Tag Archives: Body Building

Death: মাত্র ৩৬-এ সব শেষ…! অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ্বের​ সেরা বডি বিল্ডার, শোকে পাথর ভক্তরা​

ফের আবারও এক দুঃসংবাদ৷ মাত্র ৩৬ বছরেই থেমে গেল পথচলা৷ অকালে প্রয়াত হলেন বিশ্বের​ সেরা বডি বিল্ডার৷ দুনিয়ার সেরা বডি বিল্ডার হিসেবেই তাকে সকলে চিনত৷ বেলারুশের সেই বিখ্যাত বডি বিল্ডার ইলিয়া গোলেম ইয়েফিমচিক চলে গেলেন না ফেরার দেশে৷

গত ৬ সেপ্টেম্বর তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরই তিনি কোমায় চলে যান৷ চিকিৎসকদের কড়া পর্যাবেক্ষণে থাকার পরও তাঁর শরীর ক্রমশ খারাপ হতে শুরু করে এবং মস্তিষ্ক পুরোপুরি বিকল হয়ে যায়৷ তারপরই আর শেষরক্ষা হল না৷ মুহূর্তের মধ্যেই মারা যান তিনি৷

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বেলারুশের এই বডি বিল্ডার৷ রোজকার ১৬ হাজার ক্যালরির কঠোর ডায়েটে ছিলেন তিনি৷ তাঁর ওজন ছিল ১৫৪ কেজি। চেস্ট সাইজ ছিল ৬১ ইঞ্চি, বাইসেপস ২৫ ইঞ্চি। শরীরচর্চার জন্য নিজের জীবনেরও পরোয়া করতেন না তিনি৷

আরও পড়ুন-       বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

এমনটাও দাবি করা হয় যে, বিশ্ব খ্যাত এই বডি বিল্ডার ৬০০ পাউন্ড বেঞ্চ স্পেস ও ৭০০ পাউন্ড স্কোয়াটস করতে পারতেন। তাঁর শরীর চর্চার রোজনামচা ও পরিশ্রম সকলের নজর কেড়েছে৷ গোটা বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য ভক্ত আছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে অনুরাগী মহলে৷

Body Building Championship: মালদ্বীপে বডিবিল্ডিং প্রতিযোগিতায় বিরাট সাফল্য বাংলার ছেলের, পদক জিতলেন দুর্গাপুরের যুবক

সাউথ এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সাফল্য বাংলার। পদক জয় দুর্গাপুরের গোপালমাঠবাসী যুবকের।
সাউথ এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সাফল্য বাংলার। পদক জয় দুর্গাপুরের গোপালমাঠবাসী যুবকের।
১৪ তম সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল মালদ্বীপে। সেখানে অংশগ্রহণ করেছিলেন দুর্গাপুরের বাসিন্দা শুভনন্দন বন্দ্যোপাধ্যায়।
১৪ তম সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল মালদ্বীপে। সেখানে অংশগ্রহণ করেছিলেন দুর্গাপুরের বাসিন্দা শুভনন্দন বন্দ্যোপাধ্যায়।
৬ থেকে ১০ জুন মালদ্বীপে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে ৬০ কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন শুভনন্দন। ছিনিয়ে নিয়েছেন পদক।
৬ থেকে ১০ জুন মালদ্বীপে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে ৬০ কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন শুভনন্দন। ছিনিয়ে নিয়েছেন পদক।
উল্লেখ্য, চলতি বছরের সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে মোট ৩২টি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। আর সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ৬০ কেজি বিভাগে পদক পেয়েছেন শুভনন্দন বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, চলতি বছরের সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে মোট ৩২টি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। আর সেখানেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ৬০ কেজি বিভাগে পদক পেয়েছেন শুভনন্দন বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে মালদ্বীপে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় হওয়া একটি দৈহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঞ্চম স্থান অধিকার করেছিলেন দুর্গাপুরের এই যুবক।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে মালদ্বীপে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় হওয়া একটি দৈহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঞ্চম স্থান অধিকার করেছিলেন দুর্গাপুরের এই যুবক।