Tag Archives: ICC T20 World Cup 2021

Pakistan vs Australia: পাকিস্তানের জন্য হাততালি! সানিয়া মির্জা কি ভারতীয়? প্রশ্ন উঠে গেল সোশ্যাল মিডিয়ায়

#আবুধাবি: একের পর এক বাঁকা মন্তব্য উড়ে এল তাঁর জন্য। তিনি কেন পাকিস্তানের জন্য হাততালি দিলেন! টুইটারে এই প্রশ্নটাই করলেন অনেকে। সানিয়া মির্জা এদিন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। তিনি বরাবরই চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ ম্যাচে স্বামী শোয়েব মালিককে মাঠে থেকে সমর্থন জোগানোর। এদিনও সেটাই করেছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। আর সেটা করেই তিনি আরও একবার ব্যাপক ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়।

আসলে অনেকেই এদিন অন্যের রাগ সানিয়া মির্জার উপর ঝেড়ে ফেললেন। ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কিছু পাকিস্তানি সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে দাঁড়িয়েছিলেন। সেই পোস্টার-এ লেখা ছিল- বাই বাই ইন্ডিয়া। সেটা মোটেও ভাল চোখে দেখেননি ভারতীয় সমর্থকরা। তাঁরা তাই সুযোগের অপেক্ষায় ছিলেন। সেই সুযোগ চলে এল বৃহস্পতিবার। এবার পাকিস্তানকে ছিটকে দিল অস্ট্রেলিয়া। এবারও টি-২০ বিশ্বকাপ জয় হল না পাকিস্তানের। আর এদিন পাকিস্তানের কিছু সমর্থকের উপর জমে থাকা রাগ ভারতীয় সমর্থকরা ঝাড়লেন সানিয়া মির্জাকে।

আরও পড়ুন- রিজওয়ান এবং ফখরের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াকু টোটাল পাকিস্তানের

এদিন পাকিস্তানি ক্রিকেটারদের ভাল পারফরম্য়ান্স দেখে সানিয়া মির্জা স্ট্যান্ডে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। এর পরই অনেকে প্রশ্ন করেন, ভারতীয় হয়ে তিনি কী করে পাকিস্তানের জন্য হাততালি দেন! সানিয়া মির্জা ভারতে। তবে তাঁর শ্বশুরবাড়ি পাকিস্তানে। এই জন্য তিনি মাঝেমধ্যেই ট্রোলড হন।

আরও পড়ুন- ক্রিকেট কেন ভদ্রলোকের খেলা, এক মিনিটে বুঝিয়ে দিলেন নিউ জিল্যান্ডের মিচেল

এদিন একের পর এক প্রশ্ন উড়ে এল সানিয়া মির্জার জন্য। কেউ লিখলেন, ভারতীয় দলের ম্য়াচ থাকলে কখনও সানিয়াকে এভাবে মাঠে থেকে সমর্থন করতে দেখা যায় না। কেউ আবার লিখলেন, অলিম্পিকে হারের পর সঙ্গে সঙ্গে দেশে ফিরে এসেছিলেন সানিয়া। তিনি একদিনের জন্যও অন্য ভারতীয় খেলোয়াড়দের সমর্থন করতে মাঠে হাজির থাকেননি। অথচ সেই সানিয়া মির্জা পাকিস্তানের জন্য এদিন মাঠে থেকে হাততালি দিলেন। অনেকে তো আবার প্রশ্ন করলেন, সানিয় মির্জা কি সত্যিই নিজেকে মন থেকে ভারতীয় বলে মনে করেন!

IND vs NZ: আউট ঈশান, রাহুল, রোহিত ও বিরাট ! পরপর উইকেট হারিয়ে চাপে ভারত

দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার মরণ-বাঁচনের ম্যাচ খেলতে নেমেছে ভারত (India vs New Zealand) ৷ এদিনও টসে হারলেন কোহলি ৷ প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চারটি উইকেট হারায় ভারত ৷ আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন ঈশান কিষান, কে এল রাহুল, রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন ইশ সোধি এবং একটি করে উইকেট টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের ঝুলিতে ৷ খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ঋষভ পন্থও ৷ ১৯ বলে ১২ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হন তিনি ৷

সূর্যকুমার যাদবের জায়গায় এদিন প্রথম একাদশে সুযোগ পাওয়া ঈশান কিষান চূড়ান্ত ব্যর্থ ৷ ৮ বলে মাত্র ৪ রানই করতে পেরেছেন তিনি ৷ রাহুল (১৮), রোহিত (১৪) এবং বিরাট কোহলি (৯) সকলেই ব্যর্থ ৷ শুরুতেই এদিন রোহিতের ক্যাচ মিলনে ফস্কালেও তাতে বিশেষ লাভ হয়নি ৷ খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি রোহিত শর্মা ৷ ইশ সোধির বলে মার্টিন গাপ্টিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷

India Vs Pakistan In T20: নো বলে আউট কে এল রাহুল! রাগে ফুঁসছেন ভারতীয় সমর্থকরা

#দুবাই: টি -টোয়েন্টি বিশ্বকাপের বড় ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি পাকিস্তান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্ত কার্যকরী হয় তাদের জন্য। টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা এবং কেএল রাহুলকে শুরুতেই তুলে নেন পাক পেসার শাহিন আফ্রিদি। টপ অর্ডারের দুই তারকা ব্যাটসম্যান দ্রুত আউট হওয়ায় চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। শাহিন শাহ আফ্রিদির অসাধারণ ডেলিভারিতে রোহিত আউট হন। এর পর কে এল রাহুলকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন শাহিন। কিন্তু অনেকেই বলছেন, ফিল্ড আম্পায়ার রাহুলকে আউট দেন নো বলে।

আরও পড়ুন- হার্দিক টিকিট দেয় না, পন্থও ব্লক করেছেন, তবুও ভারত বনাম পাকে গ্যালারিতে উর্বশী

রাহুলের সঙ্গে কি বড় অন্যায় হল?

কেএল রাহুল পাকিস্তানের বিরুদ্ধে ফ্লপ। তাঁকে দ্রুত প্যাভিলিয়নে ফেরান শাহিন শাহ আফ্রিদি। রোহিতকে এলবিডব্লিউ করার পর রাহুল বোল্ড হন। কিন্তু এখন ভারতীয় ভক্তরা টুইটারে আওয়াজ তুলছেন, কেএল রাহুলকে নো বলে আউট করা হয়েছিল। যে বলে রাহুল বোল্ড হয়েছিলেন, তাতে বোলার শাহিন আফ্রিদির পা ক্রিজের কিছুটা বাইরে ছিল। টিম ইন্ডিয়া এদিন রাহুলের কাছ থেকে বড় রানের প্রত্যাশা করেছিল। কিন্তু অনেকেই বলছেন, আম্পায়ারের একটি ভুলে রাহুলের প্রতি অন্যায় হয়েছে। আম্পায়ারের এমন ভুলে টিম ইন্ডিয়াকে বড় মূল্য দিতে হতে পারে বলেও মনে করছেন অনেকে।

টুইটারে ক্ষোভপ্রকাশ করলেন ভক্তরা-

রাহুল নো বলে আউট হওয়ার পর ভক্তরা টুইটারে ক্ষোভপ্রকাশ করেছেন। ভারতীয় সমর্থকরা আম্পায়ারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সমর্থকরা বিভিন্ন ধরনের মন্তব্য করে আম্পায়ারদের উপর রাগ মেটালেন। আসলে রাহুল ভাল ফর্মে ছিলেন। এদিনের বড় ম্যাচে তাঁর দ্রুত আউটট হওয়াটা টিম ইন্ডিয়ার জন্য একটি বড় ক্ষতি বলে মনে করছেন অনেকে।

ফ্লপ রোহিত-

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ম্যাচের প্রথম ওভারেই টিম ইন্ডিয়ার তারকা ওপেনার রোহিত শর্মাকে আউট করেন। প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ আউট হন রোহিত। তাঁর শূন্যে ফিরে যাওয়া ভারতীয় দলকে চাপে ফেলে দেয়। বড় ম্যাচে রোহিতের কাছে বড় রানের প্রত্যাশা ছিল ভক্তদের।

India-Pakistan Match On WT20: পাকিস্তানেও হিট ধোনি! মাঠে এমএসকে দেখে লাফালাফি পাক ক্রিকেটারের

#দুবাই: ভারত হোক বা পাকিস্তান, ধোনি সব জায়গায় হিট। ভারতের মতো পাকিস্তানেও ক্রিকেট নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুসারফ ছিলেন ধোনির ভক্ত। পাকিস্তানে খেলতে গিয়ে পারভেজ মুশারফের প্রশংসা কুড়িয়েছিলেন ধোনি। সেই সময় ধোনির লম্বা চুল ছিল। ধোনির সেই চুলেরও প্রশংসা করেছিলেন তিনি। সেসব এখন অতীত। তবে সময় বয়ে গেলেও ধোনির প্রতি পাকিস্তানিদের ভালবাসা, শ্রদ্ধা কমেনি। আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। তার আগে পাকিস্তান শিবিরে ধোনির জনপ্রিয়তা টের পাওয়া গেল।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মাঠের বাইরে যেন লড়াই হয় বেশি। কিছুদিন আগে কোহলি বলেছিলেন, এই ম্যাচ আসলে টিআরপি-র খেলা। এই ম্যাচের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। টিকিট বিক্রি হয় চড়া দামে। তাছাড়া বিজ্ঞাপন, সম্প্রচারকদের চাপও থাকে। ফলে এই ম্যাচ নিয়ে হাইপ তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে ম্যাচের বাইরেও ভারত-পাকিস্তান, দুই দলের তারকাদের পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা থাকে। আর সেটা বোঝা গেল এদিন। ধোনির জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাইতে ভারত-পাক ম্যাচ দেখতে এসেছেন বশির চাচা। তবে স্রেফ বশির চাচা নন, ধোনির ভক্ত পাকিস্তান ক্রিকেট দলেও রয়েছে।

আরও পড়ুন- ‘এনজয় করেছি, এগিয়ে গিয়েছি’… রেখা থেকে জিনাত আমান, অ্যাফেয়ার নিয়ে Imran Khan

পাক ক্রিকেটার শাহনওয়াজ দাহানিও ধোনির ভক্ত। চোখের সামনে প্রিয় তারকাকে দেখতে পেয়ে তাই তিনি আর উত্তেজনা ধরে রাখতে পারলেন না। তবে আজ ভারতের বিরুদ্ধে দাহানির খেলার সম্ভাবনা কম। তিনি রিজার্ভ দলে রয়েছেন। বড় ম্যাচের আগে অনুশীলনের সময় ধোনিকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন তিনি। বাউন্ডারির সামনে ছিলেন দাহানি। সেই সময় ধোনি বাউন্ডারি লাইনের সামনে দিয়ে যাচ্ছিলেন। ধোনিকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন পাকিস্তানের এই উঠতি পেসার।

ধোনি প্রথমে দাহানিকে দেখতে পাননি। সেই সময় ধোনির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। দাহানি তাঁকেই বলেন, ধোনিকে একবার ডেকে দিতে। ধোনি তাকাতেই হাত নাড়েন দাহানি। ধোনিও পাল্টা হাত নাড়েন তাঁকে দেখে। ধোনির প্রতি তাঁর সম্মান ও ভাল লাগা প্রকাশ করেন পাক পেসার।

ICC T20 World Cup 2021: Shakib Al Hasan-কে কুর্নিশ, মালিঙ্গাকে সরিয়ে দিয়ে গড়লেন এই নজির

#অলওমান : বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১ (T20 World Cup 2021) প্রথম মোকাবিলায় স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারতে হয়েছে৷ প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৯ উইকেট ১৪০ রান করেছিল৷ বাংলাদেশ দল স্কটল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করতে পারে৷ বাংলাদেশকে (Bangladesh) প্রথম ম্যাচেই লজ্জার হার বরণ করতে হয়৷ কিন্তু দল হারলেও বাংলাদেশের তারকা শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) কুর্নিশ করছে বিশ্ব৷ শাকিবের নয়া রেকর্ড (Shakib Record) নিঃসন্দেহে দারুণ৷

যদিও এই ম্যাচে বাংলাদেশের (Bangladesh) অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)  বড় নজির গড়লেন৷ তিনি লসিত মালিঙ্গার (Lasith Malinga)  রেকর্ড (Shakib Record) ভাঙলেন৷ এতদিন অবধি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন লাসিত মালিঙ্গা, স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মালিঙ্গাকে সরিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন বাংলাদেশের শাকিব আল হাসান (Shakib Al Hasan)৷

স্কটল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেট

বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান স্কটল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন৷ এরফলে ৮৯ টি টোয়েন্টি ম্যাচে ১০৮ উইকেট নেন৷ শ্রীলঙ্কার তারকা বোলার মালিঙ্গা এর আগে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১০৭ উইকেট নিয়েছিলেন৷ শাকিব একমাত্র ক্রিকেটার যিনি এই ফর্ম্যাটে ১০০ -র বেশি উইকেট নিয়েছেন এবং ১০০০ রান করেছেন৷

আরও পড়ুন – আজব গজব! Baloon World Cup হয় জানতেন, অংশ নিল বিশ্বের তাবড় শক্তিধর দেশ দেখুন Photos

আরও দেখুন – Video: রাজ্যে কি তবে খুলতে চলেছে স্কুল-কলেজ? কী বললেন শিক্ষামন্ত্রী? শুনুন…

ম্যাচ চলাকালীন তিনি রিচার্ড বেরিংটনকে আউট করে মালিঙ্গার সঙ্গে একসারিতে চলে আসেন৷ এরপর আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাইকেল লিস্কের উইকেট নিয়েমালিঙ্গাকে পিছনে ফেলে দেন৷

টি টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম স্থানে এই মুহূর্তে বাংলাদেশের শাকিব আল হাসান, দু নম্বরে শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা এবং তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি৷ তিনি এখনও অবধি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে ৯৯ উইকেট করে নিয়েছেন৷

T20 World Cup Oman win : ঘরের মাঠে পাপুয়া নিউগিনির বিপক্ষে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করল ওমান

#মাসকাট: প্রথমপর্বের আয়োজক তারা। পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিতেই নিজেদের ভয়ংকর চেহারা দেখাল ওমান। এই গ্রুপেই রয়েছে বাংলাদেশ। টাইগারদের যেন বড় ধরনের সতর্কবার্তা দিয়ে রাখল ওমান। আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ (সোমবার) পিএনজিকে পাত্তাই দেয়নির ওমান। ১০ উইকেটের (৪৪ বল হাতে রেখে) বিশাল জয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে স্বাগতিকরা।

১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তাদের। ওমানের আসল কাজটা অবশ্য করে দিয়েছিলেন বোলাররাই। ব্যাটসম্যানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। টি-টোয়েন্টি ফরমেটে যেটাকে মামুলি লক্ষ্যই বলা যায়। তাই বলে এত মামুলিও নয় যে ১০ উইকেট হাতে রেখেই এমন অনায়াস জয় পাওয়া যাবে। শক্তিমত্তায় দুই দল প্রায় কাছাকাছি মানের। তবে ঘরের মাঠের সমর্থন যেন হোম দলের দুই ওপেনার আকিবল ইলিয়াস আর জতিন্দর সিংকে পেছনে তাকাতেই দিল না।

ইলিয়াস ৪৩ বলে ৫০ আর জতিন্দর ৪২ বলে ৭৩ রানের ঝড় তুলে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। এর আগে পিএনজির শুরুটা হয়েছিল ভয়াবহ, দলের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। সেখান থেকে মাঝে হাল ধরেন টপঅর্ডারের দুই ব্যাটার। কিন্তু শেষদিকের ভয়াবহ ব্যাটিং ধসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সংগ্রহটা বড় হয়নি পিএনজির।

স্বাগতিক ওমানের বোলিং তোপে একপর্যায়ে মাত্র ৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পিএনজি। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১২৯ রানে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ। তার বোলিং তোপেই পড়েছে পিএনজি। নিজের দ্বিতীয় ওভারে চার বলে তিন উইকেট নিয়েছেন জিশান। সবমিলিয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

ইনিংসের পঞ্চম বলেই সাজঘরে ফিরে যান টনি উরা। পরের ওভারের তৃতীয় বলে একই পথ ধরেন আরেক ওপেনার লেগা সিয়াকা। শূন্য রানে দুই উইকেট পতনের পর তবে তৃতীয় উইকেটে পাল্টা আক্রমণ করেন অধিনায়ক আসাদ ভালা ও চার নম্বরে নামা চার্লস আমিনি। এ দুজনের জুটিতে মাত্র ১০ ওভারেই আসে ৮১ রান। শেষের ছয় ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে পেরেছে পিএনজি। এর মধ্যে দলীয় ১১২ থেকে ১১৮ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারায় তারা। যার ফলে শেষ হয়ে যায় বড় স্কোর গড়ার সম্ভাবনা। ওমানের পক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন জিশান। এছাড়া বিলাল খান ও কলিমউল্লাহর শিকার ২টি করে উইকেট।

Burj Khalifa Team India : বুর্জ খালিফায় গ্রাফিক্সে তুলে ধরা হল ভারতীয় দলের জার্সি

#দুবাই: ধরুন আপনি কোনো একটি স্থানে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে ৬০ মাইল দূরে অবস্থিত কোনো জিনিস কি আপনার দেখতে পাওয়ার কথা? অবশ্যই না। কিন্তু শুনে আশ্চর্য হতে হয় যে, এই ‘বুর্জ খলিফা’ ভবনটি ৬০ মাইল বা ৯৫ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। তাও যেনতেন ভাবে নয়, খালি চোখে একেবারে স্পষ্ট দেখা যায়। বুর্জ খলিফার’ মোট তলা কতটি তা নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মত। যেমন – কোথাও আছে ‘বুর্জ খলিফা’র মোট তলা ১৬৯, আবার কোথাও ১৬৫, কোথাও বা ১৬৩।

তবে উইকিপিডিয়া থেকে জানা যায় ‘বুর্জ খলিফা’র মোট তলার সংখ্যা ১৬০টি। ঘুরেফিরে সব জায়গাতে ১৬০ থেকে ১৬৯ এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে সম্পূর্ণ বুর্জ খলিফার মোট তলার সংখ্যা ২০৬। এর মধ্যে ১৬০ তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন অফিস, আবাসন, মসজিদ, সুইমিংপুল সহ বিভিন্ন জিনিস। আর এর পুরোটাই ঢেকে গেল ভারতীয় ক্রিকেট দলের গ্রাফিক্সে। একটা দিনের জন্য।

এই বিশ্বকাপের পরেই টি ২০ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি। নতুন জার্সি পরে তার কাছে সুযোগ প্রথম কোনও আইসিসি প্রতিযোগিতা জেতার। ১৭ অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ। যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে ওই দিন থেকে। ভারত খেলতে নামবে ২৪ অক্টোবর। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাদের। সেই ম্যাচেই প্রথম নতুন জার্সি পরে মাঠে দেখা যাবে কোহলিদের।

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের নতুন জার্সি। বুধবার সেই জার্সি সামনে নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নেটমাধ্যমে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজাকে দেখা যায় নতুন জার্সিতে। সেই সঙ্গে আরও একটি ছবি দেখা যায়। দুবাইয়ের বুর্জ খালিফায় ভারতীয় দলের সেই জার্সি পরে কোহলিরা। ২০২০ সালের শেষের দিক থেকে ভারতীয় দল যে জার্সি পরত তার সঙ্গে মিল ছিল ১৯৯২ সালের ভারতীয় দলের জার্সির।

এবার টি২০ বিশ্বকাপের আগে নতুন জার্সি পেল ভারত। সেই জার্সি বানানো হয়েছে সমর্থকদের কথা মাথায় রেখে। বিরাটদের নতুন জার্সি বুর্জ খালিফায় দেখে অবাক সমর্থকরা। বুর্জ খালিফা পৃথিবীর অন্যতম সেরা ল্যান্ড মার্ক। ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক গড়ে তুলেছে। আইপিএলের বাকি অংশ সেখানে চলছে। টি টোয়েন্টি বিশ্বকাপ, যার আসল আয়োজক ছিল ভারত, সেটাও নিয়ে আসা হয়েছে এই দেশে। ফলে বিরাট মুনাফা একদিকে যেমন বিসিসিআই রোজগার করছে, তেমনই একটা অংশ পাচ্ছে আরব আমিরশাহী বোর্ড।

ICC T20 World Cup 2021: বায়োবাবলের সময়ে ‘এই’ভাবে আনন্দে মজে Pakistan Cricket Team, দেখুন ভিডিও

#নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দল  (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021)  জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবেন৷ এর আগে ক্রিকেটার লাহোরের একটি হোটেলে কোয়ারেন্টাইন রয়েছেন৷ বায়ো বাবলে থাকাকালীন পাক দলের ক্রিকেটাররা এক দারুণভাবে মজা করছেন৷ ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারও রয়েছে৷ এই অবস্থায় নিজেদের সন্তানদের সঙ্গে খেলাধুলোয় মেতে রয়েছেন তাঁরা৷

বায়োবাবলে থাকা যে কোনও পেশাদারের পক্ষেই মানিয়ে নেওয়া খুবই কষ্টকর৷ তাই পরিবার থাকায় তাঁরা কিছুটা ভালো রয়েছেন৷ ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে নিজের পরিবারের খুদেদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন তাঁরা৷

আরও পড়ুন –IPL 2020: Delhi Capitals-র Rishabh Pant কে প্রকাশ্যে ‘এই’ কথা লিখলেন Urvashi Rautela, তারপর…

পাকিস্তানের ক্রিকেট দল (Pakistan Cricket Team) ১৫ অক্টোবর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে, তার আগে তাদের নির্ধারিত কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছেন৷ বায়োবাবলে থাকার জন্য নিজের মনোরঞ্জনের এক দারুণ পদ্ধতি খুঁজে বার করেছেন ক্রিকেটাররা৷ ক্রিকেটাররা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানোই এখানে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে৷ পিসিবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই মজার ভিডিও শেয়ার করেছে৷

পাকিস্তান বোর্ড মজাদার ক্যাপশনে লিখেছেন ক্রিকেট টাইম, পাকিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটাররা নিজেদের আইসোলেশন পিরিয়ড বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলে কাটাচ্ছেন৷

আরও পড়ুন – Mohammed Shami-র স্ত্রী Hasin Jahan বোল্ড অবতারে বিছানায়, গানের সঙ্গে Viral Video

পিসিবি এই ভিডিও শেয়ার করেছেন, তাতে বাবর আজমকে হোটেলের করিডরের কার্পেটের ওপর একটি বাচ্চাকে বল করছেন বলে দেখা যায়৷ অন্যদিকে বোলার শাহনবাজ দহানি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন৷ দুটি শিশু ক্রিকেট খেলেছে৷

পিসিবি -র এক আধিকারিক বয়ান জারি করে জানিয়েছেন পাকিস্তান দল (Pakistan Cricket Team) রবিবার ন্যাশানাল হাই পারফরম্যান্স  সেন্টার, এলসিসিই গ্রাউন্ড, লাহোরের বায়ো সিকিউর প্রটোকলের নিয়ম অনুযায়ি ৭ দিনের ট্রেনিং ক্যাম্প শুরু করবে৷ প্রথমেই দল পৌঁছে গেছে সেখানে হোটেলে ঢোকার আগেই ক্রিকেটার ও তাঁর পরিবারের সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ রয়েছে৷ ফলে ক্রিকেটারদের ট্রেনিংয়ে সবুজ সংকেত পাওয়া গেছে৷

T20 World Cup 2021: টি২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা আইসিসি-র, ভারতের সঙ্গে একই গ্রুপে পাকিস্তান !

দুবাই: করোনার জেরে ভারত থেকে মরুদেশে সরে গিয়েছে এবারের আইসিসি টি২০ বিশ্বকাপ ৷ শুক্রবার বিশ্বকাপের দুটি গ্রুপ ঘোষণা করল আইসিসি ৷ যেখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান ৷ গ্রুপ-২-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং রাউন্ড-১ পর্বের গ্রুপ-‘এ’ রানার্স ও গ্রুপ-‘বি’ বিজয়ী দল ৷ পাশাপাশি গ্রুপ-১-এ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, রাউন্ড-১ পর্বের গ্রুপ-‘এ’ বিজয়ী এবং গ্রুপ-‘বি’-র রানার্স ৷

যে কোনও ফর্ম্যাটের বিশ্বকাপেই ভারত-পাকিস্তান লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেটপ্রেমীরা ৷ এবছর সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে দেখা যাবে ভারত-পাক দ্বৈরথ ৷ এখনও পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত টিম ইন্ডিয়া ৷ গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ রয়েছে গ্রুপ-১-এ ৷ বিশ্বকাপ শুরু হবে এ বছর ১৭ অক্টোবর থেকে ৷ ফাইনাল ১৪ নভেম্বর ৷