Tag Archives: Bhatpara

Lok Sabha Election 2024: আসবেন প্রধানমন্ত্রী! তার আগেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়ার এই মাঠ

উত্তর ২৪ পরগনা: জগদ্দল পেপার মিল ময়দানে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর সভার মাঠ ঘিরেই এখন যত কান্ড। তবে এবার সেই মাঠেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়া। ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার তরফে মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেবার অভিযোগ তোলে বিজেপি। তারপর তড়িঘড়ি মাঠ ঠিক করার কাজে নামে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন এসপিজির তরফ থেকেও মাঠ পরিদর্শন করা হয়। দেশের প্রধানমন্ত্রী আসছেন জেলায়, তাই প্রধানমন্ত্রীর সভার মাঠ দেখতে হাজির হয়েছিলেন জগদ্দল এর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এর মধ্যে দিয়ে যেন সৌজন্যের রাজনীতি দেখল ব্যারাকপুর মহকুমার মানুষজন।

আরও পড়ুন: নজরে সন্দেশখালির রেখা পাত্র! কত সম্পত্তির মালিক তিনি? কতদূর পড়াশোনা? হলফনামার তথ্য

যদিও, জগদ্দলের বিধায়ক মাঠে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তারা জগদ্দলের বিধায়কের উদ্দেশ্যে জয়শ্রী রাম স্লোগান দিতে থাকেন। সোমনাথ শ্যাম বলেন, মাঠে আসাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ উনি আমাদের প্রধানমন্ত্রী। যতক্ষণ তিনি মঞ্চে না উঠছেন ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী। মঞ্চে উঠে বিজেপির বক্তা, সুতরাং মাঠে আসাটা আমরা কর্তব্যের মধ্যে পড়ে, তাই তিনি এই সভার মাঠ পরিদর্শনে এসেছেন বলেও জানান। পাশাপাশি এদিন মাঠ পরিদর্শন আসেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং ও। তিনি বলেন, খুঁড়ে দেওয়া মাঠটিকে মজদুর লাগিয়ে লেভেল করা হচ্ছে। কিন্তু পুরসভার তরফে কোনও সহযোগিতা করা হয়নি। উল্টে পুরসভা মাঠটি খুঁড়ে দিয়েছে। পেপার মিল কর্তৃপক্ষের মাঠ খুঁড়ে দেওয়া সত্ত্বেও, মিল কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হল না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে এখন কড়া নিরাপত্তায় মোড়া হচ্ছে গোটা এলাকা।

Rudra Narayan Roy

Dancer Death in Bhatpara: মর্মান্তিক! ভাটপাড়া উৎসবের মঞ্চে নাচ করতে উঠেই সব শেষ, ২২ বছরের সজলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া উৎসব চলাকালীনই ঘটল মর্মান্তিক ঘটনা, আর তার জেরেই বন্ধ রাখা হল চলতি মাসের ১৯ তারিখ থেকে চলা ভাটপাড়া উৎসব।

উৎসব কমিটির দায়িত্বে থাকা অমিত গুপ্তা জানান, সংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছিল এই উৎসব। সেখানেই এদিন ভাটপাড়া উৎসবের মঞ্চে একটি গ্রুপ নৃত্যের আয়োজন করা হয়েছিল। মোট তিনটি গ্রুপ এদিন স্টেজে পারফর্ম করার কথা ছিল। দু’টি দলের নাচ শেষ হলে তৃতীয় দলের এক নৃত্যশিল্পী স্টেজের পাশেই দাঁড়িয়ে ছিলেন আর তখন স্টেজ থেকে নামতে গিয়েই ঘটে চরম বিপত্তি।

আরও পড়ুন: কন্যাহারা কিংবদন্তি সুরকার! অকাল প্রয়াণ ভবতারিণীর, বিদেশেও বাঁচানো গেল না জাতীয় পুরস্কারজয়ী গায়িকাকে

প্রত্যক্ষদর্শীদের কথায়, দেখা যায় হঠাৎই স্টেজ থেকে পড়ে যান ওই নৃত্যশিল্পী। নীচে ছিল বিদ্যুতের তার, প্রাথমিক অনুমান সেই তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ২২-এর কল্যাণীর বাসিন্দা সজল বারুই। স্বেচ্ছাসেবকরা তাঁকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শিল্পীকে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

তবে ওই নৃত্যশিল্পীর হঠাৎই স্টেজ থেকে পড়ে মৃত্যুর ঘটনা নিয়েও উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। দাবি, স্টেজ থেকে পড়ে তড়িদাহত হয়েই ওই নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে উৎসব কমিটি। কমিটির তরফ থেকে জানানো হয় বিষয়টি শোনা গেলেও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই সবটা প্রকাশ্যে আসবে এমনটাই মত। মর্মান্তিক এই ঘটনার পরে বন্ধ করে দেওয়া হয়েছে ভাটপাড়া উৎসব। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Rudra Nrayan Roy