Tag Archives: Bardhaman New

Bardhaman University: মাওবাদী বন্দি অর্ণব PHD ভর্তি পরীক্ষায় শীর্ষে! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থগিত কাউন্সেলিং, উঠছে প্রশ্ন

বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের পিএইডি ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত। সোমবার ছিল কাউন্সেলিং। কিন্তু নির্ধারিত সময়ে শুরু হল না সেই প্রক্রিয়া। নেপথ্যে কী রয়েছে বড় কারণ? উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডির অ্যাডমিশন টেস্টে প্রথম হন প্রাক্তন মাওবাদী নেতা সংশোধনাগারে বন্দি অর্ণব দাম। সংশোধনাগার থেকে পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। দৃষ্টান্ত তৈরি করে অর্ণবই শীর্ষ স্থান পেয়েছিলেন মেধা তালিকায়। কিন্তু এখন কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই আপাতত ইতিহাসে পিএইচডির ভর্তি পদ্ধতি স্থগিত রাখল বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: আপনার ‘পালস রেট’ ঠিক আছে তো…? ‘বয়স’ অনুযায়ী পালস রেট ‘কত’ হলে আপনি ফিট? মিলিয়ে দেখে নিন চার্ট

বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৯ জুলাই মেধাতালিকার ভিত্তিতে যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বিজ্ঞপ্তি অবধি অপেক্ষা করতে হবে মেধাতালিকায় নাম থাকা পড়ুয়াদের। স্বভাবতই ইতিহাস বিভাগের পিএইচডি এর ভর্তি পরীক্ষা স্থগিত হওয়ায় শুরু হয়েছে বির্তক।

বাম আমলে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা৷ মৃত্যু হয় ২৪ জন জওয়ানের৷ পাল্টা গুলিতে মৃত্যু হয় পাঁচ জন মাওবাদীরও৷ এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন অর্ণব৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে ওই মামলায় সাজা ঘোষণা করে আদালত৷ যাবজ্জীবন জেলের সাজা হয় অর্ণবের৷ গত মার্চ মাসে তাঁকে মেদিনীপুর সংশোধনাগার থেকে নিয়ে আসা হয় চুঁচুড়া সংশোধনাগারে৷ সাজা ঘোষণার সময়ই বিচারককে পিএইচডি করার ইচ্ছের কথা জানিয়েছিলেন অর্ণব৷ চুঁচুড়া জেলে এসেও জেল কর্তৃপক্ষকে সেই ইচ্ছের কথা জানান তিনি৷ সংশোধনাগারের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনাও শুরু করেন তিনি৷ এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকারা পরীক্ষাতেও নজির গড়লেন অর্ণব।

বনবন করে ঘোরাচ্ছেন লাঠি…! সবাইকে চমকে দিলেন দিলীপ! দেখুন অবাক করা ভিডিও

পানাগড়, পশ্চিম বর্ধমান : সেই চেনা পুরনো ছন্দেই দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারে নেমে একের পর এক অভিনব কায়দায় জনসংযোগ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ।

বুধবার রামনবমীতে দিলীপ ঘোষকে পাওয়া গেল স্বকীয় মেজাজে। রাম নবমীর শোভাযাত্রায় যোগ দিয়ে দেখালেন একের পর এক কেরামতি। লাঠি ঘোরালেন বনবন করে। যা দেখে শোভাযাত্রায় অংশগ্রহণ করা বহু মানুষ রীতিমত অবাক। আবার কেউ কেউ বললেন, দিলীপ ঘোষ মেদিনীপুরে থাকুন বা বর্ধমান, সব জায়গাতেই তিনি এক।

আরও পড়ুন: সিভিয়ার হিট ওয়েভ…! লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, এবার হাড়হিম ‘আপডেট’ জানিয়ে দিল হাওয়া অফিস

প্রসঙ্গত, পানাগড় বাজারে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি লাঠি খেলা দেখিয়েছেন। আর দিলীপ ঘোষকে এমন চেনা ছন্দে দেখতে পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা যেমন উচ্ছ্বসিত হয়েছেন, একই সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করা বিভিন্ন মানুষজন তা অবাক চোখে দেখেছেন।

আরও পড়ুন: রাত পোহালেই লোকসভা ভোট…! বাংলায় ৭ দফার ভোট, কবে কোথায়? আপনার এলাকায় কবে? জেনে নিন সম্পূর্ণ ভোটের নির্ঘণ্ট

উল্লেখ্য, বিগত ২০১৫ সাল থেকে পানাগড় বাজারে রামনবমীতে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এবারও তার অন্যতা হয়নি। উল্টে এবারের শোভাযাত্রায় জাঁকজমক ছিল আরও বেশি। উদ্যোক্তারা বলছেন, রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তাই এবারের রামনবমী বিশেষ। সেই উপলক্ষে রামনবমীর শোভাযাত্রা আরও বড় করে আয়োজন করা হয়েছিল।

রামনবমীর এই শোভাযাত্রায় যেমন নানা রকম বাজনা আয়োজন করা হয়েছিল, ছিল রামভক্ত হনুমানের বিশাল কাট আউট। একইসঙ্গে রামভক্তদের গেরুয়া পতাকা দোলাতে দেখা গিয়েছে। পানাগড় ছাড়াও আশপাশের বহু এলাকা থেকে রামনবমীর এই শোভাযাত্রায় অনেকে যোগ দিয়েছিলেন। আর এসবের মধ্যেই শোভাযাত্রায় দিলীপ ঘোষের লাঠি খেলা দেখানো মানুষকে রীতিমতো অবাক করেছে। এদিন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নজর এক লহমায় কেড়ে নিয়েছেন দিলীপ ঘোষ।

নয়ন ঘোষ