Tag Archives: BJP. Suvendu Adhikari

Suvendu Adhikari: ‘আমাকে প্রিজন ভ্যানে তুলে আধঘণ্টা…’, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ‍্য ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সল্টলেকে। ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে আটক করেছিল পুলিশ।

পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ইতিমধ‍্যেই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিজেপি। এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘আমাকে প্রিজন ভ্যানে তুলে আধঘন্টা দমবন্ধ অবস্থায় গাড়ির মধ্যে বসিয়ে রাখা হয়েছিল। পুলিশের গাড়ির চালককেও সরিয়ে ফেলা হয়েছিল।’’ বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা মিছিলে একসঙ্গে হাঁটার সময়ই শুভেন্দু অধিকারীকে পুলিশ আটক করে।‌ তাঁকে প্রিজন ভ‍্যানে তোলা হয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে শমীক ভট্টাচার্য, জগন্নাথ চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্বকেও আটক করা হয়।

‌এরপরই পুলিশের গাড়ির চালক প্রিজন ভ্যানে উঠলে কড়া পুলিশি প্রহরায় বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় শুভেন্দুদের। থানার বাইরে তখন চলছে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। দীর্ঘক্ষণ পরে প্রত্যেককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।‌

আরও পড়ুন: আপনিও জিততে পারবেন লটারি! টিকিট কাটার আগে জেনে নিন গোপন কৌশল, নম্বর লাগবেই, ভাগ‍্য খুলে যাবে

তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন যে, ‘‘টেনে হিঁচড়ে’’ তাঁকে এবং অন্যান্য নেতৃত্বকে তীব্র গরমের মধ্যে গাদাগাদি করে ভ্যানে তুলে পুলিশ সেই প্রিজন ভ্যানের চালককে গাড়ি থেকে নামিয়ে ‘উধাও’ করে দেয়।

বিরোধী দলনেতার দাবি, ‘‘পুলিশের মনে হয়েছিল পরিস্থিতি অশান্ত হবে। আমাদের কর্মীরা ভ‍্যান ভাঙবে জ্বালাবে। সেই জন‍্য ৩০ মিনিট বসিয়ে রেখেছিল। ওদের পরিকল্পনা সফল হয়নি।’’

Suvendu Adhikari: ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ,’ সংখ্যালঘু মোর্চাকে এবার ‘ত্যাগ’ দেওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

নয়াদিল্লি: মোদির স্লোগান ‘সবকা সাথ, সবকা বিকাশ নয়’, বরং তার বদলে স্লোগান উঠুক ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’৷ সাংগঠনিক বৈঠকে এবার সংখ্যালঘু মোর্চা না রাখার পক্ষে জোরাল সওয়াল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সরাসরি অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি রাজ্যের জাতীয়তাবাদী মুসলিম নেতাদের কাছে বিজেপি-কে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷ কিন্তু, তাঁরা তা দেননি৷

বুধবার কলকাতার সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু বলেন,  ‘‘আমরা জিতব। হিন্দু বাঁচাব। সংবিধান বাঁচাব। আর বলব…..। আমিও বলেছি, আমিও বলেছিলাম, রাষ্ট্রবাদী মুসলিম৷ আপনারাও বলেছিলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’, কিন্তু, আর বলব না৷ বলব, ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বনধ করো। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।’’

আরও পড়ুন: বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! তাহলে বাতিল বাঙালিরাও, কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে তুমুল জল্পনা

যদিও পরে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধতেই নিজের মন্তব্য ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শুভেন্দু লেখেন, ‘আমার বক্তব্য মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে৷ আমি একটা বিষয়ে স্পষ্ট জানি, যাঁরা জাতীয়তাবাদী, তাঁরা দেশ এবং বাংলার পাশে দাঁড়ান৷ যাঁরা পাশে থাকেন না, তাঁরা দেশ এবং বাংলার বিরুদ্ধে কাজ করেন, আমাদের তাঁদের মুখ সবার সামনে আনা উচিত৷ এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বিভাজন করা উচিত নয়৷ সকলকেই ভারতীয় হিসাবে দেখা উচিত৷ আমি প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ মন্তব্যকে আক্ষরিক এবং আত্মিক ভাবে সমর্থন করি’৷

আরও পড়ুন: চাকরি চাইতে এসে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি! চারদিকে থিক থিক করছে কালো মাথা…৬০০ চাকরির জন্য ২৫ হাজার লোক

রাজনৈতিক মহলের একাংশ বলছে, বিগত লোকসভা নির্বাচনের প্রচারপর্বে মুসলিম সম্প্রদায়ের কাছে বিজেপি ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা৷ বলেছিলেন, ‘‘আমি বাংলার মুসলিম সম্প্রদায়কে বলতে চাই, আপনাদের ৯৫ শতাংশ ভোট পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে মুখ্যমন্ত্রী হয়েছেন৷ একমাত্র যাঁরা মুসলিম নন, তাঁরা বিজেপিকে ভোট দিয়েছিল৷’’

তিনি বলেন, ‘‘আমি মুসলিমদের আবেদন জানিয়েছিলাম, ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে এবং আমাদের সমর্থনে পথে নামুন৷ প্রধানমন্ত্রীর জনমুখী প্রকল্প সকলের জন্য৷ উত্তরপ্রদেশ, অসমে (বিজেপি শাসিত রাজ্য) দেখুন কেমন আছেন৷’’

Suvendu Adhikari: সরকারি চিঠি ‘ফাঁস’ করে শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ ! তুমুল শোরগোল

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘বাংলায় গণতন্ত্র মানুষের জন্য নয়, দলের জন্য।’’ তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করে ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পুর পরিষেবা নিয়ে প্রশাসনিক বৈঠক ডেকেছেন অথচ সেই বৈঠকে বাদ তাহেরপুর ও ঝালদা পুর কর্তৃপক্ষ। কেন এই দুটি এলাকার নির্দিষ্ট মানুষকে বঞ্চিত করা হল? এই প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী। নবান্নে আগামিকাল, সোমবার একটি বৈঠক সম্পর্কিত চলতি মাসের কুড়ি তারিখের একটি সরকারি চিঠি তুলে ধরে সরব শুভেন্দু অধিকারী। এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বারবারই বলে থাকেন যে, রাজ্যের কোনও প্রশাসনিক বৈঠকেই বিরোধী সাংসদ এবং বিধায়কদের ডাকা হয় না। এবার আরও একবার শাসককে নিশানা করলেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন– হোস্টেলে ফ্রিজ নেই, কুলারকেই রেফ্রিজারেটর বানিয়ে নিলেন পড়য়ারা ! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বলা বাহুল্য, ঝালদা এবং তাহেরপুর বাদ দিয়ে আগামী সোমবার রাজ্যের সমস্ত পুরসভার মেয়র এবং চেয়ারপার্সনদের নবান্ন সভাঘরের বৈঠকে হাজির থাকতে হবে বলে একটি সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে শুভেন্দুর প্রশ্ন,’ পুর উন্নয়নের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদেরও পুর পরিষেবা কোথায় খামটি রয়েছে সে ব্যাপারে আলোচনা করতে এই বৈঠক ডাকা হলেও কেন তাহেরপুর এবং ঝালদা বাদ? মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী সোমবার রাজ্যের সমস্ত পুরসভা, পুরনিগম এবং বিভিন্ন উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষকে বৈঠকে ডাকা হলেও তাহেরপুর এবং ঝালদাকে বাদ রাখা একপ্রকার অগণতান্ত্রিক বলেও তোপ দাগেন শুভেন্দু।

আরও পড়ুন– হাত ধরাধরি করে থানায় এসে দুই মেয়ে বলল, ‘স্যার, আমাদের বিয়ের ব্যবস্থা করুন’, তারপর যা হল…

এলাকার উন্নয়নমূলক আলোচনায় এভাবে কি সরকারি বৈঠকে নির্দিষ্ট করে দুই পুরসভাকে বাদ রাখা যায়? এই প্রশ্ন তুলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই সিদ্ধান্ত সোজা কথায় জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ন করা হল।’’ যদিও এ ব্যাপারে মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, ‘‘যে সমস্ত পুরসভা গুলিতে সমস্যা রয়েছে শুধুমাত্র সেই সমস্ত পুর কর্তৃপক্ষকেই বৈঠকে ডাকা হয়েছে। যে সমস্ত পর কর্তৃপক্ষকে দরকার হয়নি আগামী সোমবারের বৈঠকে তাদের ডাকা হয়নি।’’ এদিকে শাসক দল তথা সরকারকে নিশানা করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একটি শিবিরের দাবি, ‘‘লোকসভা ভোটের ফলাফল সামনে আসতেই দেখা যায় শহরাঞ্চলের মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। সেই কারণেই ড্যামেজ কন্ট্রোল করতেই শুধুমাত্র তৃণমূল পরিচালিত পুর কর্তাদের বৈঠকে তলব করা হয়েছে।’’ যদিও এ ব্যাপারে শাসকদল বলছে, ‘‘এই বৈঠকের সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই। বিরোধীরা মিথ্যা প্রচার চালাচ্ছে।’’

Suvendu Adhikari: শাহি সভার দিনেই উত্তরবঙ্গে আজ জোড়া সভা শুভেন্দু অধিকারীর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, জলপাইগুড়ি: লোকসভা ভোটে পদ্মের নজরে উত্তরবঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে সভার দিনেই আজ উত্তরবঙ্গে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে আজ, বুধবার জোড়া সভা করবেন শুভেন্দু।

আরও পড়ুন– Alert! বাগানে এই ৬ গাছ ভুলেও লাগাবেন না, সাপের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত হতে পারে !

লোকসভা নির্বাচনকে সামনে রেখে এর আগেও উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন শুভেন্দু। নিশানা করেছেন নিজের পুরনো দল তৃণমূলকে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে বিজয় সংকল্প সভা করছে গেরুয়া শিবির। রাজ্য স্তরের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব এমনকী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অনেক হেভিওয়েটরাই অংশ নিচ্ছেন সেই সভায়। বিজেপির সেই বিজয় সংকল্প সভায় আজ, বুধবার প্রথমে জলপাইগুড়ির মালবাজার এবং দলীয় প্রার্থীর সমর্থনে দ্বিতীয় সভায় রাজগঞ্জে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। ভোট প্রচারে এর আগে কোচবিহারে নিশীথ প্রামানিক, আলিপুুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা-সহ উত্তরের একাধিক বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন– ১৯ তলা বিল্ডিংয়ের ভিতর দিয়ে চলছে এই ট্রেন ! এমন দৃশ্য কোথায় দেখা যায়? দেখুন ভাইরাল ভিডিও

সব মিলিয়ে ভোটে এখন সরগরম উত্তর। বলা বাহুল্য, গতবার লোকসভা নির্বাচনে উত্তরের ফল ধরে রাখতে যেমন মরিয়া পদ্ম শিবির, তেমনি ভোট প্রচারে এক ইঞ্চি বিজেপিকে জায়গা ছাড়তে রাজি নয় শাসক শিবির। যদিও উত্তরের ফলাফলের উত্তর দেবে আগামী চার জুন।