Tag Archives: Bollywood

৮ বছরের প্রেম, ক্রিকেটারকে বিয়ের পর বলিউডকে বিদায় জানান অভিনেত্রী, তিনি এখন কেমন আছেন জানেন?

শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি দিয়ে শুরু। তারপর আজহার-সঙ্গীতা হয়ে আজকের বিরাট-অনুষ্কা কিংবা আথিয়া-রাহুলের পরিণয়। বলিউড আর ক্রিকেট সেই কবে থেকে হাত ধরাধরি করে চলেছে। তবে গীতা বসরা আর হরভজন সিংয়ের প্রেম কাহিনি বলিউড-ক্রিকেটের যুগলবন্দি হলেও চরিত্রে কিছুটা আলাদা। Photo: Instagram
শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি দিয়ে শুরু। তারপর আজহার-সঙ্গীতা হয়ে আজকের বিরাট-অনুষ্কা কিংবা আথিয়া-রাহুলের পরিণয়। বলিউড আর ক্রিকেট সেই কবে থেকে হাত ধরাধরি করে চলেছে। তবে গীতা বসরা আর হরভজন সিংয়ের প্রেম কাহিনি বলিউড-ক্রিকেটের যুগলবন্দি হলেও চরিত্রে কিছুটা আলাদা। Photo: Instagram
হরভজন-গীতার প্রেম ভারতে নয়, শুরুটা হয়েছিল বিদেশের মাটিতে। লন্ডনে প্রথমবার অভিনেত্রী গীতা বসরাকে দেখেছিলেন হরভজন। প্রথম দেখাতেই প্রেম। তবে সহজেই গীতার মন পাননি ভারতীয় স্পিনার। বরং বেশ কসরত করতে হয়েছিল। একটি সাক্ষাৎকারে হরভজন বলেছিলেন, তিনি গীতা বসরাকে প্রথম দেখেছিলেন ‘ওহ আজনবি’ গানের ভিডিওতে। দেখা মাত্রই প্রেমে পড়ে যান। সেই সময় হরভজন লন্ডনে।

হরভজন-গীতার প্রেম ভারতে নয়, শুরুটা হয়েছিল বিদেশের মাটিতে। লন্ডনে প্রথমবার অভিনেত্রী গীতা বসরাকে দেখেছিলেন হরভজন। প্রথম দেখাতেই প্রেম। তবে সহজেই গীতার মন পাননি ভারতীয় স্পিনার। বরং বেশ কসরত করতে হয়েছিল। একটি সাক্ষাৎকারে হরভজন বলেছিলেন, তিনি গীতা বসরাকে প্রথম দেখেছিলেন ‘ওহ আজনবি’ গানের ভিডিওতে। দেখা মাত্রই প্রেমে পড়ে যান। সেই সময় হরভজন লন্ডনে।
ভিডিও দেখার পর বন্ধুবান্ধবদের কাছ থেকে গীতা সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেন। একদিন সাহস করে গীতাকে মেসেজ করেন হরভজন। কিন্তু অভিনেত্রী তাঁকে চিনতেন না। মেসেজের কোনও উত্তর দেননি। এরপর গীতাকে সরাসরি কফির আমন্ত্রণ জানান হরভজন। কিন্তু সেই আমন্ত্রণও প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এর কয়েকদিন পর টি২০ বিশ্বকাপ জেতে ভারত। এই জয় হরভজনের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। বিশ্বকাপ জয়ের অভিনন্দন জানিয়ে হরভজনকে মেসেজ পাঠান গীতা। এখান থেকেই তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয়।
ভিডিও দেখার পর বন্ধুবান্ধবদের কাছ থেকে গীতা সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেন।একদিন সাহস করে গীতাকে মেসেজ করেন হরভজন। কিন্তু অভিনেত্রী তাঁকে চিনতেন না। মেসেজের কোনও উত্তর দেননি। এরপর গীতাকে সরাসরি কফির আমন্ত্রণ জানান হরভজন। কিন্তু সেই আমন্ত্রণও প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এর কয়েকদিন পর টি২০ বিশ্বকাপ জেতে ভারত। এই জয় হরভজনের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। বিশ্বকাপ জয়ের অভিনন্দন জানিয়ে হরভজনকে মেসেজ পাঠান গীতা। এখান থেকেই তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয়।
সাক্ষাৎকারে হরভজন সিং জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কে ‘হ্যাঁ’ বলতে একবছর সময় নিয়েছিলেন গীতা। ‘দ্য ট্রেন’ খ্যাত অভিনেত্রীর কথায়, তিনি সেই সময় কোনও সম্পর্কে জড়াতে চাইছিলেন না। শুধু কেরিয়ারেই মনোনিবেশ করতে চেয়েছিলেন। গীতা যখন অনুভব করেন, হরভজন ভাল মনের মানুষ, তখনই ‘হ্যাঁ’ বলেন অভিনেত্রী। তবে গাঁটছড়া বাঁধার জন্য আরও ৮ বছর অপেক্ষা করতে হয়েছিল হরভজনকে।

সাক্ষাৎকারে হরভজন সিং জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কে ‘হ্যাঁ’ বলতে একবছর সময় নিয়েছিলেন গীতা। ‘দ্য ট্রেন’ খ্যাত অভিনেত্রীর কথায়, তিনি সেই সময় কোনও সম্পর্কে জড়াতে চাইছিলেন না। শুধু কেরিয়ারেই মনোনিবেশ করতে চেয়েছিলেন। গীতা যখন অনুভব করেন, হরভজন ভাল মনের মানুষ, তখনই ‘হ্যাঁ’ বলেন অভিনেত্রী। তবে গাঁটছড়া বাঁধার জন্য আরও ৮ বছর অপেক্ষা করতে হয়েছিল হরভজনকে।
২০১৫ সালের ২৯ অক্টোবর পঞ্জাবের জলন্ধরে হরভজন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গীতা বসরা। তাঁদের এক কন্যা হিনায়া হীর প্লাহা এবং এক পুত্র জোভান বীর সিং প্লাহা। হরভজনকে বিয়ের পরই বলিউডকে বিদায় জানান গীতা। পাকাপাকিভাবে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নেন। স্বামী এবং সন্তানরাই এখন তাঁর পৃথিবী।
২০১৫ সালের ২৯ অক্টোবর পঞ্জাবের জলন্ধরে হরভজন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গীতা বসরা। তাঁদের এক কন্যা হিনায়া হীর প্লাহা এবং এক পুত্র জোভান বীর সিং প্লাহা। হরভজনকে বিয়ের পরই বলিউডকে বিদায় জানান গীতা। পাকাপাকিভাবে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নেন। স্বামী এবং সন্তানরাই এখন তাঁর পৃথিবী।

Janhvi Kapoor: নেকলেসে এ কী লেখা! জাহ্নবীর জীবনের বড় সত্যি ফাঁস? সম্পর্কে শিলমোহর কি বসেই গেল

মুম্বই: বি-টাউনের অন্দরে কান পাতলে ফিসফাস শোনা যাচ্ছিল যে, শিখর পাহাড়িয়ার প্রেমে পড়েছেন জাহ্নবী কাপুর। জনসমক্ষে একসঙ্গে বহুবার দেখাও গিয়েছে তাঁদের। অবশেষে এবার সেই সম্পর্কে একপ্রকার সীলমোহর দিয়েই দিলেন শ্রীদেবী-কন্যা!

মঙ্গলবার রাতেই মুম্বইয়ে বসেছিল বনি কাপুরের নতুন প্রযোজনা ‘ময়দান’-এর স্ক্রিনিংয়ের আসর। আর বাবার প্রযোজিত ছবির স্ক্রিনিংয়ে যোগ দিতে এসেছিলেন জাহ্নবীও। ওই সময় একটা বিষয় সকলের নজরে এসেছে। আসলে জাহ্নবীর গলায় ছিল একটি কাস্টমাইজড নেকলেস। যেখানে খোদাই করা ছিল ‘শিখু’। এটা আসলে তাঁর প্রেমিক শিখরের ডাকনাম।
‘ময়দান’ ছবির স্ক্রিনিংয়ে অল-হোয়াইট লুকে রীতিমতো ঝলমল করছিলেন বনি আর শ্রীদেবীর বড় কন্যাটি। একটি অল-হোয়াইট প্যান্টস্যুট এবং ম্যাচিং হিলে অপূর্ব দেখাচ্ছিল অভিনেত্রীকে। রেড কার্পেটে পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, দাদা অর্জুন কাপুরের সঙ্গেও ক্যামেরাবন্দি হন জাহ্নবী। তবে এসবের মধ্যে ভক্তদের নজর কেড়ে নিয়েছে ‘শিখু’ খোদাই করা জাহ্নবীর নেকলেসটি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

চলতি বছরের গোড়ার দিকে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে নিজের বহুলচর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার বিষয়ে মুখ খুলেছিলেন জাহ্নবী। আসলে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তাঁর স্পিড ডায়াল লিস্টে কোন তিন জনের নাম থাকে। তিনি ওই তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে শিখর পাহাড়িয়ার কথা তুলে ধরেন। সেখানে অবশ্য শিখরকে ‘শিখু’ বলে সম্বোধন করেছিলেন অভিনেত্রী। সঞ্চালক করণের প্রশ্ন শুনে জাহ্নবী চটপট জবাব দেন, “পাপা, খুশু আর শিখু।”

আরও পড়ুন: অরিজিতের বিশ্বাসঘাতকতাতেই সব শেষ? সময়ের অনেক আগেই তলিয়ে গেলেন গায়কের গুণী বন্ধু

আরও পড়ুন: শ্রেয়ার প্রতিদ্বন্দ্বী! একটি গানের জন্য কত টাকা নেন সুনিধি, অঙ্কটা অবাক করার মতো

শিখরের প্রতি ভালবাসা প্রকাশ করতে কখনওই পিছপা হননি জাহ্নবী। সম্প্রতি তাঁর প্রযোজক বাবা বনি কাপুরও শিখর-জাহ্নবীর সম্পর্কের শিলমোহর দিলেন। যদিও সোশ্য়াল মিডিয়ায় নিজের প্রেমিক শিখরকে জন্মদিনের অভিনন্দন জানাননি জাহ্নবী। তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল। শিখরের জন্মদিন ছিল গত ৩ এপ্রিল। অথচ গত মাসে জাহ্নবীর জন্মদিনে ইনস্টাগ্রামে বেশ মিষ্টি একটা ছবি স্টোরিতে শেয়ার করে নিজের মনের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শিখর।

Kangana Ranaut Adhyayan Suman Love Story: অধ্যয়নের উপর ‘কালা জাদু’ করতেন কঙ্গনা? প্রেম ভাঙার এত বছর পর মুখ খুললেন শেখর

মুম্বই: একসময় শেখর সুমনের পুত্র অধ্যয়ন সুমনের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বি-টাউনের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত। সেই সময় শুরু হয়েছিল তীব্র বিতর্ক। এমনকী ছেলের প্রেমিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগও এনেছিলেন শেখর সুমন এবং তাঁর পরিবার। এমনকী বিতর্কিত মন্তব্য করে শেখর এ-ও জানিয়েছিলেন যে, অধ্যনের উপর ‘কালো জাদু’ করেছেন অভিনেত্রী।

তবে সেই অবস্থান থেকে রীতিমতো পাল্টি খেয়ে এবার শেখর জানালেন যে, অতীতের বিষয়টাকে অতীতেই ছেড়ে দিয়েছেন। আর তাঁরা অতীতকে আঁকড়ে থাকতে চান না। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত মোহিত সুরির ‘রাজ – দ্য মিস্ট্রি কন্টিনিউজ’-এর সেটে আলাপ কঙ্গনা এবং অধ্যয়নের। প্রায় এক বছর ধরে চলে এই জুটির ডেটিং। যদিও খুব খারাপ ভাবেই ব্রেক-আপ হয়েছিল তাঁদের।

আরও পড়ুন: অবশেষে ‘আসল’ চমক দিলেন শুভেন্দু, ডুয়ার্সের সভায় এমন একজন হাজির, চমকে গেল বাংলা!

সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে শেখরকে প্রশ্ন করা হয়েছিল যে, এত বছর পরে তিনি কি কঙ্গনার সঙ্গে ফের যোগাযোগ করতে চান? কারণ সম্প্রতি তিনি রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন। আর কঙ্গনা বিজেপির হয়ে লড়বেন। আবার এই দলেরই সমর্থক শেখর সুমন। জবাবে তিনি বলেন, “আমরা ওই বিষয়টাকে আর আঁকড়ে ধরে বসে নেই – আমাদের পরিবারও নয় আর অধ্যয়নও নয়। এটা ওদের জীবনের একটা পর্যায় ছিল। তা নিয়ে আমরা মন্তব্য কিংবা বিচার করার কে? আসলে আমরা যখন জাজমেন্টাল হয়ে উঠি, তখন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা আমাদের পথে চলেছি। আর প্রত্যেকেই নিজেদের আনন্দের জন্যই কাজ করে চলেছেন। আর কারও দিকে আঙুল তুলে এটা ঠিক কিংবা ওটা ভুল বলার কোনও প্রয়োজনই নেই।”

আরও পড়ুন: ভিজবে কলকাতা, এই ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা! হাতে আর কত সময় বাকি? জানুন

কঙ্গনার সঙ্গে অধ্যয়নের বিচ্ছেদের প্রসঙ্গে শেখর সুমন বলেন, তাঁদের ভাগ্যে একসঙ্গে থাকাটা ছিল না। সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। কঙ্গনার বিষয়ে সম্পূর্ণ পাল্টি খেয়ে তিনি জানান, “ভাগ্যের একটা ভূমিকা রয়েছে। আর ভাগ্যকে মেনেই চলতে হবে। যখন কঙ্গনা আর অধ্যয়ন একসঙ্গে ছিল, তখন ওরা বেশ সুখেই ছিল। এরপর ওরা যে যার পথে চলে গিয়েছিল। আর সেটাও ভাগ্যে লেখা ছিল। ফলে সেক্ষেত্রে কোনও বিদ্বেষ এবং একে অপরের প্রতি কোনও খারাপ অনুভূতিও নেই। কখনও কখনও পরিস্থিতির চাপে অনেক কিছু ঘটে যায়। কিন্তু সেক্ষেত্রে পিছনের দিকে তাকিয়ে ভাল স্মৃতিগুলোই মনে করা উচিত।”

Arijit Singh-Shamit Tyagi: অরিজিতের বিশ্বাসঘাতকতাতেই সব শেষ? সময়ের অনেক আগেই তলিয়ে গেলেন গায়কের গুণী বন্ধু

অরিজিৎ সিং। বলিউ প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম। ছবি হিট হোক বা না হোক, অরিজিতের গান যে জনপ্রিয় হবে, সে বিষয়ে কোনও সংশয় নেই।
অরিজিৎ সিং। বলিউ প্রথম সারির গায়কদের মধ্যে অন্যতম। ছবি হিট হোক বা না হোক, অরিজিতের গান যে জনপ্রিয় হবে, সে বিষয়ে কোনও সংশয় নেই।
২০০৫ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'-এর হাত ধরে পথ চলা শুরু করেন গায়ক। সাফল্যের দৌড়ে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার তাগিদের মাঝেই এক বন্ধুকে খুঁজে পেয়েছিলেন অরিজিৎ।
২০০৫ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর হাত ধরে পথ চলা শুরু করেন গায়ক। সাফল্যের দৌড়ে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার তাগিদের মাঝেই এক বন্ধুকে খুঁজে পেয়েছিলেন অরিজিৎ।
ফেম গুরুকুলেরই আরেক প্রতিযোগী শমিত ত্যাগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। অরিজিৎকে ছোট ভাইয়ের মতো করেই আগলে রাখতেন শমিত। প্রতিযোগিতার রেশ ছুঁতে পারেনি তাঁদের বন্ধুত্ব।
ফেম গুরুকুলেরই আরেক প্রতিযোগী শমিত ত্যাগীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। অরিজিৎকে ছোট ভাইয়ের মতো করেই আগলে রাখতেন শমিত। প্রতিযোগিতার রেশ ছুঁতে পারেনি তাঁদের বন্ধুত্ব।
সেরা হওয়ার লড়াইয়ে প্রতি ধাপেই শমিতকে পাশে পেয়েছিলেন অরিজিৎ। 'ফেম গুরুকুল'-এ বিচারকরা বলতেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শমিত। প্রতিযোগিতায় যে দু'জন সব চেয়ে কম দর্শকের ভোট পেতেন, বাকি প্রতিযোগিরা ফের তাঁদের ভোট দিতেন। সেই ক্ষেত্রে যাঁর ভাগে সব চেয়ে কম ভোট আসত, তাঁকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হত।
সেরা হওয়ার লড়াইয়ে প্রতি ধাপেই শমিতকে পাশে পেয়েছিলেন অরিজিৎ। ‘ফেম গুরুকুল’-এ বিচারকরা বলতেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শমিত। প্রতিযোগিতায় যে দু’জন সব চেয়ে কম দর্শকের ভোট পেতেন, বাকি প্রতিযোগিরা ফের তাঁদের ভোট দিতেন। সেই ক্ষেত্রে যাঁর ভাগে সব চেয়ে কম ভোট আসত, তাঁকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হত।
শোয়ে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয় শমিতকে। সবচেয়ে কম ভোট পেয়ে তাঁকে আরও এক প্রতিযোগীর সঙ্গে বাকিদের ভোটের উপর নির্ভরশীল হতে হয়।
শোয়ে এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয় শমিতকে। সবচেয়ে কম ভোট পেয়ে তাঁকে আরও এক প্রতিযোগীর সঙ্গে বাকিদের ভোটের উপর নির্ভরশীল হতে হয়।
জানা যায়, সেই সময় নাকি অরিজিৎ বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন শমিতকে। অরিজিৎ ভোট দেন মণিকা নামে এক প্রতিযোগীকে।
জানা যায়, সেই সময় নাকি অরিজিৎ বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন শমিতকে। অরিজিৎ ভোট দেন মণিকা নামে এক প্রতিযোগীকে।
অনেকেই মনে করেছিলেন, ভ্রাতৃপ্রতিম শমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছিলেন অরিজিৎ। তাই নাকি তাঁকেই বাদ দিয়ে দিতে চেয়েছিলেন গায়ক। শোয়ের মেন্টর ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে 'বিশ্বাসঘাতকা'র তকমা দিয়েছিলেন।
অনেকেই মনে করেছিলেন, ভ্রাতৃপ্রতিম শমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছিলেন অরিজিৎ। তাই নাকি তাঁকেই বাদ দিয়ে দিতে চেয়েছিলেন গায়ক। শোয়ের মেন্টর ইলা অরুণ অরিজিতের এই পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকা’র তকমা দিয়েছিলেন।
সেই বিতর্ক যদিও ছাপ ফেলেনি অরিজিৎ-শমিতের বন্ধুত্বেও। এত বছর পরেও তাঁদের সমীকরণ রয়েছে আগের মতোই। বন্ধুর কনসার্টেও মাঝেমাঝে দেখা যায় শমিতকে।
সেই বিতর্ক যদিও ছাপ ফেলেনি অরিজিৎ-শমিতের বন্ধুত্বেও। এত বছর পরেও তাঁদের সমীকরণ রয়েছে আগের মতোই। বন্ধুর কনসার্টেও মাঝেমাঝে দেখা যায় শমিতকে।

৩০টি ভাষায় গেয়েছেন ১৫ হাজারের বেশি গান, স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে! জনপ্রিয়তায় উদিত নারায়ণ পাল্লা দেন মুকেশ-রফিকে

নেপালি ছবি ‘সিন্দুর’ দিয়ে কেরিয়ারের শুরু। তারপর আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, অলকা ইয়াগনিক, অনুরাধা পড়ওয়াল, সোনু নিগম, কুমার শানুর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন। কাজ করেছেন রাজেশ রোশন, আরডি বর্মন, বাপ্পি লাহিড়ি, মানস মুখোপাধ্যায়, কল্যাণজি-আনন্দজির মতো সঙ্গীতশিল্পীদের সঙ্গে। রোজগারও করেছেন দু’হাতে।
নেপালি ছবি ‘সিন্দুর’ দিয়ে কেরিয়ারের শুরু। তারপর আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, অলকা ইয়াগনিক, অনুরাধা পড়ওয়াল, সোনু নিগম, কুমার শানুর মতো তারকাদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন। কাজ করেছেন রাজেশ রোশন, আরডি বর্মন, বাপ্পি লাহিড়ি, মানস মুখোপাধ্যায়, কল্যাণজি-আনন্দজির মতো সঙ্গীতশিল্পীদের সঙ্গে। রোজগারও করেছেন দু’হাতে।
৩০টি ভাষায় ১৫ হাজারের বেশি গান গেয়ে রেকর্ডও রয়েছে তাঁর। তিনি আর কেউ নন, বিখ্যাত গায়ক এবং প্লে ব্যাক শিল্পী উদিত নারায়ণ। ১৯৫৫ সালে নেপালের সাপ্তারি জেলায় জন্ম। পুরো নাম উদিত নারায়ণ ঝা। নেপালি ছবি ছাড়া বেশ কিছু ভোজপুরি সিনেমাতেও গান গেয়েছেন উদিত। সঙ্গীতশিল্পী রাজেশ রোশন তাঁকে প্রথমবার বলিউডে পা রাখার সুযোগ করে দেন, ‘উনিশ বিশ’ ছবিতে।
৩০টি ভাষায় ১৫ হাজারের বেশি গান গেয়ে রেকর্ডও রয়েছে তাঁর। তিনি আর কেউ নন, বিখ্যাত গায়ক এবং প্লে ব্যাক শিল্পী উদিত নারায়ণ। ১৯৫৫ সালে নেপালের সাপ্তারি জেলায় জন্ম। পুরো নাম উদিত নারায়ণ ঝা। নেপালি ছবি ছাড়া বেশ কিছু ভোজপুরি সিনেমাতেও গান গেয়েছেন উদিত। সঙ্গীতশিল্পী রাজেশ রোশন তাঁকে প্রথমবার বলিউডে পা রাখার সুযোগ করে দেন, ‘উনিশ বিশ’ ছবিতে।
তবে আমির খানের ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিই উদিতের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির ‘পাপা কহতে হ্যায় বড়া নাম করেগা’ আজও সমান জনপ্রিয়। এই গানের জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জেতেন উদিত নারায়ণ।

তবে আমির খানের ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিই উদিতের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির ‘পাপা কহতে হ্যায় বড়া নাম করেগা’ আজও সমান জনপ্রিয়। এই গানের জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জেতেন উদিত নারায়ণ।
২০০৯ সালে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে উদিত নারায়ণকে। তিনবার জাতীয় পুরস্কারও জিতেছেন। 'কয়ামত সে কয়ামত তক', 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে', 'রাজা হিন্দুস্তানি', 'হম দিল দে চুকে সনম', 'আশিকি', 'লগান'-এর মতো সুপারহিট ছবির জন্য ফিল্মফেয়ার পেয়েছেন ৫ বার। ইদানীং সিনেমায় আর সেভাবে শোনা যায় না উদিতের কণ্ঠ। তবে গত ৩ দশক বলিউডের সঙ্গীত জগতে রাজত্ব করেছেন তিনি। তাঁকে কিশোর কুমার এবং মহম্মদ রফির সঙ্গেও তুলনা করেন অনেকে।
২০০৯ সালে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে উদিত নারায়ণকে। তিনবার জাতীয় পুরস্কারও জিতেছেন। ‘কয়ামত সে কয়ামত তক’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘হম দিল দে চুকে সনম’, ‘আশিকি’, ‘লগান’-এর মতো সুপারহিট ছবির জন্য ফিল্মফেয়ার পেয়েছেন ৫ বার। ইদানীং সিনেমায় আর সেভাবে শোনা যায় না উদিতের কণ্ঠ। তবে গত ৩ দশক বলিউডের সঙ্গীত জগতে রাজত্ব করেছেন তিনি। তাঁকে কিশোর কুমার এবং মহম্মদ রফির সঙ্গেও তুলনা করেন অনেকে।
নেপালি, মৈথিলি এবং লোকগান গেয়ে সঙ্গীত জগতে প্রবেশ করেন উদিত নারায়ণ। ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি দুটো বিয়ে করেছেন। ১৯৮৪ সালে প্রথম বিহারের রঞ্জনা ঝা নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন উদিত। তখনও বলিউডে সেভাবে জাঁকিয়ে বসেননি তিনি।
নেপালি, মৈথিলি এবং লোকগান গেয়ে সঙ্গীত জগতে প্রবেশ করেন উদিত নারায়ণ। ব্যক্তিগত জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি দুটো বিয়ে করেছেন। ১৯৮৪ সালে প্রথম বিহারের রঞ্জনা ঝা নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন উদিত। তখনও বলিউডে সেভাবে জাঁকিয়ে বসেননি তিনি।
হিন্দি সিনেমা জগতে রাজত্ব শুরুর পর উদিত বিয়ে করেন দীপা গাতরাজকে। শোনা যায়, তাঁর প্রথম স্ত্রী না কি এই বিয়ের কথা জানতেন না। বিবাহবিচ্ছেদও হয়নি। একপ্রকার তাঁকে লুকিয়েই বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনা প্রতারণার অভিযোগ উদিতের নামে মামলা করেন। নেপালে তাঁকে নিষিদ্ধ করা হয়।
হিন্দি সিনেমা জগতে রাজত্ব শুরুর পর উদিত বিয়ে করেন দীপা গাতরাজকে। শোনা যায়, তাঁর প্রথম স্ত্রী না কি এই বিয়ের কথা জানতেন না। বিবাহবিচ্ছেদও হয়নি। একপ্রকার তাঁকে লুকিয়েই বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনা প্রতারণার অভিযোগ উদিতের নামে মামলা করেন। নেপালে তাঁকে নিষিদ্ধ করা হয়।
প্রথম দিকে এসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন উদিত নারায়ণ। কিন্তু আদালতে রঞ্জনা একের পর এক প্রমাণ দেন। উদিতের সঙ্গে তাঁর বিয়ের ছবি পেশ করেন। শেষে দুই স্ত্রীকেই সঙ্গে রাখার নির্দেশ দেয় আদালত। দীপা এবং উদিতের এক ছেলে আদিত্য নারায়ণ। tring.co.in অনুযায়ী, উদিত নারায়ণের ১৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বর্তমানে তাঁর আয়ের প্রধান উৎস রিয়েল এস্টেট। এছাড়া সিনেমা, রেকর্ড এবং রিয়েলিটি শো-এর বিচারক হিসেবেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।
প্রথম দিকে এসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন উদিত নারায়ণ। কিন্তু আদালতে রঞ্জনা একের পর এক প্রমাণ দেন। উদিতের সঙ্গে তাঁর বিয়ের ছবি পেশ করেন। শেষে দুই স্ত্রীকেই সঙ্গে রাখার নির্দেশ দেয় আদালত। দীপা এবং উদিতের এক ছেলে আদিত্য নারায়ণ। tring.co.in অনুযায়ী, উদিত নারায়ণের ১৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বর্তমানে তাঁর আয়ের প্রধান উৎস রিয়েল এস্টেট। এছাড়া সিনেমা, রেকর্ড এবং রিয়েলিটি শো-এর বিচারক হিসেবেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।

Bollywood Gossip: জন্মদিনে পর্দাফাঁস, জয়ার জন্যই ঐশ্বর্য-অভিষেকের ঘরে আগুন? ১৭ বছরে বিরাট বদল শাশুড়ি-বৌমার সম্পর্কে

ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারে দূরত্ব তৈরি হয়েছে৷ এটা আর কারও অজানা নয়৷ অভিষেকের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন জোরদার৷ বচ্চন বাড়ির বৌমা ঐশ্বর্য এখন পরিবারের থেকে আলাদা থাকেন, এটাই শোনা যাচ্ছে৷ মেয়ে শ্বেতাকে সাধের প্রতীক্ষা বাংলো উপহার দেওয়ার পরই অশান্তি চরম ওঠে৷ তারপর থেকেই ঐশ্বর্য কিছুটা এড়িয়েই চলছেন গোটা বচ্চন পরিবারকে৷
ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারে দূরত্ব তৈরি হয়েছে৷ এটা আর কারও অজানা নয়৷ অভিষেকের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন জোরদার৷ বচ্চন বাড়ির বৌমা ঐশ্বর্য এখন পরিবারের থেকে আলাদা থাকেন, এটাই শোনা যাচ্ছে৷ মেয়ে শ্বেতাকে সাধের প্রতীক্ষা বাংলো উপহার দেওয়ার পরই অশান্তি চরম ওঠে৷ তারপর থেকেই ঐশ্বর্য কিছুটা এড়িয়েই চলছেন গোটা বচ্চন পরিবারকে৷
হোলির উৎসবে কিছুটা আন্দাজ মিলেছিল, এবার যেন সেটা স্পষ্ট হয়ে গেল৷ অভিষেক-ঐশ্বর্যের সংসার ভাঙার কারণ জয়া বচ্চনই৷ তারই পর্দাফাঁস হল জয়া বচ্চনের জন্মদিনে৷ সাধারণ মানুষও সেই ইঙ্গিত পেল৷ ঐশ্বর্যের আচরণ ভালভাবেই বুঝিয়ে দিল গোটা বিষয়৷
হোলির উৎসবে কিছুটা আন্দাজ মিলেছিল, এবার যেন সেটা স্পষ্ট হয়ে গেল৷ অভিষেক-ঐশ্বর্যের সংসার ভাঙার কারণ জয়া বচ্চনই৷ তারই পর্দাফাঁস হল জয়া বচ্চনের জন্মদিনে৷ সাধারণ মানুষও সেই ইঙ্গিত পেল৷ ঐশ্বর্যের আচরণ ভালভাবেই বুঝিয়ে দিল গোটা বিষয়৷
কিছু বছর আগেও ঐশ্বর্য-জয়ার সম্পর্ক ছিল খুবই মধুর৷ ৫২ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে লাইফটাইম পুরস্কার পান জয়া বচ্চন৷ সে সময় দর্শকাসনে বসে থাকা বৌমা ঐশ্বর্য হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন৷ খুবই খুশি হয়েছিলেন তিনি৷ এমনকী এক পুরনো সাক্ষাৎকারে জয়াও বৌমার ভূয়সী প্রশংসা করেন৷ এমনকী তিনি বলেন যে ঐশ্বর্য খুবই বুদ্ধিমতী এবং সাংসারিক৷ কিছু ১৭ বছরেই শাশুড়ি-বৌমার সম্পর্ক একবারে তলানিতে৷
কিছু বছর আগেও ঐশ্বর্য-জয়ার সম্পর্ক ছিল খুবই মধুর৷ ৫২ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে লাইফটাইম পুরস্কার পান জয়া বচ্চন৷ সে সময় দর্শকাসনে বসে থাকা বৌমা ঐশ্বর্য হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন৷ খুবই খুশি হয়েছিলেন তিনি৷ এমনকী এক পুরনো সাক্ষাৎকারে জয়াও বৌমার ভূয়সী প্রশংসা করেন৷ এমনকী তিনি বলেন যে ঐশ্বর্য খুবই বুদ্ধিমতী এবং সাংসারিক৷ কিন্তু১৭ বছরেই শাশুড়ি-বৌমার সম্পর্ক একবারে তলানিতে৷
কিছু বছর আগেও ঐশ্বর্য-জয়ার সম্পর্ক ছিল খুবই মধুর৷ ৫২ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে লাইফটাইম পুরস্কার পান জয়া বচ্চন৷ সে সময় দর্শকাসনে বসে থাকা বৌমা ঐশ্বর্য হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন৷ খুবই খুশি হয়েছিলেন তিনি৷ এমনকী এক পুরনো সাক্ষাৎকারে জয়াও বৌমার ভূয়সী প্রশংসা করেন৷ এমনকী তিনি বলেন যে ঐশ্বর্য খুবই বুদ্ধিমতী এবং সাংসারিক৷ কিছু ১৭ বছরেই শাশুড়ি-বৌমার সম্পর্ক একবারে তলানিতে৷
কিছু বছর আগেও ঐশ্বর্য-জয়ার সম্পর্ক ছিল খুবই মধুর৷ ৫২ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে লাইফটাইম পুরস্কার পান জয়া বচ্চন৷ সে সময় দর্শকাসনে বসে থাকা বৌমা ঐশ্বর্য হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন৷ খুবই খুশি হয়েছিলেন তিনি৷ এমনকী এক পুরনো সাক্ষাৎকারে জয়াও বৌমার ভূয়সী প্রশংসা করেন৷ এমনকী তিনি বলেন যে ঐশ্বর্য খুবই বুদ্ধিমতী এবং সাংসারিক৷ কিছু ১৭ বছরেই শাশুড়ি-বৌমার সম্পর্ক একবারে তলানিতে৷
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। শেষ বেশ কয়েক মাস ধরেই বলিউড উত্তাল তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে৷ বচ্চন পরিবারে অশান্তি চলছে, সে ছবি পরিষ্কার৷ তারকা-দম্পতির সম্পর্ক নাকি তলানিতে। তবে এ বিষয়ে কেউ কোনও মন্তব্য করেননি।
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। শেষ বেশ কয়েক মাস ধরেই বলিউড উত্তাল তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে৷ বচ্চন পরিবারে অশান্তি চলছে, সে ছবি পরিষ্কার৷ তারকা-দম্পতির সম্পর্ক নাকি তলানিতে। তবে এ বিষয়ে কেউ কোনও মন্তব্য করেননি।
অভিষেকের একটি ছবি নেটমাধ্যমে ঘোরাফেরা করছিল। সেখানে অভিষেকের হাতে বিয়ের আংটি দেখা যায়নি। যা তিনি সব সময় পরে থাকতেন৷ সেই ছবি তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরালো করে তোলে।
অভিষেকের একটি ছবি নেটমাধ্যমে ঘোরাফেরা করছিল। সেখানে অভিষেকের হাতে বিয়ের আংটি দেখা যায়নি। যা তিনি সব সময় পরে থাকতেন৷ সেই ছবি তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরালো করে তোলে।
বচ্চন পরিবারে হোলি উদযাপনেও ঐশ্বর্যকে সেভাবে দেখা যায়নি৷ তবে স্বামী-মেয়ে এবং বন্ধুদের সঙ্গে তিনি রং খেলেছিলেন৷
বচ্চন পরিবারে হোলি উদযাপনেও ঐশ্বর্যকে সেভাবে দেখা যায়নি৷ তবে স্বামী-মেয়ে এবং বন্ধুদের সঙ্গে তিনি রং খেলেছিলেন৷
এবার আবার শাশুড়ির জন্মদিনে জয়াকে এড়িয়েই গেলেন ঐশ্বর্য৷ কোনও রকম শুভেচ্ছা জানালেন না বৌমা৷ এতে আরও জলঘোলা হয়েছে৷ ভালই বোঝা যাচ্ছে যে ঐশ্বর্য-অভিষেকের সংসারে আগুন ধরেছে জয়ার জন্যই৷ তাই হয়ত জয়ার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানালেন না৷ যদিও অভিষেক তাঁর মায়ের এক পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান৷
এবার আবার শাশুড়ির জন্মদিনে জয়াকে এড়িয়েই গেলেন ঐশ্বর্য৷ কোনও রকম শুভেচ্ছা জানালেন না বৌমা৷ এতে আরও জলঘোলা হয়েছে৷ ভালই বোঝা যাচ্ছে যে ঐশ্বর্য-অভিষেকের সংসারে আগুন ধরেছে জয়ার জন্যই৷ তাই হয়ত জয়ার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানালেন না৷ যদিও অভিষেক তাঁর মায়ের এক পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান৷
অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদ নিয়ে জল্পনা চললেও তারকা-দম্পতির মুখে কুলুপ। তাঁদের সম্পর্ক নাকি তিক্ত হয়েছে।
অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদ নিয়ে জল্পনা চললেও তারকা-দম্পতির মুখে কুলুপ। তাঁদের সম্পর্ক নাকি তিক্ত হয়েছে।
ফলে বোঝাই যাচ্ছে ঘর ঘর কী কাহানির মতোই এখানেও সম্ভবত শ্বশুরবাড়ির সঙ্গে সংঘাত চলছে বৌমার৷ এবং দু’তরফের সঙ্গে মানিয়ে নিচ্ছেন অভিষেক৷
ফলে বোঝাই যাচ্ছে ঘর ঘর কী কাহানির মতোই এখানেও সম্ভবত শ্বশুরবাড়ির সঙ্গে সংঘাত চলছে বৌমার৷ এবং দু’তরফের সঙ্গে মানিয়ে নিচ্ছেন অভিষেক৷

 

Jaya Bachchan: স্বামীর জন্য নিজের কেরিয়ার জলাঞ্জলি দিয়েছেন, সংসার-সন্তান সামলেছেন, মায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা অভিনেতা ছেলের

৯ এপ্রিল নিজের জন্মদিন পালন করছেন জয়া বচ্চন৷ স্বামী-সন্তান, নাতি-নাতনিদের নিয়ে সুখের সময় কাটাচ্ছেন বচ্চন ঘরণী৷ স্বামীর জন্য তিনি নিজের কেরিয়ার হাসি মুখে ত্যাগ করেছিলেন৷ শক্ত হাতে সামলেছিলেন সংসার-সন্তান৷ অভিনয়ের জন্য অমিতাভের ব্যস্ততা কোনওভাবে ছাপ ফেলতে দেয়নি তাঁদের সংসারে৷ এখন জয়া সফল মা, সফল দিদা-ঠাকুমা৷ বচ্চন পরিবারের তিনিই শেষ কথা৷
৯ এপ্রিল নিজের জন্মদিন পালন করছেন জয়া বচ্চন৷ স্বামী-সন্তান, নাতি-নাতনিদের নিয়ে সুখের সময় কাটাচ্ছেন বচ্চন ঘরণী৷ স্বামীর জন্য তিনি নিজের কেরিয়ার হাসি মুখে ত্যাগ করেছিলেন৷ শক্ত হাতে সামলেছিলেন সংসার-সন্তান৷ অভিনয়ের জন্য অমিতাভের ব্যস্ততা কোনওভাবে ছাপ ফেলতে দেয়নি তাঁদের সংসারে৷ এখন জয়া সফল মা, সফল দিদা-ঠাকুমা৷ বচ্চন পরিবারের তিনিই শেষ কথা৷
আজ মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ছেলে অভিষেক৷ মায়ের পুরনো পোস্ট করে তিনি লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা মা৷ অনেক লড়াই ও ত্যাগের প্রতীক এই ছবি৷
আজ মায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ছেলে অভিষেক৷ মায়ের পুরনো পোস্ট করে তিনি লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা মা৷ অনেক লড়াই ও ত্যাগের প্রতীক এই ছবি৷
কারণ অমিতাভ বচ্চনকে বিয়ের পর, বচ্চনের ঘর সামলাতে অভিনয়কে দূরে সরিয়ে দেন জয়া৷ জয়া ছিলেন অত্যন্ত প্রতিভাশালী৷ ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে স্নাতক জয়া তাঁর সময়ের নামী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন৷ অভিনয় থেকে সরে না গিয়ে নিজের কেরিয়ার অন্যভাবে সাজাতে পারতেন জয়া৷ কিন্তু নিজেকে কাজের থেকে দূরে রেখে তিনি সামলেছেন সংসার৷ সন্তানদের বড় করেছেন৷ বচ্চন পরিবারকে শক্ত হাতে এক করে রেখেছেন তিনি৷ এমনকী অমিতাভ-রেখার রোম্যান্সের গুঞ্জনকে পাত্তা না দিয়ে তিনি মন দিয়েছেন অভিষেক-শ্বেতার দিকে৷
কারণ অমিতাভ বচ্চনকে বিয়ের পর, বচ্চনের ঘর সামলাতে অভিনয়কে দূরে সরিয়ে দেন জয়া৷ জয়া ছিলেন অত্যন্ত প্রতিভাশালী৷ ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে স্নাতক জয়া তাঁর সময়ের নামী অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন৷ অভিনয় থেকে সরে না গিয়ে নিজের কেরিয়ার অন্যভাবে সাজাতে পারতেন জয়া৷ কিন্তু নিজেকে কাজের থেকে দূরে রেখে তিনি সামলেছেন সংসার৷ সন্তানদের বড় করেছেন৷
বচ্চন পরিবারকে শক্ত হাতে এক করে রেখেছেন তিনি৷ এমনকী অমিতাভ-রেখার রোম্যান্সের গুঞ্জনকে পাত্তা না দিয়ে তিনি মন দিয়েছেন অভিষেক-শ্বেতার দিকে৷
বচ্চন পরিবারকে শক্ত হাতে এক করে রেখেছেন তিনি৷ এমনকী অমিতাভ-রেখার রোম্যান্সের গুঞ্জনকে পাত্তা না দিয়ে তিনি মন দিয়েছেন অভিষেক-শ্বেতার দিকে৷
অতএব তাঁর জন্মদিন যে ধুমধাম করে পালন করবেন বাড়ির সদস্যরা, সেটাই স্বাভাবিক৷ অমিতাভ বচ্চন নিজেই এই তথ্য জানিয়েছেন।
অতএব তাঁর জন্মদিন যে ধুমধাম করে পালন করবেন বাড়ির সদস্যরা, সেটাই স্বাভাবিক৷ অমিতাভ বচ্চন নিজেই এই তথ্য জানিয়েছেন।
স্ত্রীর জন্মদিনে স্বামী অমিতাভ সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেছেন৷ তিনি লিখেছেন, 'এই দিনে আমরা তোমাকে শুভকামনা জানাই... পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং ভালবাসা...'। তিনি আরও লিখেছেন, 'এটি আরেকটি পরিবারের জন্মের সকাল, যার কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। আজ আমার সঙ্গীর জন্মদিন এবং আমি তার জন্য প্রাপ্ত সমস্ত শুভেচ্ছার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাঝরাতে পুরো পরিবার জড়ো হব।
স্ত্রীর জন্মদিনে স্বামী অমিতাভ সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেছেন৷ তিনি লিখেছেন, ‘এই দিনে আমরা তোমাকে শুভকামনা জানাই… পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং ভালবাসা…’। তিনি আরও লিখেছেন, ‘এটি আরেকটি পরিবারের জন্মের সকাল, যার কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। আজ আমার সঙ্গীর জন্মদিন এবং আমি তার জন্য প্রাপ্ত সমস্ত শুভেচ্ছার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাঝরাতে পুরো পরিবার জড়ো হব।
সত্যজিৎ রায়ের 'মহানগর' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন জয়া বচ্চন। তখন জয়ার বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর বলিউডের ছবিতে কাজ করেন। 'গুড্ডি' থেকে ইদানিং 'রকি অর রানি কি প্রেম কাহানি' পর্যন্ত বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের জুটি বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও খুব জনপ্রিয়। 'অভিমান', 'শোলে', 'জাঞ্জির' এবং 'কভি খুশি কখনো গম' সহ বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। আজও ভক্তরা তাদের একসঙ্গে ছবিতে দেখতে আগ্রহী।
সত্যজিৎ রায়ের ‘মহানগর’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন জয়া বচ্চন। তখন জয়ার বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর বলিউডের ছবিতে কাজ করেন। ‘গুড্ডি’ থেকে ইদানিং ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ পর্যন্ত বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের জুটি বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও খুব জনপ্রিয়। ‘অভিমান’, ‘শোলে’, ‘জাঞ্জির’ এবং ‘কভি খুশি কখনো গম’ সহ বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। আজও ভক্তরা তাদের একসঙ্গে ছবিতে দেখতে আগ্রহী।
১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন অমিতাভ-জয়া।
১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন অমিতাভ-জয়া।
চলচ্চিত্রের পর এখন রাজনীতিতেও সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী। তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য। রাজ্যসভার সদস্য হিসেবে এটি তার পঞ্চম মেয়াদ। এ ছাড়া জয়া বচ্চন প্রায়ই তাঁর মন্তব্য নিয়ে আলোচনায় আসেন। সাম্প্রতিক সময়ে, তাকে তার নাতনী নভ্যা নাভেলি নন্দার পডকাস্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে।
চলচ্চিত্রের পর এখন রাজনীতিতেও সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী। তিনি সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য। রাজ্যসভার সদস্য হিসেবে এটি তার পঞ্চম মেয়াদ। এ ছাড়া জয়া বচ্চন প্রায়ই তাঁর মন্তব্য নিয়ে আলোচনায় আসেন। সাম্প্রতিক সময়ে, তাকে তার নাতনী নভ্যা নাভেলি নন্দার পডকাস্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে।

Govinda Love Life: বয়সে ছোট নায়িকার প্রেমে পাগল ছিলেন বিবাহিত গোবিন্দা! তারপর যা কাণ্ড ঘটল….

গত বেশ কয়েকদিন ধরেই খবরে গোবিন্দ। রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পাশে দাঁড়িয়ে শিবসেনার সদস্যপদ নিয়েছেন গোবিন্দা। গোবিন্দ মানেই শুধু সুপারস্টার নন, বলিউডের সেরা ডান্স হিরোদের মধ্যে তিনি অন্যতম৷ বেশ কয়কজন নায়িকার সঙ্গে গোবিন্দার হিট জুটি ছিল৷
গত বেশ কয়েকদিন ধরেই খবরে গোবিন্দ। রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পাশে দাঁড়িয়ে শিবসেনার সদস্যপদ নিয়েছেন গোবিন্দা। গোবিন্দ মানেই শুধু সুপারস্টার নন, বলিউডের সেরা ডান্স হিরোদের মধ্যে তিনি অন্যতম৷ বেশ কয়কজন নায়িকার সঙ্গে গোবিন্দার হিট জুটি ছিল৷
এদের মধ্যেই এক নায়িকার প্রেমে পড়েন গোবিন্দা৷ নায়িকা তাঁর থেকে বয়সে অনেক ছোট ছিল৷ এবং গোবিন্দাও সেই সময় বিবাহিত ছিলেন৷
এদের মধ্যেই এক নায়িকার প্রেমে পড়েন গোবিন্দা৷ নায়িকা তাঁর থেকে বয়সে অনেক ছোট ছিল৷ এবং গোবিন্দাও সেই সময় বিবাহিত ছিলেন৷
ভাগ্যের প্রতি আস্থা প্রকাশ করে গোবিন্দ বলেছিলেন যে যা হওয়ার তা হবে। তিনি দিব্যার অত্যাশ্চর্য চেহারা এবং আকর্ষণ দ্বারা মুগ্ধ হয়েছিলেন।
ভাগ্যের প্রতি আস্থা প্রকাশ করে গোবিন্দ বলেছিলেন যে যা হওয়ার তা হবে। তিনি দিব্যার অত্যাশ্চর্য চেহারা এবং আকর্ষণ দ্বারা মুগ্ধ হয়েছিলেন।
দিব্যা ভারতীর জীবন যতটা চমকপ্রদ ছিল তেমনই তাঁর সঙ্গে গোবিন্দার জুটি নিয়ে চর্চা কম হয়নি৷ দিব্যা নিজের সময়ের সেরা নায়িকা ছিলেন৷ তারকা অভিনেত্রী ছিলেন দিব্যা। অভিনেতারাও তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। অনেক অভিনেতা তাঁর প্রেমে পড়েছিলেন, হিরো নম্বর ওয়ান ছিলেন সেই তালিকায়।
দিব্যা ভারতীর জীবন যতটা চমকপ্রদ ছিল তেমনই তাঁর সঙ্গে গোবিন্দার জুটি নিয়ে চর্চা কম হয়নি৷ দিব্যা নিজের সময়ের সেরা নায়িকা ছিলেন৷ তারকা অভিনেত্রী ছিলেন দিব্যা। অভিনেতারাও তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। অনেক অভিনেতা তাঁর প্রেমে পড়েছিলেন, হিরো নম্বর ওয়ান ছিলেন সেই তালিকায়।
একটি পুরনো সাক্ষাৎকারে দিব্যা ভারতীকে নিয়ে তাঁর অনুভূতি সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলেছেন গোবিন্দ। দিব্যা ভারতীর প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন গোবিন্দ৷ নিজেই জানিয়েছিলেন সেই কথা৷ সেই সময় সুনিতার সঙ্গে বিয়ে হলেও তিনি দিব্যাকে ভালবেসে ছিলেন। দিব্যার সৌন্দর্য, অভিনয় ক্ষমতা গোবিন্দাকে মুগ্ধ করেছিল৷
একটি পুরনো সাক্ষাৎকারে দিব্যা ভারতীকে নিয়ে তাঁর অনুভূতি সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলেছেন গোবিন্দ। দিব্যা ভারতীর প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন গোবিন্দ৷ নিজেই জানিয়েছিলেন সেই কথা৷ সেই সময় সুনিতার সঙ্গে বিয়ে হলেও তিনি দিব্যাকে ভালবেসে ছিলেন। দিব্যার সৌন্দর্য, অভিনয় ক্ষমতা গোবিন্দাকে মুগ্ধ করেছিল৷
শুধু দিব্যা নয়,জুহি চাওলাকেও খুব পছন্দ করতেন গোবিন্দা৷ জুহির প্রতিও তাঁর ছিল সফ্ট কর্নার৷ নিজেই সেকথা জানান গোবিন্দা৷ তিনি জানতেন যে এই কথাগুলো শুনলে তাঁর স্ত্রী সুনীতা রাগ করতে পারেন। তবে তারপরও দিব্যাকে আকর্ষণীয় বলে বর্ণনা করেছিলেন। ৯র দশকে, গোবিন্দের নাম প্রায়ই দিব্যা ভারতী সহ অনেক অভিনেত্রীর সঙ্গে যুক্ত ছিল।
শুধু দিব্যা নয়,জুহি চাওলাকেও খুব পছন্দ করতেন গোবিন্দা৷ জুহির প্রতিও তাঁর ছিল সফ্ট কর্নার৷ নিজেই সেকথা জানান গোবিন্দা৷ তিনি জানতেন যে এই কথাগুলো শুনলে তাঁর স্ত্রী সুনীতা রাগ করতে পারেন। তবে তারপরও দিব্যাকে আকর্ষণীয় বলে বর্ণনা করেছিলেন। ৯র দশকে, গোবিন্দের নাম প্রায়ই দিব্যা ভারতী সহ অনেক অভিনেত্রীর সঙ্গে যুক্ত ছিল।
গোবিন্দ ও দিব্যা ভারতী একসঙ্গে অভিনয় করেছিলেন ‘শোলা অর শবনম’ এবং ‘জান সে পেয়ারা’ ছবিতে। এ ছাড়া 'আন্দোলন' ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল তাঁদের, কিন্তু দুর্ভাগ্যবশত দিব্যা মৃত্যু হয়৷ মাত্র ১৯ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান দিব্যা। ১৯৯৩-র ৫ এপ্রিল তাঁর অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মারা যান দিব্যা। তাঁর মৃত্যুর কারণ নিয়েও এখনও রহস্য রয়ে গিয়েছে।
গোবিন্দ ও দিব্যা ভারতী একসঙ্গে অভিনয় করেছিলেন ‘শোলা অর শবনম’ এবং ‘জান সে পেয়ারা’ ছবিতে। এ ছাড়া ‘আন্দোলন’ ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিল তাঁদের, কিন্তু দুর্ভাগ্যবশত দিব্যা মৃত্যু হয়৷ মাত্র ১৯ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান দিব্যা। ১৯৯৩-র ৫ এপ্রিল তাঁর অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মারা যান দিব্যা। তাঁর মৃত্যুর কারণ নিয়েও এখনও রহস্য রয়ে গিয়েছে।
১০ মে ১৯৯২-এ সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন দিব্যা ভারতী। দুজনকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোবিন্দ। সাজিদ এবং দিব্যা প্রথম দেখা 'শোলা অর শবনম'-এর শুটিংয়ের সময়, যেখানে দিব্যা গোবিন্দের বিপরীতে অভিনয় করেছিলেন৷
১০ মে ১৯৯২-এ সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন দিব্যা ভারতী। দুজনকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোবিন্দ। সাজিদ এবং দিব্যা প্রথম দেখা ‘শোলা অর শবনম’-এর শুটিংয়ের সময়, যেখানে দিব্যা গোবিন্দের বিপরীতে অভিনয় করেছিলেন৷
দিব্যা ও সাজিদের সঙ্গে সাক্ষাৎও হয় গোবিন্দের মাধ্যমে৷ দিব্যার সঙ্গে দেখা করে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হন সাজিদ নাদিয়াদওয়ালা এবং তাঁকে বিয়ে করেন।
দিব্যা ও সাজিদের সঙ্গে সাক্ষাৎও হয় গোবিন্দের মাধ্যমে৷ দিব্যার সঙ্গে দেখা করে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হন সাজিদ নাদিয়াদওয়ালা এবং তাঁকে বিয়ে করেন।

Gangu Ramsay Death: অকালে চলে গেলেন বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক-পরিচালক, কিংবদন্তির মৃত্যুতে বড় ক্ষতি! বিনোদন জগতে শোকের ছায়া

মুম্বই: সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ আবারও এক দুঃসংবাদ বিনোদন জগতে৷ আচমকা প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় সিনেমাটোগ্রাফার গাঙ্গু রামসে৷ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বীরানা’ খ্যাত বিখ্যাত চিত্রগাহক৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হয়েছিলেন গাঙ্গু রামসে৷ মৃত্যুর আগের একমাস পরিস্থিতির চরম অবনতি ঘটে৷ তারপর তড়িঘড়ি করে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বলিউডের জনপ্রিয় এই চিত্রগ্রাহকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিল্ম ইন্ডাস্টিতে৷

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

সময়টা ছিল ৭০-৮০ দশক৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স৷ তাদের মধ্যেই অন্যতম একজন ছিলেন গাঙ্গু রামসে৷ যার ক্যামেরার কাজ মুগ্ধ করেছে দর্শকদের৷ তার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া সবচেয়ে চর্চিত ছবি ছিল ‘বীরানা’৷

একাধিক হরর ছবি ‘পুরানা মন্দির’, ‘বন্ধ দরওয়াজা’, ‘বীরানা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘খোঁজ’-এর মতো একাধিক ছবিতে নিজেদের ছাপ রেখেছেন৷ নব্বইয়ের দশকে হরর ছবি মানেই ‘রামসে ব্রাদার্স’ ভীষণ ভাবে জনপ্রিয় ছিল৷ শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনে ছাপ রেখেছেন তিনি৷ একাধিক হরর শো ‘দ্য জি হরর শো’, ‘স্যাটারডে সাসপেন্স’, ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো রয়েছে তালিকায়৷

Highest Paid Singer in Bollywood: শ্রেয়া, অরিজিৎ, নেহা নস্যি! একটি গানের জন্য সবচেয়ে বেশি আয় কার, জানেন কি

ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে বলিউডে সঙ্গীতের একটি বিশেষ স্থান রয়েছে। এমনকি কিছু কিছু ছবি বক্স অফিসে সফল হয় শুধু গানের জন্যই। সুতরাং বলিউডে গায়ক-গায়িকাদের কদর যে এখানে কিছু কম নয়, তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে বলিউডে সঙ্গীতের একটি বিশেষ স্থান রয়েছে। এমনকি কিছু কিছু ছবি বক্স অফিসে সফল হয় শুধু গানের জন্যই। সুতরাং বলিউডে গায়ক-গায়িকাদের কদর যে এখানে কিছু কম নয়, তা বলার অপেক্ষা রাখে না।
সাম্প্রতিক কালে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, বাদশার মতো সঙ্গীতশিল্পীরা বলিউড মাতিয়ে রেখেছেন। কিন্তু জানেন কি, বলিউডে একটি গানের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক কে পান?
সাম্প্রতিক কালে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, বাদশার মতো সঙ্গীতশিল্পীরা বলিউড মাতিয়ে রেখেছেন। কিন্তু জানেন কি, বলিউডে একটি গানের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক কে পান?
একাধিক সংবাদমাধ্যমের দাবি, মায়েস্ট্রো এ আর রহমান গান পিছু তিন কোটি টাকা পারিশ্রমিক নেন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি একাধিক ছবির গানে তিনি নিজের কণ্ঠও দিয়েছেন।
একাধিক সংবাদমাধ্যমের দাবি, মায়েস্ট্রো এ আর রহমান গান পিছু তিন কোটি টাকা পারিশ্রমিক নেন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি একাধিক ছবির গানে তিনি নিজের কণ্ঠও দিয়েছেন।
এ আর রহমান বা তাঁর টিম যদিও এই তথ্যের উপর কোনও শিলমোহর বসাননি। সবটাই ইন্ডাস্ট্রির চর্চা।
এ আর রহমান বা তাঁর টিম যদিও এই তথ্যের উপর কোনও শিলমোহর বসাননি। সবটাই ইন্ডাস্ট্রির চর্চা।
তিন দশক ধরে সঙ্গীত ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এ আর রহমান। মণি রত্নম পরিচালিত ১৯৯২ সালে 'রোজা' ছবির মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
তিন দশক ধরে সঙ্গীত ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এ আর রহমান। মণি রত্নম পরিচালিত ১৯৯২ সালে ‘রোজা’ ছবির মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
দীর্ঘ কেরিয়ারে একাধিক পুরস্কার পেয়েছেন। এমনকি গ্র্যামি, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মতো সম্মানও পেয়েছেন তিনি।
দীর্ঘ কেরিয়ারে একাধিক পুরস্কার পেয়েছেন। এমনকি গ্র্যামি, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মতো সম্মানও পেয়েছেন তিনি।