Tag Archives: betel nut

Betel Nut Farming: অত্যধিক গরমে সুপারি চাষের ব্যাপক ক্ষতি

আলিপুরদুয়ার: প্রচন্ড দাবদাহের কারণে মাঠেই নষ্ট হচ্ছে সুপরি গাছ। এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা। আর তাই গ্রীষ্মকালে সুপরি গাছের পরিচর্যা নিয়ে খুব শীঘ্রই কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন জেলা কৃষি আধিকারিক।

তিনদিন হল প্রচন্ড দাবদাহ লক্ষ্য করা যাচ্ছে ডুয়ার্সজুড়ে। গরমের কারণে বেলা হলেই রাস্তায় মানুষকে দেখা যাচ্ছে না। শুকিয়ে যাচ্ছে জলাশয়। এই পরিস্থিতিতে সবচেয়ে চিন্তায় পড়েছেন আলিপুরদুয়ার জেলার সুপরি চাষিরা। এই জেলা সুপরি চাষের জন্য বিখ্যাত। প্রতিটি ব্লকেই হয় সুপরি চাষ। বর্তমানে ফালাকাটা ও কালচিনি ব্লকে চলছে সুপরির চারা রোপন। এই প্রচন্ড দাবদাহের কারণে মাঠেই শুকিয়ে মরে যাচ্ছে সুপারি গাছ। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রচন্ড গরমের কারণে ইতিমধ্যেই জেলায় ৩০০ টি সুপরি গাছ মারা গিয়েছে।

আরও পড়ুন: উত্তরের ‘টেমস’ করলা যেন আজ সবুজ ঘাসে ভরা মাঠ!

এই পরিস্থিতিতে আবহাওয়ার পরিবর্তন নাহলে সুপরি চাষে মন্দা দেখা দেবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।। তাই খুব শীঘ্রই জেলার সুপরি চাষিদের নিয়ে আলোচনায় বসা হবে।

এইদিকে একের পর এক সুপরি গাছ মরে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। তাঁরা জানিয়েছেন, এইভাবে গরম চললে এবার সুপারি চাষে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। এমনিতেই গরমের পর বৃষ্টি নামলে হাতির উপদ্রব শুরু হয়ে যায়। সব মিলিয়ে বেশ সঙ্গীন অবস্থা সুপারি চাষিদের। কৃষি ও বন দফতর সবটা জেনেও নিশ্চুপ বলে অভিযোগ।

অনন্যা দে