Tag Archives: BJP Leader

North 24 Parganas News: বিজেপি নেতার বাড়ির কাছে বিস্ফোরণ! হাসনাবাদের কাণ্ডে দিলীপ দাসের বাড়িতে হাজির রেখা পাত্র

বসিরহাট: হাসনাবাদে বিস্ফোরণ কাণ্ডে বিজেপি নেতার বাড়িতে রেখা পাত্র। গতকাল, শনিবার দুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসনাবাদ।

আরও পড়ুন: আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী! বাড়িতেই মিলল ঝুলন্ত দেহ, মৃত্যুর ঘণ্টাকয়েক আগে যা লিখলেন পোস্টে, শিউরে উঠছেন পরিচিতরা!

হাসনাবাদের কালিবাড়ি দক্ষিণ শিমুলিয়ায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা ফাটে। জখম হন বাড়ির এক মহিলা। ইতিমধ্যে বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে সিআইডি। শুক্রবার সন্দেশখালির আগারাটিতে অস্ত্রভাণ্ডারের খোঁজ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়ি। যদিও এই ঘটনাকে পুরোপুরি চক্রান্ত করে বিজেপি কর্মীকে ফাঁসানোর অভিযোগ তুলেছে দিলীপ দাস-সহ বিজেপি।

এদিন বসিরহাটের হাসনাবাদের কালিবাড়ি শিমুলিয়ায় ওই বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি ঘটনাস্থলে পৌঁছে সরেজমিন ঘুরে দেখেন।
লোকসভা নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও বোমা বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে বসিরহাট লোকসভাকে অতি স্পর্শকাতর হিসাবে হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তবে লোকসভা নির্বাচনের দিনে বড়োসড় কোনও দুর্ঘটনা ঘটবে না তো, এই আতঙ্ক এলাকার মানুষের মধ্যে।

জুলফিকার মোল্যা

Leader lying on 500 Rs bundle: টাকার উপর শুয়ে আছেন রাজনৈতিক নেতা, লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল ছবি

লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল হল এক রাজনৈতিক নেতার ছবি। ৫০০ টাকার নোটের বান্ডিলের উপরে শুয়ে আছেন সেই নেতা। ছবিটি ভাইারাল হতেই বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের মধ্যে যখন টাকা নিয়ে নানা বিধিনিষেধ রয়েছে নির্বাচন কমিশনের, তখনই বিজেপির শরিক দলের এক নেতার টাকা নিয়ে ছবি ভাইরাল।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

ঘটনাটি অসমের। অসমে লোকসভা নির্বাচনে জোট বেঁধেছে বিজেপি, অসম গণ পরিষদ এবং ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরাল। অসমের যে নেতার ছবি ভাইরাল হয়েছে তিনি প্রমোদ বোরোর নেতৃত্বাধীন ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরালের। স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বিজেপির শরিক দল। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে টাকার উপর শুয়ে আছেন অ্যান্টনি নাজ়ারি এবং জনি বোরো।

আরও খবর: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

বিশেষ করে যখন বিজেপি নিজেই দুর্নীতির বিরুদ্ধে বিরোধীদের বিদ্ধ করছে, তখন এমন ছবি ভাইরাল হওয়ায় অস্বস্তিতে অসমের শাসক দল বিজেপিও। লোকসভা নির্বাচনে অসমের ১৪টি আসনের মধ্যে ১১টিতে লড়ছে ভারতীয় জনতা পার্টি, দু’টিতে লড়ছে অসম গণ পরিষদ এবং একটি আসনে লড়ছে ইউনাইটেড পিওপলস পার্টি লিবেরাল।

Bjp Leader Death: দ্বিতীয় দফা ভোটের আগের রাতেই ভয়ঙ্কর কাণ্ড! মিলল BJP নেতার দেহ, ভয়াবহ ঘটনা ময়নায়

ময়না: পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় নিখোঁজ বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! খুনের ঘটনার অভিযোগ তুলল মৃতের পরিবার ও বিজেপি নেতৃত্ব। বাকচার গোড়ামাহাল গ্রামে ২৩৪ নম্বর বুথের সক্রিয় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যাকে গত দুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ।

গভীর রাতে বাড়ির কিছুটা দূরে পান বোরজের পাশ থেকে গলায় ফাঁস লাগানো ও মাটিতে পা লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।
পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। পরিবারের লোকজন খুনের পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছে। রাত থেকেই বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে যান।

আরও পড়ুন: রাজ্যের ৩ কেন্দ্রে চলছে ভোট, গরম থেকে বাঁচতে সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন

গোটা ঘটনায় ভোটের মুখে চাঞ্চল্য ময়নার বাজচা এলাকা। বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের এক বছরের মাথায় আবারও এই ঘটনা ময়নার বাকচার গোড়ামহাল গ্রামে শোরগোল ফেলেছে।

Suvendu-Mamata: ‘বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র’! কঠোর শাস্তির দাবি তুলল তৃণমূল

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ এবং আবাস যোজনা প্রকল্পের অধীনে বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে,  সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে। ‘আদিবাসী ইস্যুতে প্রশ্ন করা হলে, শুভেন্দু অধিকারীর বিরক্তি তাঁর আদিবাসী বিরোধী মানসিকতা এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি ঘৃণা প্রকাশ করে’। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারীর কীর্তি ফাঁস করে বলেছেন যে, আজ খেজুরিতে বিজেপির একটি জনসভায় তাঁর করা মন্তব্য প্রমাণ করে, নিজেদের রাজ্যে নির্বাচন জেতা নিয়েই বিজেপি উদ্বিগ্ন হয়ে আছে।

তৃণমূল কংগ্রেসের দিল্লি চলো অভিযান এবং তৃণমূল কংগ্রেসের সৰ্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযানের পরেও, বিজেপির বিভিন্ন নেতৃত্বের কথায় ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার জন্য তহবিল আটকে রাখার প্রসঙ্গ বারবার উঠে এসেছে, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। সম্প্রতি ২৯ নভেম্বর জাতীয় সঙ্গীতের অবমাননা করার জন্য বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেইসঙ্গে তৃণমূলের অভিযোগ, ১ ডিসেম্বর আদিবাসীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলেও তা অস্বীকার করেছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

আরও পড়ুন-সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

শুভেন্দু অধিকারীকে তার মন্তব্যের জন্য নিন্দা করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা ডাঃ শশী পাঁজা বলেছেন, ‘আজ খেজুরিতে, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আর্থিক সহায়তা দিয়েছেন যাদের MGNREGA-এর অধীনে মজুরি বাকি ছিল। এটিই প্রমাণ যে, তিনি স্বীকার করছেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে বাংলাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা এই মনোভাবের নিন্দা জানাই এবং আগামী দিনে আমাদের আন্দোলন নিয়ে এগিয়ে যাব।’

আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য, শনিবার, তৃণমূল কংগ্রেস বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। যেখানে তৃণমূল কংগ্রেস নেতারা ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে বিক্ষোভের জন্য জড়ো হয়েছিলেন, সেই আম্বেদকর মূর্তির পাদদেশে শুক্রবার শুভেন্দু অধিকারী একটি ‘শুদ্ধিকরণ অভিযান’ করেছিলেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা জায়গাটিকে ‘অশুদ্ধ’ করে তুলেছিল।

তৃণমূল কংগ্রেসের নেতাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়, আপত্তিকর স্লোগান দিতে দিতে শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে প্রবেশের চার দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে। তৃণমূলের বক্তব্য, ২৯ নভেম্বর ধর্মতলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ফ্লপ ইভেন্ট’-এর পরপরই ঘটেছিল। কিন্তু বিজেপি নেতাদের কেউই জাতীয় সঙ্গীতের প্রতি দেখানো অসম্মানের জন্য ক্ষমা চাননি।