Tag Archives: Bandel

Hooghly news: ভোটের আগে বসেছিল পানীয় জলের কল! ফলাফলের পরই খোলার তোড়জোড়!

হুগলি: ভোটের দিন দশেক আগে নতুন কলের লাইন এসেছিল। দীর্ঘকালের মানুষের যে জলের সমস্যা, তার থেকে রেহাই পেতে একটিই মাত্র কল বসানো হয়েছিল। তবে ভোট মিটতেই আবার সেই কল খুলে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর। কারণ স্বরূপ ভোটের ফলাফল! ঘটনাটি ব্যান্ডেলের ডানলপ ফ্যাক্টারির শ্রমিক মহল্লার। স্থানীয় সূত্রে খবর, ডানলপের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই জলের কলের আবেদন করেছিলেন প্রশাসনের কাছে। ভোটের সময় বিধায়ক ওই এলাকায় প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ফের পানীয় জলের কল বসানো আবেদন করেন।

আরও পড়ুন: প্লাস্টিকের রমরমায় অবলুপ্তির পথে হুগলির বেত শিল্প

সেই মত ভোটের দশদিন আগে বিধায়ক নিজের উদ্যোগে পুরসভার জলের লাইন থেকে একটি পয়েন্ট নিয়ে পঞ্চায়েত এলাকার পুরোনো ফ্যামিলি কোয়ার্টারের এস এম ব্লকে একটি মাত্র পানীয় জলের কল বাসানো হয়। তবে লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেও চুঁচুড়া বিধানসভাতে তিনি পিছিয়ে ছিলেন। সেই সঙ্গে পিছিয়ে ছিলেন ব্যান্ডেল পঞ্চায়েতের ওই কয়েকটি বুথেও। এরপরেই সোমবার পঞ্চায়েত থেকে কলের মিস্ত্রী গিয়ে ওই কলটি সংযোগ বিছিন্ন করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাঁধার মুখে পরে তারা।

আরও পড়ুন: ষাঁড়ের ভয়ে পগারপার! বাড়ির বাইরে বেরোতে চাইছে না কেউ

এক বাসিন্দা জানান ভোটের আগে বলেছিলএক সপ্তাহের মধ্যে প্রত্যেকের বাড়ি জল পৌছিয়ে দেব।আর ভোট মিটতেই বলা হচ্ছে ডানলপের লোকেরা তৃণমূলকে ভোট দেয়নি তাই শাস্তি হিসেবে জল বন্ধ করে দেওয়া হবে। একজন শত্রুকেও জল দেয় কিন্তু এই জল নিয়ে রাজনীতি হচ্ছে। যদিও এ বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান জলের কল বিচ্ছিন্ন করার কোনোরকম নির্দেশ তারা দেননি। এর পিছনে ষড়যন্ত্র দেখছেন বিধায়ক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাহী হালদার

Hooghly News: শিক্ষিকা ও পুলিশ কর্মী প্রচেষ্টায় রাজস্থান থেকে বাড়ি ফিরলেন ব্যান্ডেলের নিখোঁজ মহিলা

হুগলি: দূর পাল্লার ট্রেনে উঠে সোজা মরুরাজ্যে। সেখানে ঠাঁই হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রমে। চুঁচুড়ার দিদিমনির চেষ্টায় বাড়ি ফিরলেন ব্যান্ডেলের মানসিক সাম্যহীন মহিলা। গত ১৭ মার্চ হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বছর চল্লিশের রীতা দাস। ব্যান্ডেল কেওটায় তার বাড়ি। নিকট আত্মীয় বলতে দিদি রীনা দাসের পরিবার। রীনার ছেলে বিকাশ চুঁচুড়া ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্যের ছাত্র। ছাত্রের কাছে জানতে পারেন তার মাসি হারিয়ে গেছেন। শুরু হয় খোঁজ।এর মধ্যে রাজস্থানের ঝুনঝুন থেকে একটি ফোন আসে রীতার দিদির কাছে।সে ই সূত্র ধরে খোঁজ খবর নিয়ে জানা যায় রাজস্থানের এক আশ্রমে রয়েছেন রীতা দাস।কিন্তু তাকে উদ্ধারের উপায় কি? শুভ্রা দি হুগলি জেলা প্রশাসনের দরজায় কড়া নারতে থাকেন।নির্বাচনের কাজে সবাই ব্যাস্ত থাকায় কোনো পথ বেরোয় না।

আরও পড়ুন: রাতের অন্ধকারে ঝলসে গেল শসার ক্ষেত! নেপথ্যে রাজনীতি দেখছেন জমির মালিক

এদিকে পুলিশ কর্মrসুকুমার উপাধ্যায় এধরনের কাজে এগিয়ে আসেন সব সময়।তিনিও চেষ্টা করতে থাকেন তার মত করে।শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর মনোনয়নে চুঁচুড়ায় অতিরিক্ত জেলা শাসকের দফতরে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।সেখানে ডিউটি করছিলেন সুকমার।ভজনলালের নিরাপত্তা রক্ষীদের বিষয়টি জানিয়ে সাহায্য চান সুকুমার।ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন মুখ্যমন্ত্রীর পিএ।এদিকে শিক্ষিকা জেলা শাসক থেকে ওয়েলফেয়ার অফিসার সবার সঙ্গে যোগাযোগ করেন।কিন্তু মহিলাকে ফিরিয়ে আনতে বাধ সাধে নির্বাচনের ব্যাস্ততা।

আরও পড়ুন:  বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা বসিরহাটে

অবশেষে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সঙ্গে দেখা করে বিষয়টি জানান শিক্ষিকা।কমিশনার আশ্বাস দেন এবং চুঁচুড়া থানার আইসিকে নির্দেশ দেন পুলিশ টিম পাঠাতে।আইসি রামেশ্বর ওঝা দুজন মহিলা পুলিশ কর্মীও একজন কনস্টেবলকে রাজস্থানে পাঠান গত দশ তারিখ।এদিন সকালে মহিলাকে নিয়ে তারা ফিরে আসেন চুঁচুড়ায়।রাজস্থানে গিয়ে পুলিশের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য লিলুয়ার এক স্বেচ্ছাসেবীসংস্থাও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।সকলের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মহিলাকে তার বাড়ি ফিরে আসেন।মহিলার কথাবার্তায় অসংলগ্নতা আছে।তবে অনেক কিছু মনে রাখতে পারেন তিনি।তার ঠিকমত চিকিৎসা হলে হয়ত সুস্থ হয়ে উঠবেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাহী হালদার

Hooghly News: সিগনালিংয়ের সমস্যায় সকাল থেকেই দুর্ভোগে হাওডা ব্যান্ডেল শাখার রেল যাত্রীরা ! 

হুগলি: ছুটির শেষে অফিসের প্রথম দিনেই চরম দুর্ভোগ রেল যাত্রী দের। ঘন্টার পর ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থেকেও দেখা মিলছে না ট্রেনের। ডাউন ট্রেনের দুই একটা দেখা মিললেও দেখা নেই আপ লাইনে ট্রেনর।বুধবার সকাল থেকেই নিত্যযাত্রীরা অনিয়মিত ট্রেনের জন্য দুর্ভোগের শিকার। কিন্তু ঠিক কি কারণে এই দুর্ভোগ!

আরও পড়ুন: বুধবারও কালবৈশাখী সতর্কতা…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি উত্তরে! ভাসবে দক্ষিণবঙ্গও? 

রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের কাছে ঝিল সাইডিংয়ে সিগন্যাল ফেলিওর (পয়েন্ট বাস্ট) হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এর ফলে হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।হওড়ায় পয়েন্টে গন্ডোগোলের জের ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয় হাওড়া ব্যান্ডেল শাখায়। ব্যান্ডেল থেকে হাওড়া গামী লোকাল সকাল থেকে বন্ধ হয়ে ‌যায়।আপেও বন্ধ হয় ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে আসে। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দূর্ভোগে নিত্য যাত্রীরা। তিন দিন ছুটির পর আজ অফিস কাছারি খুলছে।

আরও পড়ুন: মমতাকে কুরুচিকর আক্রমণ! তীব্র ভর্ৎসনার মুখে দিলীপ ঘোষ, আজ সকালে বর্ধমানে ফের যা বললেন…! তোলপাড়

৯-৩০ মিনিটে শুরু হয় ট্রেন চলাচল। ধীরে ধীরে স্বাভাবিক হতেও শুরু করে রেল পরিষেবা। সকাল ৬টা ২১ মিনিটের বর্ধমান-হাওড়া লোকাল ৭টা ২২ মিনিটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৬টার ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। আপ লাইনেও শুরু হয়েছে ট্রেন চলাচল। এখনও পর্যন্ত ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের চেয়ে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা দেরি করে ছাড়ছে। এর ফলে বুধবার সকাল থেকেই স্টেশনে উপচে পড়ে যাত্রীদের ভিড়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রেলের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। ট্রেন চলাচল শুরু হলেও তা সম্পূর্ণ স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যেতে পারে।

রাহী হালদার