Tag Archives: Baidyabati

রাস্তায় পাইপলাইনের কাজের পর হয়নি সংস্কার! বৈদ্যবাটিতে প্রাণ গেল বাইক চালকের

হুগলি: রাস্তায় পাইপলাইনের কাজের পর রাস্তা সংস্কার হয়নি। ফলে দুর্ঘটনার শিকার বাইক আরোহী। দুর্ঘনাটাগ্রস্থ ওই বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে বৈদ্যবাটি চৌমাথা সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর মল্লিক।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুর ১২ টা নাগাদ বৈদ্যবাটির দিক থেকে শেওড়াফুলির দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। ক’দিন আগে জিটি রোডের ওপর পাইপ লাইন বসার কাজ হয়। তার পর সম্পূর্ণরূপে রাস্তা সংস্কার করা হয়নি বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন- লক্ষ-লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই, ৪ ঘণ্টা ধরে দমকলের জোর লড়াই করেও আগুন জ্বলছে

আজ বেলায় সেখান দিয়েই যাচ্ছিলেন এক বাইক আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে পড়ে যান তিনি। তখনই পেছন থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে তাঁকে।

দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি সমীর মল্লিক বৈদ্যবাটী ১৭ নম্বর ওয়ার্ড গোবিন্দনগর এলাকার বাসিন্দা। বছর ৫৪ বয়সী ওই ব্যক্তির মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পণ্যবাহী গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, জলের পাইপলাইন বসানোর জন্য জেলার বিভিন্ন এলাকায় রাস্তা খুঁড়ে সেখানে পাইপ লাইন বসানো হয়েছে। কয়েকদিন আগেই রাস্তার পাইপ লাইন বসানোর পাইপে ধাক্কা লেগে মৃত্যু হয়েছিল এক পথচারীর।

আরও পড়ুন- সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?

সেদিন রাস্তার পাশে পাইপলাইনে বসানোর পাইপ পেটে ঢুকে মৃত্যু হয়েছিল তাঁর। এবার খারাপ রাস্তা দিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হল আরও এক পথচারীর। উন্নয়নের কাজে প্রাণহানি যেন না হয় সেই কথাই বলছেন স্থানীয়রা।

রাহী হালদার

Hooghly News: অসময়ে আকাশে উড়ল অবীর! অকাল হোলিতে মাতলেন বৈদ্যবাটির মহিলারা

হুগলি: কয়েকদিন আগেই দোল উৎসবে শামিল হয়েছিল গোটা বাংলা। আজ আবার অকাল দোলে মাতলেন বৈদ্যবাটির মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ হওয়ার ঘোষণায় করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এপ্রিলের পয়লা তারিখ থেকে কার্যকর হওয়ার কথা। প্রতি মাসের পয়লা তারিখে সেই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে পয়লা এপ্রিল যেহেতু ব্যাঙ্ক বন্ধ থাকে তাই দোসরা এপ্রিল সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা। এই দিনটিকে মহিলারা স্মরনীয় করে রাখতে সবুজ আবির মেখে উল্লাসে মাতলো বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মহিলারা। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সবুজ আবীর মাখানো হচ্ছে ও মিষ্টি খাওয়ানো হচ্ছে। সাধারণ মহিলাদের ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ও এসটি এসসি মহিলাদের ১০০০ থেকে ১২০০ টাকা বাড়ানো হয়েছে লক্ষী ভন্ডারের টাকা। ভাতা বাড়ানোয় খুশি মহিলারা।

আরও পড়ুন: গার্ডেনরিচ বা বিরাটির ঘটনার পুনরাবৃত্তি রুখতে এ কী করল নাগরিক সমাজ!

গৃহবধূ শ্রাবণী ওরাও বলেন, আগে ৫০০ পেতাম এখন হাজার টাকা করে পাচ্ছি। এতে অনেকটাই উপকার হবে। ছেলের পড়াশোনার খরচ দিতে পারব। দরকারে স্বামীর কাছে চাইতে হতো এখন সেটা আর হবে না । বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা ও সভানেত্রী পৌষালী ভট্টাচার্য বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু। তিনি সবসময় বাংলার মা-বোনেদের পাশে রয়েছেন। লক্ষী ভান্ডারের টাকা ৫০০ কে বেড়ে হাজার টাকা হয়েছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে। এসটি, এসসি মহিলাদের হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছে। সেই আনন্দেই সারা রাজ্য জুড়েই এই বিজয় উৎসব পালন করা হচ্ছে, বাদ যায়নি বৈদ্যবাটি ।আমরা লক্ষী ভান্ডার ও সবুজ আবীর নিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। সেখানে মহিলাদের আবির মাখিয়ে ও মিষ্টি মুখ করিয়ে অকাল হোলিতে মেতে উঠছি।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তার মতে, ৩০ শতাংশ মহিলা কর্মরত এবং ৭০ শতাংশ মহিলা গৃহবধূ। লক্ষী ভান্ডারী হাজার টাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ। সংসার চালাতে হাজার টাকা অনেকটাই মূল্যবান।

রাহী হালদার

Baidyabati House Collapse: গার্ডেনরিচের পর বৈদ্যবাটি! জি টি রোডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি

হুগলি: গার্ডেনরিচের ঘটনা এখনো দগ দগে এরই মধ্যে বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ি। আহত বাড়ি ভাঙার কাজে নিযুক্ত দুই শ্রমিক। ঘটনাটি হুগলির জি টি রোডের উপর বৈদ্যবাটি চৌমাথায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে। আজ দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল। হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। কর্মরত ২ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়া এলাকায়।

আরও পড়ুনIndian Railways: বিরাট উপহার রেলের! এবার সরাসরি দিল্লি ‌যাওয়ার ট্রেন মিলবে বাংলার এই জেলা থেকে

স্থানীয়রা জানান, একটুর জন্য বড়সর দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। ঠিকাদার সহ তিনজন জনকে আটক করে শেওরাফুলী ফাঁড়ির পুলিশ। কোনরকম নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই চলছিল ভাঙার কাজ।বাড়ি ভাঙা হলে সাধারণত রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পথচারীদের দুর্ঘটনা না ঘটে। বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে। অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙার কথা। যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব।

রাহী হালদার

Hooghly News: শিবরাত্রির দিন গঙ্গা স্নান করতে গিয়ে প্রাণ গেল বছর ১৭ কিশোরের

হুগলি: শিবরাত্রির দিন গঙ্গা স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে চান করতে নেবে জোয়ারের স্রোতে প্রাণ গেলো বছর ১৭ এর নাবালকের। মৃত ওই নাবালকের নাম সুজয় সাধুকা। এই বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুজয়।

স্থানীয় সূত্রে খবর, শিবরাত্রিরের দিন বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে গঙ্গা স্নান করতে এসেছিল বন্ধুদের সঙ্গে সুজয়। ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর ১.৩০ মিনিট। সময় ছিল গঙ্গায় জোয়ারের। স্থানীয় স্বেচ্ছাসেবীরা বাঁশি বাজিয়ে সতর্ক করছিলেন ঠিক সেই সময় তেই জোয়ারের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। স্থানীয়রা পুলিশ কর্মীদের সহযোগিতায় ঘণ্টা খানেক বাদে জল থেকে উদ্ধার করে। আশঙ্কা জনক অবস্থায় তাকে শ্রীরামপুর ওয়ালস হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

আরও পড়ুন : ছোট্ট ঘর থেকে বড় স্বপ্ন দেখার নজির! গ্রামের মেয়ে এখন রেল চালক, বাধা পেরিয়ে স্বপ্নপূরণ

ঘটনায় গভীর শোকের ছায়া এলাকায়। স্থানীয়দের মধ্যে ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল সুজয়। পড়াশোনা ও খেলাধুলাতেও তৎপরতা ছিল। পরীক্ষার শেষ ও শিবরাত্রি সেই কারণে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল গঙ্গায়। সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে শেওড়াফুলি ফাঁড়ি এলাকার সমস্ত গঙ্গার ঘাট গুলিতে পুলিশ নিরাপত্তার জোরদার করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বেশি গভীর জলে কাউকে স্নান করতে নামতে দেওয়া হচ্ছে না।

রাহী হালদার

Hooghly News: গাড়ির ধাক্কায় ভাঙলো রেলগেট ! তীব্র যানজট বৈদ্যবাটি এলাকায়

হুগলি: পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভাঙল রেলগেট। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বৈদ্যবাটী ১১ নম্বর রেল গেট এলাকায়। এই দিন সকালে একটি পণ্যবাহী গাড়ি রেল লাইন পারাপার করার সময় বন্ধ রেলগেটে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে ১১ নম্বর রেলগেট। ঘটনায় কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল। তীব্র যানজট সৃষ্টি হয় ওই এলাকায়।

আরও পড়ুন: মাংস-ভাত, বিরিয়ানি থাকেই! মিড-ডে মিলে বিশেষ চমক এই স্কুলে, উচ্ছ্বসিত পড়ুয়ারা

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দননগরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি পণ্য বাহী গাড়ি। বৈদ্যবাটি রেল গেটের কাছে যখন গাড়িটি এসে পৌঁছায়, তখন রেলগেট বন্ধ হচ্ছিল সবে। তখনি ১১ নাম্বার রেল গেটে গাড়িটি সজোরে গেটে ধাক্কা মারে। ঘটনায় রেল গত ভেঙে যাওয়ার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। রেল গেটের পশ্চিম পারে স্থানীয়রা ওই পণ্যবাহী গাড়িটিকে পাকড়াও করে। ঘটনাস্থলে রেলপুলিশ এসে চালক সহ গাড়িটিকে আটক করে। শুরু হয় রেল গেট মেরামতির কাজ।

আরও পড়ুন: খুব সাবধান, প্রৌঢ়রাই হচ্ছেন টার্গেট ! এক ফোনেই গায়েব লাখ লাখ টাকা

ঘটনার পর থেকে রেলগেট না থাকার জন্য একটি বড় লোহার রডকে হাতে করে গেটম্যানরা নিয়ে এসে বসাচ্ছেন। ট্রেন চলে গেলে আবারও সেটিকে হাতে করেই নিয়ে গিয়ে খুলে দেওয়া হচ্ছে। বৈদ্যবাটি রেলগেট এলাকা প্রচণ্ড যানজট পূর্ণ। জি টি রোডের ওই এলাকায় দিনের বেশিরভাগ সময়ই প্রচুর গাড়ি ও সাধারণ মানুষ যাতায়াত করে। ফলে রেলগেট না থাকলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই রেল আধিকারিকরা একদিকে রেলগেট মেরামতির কাজ করছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অন্যদিকে আপৎকালীন পরিস্থিতিতে রেল আধিকারিকরা নিজের হাতে করে গেট বন্ধ এবং গেট খোলার কাজ করছেন।
রাহী হালদার

Hooghly News: দেশের হয়ে বডি বিল্ডিং এ সোনা ও রাজ্যের প্রথম প্রো-কার্ড অর্জন বৈদ্যবাটির দীপনের

হুগলি:  আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় বাঙালি ছেলের। গোয়া ও ইন্দোনেশিয়ার দুই পৃথক প্রতিযোগীতায় দুটিতেই সোনা জয় বৈদ্যবাটির ছেলে দীপন দেবনাথের। শুধু মাত্র স্বর্ণ পদকই নয় একই সঙ্গে গোটা ভারতের মধ্যে “প্রো-কার্ড” অর্জনকারী হাতে গোনা কয়েক জনের মধ্যে একজন এখন দীপন দেবনাথ।

সম্প্রতি গোয়াতে ৮ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতা (আইসিএন গোয়া সুপারশো) । সেখানেই ভারতের হয়ে অংশ নেন বৈদ্যবাটি ছেলে দীপন দেবনাথ । সেখানে আরো ৯৬২ জন প্রতিযোগী অংশ নেয়। তারই বিভাগের ২০০ জন প্রতিযোগীকে হারিয়ে দেশের হয়ে সোনা অর্জন করে দীপন এবং সেখানেই দেশের হয়ে আরও একটি প্রো কার্ড অর্জন করেন তিনি। মাস খানেক আগে ১০-১১ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয় (আইসিনি বালি) সেখানে প্রথম বারের জন্য আন্তর্জাতিক বডি বিল্ডিং এর অংশ নেন দীপন। দেশের জন্য দেশের জন্য দুটি সোনা এবং একটি রুপোর পদক যেতেন তিনি।

আরও পড়ুন:  লাঠির মুখে গানের সুর! কমব্যাট ফোর্সের জওয়ানের গানে মেতেছে নেট দুনিয়া, শুনেছেন?

দীপন জানান, পাঁচ বছর ধরে বডি বিল্ডিং এর সঙ্গে যুক্ত আমি । মাধ্যমিক পরীক্ষার পর থেকেই সেই অভ্যাস শুরু করেছি। মাসখানেক আগে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয় (আইসিন বালি) বডি বিল্ডিং প্রতিযোগিতা সেখানে দুটি সোনা ও একটি রুপোর পদক পাই সেটাই আমার জীবনে প্রথম আন্তর্জাতিক বডি বিল্ডিং এ নামা । তার ঠিক এক মাস পরেই গোয়াতে অনুষ্ঠিত হয় (আইসিন গোয়া সুপার শো) সেখানেও একটিতে সোনা ও একটিতে রুপোর পদক জিটি এবং সেখানেই সেরা ২৭ টি ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়ে “প্রো কার্ড” অর্জন করি । আমার খুব ভালো লাগছে সোনা জিতে, মা বাবা প্রথম থেকেই খুব সাহায্য করেছে। পরবর্তীকালে আমার ইচ্ছা আছে (আইসিএন প্রো শো) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা ইটালিতে অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেব।

আরও পড়ুন:  দীর্ঘ ৪৮ বছর যৎসামান্য বেতনে স্কুলকে আগলে রেখেছিলেন সকলের প্রিয় বাহাদুর দা 

দীপনের মা জানায় ছেলেকে সহযোগিতা করতে পেরে আমি খুশি। ছেলের এই সাফল্যে আমি গর্বিত। আমি চাই সবাই যাতে ওর পরিচয় আমাকে চেনে তাই শুরু থেকেই যতটা পেরেছি ওকে বডি বিল্ডিং এর সাহায্য করেছি। ও আরওএগিয়ে যাক আমি সেটাই চাই। সুন্দর স্বাস্থ্যের অধিকারি হতে এখন তরুন প্রজন্মের ট্রেন্ড জিম করা। কিন্তু সেটাকেই লক্ষ্য রেখে দেশের নাম উজ্জ্বল করে জেলা তথা রাজ্যে সাড়া ফেলেছে জেলার এই ‌যুবক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সারা ভারতবর্ষে এখনও পর্যন্ত ১৮ জন প্রো কার্ড হোল্ডার আছে এবং পশ্চিমবঙ্গে প্রথম প্রো কার্ড হোল্ডার দীপন।

রাহী হালদার