জায়গা হয়নি গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বানানো এই দলে।

আরও পড়ুন – India vs West Indies Match In Eden: লড়াই করে জিতল ইডেন, ফেব্রুয়ারিতে কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচ

মাত্র তিনটি ওয়ানডে জেতা দক্ষিণ আফ্রিকার দুজন জায়গা পেয়েছেন আইসিসির দলে। দলকে চার ম্যাচ জিতিয়েই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের দুজন বর্ষসেরা দলে এসেছেন। বছরের ৬ ম্যাচের ৪টিতেই হারের পরও যেমন পাকিস্তানের দুজন আছেন বছরের সেরা দলে। পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন বাবর আজম ও ফখর জামান।

দক্ষিণ আফ্রিকা থেকে ইয়ানেমান মালান ও রাসি ফন ডার ডুসেন। আয়ারল্যান্ড থেকে জায়গা পেয়েছেন গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ করা পল স্টার্লিং। তাঁর সঙ্গে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন মালান। আয়ারল্যান্ডের স্পিনার সিমি সিংয়েরও জায়গা হয়েছে দলে। শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুষ্মন্ত চামিরাকেও রাখা হয়েছে।

গত বছর মাত্র ৬ ম্যাচ খেলা বাবর আজম এই দলে ব্যাট করবেন তিনে। গত বছর ৬৭.৫০ গড়ে ৪০৫ রান তোলেন পাকিস্তান অধিনায়ক। চারে ব্যাট করবেন পাকিস্তানেরই ফখর জামান। গত বছর ৬ ম্যাচে ৩৬৫ রান তোলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৩ রানের ইনিংসও ছিল।

এই দলে ছয়ে ব্যাট করবেন সাকিব। গত বছর ৯ ম্যাচে ২৭৭ রানের পাশাপাশি ১৭ উইকেট নেন এই স্পিন অলরাউন্ডার।উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সাতে নামবেন মুশফিক। গত বছর ৯ ম্যাচে ৪০৭ রান করেন তিনি। গত বছর ৫.০৩ ইকোনমি রেটে ১০ ম্যাচে ১৮ উইকেট নেন মোস্তাফিজ।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।

ICC Men’s T20I Team : লজ্জা! আইসিসির সেরা এগারোয় নেই কোনও ভারতীয়, নেতা পাকিস্তানের বাবর

#দুবাই: ভারতীয় ক্রিকেটের কাছে কিছুটা হলেও লজ্জার দিন। যে ভারতীয় দল নিজেদের গর্বের ব্যাটিং লাইন আপের জন্য পৃথিবী বিখ্যাত, সেই ভারতীয় দলের একজন ব্যাটসম্যানও সুযোগ পেলেন না আইসিসির বাছাই করা সেরা এগারোয়। ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে যা অবশ্যই হতাশার। ২০২১-এর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করল আইসিসি। সেই দলে স্থান পেলেন না কোনও ভারতীয় ব্যাটার।

আরও পড়ুন – IND vs SA, 1st ODI : বাভুমা, ডুসেনের জোড়া শতরানে ভারতের সামনে বড় টার্গেট রাখল দক্ষিণ আফ্রিকা

বিরাট কোহলি তো বটেই, টি-টোয়েন্টি ফরম্যাটে ভাল খেলা রোহিত শর্মা বা কেএল রাহুলও সেই দলে সুযোগ পাননি। আইসিসি-র বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। গত বছরে ২৯টি টোয়েন্টি ম্যাচ খেলে ৯৩৯ রান করেছিলেন বাবর। একটি শতরান এবং ৯টি অর্ধশতরান ছিল তাঁর। পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন – Sania Mirza Retierment: ‘‘শরীর আর দিচ্ছে না, এই বছরের পর আর খেলব না’’ অবসর নিতে চান সানিয়া মির্জা

শুধু বাবরই নন, তাঁর দলের আরও দুই সতীর্থ সুযোগ পেয়েছেন বর্ষসেরা একাদশে। তাঁরা হলেন মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। ওপেনিং সতীর্থ রিজওয়ান গত বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে ২৯ ম্যাচে ১৩২৬ রান করেছেন। গড় ৭৩.৬৬। তিনিও টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। শাহিন আফ্রিদি গত বছর ২১টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নেন। ভারতের বিরুদ্ধে অসাধারন বল করেন। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটে জয় শাহিন আফ্রিদি বিরাট অবদান রাখেন।

পাকিস্তানের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার বর্ষসেরা একাদশে সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং তাবরেজ শামসি। অস্ট্রেলিয়ার থেকে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ এবং জশ হেজলউড। ইংল্যান্ডের থেকে রয়েছেন জস বাটলার। শ্রীলঙ্কা থেকে ওয়ানিন্দু হাসরঙ্গ এবং বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমানও রয়েছেন।

মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও ভারতের প্রতিনিধি মাত্র একজন। তিনি ওপেনার স্মৃতি মন্ধানা। মহিলাদের দলকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের ন্যাট শিভার। উইকেটকিপার অ্যামি জোন্স। উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টিতে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন স্মৃতি।

যদিও আইসিসির ক্রমতালিকায় টি টোয়েন্টি ফরম্যাটে দল হিসেবে ভারত রয়েছে দুই নম্বরে, ঠিক ইংল্যান্ডের পরেই। তবুও আইসিসির সেরা দলে পাকিস্তান বাংলাদেশ রয়েছে, অথচ ভারত নেই! লজ্জা তো বটেই।

ICC T20 World Cup 2021: বায়োবাবলের সময়ে ‘এই’ভাবে আনন্দে মজে Pakistan Cricket Team, দেখুন ভিডিও

#নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দল  (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021)  জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবেন৷ এর আগে ক্রিকেটার লাহোরের একটি হোটেলে কোয়ারেন্টাইন রয়েছেন৷ বায়ো বাবলে থাকাকালীন পাক দলের ক্রিকেটাররা এক দারুণভাবে মজা করছেন৷ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারও রয়েছে৷ এই অবস্থায় নিজেদের সন্তানদের সঙ্গে খেলাধুলোয় মেতে রয়েছেন তাঁরা৷

বায়োবাবলে থাকা যে কোনও পেশাদারের পক্ষেই মানিয়ে নেওয়া খুবই কষ্টকর৷ তাই পরিবার থাকায় তাঁরা কিছুটা ভালো রয়েছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে নিজের পরিবারের খুদেদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন তাঁরা৷

আরও পড়ুন –IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর…

পাকিস্তানের ক্রিকেট দল (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে, তার আগে তাদের নির্ধারিত কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছেন৷ বায়োবাবলে থাকার জন্য নিজের মনোরঞ্জনের এক দারুণ পদ্ধতি খুঁজে বার করেছেন ক্রিকেটাররা৷ ক্রিকেটাররা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানোই এখানে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে৷ পিসিবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই মজার ভিডিও শেয়ার করেছে৷

পাকিস্তান বোর্ড মজাদার ক্যাপশনে লিখেছেন ক্রিকেট টাইম, পাকিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটাররা নিজেদের আইসোলেশন পিরিয়ড বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন৷

আরও পড়ুন – Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan বোল্ড অবতারে বিছানায়, গানের সঙ্গে Viral Video

পিসিবি এই ভিডিও শেয়ার করেছেন, তাতে বাবর আজমকে হোটেলের করিডরের কার্পেটের ওপর একটি বাচ্চাকে বল করছেন বলে দেখা যায়৷ অন্যদিকে বোলার শাহনবাজ দহানি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন৷ দুটি শিশু ক্রিকেট খেলেছে৷

পিসিবি -র এক আধিকারিক বয়ান জারি করে জানিয়েছেন পাকিস্তান দল (Pakistan Cricket Team) রবিবার ন্যাশানাল হাই পারফরম্যান্স  সেন্টার, এলসিসিই গ্রাউন্ড, লাহোরের বায়ো সিকিউর প্রটোকলের নিয়ম অনুযায়ি ৭ দিনের ট্রেনিং ক্যাম্প শুরু করবে৷ প্রথমেই দল পৌঁছে গেছে সেখানে হোটেলে ঢোকার আগেই ক্রিকেটার ও তাঁর পরিবারের সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ রয়েছে৷ ফলে ক্রিকেটারদের ট্রেনিংয়ে সবুজ সংকেত পাওয়া গেছে৷