Tag Archives: Fire Incident

Fire Incident: বিধ্বংসী আগুন! লেলিহান শিখায় পুড়ে ছাই সবকিছু

পশ্চিম মেদিনীপুর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। সোমবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে ওই দুটি দোকানে থাকা লক্ষাধিক টাকার শাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুন লাগল তা অজানা।

স্থানীয়দের পাশাপাশি দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। তাঁদের থেকে খবর পেয়ে দমকলের ইঞ্জিনও আসে। দমকল কর্মীদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: মরশুমের প্রথম বৃষ্টির স্বস্তি পেরিয়ে দুঃসংবাদ, ঝড়ে আম কুড়োতে গিয়ে…

প্রবল গরমের পর সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে কালো মেঘে ঢেকে গিয়েছিল আকাশ। সন্ধে ঘনাতেই ব‌ইতে শুরু করে দমকা হাওয়া, সঙ্গে বৃষ্টিও নামে। এর সঙ্গে পড়তে থাকে বাজও। এর‌ইমধ্যে রাত ১১ টা নাগাদ ডেবরার মলিহাটি চৌরাস্তা এলাকায় একটি অভিজাত কাপড় দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। জেনারেটর চালিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন সকলে। তবে প্রবল বাতাস ব‌ইতে থাকায় দ্রুত সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটি ইলেকট্রনিক্স দোকানেও আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আশেপাশে কয়েকটি দোকানও এই অগ্নিকাণ্ডের ফলে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রঞ্জন চন্দ

Fire Incident: বড়সড় অগ্নিকাণ্ড আসানসোলে, কাঠগোড়ায় উঠল ‘গরম’

পশ্চিম বর্ধমান: তীব্র গরমের মধ্যেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোল শহরে। মজুত করে রাখা ফ্লাই অ্যাশে আগুন ধরে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলের দিকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন বিকেলে হঠাৎ করে তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। তারপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে সেলের দমকলের তিনটি ইঞ্জিন। আসেন সিআইএসএফ জওয়ানরাও। তারপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই পড়ে যায় আসানসোলের নিউটাউন এলাকায়।

আর‌ও পড়ুন: বৃদ্ধ কিশোরীর কুলফির স্বাদে মজে আট থেকে আশি

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটির পর অভিযোগ উঠেছে, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারত। যদিও মালিক পক্ষের দাবি, তীব্র গরমের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে আসানসোল দুটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী হয়েছে। রানিগঞ্জ এলাকায় আগুনের কারণে প্রায় ৪৫ টি দোকান কার্যত পুড়ে ছাই হয়ে যায়। তাছাড়াও সেই ঘটনার দু-তিন দিনের মধ্যেই আসানসোলের একটি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা যায়। যার ফলে বেশ কিছু ঘর বাড়ি পুড়ে গিয়েছে। তারপর আবার এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

নয়ন ঘোষ

Fire Incident: আনন্দ বদলে গেল বিষাদে! বিয়ের আগের রাতে পুড়ে ছাই মণ্ডপ, একটুর জন্য…

হাওড়া: আনন্দের মাঝেই বেজে উঠল বিষাদের সুর। বিয়ে বাড়ির মণ্ডপে কারা যেন আগুন লাগিয়ে দিল। চাঞ্চল্যকর ঘটনাটি সাঁকরাইলের। রাতের অন্ধকারে বিয়ের মণ্ডপে আগুন লাগানোর এই ঘটনাটি ঘটে। একটুর জন্য বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কিন্তু গোটা ঘটনায় হকচকিয়ে গিয়েছে বিয়ে বাড়ির সদস্যরা থেকে শুরু করে এলাকাবাসী সকলে।

বিয়ের অনুষ্ঠানের আগেই নির্মিত প্যান্ডেলে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের রঘুদেবাটি মিতালি পাড়ার। সোমবার সকালেই বিয়ের অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়ায় পুড়ে যায় মণ্ডপ। আগুন লেগে যাওয়ার বিষয়টি নজরে আসতেই সকলে মিলে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার মধ্যেই প্রায় অর্ধেক মণ্ডপ পুড়ে যায়। এই আকস্মিক ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ওই এলাকায় বিয়ে বাড়ির মত অনুষ্ঠানে এমন ঘটনা এর আগে কোনওদিনও ঘটেনি বলে দাবি স্থানীয়দের।

আর‌ও পড়ুন: একটি গাছের হত্যা! রবীন্দ্রনাথের বকুল হত্যায় তদন্তের দাবি

তবে ঠিক কী ঘটেছিল, কী কারণে এমন ভয়াবহ কাণ্ড তা ভেবে কুল পাচ্ছে না পরিবার। এই প্রসঙ্গে পাত্রের বাবা আনসারুল সরদার বলেন, রাত পার হলেই বড় ছেলে রিয়াজউদ্দিন সর্দারের বিয়ে। কিন্তু বিয়ের আগের দিন যা হল তাতে সকলেই আতঙ্কিত। ওই সময় প্যান্ডেল থেকে সকলে বাড়িতে খেতে এসেছিল, না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। পাত্রের বাবা আনসারুল সরদার বলছেন, শত্রুতা নাকি রাজনৈতিক চক্রান্ত বুঝে উঠতে পারছি না। এমন ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।

রাকেশ মাইতি

Fire Incident: পারদ ৪০ ডিগ্রি ছুঁতেই জুট মিলে মজুত পাটে আগুন লাগল! ছুটে এল দমকল

উত্তর ২৪ পরগনা: ভয়াবহ পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোটের দিনই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেল। সেই তালিকায় আছে উত্তর ২৪ পরগনার নাম’ও। আর জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁতেই আগুন লাগল জুট মিলের পাটের গুদামে।

এদিন দুপুরে শ্যামনগরের ওয়েভারলি জুট মিলের পাটের গুদামে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ওই গুদামে মজুত থাকা পাট অতি দাহ্য হওয়ায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

আর‌ও পড়ুন: পঞ্চায়েত প্রধানের সংসার চলে দেওয়াল লিখে! ভোটের আগে ব্যস্ততা তুঙ্গে

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রচন্ড রোদ এবং তাপের কারণেই সম্ভবত গুদামের মধ্যে রাখা পাটে আগুন ধরে যায়। দমকলের পক্ষ থেকেও তেমনই জানানো হয়েছে প্রাথমিক অনুমান হিসেবে। এর জেরে সাময়িক ব্যাহত হয়ে পড়ে মিলের উৎপাদন। বন্ধ রাখা হয়েছে কাজ। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, প্রথমে মজুত থাকা পাট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই ধোঁয়া থেকেই কিছুক্ষণের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হয়নি।

রুদ্রনারায়ণ রায়

Fire Incident: বিধ্বংসী আগুনে ক্যানিংয়ে পুড়ে খাক তিনটি বাড়ি

দক্ষিণ ২৪ পরগনা: আচমকাই আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেল ক্যানিংয়ের তিনটি বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ি তিনটির যাবতীয় জিনিসপত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে গোলাম মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। সেই আগুনই মুহূর্তের মধ্যে আশপাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। কোনরকমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

এর পাশাপাশি স্থানীয়রা ফোন করে দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির যাবতীয় আসবাবপত্র পুড়ে খাক হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ।

আর‌ও পড়ুন: মাঠেই বিদ্যুৎ চুরি করছে পাওয়ারলুম মালিকরা! পাম্প বন্ধ হয়ে ক্ষতির মুখে চাষিরা

দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে সঠিক কী কারণে আগুন লেগেছে তা জানার জন্য সব কিছু ক্ষতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ঘটনায় দু’জন জখম হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

সুমন সাহা

Fire Incident: বিএসএনএল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড! রইল ভিডিও

পুরুলিয়া: ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল শহর পুরুলিয়ায়। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত গোটা শহরের বাসিন্দারা। জানা গিয়েছে, পুরুলিয়া দেশবন্ধু রোডের বিএসএনএল আবাসনের মাঠে জড়ো করে রাখা ছিল প্রচুর ফাইবার পাইপ সহ নানান দাহ্য পদার্থ। তাতেই আগুন লেগে আতঙ্ক ছড়ায়।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কালো ধোঁয়ায় গোটা আকাশ মুহূর্তেই ঢেকে যায়। এলাকার মানুষ তড়িঘড়ি খবর দেয় দমকলে। খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। একই সঙ্গে পুরুলিয়া সদর থানার পুলিশ কর্তারাও ছুটে আসেন। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

আর‌ও পড়ুন: বাসন্তী হাইওয়েতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৭

এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির ফলে অনেকটাই সমস্যা হবে।‌ তাঁদের মনেও আতঙ্কে ছায়া নেমেছে। পুরুলিয়া-বাঁকুড়া ৬০ নম্বর জাতীয় সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দেশবন্ধু রোড। হাজার হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে নিত্য যাতায়াত করেন। দেশবন্ধু রোড সিটি সেন্টার এলাকা নামে পরিচিত। এখানে চারতারা হোটেল এবং বিভিন্ন মল রয়েছে। রয়েছে একাধিক বড় বড় রেস্তোরাঁ ও ক্যাফে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবত‌ই চাঞ্চল্যের মাত্রা একটু বেশি। যদিও দমকলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Massive Fire Incident: অভিষেক পুজো দিয়ে যাওয়ার পরের দিনই বড় কাছারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭০ টি দোকান

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ শহরতলির নিকটবর্তী পরিচিত ধর্মীয় স্থান হল বড়কাছারি। দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পড়লেও জায়গাটি কলকাতা থেকে খুব একটা দূরে নয়। সেখানেই আগুন লেগে ব্যাপক ক্ষতি হল। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বড়কাছারির ৭০ টি দোকান। এর ফলে বহু মানুষ রুটি রুজি হারিয়ে কার্যত পথে এসে বসেছেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাখরাহাটের বড়কাছারি মন্দির সংলগ্ন এলাকায় নেমেছে শোকের ছায়া। আগুন লাগার বিষয়টি টের পেয়ে আশেপাশের মানুষজন‌ই দমকলে খবর দেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। কিন্তু আগুন লাগার কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আর‌ও পড়ুন: ভোটকেন্দ্রেও থিমের ছোঁয়া! গোলাপি রঙে জমজমাট জেলার ৩০ টি বুথ

এদিকে এই মারাত্মক দুর্ঘটনার খবর শুনে বড় কাছারিতে ছুটে আসেন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনী প্রক্রিয়া চলায় ক্ষতিপূরণের বিষয়ে এখন‌ই কোন ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, বুধবার‌ই এই বড় কাছারিতে পুজো দিয়ে যান স্থানীয় সাংসদ তথা চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক সাহায্যে চেয়েছেন।

নবাব মল্লিক

Fire Broke Out: থানার পাশেই বিধ্বংসী আগুন, যশোর রোডে ভয়ঙ্কর কাণ্ড

উত্তর ২৪ পরগনা: ভোররাতে হঠাৎই বিধ্বংসী আগুন লাগল হাবড়া থানার কাছে। থানার পাশের একটি দোকানে আগুন লাগে। যশোর রোডের পাশে যে দোকানে আগুন লাগে সেটি একটি জেরক্স বা প্রতিলিপি করার দোকান। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, ভোররাত সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। হাবড়া থানার পুলিশ কর্মীরাই প্রথম আগুন দেখতে পান। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকানের মধ্যে থাকা ফ্রিজ, কম্পিউটার, জেরক্স মেশিন সবকিছুই পুড়ে যায়।

আর‌ও পড়ুন: ভোট দিতে বাড়ি ফিরছিলেন, মাঝ রাস্তায় উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস! জখম বহু

এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বড় বিপদ ঘটতে পারত। দোকানের সামনেই রাখা ছিল একটি বাজেয়াপ্ত করা লরি। সেটিতে আগুন ধরে গেলে চরম বিপত্তি ঘটত বলে অনুমান দমকল কর্মীদের। পাশে থাকা বেশ কয়েকটি দোকান সহ ক্ষতিগ্রস্ত হয় হাবড়া প্রেসক্লাবের একাংশও। দমকল অধিকারীকরা জানিয়েছেন, যেহেতু জেরক্সের এই দোকানের সঙ্গে একটি চায়ের দোকানও ছিল তাই চায়ের উনুন কিংবা শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন‌ও হতাহতের খবর নেই। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখার চেষ্টা করছেন দমকল আধিকারিক থেকে হাবরা থানার পুলিশ আধিকারিকরা।

রুদ্রনারায়ণ রায়

Fire Incident: গ্যাস সিলিন্ডারের কাছে গেছিল ছোট্ট শিশু! তারপরের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো

মুর্শিদাবাদ: গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মিভূত একটি বাড়ি। সকাল সকাল ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চাপাপাড়া গ্রামে। প্রাণে বাঁচলো পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ছোট শিশু গ্যাস অন করে রান্না করতে গিয়ে ঘটে যায় এই বিপত্তি। সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির আসবাবপত্র অগ্নি সংযোগ লেগে যায় সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এই আগুনের ফলে ক্ষণিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মিভুত হয়ে যাওয়ার ফলে কান্নার রোল পড়ে যায় বাড়ির সদস্যদের।

আরও পড়ুনঃ আগে বেড়ানো, পরে টাকা! পুরী, বারাণসী-অযোধ্যা ঘুরুন ‘বিনা পয়সায়’! IRCTC নিয়ে এল নতুন প‍্যাকেজ

এই আগুনের খবর পেয়ে তড়িঘড়ি ছুটে গিয়ে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হাত লাগান। তবে, দমকলের ইঞ্জিন আসার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও সমস্ত কিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের ছোট ছোট শিশু খাবার তৈরির জন্য গ্যাস জ্বালাতে গিয়েই এই বিপত্তি ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই সমস্ত কিছুই। কান্নার চোখে পরিবারের এক সদস্য জানান, মুহুর্তের মধ্যেই চোখের নিমেষেই আগুন ধরে যায়। তবে, এই ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়নি কেউ। রক্ষা পায় পরিবারের সদস্যরা।

জঙ্গিপুরে বা রঘুনাথগঞ্জে এখনও কোনও দমকল কেন্দ্র গড়ে ওঠেনি। যার কারণে দমকলের গাড়ি ঠিক মতো সময়ে পৌঁছাতে পারেনি। ফলে আবার নতুন করে দমকল কেন্দ্র গড়ে ওঠার দাবি করা হয়েছে রঘুনাথগঞ্জে। যদিও স্হানীয় এলাকায় দমকল কেন্দ্র গড়ে উঠলে আগুনের দুর্ঘটনা থেকে অনেক রক্ষা পাবেন সকলেই।

কৌশিক অধিকারী

Tokyo Airport Fire Incident: ভূমিকম্পের মধ্যে জাপানে নতুন আতঙ্ক! দাউদাউ করে জ্বলছে বিমান

টোকিওঃ টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। জাপানের এনএইচকে একটি প্রতিবেদনে অনুযায়ী টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর এক বিমানের। এরপরই বিমানটিতে আগুন লাগে। টোকিও বিমানবন্দরের রানওয়েতে টেকঅফের সময় জাপান এয়ারলাইন্সের এই বিমানের উইংয়ে আগুন ধরতে দেখা যায়।

আরও পড়ুনঃ ১ দিনে ১৫৫ বার কম্পন…! জাপানে লাগাতার ভূমিকম্পে ভয়ঙ্কর আতঙ্ক, বাড়ছে মৃতের সংখ্যা

জাপানের সংবাদমাধ‍্যম এনএইচকে জানিয়েছে, বিমানটিকে উত্তর জাপানি দ্বীপ হোক্কাইডোর সাপোরো বিমানবন্দর আনা হয়। হানেদা বিমানবন্দরে জাপানি কোস্টগার্ড অফিসার বলেছেন যে তাঁরা বিস্তারিত পরীক্ষা করছেন। আগুন লেগে যাওয়া বিমানটিতে ৩৬৭ জন যাত্রী ছিল। জ্বলন্ত বিমান থেকে ৩৬৭ জন যাত্রীকে সফলভাবে বের করে আনা হয়।

 

বছরের শুরুতেই, গতকাল সোমবার ভারতীয় সময় দুপুর ১২ টা ৫৪ নাগাদ পশ্চিম জাপানে ৭.৪ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়। তারপর থেকে ১৫৫ বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রতিটি তীব্রতা ছিল ৬ থেকে ৭। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ কেড়েছে ১২ জনের। বছরের প্রথম দিনে এমন ভয়ঙ্কর বিপর্যয় ২০১১ সালের বিধ্বংসী সুনামির স্মৃতি ফের মনে করিয়ে দিল।

জানা গেছে ভয়াবহ বিপর্যয়ে প্রায় ৩৩ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন৷ প্রধান মহাসড়ক থেকে সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটও বন্ধ রয়েছে। যার ফলে চিকিৎসা পরিষেবা এবং সেনা সদস্যদের উদ্ধার পরিষেবাতেও মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।