Tag Archives: bihar assembly

Prashant Kishor: এবার কি মুখ্যমন্ত্রী হবেন প্রশান্ত কিশোর? জল্পনা ছড়াতেই বিস্ফোরক মন্তব্য পিকে-র!

পটনা: লোকসভা ভোট মিটতেই এবার বিহারে রাজনীতি নিয়ে পুরোদস্তুর ময়দানে ভোটকুশলী প্রশান্ত কিশোর। আগামী ২ অক্টোবর নিজের দল জন সুরজকে নিয়ে রাজনীতির ময়দানে পথ চলা শুরু করবেন তিনি। আর সেই সূত্রেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। নিশানা করেছেন এনডিএ ও ইন্ডিয়া জোটের সব দলকেই। তাঁর কথায়, ”মুখ্যমন্ত্রী হওয়ার কোনও লোভ নেই আমার। স্বপ্ন হল আমার জীবনকালের মধ্যে বিহারকে বিকশিত রাজ্য করে তোলা, আমার মৃত্যুর আগে আমি দেখতে চাই মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব থেকে মানুষ বিহারে কাজ করতে আসবে। আমরা পুরো ভারতে মজদুরি করার জন্য জন্মাইনি, আমরা মজদুরের জীবন কাটাতে আসিনি। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, যেখানেই শ্রমিকের প্রয়োজন পড়বে, সবাই বলবে, বিহার থেকে নিয়ে এসো। এই পরিস্থিতির বদল দরকার। এই কারণেই আমি এসেছি। আমার উপর বিশ্বাস রাখুন।”

পিকে-র দাবি, ”কোনও ধনী, বড়লোক, ক্ষমতাশালী নেই, যে আমাকে কিনতে পারবে। আমাকে কেউ ভয় পাওয়াতে পারবে না। আপনারা আমার সঙ্গে থাকুন। বিহারকে পুরো বদলে দেব। জন সুরজ আপনাদের দল, আপনারাই নেতা এখানে। আমরা এগিয়ে আসা মানুষদের খুঁজছি। পিছিয়ে আমরা থাকব না।”

এদিকে, প্রশান্ত কিশোরের নিশানায় নীতীশ কুমারও। মোদির মন্ত্রিসভায় বড় মন্ত্রিত্ব না চাওয়ার জন্য রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সরাসরি নিশানা করেছেন। পিকে বলেন, ”নীতীশ কুমার তাঁর দলের অভ্যন্তরীণ মতবিরোধ ঠেকাতে বড় মন্ত্রকের দাবি থেকে সরে এসেছেন।”

আরও পড়ুন: নতুন মোদি সরকার নিয়ে বড় দাবি প্রশান্ত কিশোরের! কদিন পরেই যা ঘটবে, চ্যালেঞ্জ পিকে-র!

প্রশান্ত কিশোরের দাবি, বিহারের মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছিলেন, তিনি যদি অন্য কাউকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেন, তবে তা তাঁর নেতৃত্বের জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে। তাই, নীতীশ কুমার এমন একটি মন্ত্রক পছন্দ করেছিলেন, যেখানে তিনি বিতর্ক বা অভ্যন্তরীণ বিরোধিতা ছাড়াই কাজ করতে পারেন।

প্রসঙ্গত, এরই মধ্যে প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন, আগামী ২ অক্টোবর তিনি দল গঠন করছেন। আর সেই দলের নাম হল জন সুরজ। দল গঠনের ঘোষণা করে প্রশান্ত কিশোর এবার একজোটে এনডিএ এবং ইন্ডিয়া জোটকেও বড় চ্যালেঞ্জ ছুড়েছেন। প্রশান্ত কিশোর বলেন, ”আমরা আগামী ২ অক্টোবর দল গঠন করব। আমি লিখে দিচ্ছি, বিহারের মানুষ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে। এবার জন সুরজকেই বিহারে জয়ী করবে জনগণ।”

Prashant Kishor: ‘লিখে দিচ্ছি এবার NDA সরকার…’ ভোট মিটতেই বিস্ফোরক প্রশান্ত কিশোর! করলেন বিরাট ঘোষণা

কলকাতা: লোকসভা নির্বাচনের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে একবার তিনি বলেছেন, ”ব্র‌্যান্ড মোদি অপরাজেয় নয়। কোনও নেতা–নেত্রী মোদিকে চ্যালেঞ্জ জানাতে পারবেন কিনা জানি না, তবে জনগণ এখন মোদিকে চ্যালেঞ্জ করছেন।” আবার কখনও বলেছেন, ২০১৯ সালের মতো ফল হবে বিজেপির। এই রকম নানা কথা গোটা লোকসভা ভোট জুড়ে যার মুখে ঘুরপাক খেয়েছে, তিনি হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে, তাঁর ‘প্রেডিকশন’ মেলেনি। বিজেপির ৩০০-র বেশি আসন পাওয়া নিয়ে নিশ্চিত থাকা প্রশান্ত কিশোর ফল ঘোষণার পর মেনে নেন, তাঁর হিসেবে ভুল হয়েছিল। কিন্তু এবার লোকসভা মিটতেই তিনি পড়েছেন বিহারের বিধানসভা ভোট নিয়ে। আর সেই সূত্রেই শোরগোল ফেলেছে প্রশান্ত কিশোরের জন সুরজ। পিকে জানিয়ে দিয়েছেন, আগামী ২ অক্টোবর তিনি দল গঠন করছেন।

দল গঠনের ঘোষণা করে প্রশান্ত কিশোর এনডিএ এবং ইন্ডিয়া জোটকেও বড় চ্যালেঞ্জ ছুড়েছেন। প্রশান্ত কিশোর বলেন, ”আমরা আগামী ২ অক্টোবর দল গঠন করব। আমি লিখে দিচ্ছি, বিহারের মানুষ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে। এবার জন সুরজকেই বিহারে জয়ী করবে জনগণ।”

আরও পড়ুন: সর্বনাশ! উল্টো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এবার কী হবে? বিজ্ঞানীরা জানালেন ভয়ঙ্কর কথা

প্রশান্ত কিশোরের কথায়, ”কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছেন, জন সুরজ কার ভোট কাটবে, এনডিএ নাকি ইন্ডিয়া, আমরা তাঁদের জানিয়ে দিচ্ছি, জন সুরজ এনডিএ এবং ইন্ডিয়াকে বিহার থেকে মুছে ফেলবে। কারণ জন সুরজ সম্পূর্ণভাবে বিহারের মানুষের সঙ্গে রয়েছে এবং মানুষও আমাদের সঙ্গে রয়েছে।”

পিকে-র দাবি, বিহারের সব জেলায় একটানা ঘুরে মানুষের সঙ্গে দেখা করার পর এবং বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অনুভব করতে শুরু করেছেন, বিহারের মানুষ পরিবর্তন চান। তাঁর কথায়, জনগণের আশা-আকাঙ্খার কথা বিবেচনা করে তিনি বিহারে একটি নতুন বিকল্প দিতে চান। আর সেই সূত্রেই তিনি একটি নতুন দল নিয়ে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছেন।

প্রশান্ত কিশোর বলেন, বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ নতুন বিকল্প খুঁজছেন, কারণ মানুষ লালু-নীতীশ এবং বিজেপির উপর ক্ষুব্ধ। জন সুরজের নেতা হিসেবে প্রশান্ত কিশোর গত দেড় বছর ধরে বিহারে পদযাত্রা করেছেন। তাঁর কথায়, ”বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ চায় একটি নতুন দল গঠন করা হোক। জনগণ চায় বিহারে যদি উন্নতি করতে হয়, তবে রাজ্যে একটি নতুন দল বা একটি নতুন বিকল্প গঠন করা উচিত, কারণ মানুষ গত ৩০ বছর ধরে লালু, নীতীশ এবং বিজেপির উপর বেজায় বিরক্ত।”

Prashant Kishor: ভবিষ্যদ্বাণী ব্যর্থ, এবার বিরাট ঘোষণা প্রশান্ত কিশোরের! দেশজুড়ে তোলপাড়, এই ছিল লক্ষ্য?

পটনা: লোকসভা নির্বাচন নিয়ে একবার তিনি বলেছেন, ব্র‌্যান্ড মোদি অপরাজেয় নয়। কোনও নেতা–নেত্রী মোদিকে চ্যালেঞ্জ জানাতে পারবেন কিনা জানি না, তবে জনগণ এখন মোদিকে চ্যালেঞ্জ করছেন। আবার কখনও বলছেন, ২০১৯ সালের মতো ফল হবে বিজেপির। এই নানা কথা যিনি বলছেন, ভবিষ্যদ্বাণী করছেন তিনি হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এসব কথা বললেও তাঁর নজর কিন্তু বিহার রাজ্যেই আটকে রয়েছে। বিহারে ২০২৫ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তাহলে কি এবার জন সূরজকে পার্টি করে বিধানসভা নির্বাচনে লড়বেন প্রশান্ত কিশোর? প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন, তিনি চলতি বছর ৪ অক্টোবর জন সূরজ পার্টি গঠন করবেন। পিকে-র দাবি, বিহারের সব জেলায় একটানা ঘুরে মানুষের সঙ্গে দেখা করার পর এবং বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অনুভব করতে শুরু করেছেন, বিহারের মানুষ পরিবর্তন চান। তাঁর কথায়, জনগণের আশা-আকাঙ্খার কথা বিবেচনা করে তিনি বিহারে একটি নতুন বিকল্প দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই সূত্রেই তিনি একটি নতুন দল নিয়ে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছেন।

আরও পড়ুন: সাত-সকালে হঠাৎ তীব্র শব্দ, মুহূর্তে মৃত্যু ৮০ হাজার মানুষের! বিশ্বের ভয়ঙ্করতম ঘটনা ঘটেছিল হিরোশিমাতে!

প্রশান্ত কিশোর বলেন, বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ নতুন বিকল্প খুঁজছেন, কারণ মানুষ লালু-নীতীশ এবং বিজেপির উপর ক্ষুব্ধ। জন সূরজের নেতা হিসেবে প্রশান্ত কিশোর গত দেড় বছর ধরে বিহারে পদযাত্রা করেছেন। তাঁর কথায়, ”বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ চায় একটি নতুন দল গঠন করা হোক। জনগণ চায় বিহারে যদি উন্নতি করতে হয়, তবে রাজ্যে একটি নতুন দল বা একটি নতুন বিকল্প গঠন করা উচিত, কারণ মানুষ গত ৩০ বছর ধরে লালু, নীতীশ এবং বিজেপির উপর বিরক্ত।”

প্রশান্তের কথায়, ”বিহারের মানুষ দেখছে, তাদের জীবনের কোনও উন্নতি হচ্ছে না, তবে কাকে ভোট দেবেন তাঁরা? তার কোনও উপায় খুঁজে পাচ্ছেন না মানুষ।” পিকে-র কথায়, ”একজন সাধারণ মানুষ একা দল গঠন করতে পারে না, জন সূরজ জনগণের শক্তিকে একত্রিত করার চেষ্টা করছে। তাহলেই মানুষের কাছে একটি বিকল্প তৈরি হবে, যা প্রতিটি মানুষ খুঁজছে।”

নির্বাচনী স্ট্র‌্যাটেজিস্ট হিসাবে তিনি সাফল্য পেয়েছেন বারবার। তাই তাঁর কথা সহজে কেউ ফেলে দিতে পারেন না। একুশের বিধানসভা নির্বাচনে বাংলার ফল মিলিয়ে দিয়ে ছিলেন। আর এবার এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘‌২০২৫ সালে বিহারে জন সূরজ জিতে ক্ষমতায় আসবে। ২৪৩ আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে জন সূরজ। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা গঠন করবে। আমি লিখে দিচ্ছি, জন সূরজ ২০২৫ সালে নিজের দমে বিহারের ভোটে জিতবে। যদি জন সূরজ সফল না হয় তাহলে নিজের সমস্ত প্রয়াস ছেড়ে দেব।’‌ জোর গলায় এই দাবি করেছেন তিনি। সুতরাং তাঁর হাতে তৈরি জন সূরজ আগামী দিনে বিহারের ভোটে বড় চমক।