Tag Archives: Bollywood

Abhijeet Sawant Net Worth: Indian Idol-এ জয়ী হয়েও তলিয়ে গেলেন অকালেই! অভিজিতের সম্পত্তির পরিমাণ চমকে দেবে

অভিজিৎ সাওয়ান্ত। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী। গায়কি দিয়ে বিচারক থেকে দর্শক, মন জয় করেছিলেন সকলেরই। ২০০৪ সালে সেই রিয়্যালিটি শোয়ে সেরার শিরোপা পেয়ে সাফল্যের চূড়ায় পৌঁছন তিনি।
অভিজিৎ সাওয়ান্ত। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজয়ী। গায়কি দিয়ে বিচারক থেকে দর্শক, মন জয় করেছিলেন সকলেরই। ২০০৪ সালে সেই রিয়্যালিটি শোয়ে সেরার শিরোপা পেয়ে সাফল্যের চূড়ায় পৌঁছন তিনি।
১৯৮১ সালে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। শুরু থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। স্নাতক হওয়ার পর তিনি গানবাজনাকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
১৯৮১ সালে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। শুরু থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ছিল। স্নাতক হওয়ার পর তিনি গানবাজনাকেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
ইন্ডিয়ান আইডল জেতার পর প্রকাশ পায় অভিজিতের একাধিক অ্যালবাম। তাঁর বেশ কয়েকটি গান জনপ্রিয়ও হয়। কিন্তু বলিউডে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেননি। তা সত্ত্বেও কোটি কোটি টাকার মালিক তিনি।
ইন্ডিয়ান আইডল জেতার পর প্রকাশ পায় অভিজিতের একাধিক অ্যালবাম। তাঁর বেশ কয়েকটি গান জনপ্রিয়ও হয়। কিন্তু বলিউডে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেননি। তা সত্ত্বেও কোটি কোটি টাকার মালিক তিনি।
মূলত স্টেজ শো এবং লাইভ শো তাঁর আয়ের সবচেয়ে বড় উৎস। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিজিৎ।
মূলত স্টেজ শো এবং লাইভ শো তাঁর আয়ের সবচেয়ে বড় উৎস। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অভিজিৎ।
গান বা পূর্ববর্তী অ্যালবাম থেকে যে রয়্যালটি অর্জন করেন তা গায়কের আয়ের ছোট একটি ছোট অংশ।
গান বা পূর্ববর্তী অ্যালবাম থেকে যে রয়্যালটি অর্জন করেন তা গায়কের আয়ের ছোট একটি ছোট অংশ।
অভিজিৎ জানান, গায়ক হওয়ার কারণে তিনি বেশিরভাগ সময়ই মঞ্চে কাটিয়েছেন। বড় শো থেকে শুরু করে পারিবারিক-কর্পোরেট শো, সবই করেন তিনি।
অভিজিৎ জানান, গায়ক হওয়ার কারণে তিনি বেশিরভাগ সময়ই মঞ্চে কাটিয়েছেন। বড় শো থেকে শুরু করে পারিবারিক-কর্পোরেট শো, সবই করেন তিনি।
স্টেজ শো করে কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন অভিজিৎ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি ৮.৩ কোটি টাকা। একটি স্টেজ শোয়ের জন্য তিনি প্রায় ছ’থেকে আট লক্ষ টাকা নেন।
স্টেজ শো করে কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন অভিজিৎ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তি ৮.৩ কোটি টাকা। একটি স্টেজ শোয়ের জন্য তিনি প্রায় ছ’থেকে আট লক্ষ টাকা নেন।

Fame Gurukul Qazi Touqeer: অরিজিতকে তুড়িতে উড়িয়েছিলেন! ছাড়েননি একচুল জমি! সময়ের আগেই হারিয়ে গেলেন কাজী

বরফের চাদরে ঢাকা কাশ্মীর থেকে আরব সাগরের তীর, দীর্ঘ এই সফর খুব সহজ ছিল না। কিন্ত শুধুমাত্র প্রতিভার জোরেই সেই অতিক্রম করেছেন তিনি। কাজী তৌকির।
বরফের চাদরে ঢাকা কাশ্মীর থেকে আরব সাগরের তীর, দীর্ঘ এই সফর খুব সহজ ছিল না। কিন্ত শুধুমাত্র প্রতিভার জোরেই সেই অতিক্রম করেছেন তিনি। কাজী তৌকির।
সাল ২০০৫। শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো 'ফেম গুরুকুল'। দেশের নানা জায়গা থেকে প্রতিভাবান গায়ক-গায়িকারা উঠে এসেছিলেন সেই অনুষ্ঠানের মঞ্চে। জয়ীর শিরোপা উঠেছিল দু'জনের মাথায়। রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায় এবং কাজী তৌকির।
সাল ২০০৫। শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’। দেশের নানা জায়গা থেকে প্রতিভাবান গায়ক-গায়িকারা উঠে এসেছিলেন সেই অনুষ্ঠানের মঞ্চে। জয়ীর শিরোপা উঠেছিল দু’জনের মাথায়। রূপরেখা বন্দ্য়োপাধ্য়ায় এবং কাজী তৌকির।
নিজের কণ্ঠ, গায়কি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন কাজী। শোয়ের বিচারকরা তাঁকে নিয়ে মাঝেসাঝে সন্দিহান হয়ে পড়তেন বটে। দর্শকের ভালবাসায় প্রতিযোগিতায় টিকেছিলেন তিনি।
নিজের কণ্ঠ, গায়কি দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন কাজী। শোয়ের বিচারকরা তাঁকে নিয়ে মাঝেসাঝে সন্দিহান হয়ে পড়তেন বটে। দর্শকের ভালবাসায় প্রতিযোগিতায় টিকেছিলেন তিনি।
'ফেম গুরুকুল' জেতার পর কাজীকে 'কাশ্মীরের নায়ক'-এর আখ্য়া দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। সেই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কাশ্মীরের ছেলে।
‘ফেম গুরুকুল’ জেতার পর কাজীকে ‘কাশ্মীরের নায়ক’-এর আখ্য়া দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। সেই সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন কাশ্মীরের ছেলে।
'ফেম গুরুকুল'-এ কাজীর প্রতিদ্বন্দ্বী ছিলেন অরিজিৎ সিং। তবে সেই প্রতিযোগিতায় খুব বেশি এগতে পারেননি অরিজিৎ। মাঝপথেই বাদ পড়েন তিনি। তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান কাজী।
‘ফেম গুরুকুল’-এ কাজীর প্রতিদ্বন্দ্বী ছিলেন অরিজিৎ সিং। তবে সেই প্রতিযোগিতায় খুব বেশি এগতে পারেননি অরিজিৎ। মাঝপথেই বাদ পড়েন তিনি। তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান কাজী।
সেই সময় কাজী চর্চার কেন্দ্রবিন্দুতে থাকলেও পরবর্তীতে বিশেষ কোনও কাজ করেননি কাজী। দর্শক-মন থেকেও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেন।
সেই সময় কাজী চর্চার কেন্দ্রবিন্দুতে থাকলেও পরবর্তীতে বিশেষ কোনও কাজ করেননি কাজী। দর্শক-মন থেকেও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেন।
২০১৫ সালে 'ফ্যান্টম' ছবিতে 'আফগান জালেবি' গানটি গেয়েছিলেন কাজী। সেই সময় তাঁকে নিয়ে খানিক চর্চা হয়। তার পর ফের বিস্মৃতির অতলে চলে যান গায়ক।
২০১৫ সালে ‘ফ্যান্টম’ ছবিতে ‘আফগান জালেবি’ গানটি গেয়েছিলেন কাজী। সেই সময় তাঁকে নিয়ে খানিক চর্চা হয়। তার পর ফের বিস্মৃতির অতলে চলে যান গায়ক।
'ফেম গুরুকুল'-এ বিজয়ীর খেতাব পেয়েছিলেন কাজী। তবু সতীর্থ অরিজিতের মতো বলিউডে ছাপ ফেলতে পারলেন না। তা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাঁকে।
‘ফেম গুরুকুল’-এ বিজয়ীর খেতাব পেয়েছিলেন কাজী। তবু সতীর্থ অরিজিতের মতো বলিউডে ছাপ ফেলতে পারলেন না। তা নিয়ে কম কটাক্ষও শুনতে হয়নি তাঁকে।
কাজী যদিও প্রতিযোগিতায় বিশ্বাসী নন। গায়ক জানান, তিনি বাছাই করে ভাল কাজ করতে চান। নিত্য তুলনা চললেও অরিজিতের সঙ্গে তার বন্ধুত্বে ছাপ পড়েনি। আজও গায়কের সঙ্গে যোগাযোগ আছে তাঁর।
কাজী যদিও প্রতিযোগিতায় বিশ্বাসী নন। গায়ক জানান, তিনি বাছাই করে ভাল কাজ করতে চান। নিত্য তুলনা চললেও অরিজিতের সঙ্গে তার বন্ধুত্বে ছাপ পড়েনি। আজও গায়কের সঙ্গে যোগাযোগ আছে তাঁর।

Shilpa Rao Love Story: ‘বেশরম রং’ গেয়ে গোটা বিশ্বকে নাচিয়েছেন শিল্পা রাও, গায়িকার স্বামী কে জানেন? শিল্পার প্রেমকাহিনি চমকে দেবে

বলিউডের নতুন গায়িকা হিসেবে এই মুহূর্তে প্রবল জনপ্রিয়তা রয়েছে শিল্পা রাওয়ের। তাঁর গলার স্বর ও গানে মুগ্ধ অসংখ্য মানুষ। দীপিকা পাড়ুকোনের জন্য কিছুদিন আগে 'হমে তো লুট লিয়া মিলকে' গানটি গেয়ে বিশেষ ভাবে নজর কেড়েছেন শিল্পা।
বলিউডের নতুন গায়িকা হিসেবে এই মুহূর্তে প্রবল জনপ্রিয়তা রয়েছে শিল্পা রাওয়ের। তাঁর গলার স্বর ও গানে মুগ্ধ অসংখ্য মানুষ। দীপিকা পাড়ুকোনের জন্য কিছুদিন আগে ‘হমে তো লুট লিয়া মিলকে’ গানটি গেয়ে বিশেষ ভাবে নজর কেড়েছেন শিল্পা।
কিন্তু শিল্পা মন কে কেড়েছেন জানেন? শিল্পার প্রেমিক, প্রিয় বন্ধু ও তাঁর স্বামী রীতেশ কৃষ্ণন। পেশাগত ভাবে ফটোগ্রাফার রীতেশের সঙ্গে ২০২১ সালে ২৫ জানুয়ারি করোনার লকডাউনেই বিয়ে সেরেছেন শিল্পা।
কিন্তু শিল্পা মন কে কেড়েছেন জানেন? শিল্পার প্রেমিক, প্রিয় বন্ধু ও তাঁর স্বামী রীতেশ কৃষ্ণন। পেশাগত ভাবে ফটোগ্রাফার রীতেশের সঙ্গে ২০২১ সালে ২৫ জানুয়ারি করোনার লকডাউনেই বিয়ে সেরেছেন শিল্পা।
রীতেশের সঙ্গে কোথায় দেখা? কীভাবে প্রেম শিল্পার? একটি সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন, সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে কোনও একটি কাজে গিয়ে বিয়ের প্রায় তিন বছর আগে শিল্পা ও রীতেশের পরিচয়।
রীতেশের সঙ্গে কোথায় দেখা? কীভাবে প্রেম শিল্পার? একটি সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছিলেন, সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে কোনও একটি কাজে গিয়ে বিয়ের প্রায় তিন বছর আগে শিল্পা ও রীতেশের পরিচয়।
ওই রেকর্ডিংয়ের সময় রীতেশ ছবি তোলার দায়িত্বে ছিলেন। শিল্পার সঙ্গে সেখানেই পরিচয় হয় তাঁর। সেখানেই বন্ধুত্ব, প্রেম, কিছুদিন ডেটিং তারপর বিয়ে। সে কারণে শিল্পা তাঁর প্রেমজীবনের সমস্ত কৃতিত্ব প্রীতমের।
ওই রেকর্ডিংয়ের সময় রীতেশ ছবি তোলার দায়িত্বে ছিলেন। শিল্পার সঙ্গে সেখানেই পরিচয় হয় তাঁর। সেখানেই বন্ধুত্ব, প্রেম, কিছুদিন ডেটিং তারপর বিয়ে। সে কারণে শিল্পা তাঁর প্রেমজীবনের সমস্ত কৃতিত্ব প্রীতমের।
বহু জায়গায় একসঙ্গে বেড়াতেও যান শিল্পা ও রীতেশ। পরিচয় গভীর হলে লকডাউনের সময়ই বিয়ে করেন তাঁরা। একেবারেই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। জুম কলে দুজনের পরিবারের লোকেরা বিয়ে দেখেছিলেন।
বহু জায়গায় একসঙ্গে বেড়াতেও যান শিল্পা ও রীতেশ। পরিচয় গভীর হলে লকডাউনের সময়ই বিয়ে করেন তাঁরা। একেবারেই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। জুম কলে দুজনের পরিবারের লোকেরা বিয়ে দেখেছিলেন।
কাশ্মীরে বেড়াতে গিয়েই রীতেশ বিয়ের জন্য প্রোপোজ করেছিলেন শিল্পাকে। সেখানেই হ্যাঁ বলেছিলেন শিল্পা।
কাশ্মীরে বেড়াতে গিয়েই রীতেশ বিয়ের জন্য প্রোপোজ করেছিলেন শিল্পাকে। সেখানেই হ্যাঁ বলেছিলেন শিল্পা।
বিয়ে করে শিল্পাই প্রথম সেলফি শেয়ার করে লিখেছিলেন, 'মিস্টার ও মিসেস হিসেবে আমাদের প্রথম সেলফি'।
বিয়ে করে শিল্পাই প্রথম সেলফি শেয়ার করে লিখেছিলেন, ‘মিস্টার ও মিসেস হিসেবে আমাদের প্রথম সেলফি’।
এর আগে রীতেশ ও নিজের ছোটবেলার ছবিও শেয়ার করেছিলেন শিল্পা। ছবিতে কখনও হাসি না বলে নিজেদের মিল থাকার কথাও উল্লেখ করেছিলেন শিল্পা।
এর আগে রীতেশ ও নিজের ছোটবেলার ছবিও শেয়ার করেছিলেন শিল্পা। ছবিতে কখনও হাসি না বলে নিজেদের মিল থাকার কথাও উল্লেখ করেছিলেন শিল্পা।
বেশরম রং, চলেয়া, মলঙ্গ, ঘুংরু, বুলেয়ার মতো অসংখ্য হিট গানের মালকিন শিল্পা রাও। তাঁর গানের জাদুতে মুগ্ধ দেশ-বিদেশের মানুষ।
বেশরম রং, চলেয়া, মলঙ্গ, ঘুংরু, বুলেয়ার মতো অসংখ্য হিট গানের মালকিন শিল্পা রাও। তাঁর গানের জাদুতে মুগ্ধ দেশ-বিদেশের মানুষ।

বক্স অফিসে ঝড় তুলেছিল তাঁর সিনেমা, কিন্তু ৩টি ছবির পরই বিদায় জানান বলিউডকে, এখন কী করছেন জায়রা?

বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি কোনটা? নিমেষের মধ্যে উত্তর আসবে ‘দঙ্গল’। ২০১৬ সালে আমির খান অভিনীত এই ছবি মুক্তি পায়। বক্স অফিসে ২ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর ৮ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও সেই রেকর্ড ভাঙতে পারেনি কোনও ছবি। দঙ্গল অভিনেত্রী জায়রা ওয়াসিম-ও রাতারাতি তারকা হয়ে যান। (Photo: Instagram@IMDB)
বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি কোনটা? নিমেষের মধ্যে উত্তর আসবে ‘দঙ্গল’। ২০১৬ সালে আমির খান অভিনীত এই ছবি মুক্তি পায়। বক্স অফিসে ২ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর ৮ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও সেই রেকর্ড ভাঙতে পারেনি কোনও ছবি। দঙ্গল অভিনেত্রী জায়রা ওয়াসিম-ও রাতারাতি তারকা হয়ে যান। (Photo: Instagram@IMDB)
‘দঙ্গল’ ছবিতে জায়রার অভিনয় প্রশংসা কুড়োয় সমালোচক মহলে। কাশ্মীরি মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান আট থেকে আশি। জায়রার দ্বিতীয় ছবিও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। কিন্তু তারপরই সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। (Photo: Instagram@IMDB)
‘দঙ্গল’ ছবিতে জায়রার অভিনয় প্রশংসা কুড়োয় সমালোচক মহলে। কাশ্মীরি মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান আট থেকে আশি। জায়রার দ্বিতীয় ছবিও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। কিন্তু তারপরই সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। (Photo: Instagram@IMDB)
বলা যায়, ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে এক প্রকার সন্ন্যাস নেন জায়রা ওয়াসিম। মাত্র ৩টি সিনেমায় অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। কিন্তু তাতেই লাইমলাইট ঘুরিয়ে নিতে পেরেছিলেন নিজের দিকে। ২০০০ সালের ২৩ অক্টোবর জায়রার জন্ম। (Photo: Instagram@IMDB)
বলা যায়, ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে এক প্রকার সন্ন্যাস নেন জায়রা ওয়াসিম। মাত্র ৩টি সিনেমায় অভিনয় করেছেন জায়রা ওয়াসিম। কিন্তু তাতেই লাইমলাইট ঘুরিয়ে নিতে পেরেছিলেন নিজের দিকে। ২০০০ সালের ২৩ অক্টোবর জায়রার জন্ম। (Photo: Instagram@IMDB)
বিশ্বব্যাপী ৯১২ কোটি টাকার ব্যবসা করেছিল ‘সিক্রেট সুপারস্টার’। পরপর দুটো ছবি হিট। জায়রার কাছে পরিচাল প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে। সবাই তাঁকে নিয়ে সিনেমা বানাতে চান। এরপর ২০১৯ সালে মুক্তি পায় জায়রার ‘দ্য স্কাই ইউ পিঙ্ক’। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর জায়রাও বলিউডকে বিদায় জানান। ফিরে যান পরিবারের কাছে কাশ্মীরে। (Photo: Instagram@IMDB)
বিশ্বব্যাপী ৯১২ কোটি টাকার ব্যবসা করেছিল ‘সিক্রেট সুপারস্টার’। পরপর দুটো ছবি হিট। জায়রার কাছে পরিচাল প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে। সবাই তাঁকে নিয়ে সিনেমা বানাতে চান। এরপর ২০১৯ সালে মুক্তি পায় জায়রার ‘দ্য স্কাই ইউ পিঙ্ক’। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর জায়রাও বলিউডকে বিদায় জানান। ফিরে যান পরিবারের কাছে কাশ্মীরে।
(Photo: Instagram@IMDB)
বর্তমানে জায়রা কাশ্মীরেই থাকেন। পরিবারের সঙ্গে একসাথে। ২০১৯ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। যদিও ভক্তরা এখনও জায়রার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। কিন্তু অভিনেত্রী আর সিনেমা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রূপালি পর্দাকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় জায়রা। (Photo: Instagram@IMDB)
বর্তমানে জায়রা কাশ্মীরেই থাকেন। পরিবারের সঙ্গে একসাথে। ২০১৯ সালের পর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। যদিও ভক্তরা এখনও জায়রার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। কিন্তু অভিনেত্রী আর সিনেমা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রূপালি পর্দাকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় জায়রা। (Photo: Instagram@IMDB)
ইনস্টাগ্রাম কিংবা এক্সে মনের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। (Photo: Instagram@IMDB)
ইনস্টাগ্রাম কিংবা এক্সে মনের কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। (Photo: Instagram@IMDB)

Bollywood Gossip: বারেবারে জীবনে নতুন পুরুষ, সন্তানের ‘মা’ হলেও, সিঁথিতে ওঠেনি বিয়ের সিঁদুর, প্রতি মুহূর্তে চমকে দেওয়া নায়িকা তিনি

: বাঙালি কন্যা তিনি ১১ বার প্রেমে পড়ছেন৷ কিন্তু আজও ঘর বাঁধতে পারলেন না বলিউডের এই বঙ্গললনা৷ বলিউডে এমন অনেক তারকা আছেন যারা প্রেমে পড়েছেন, শুধু একবার নয় বহুবার, কিন্তু তারপরও বিয়ে করেননি।  সেই তালিকায় এই সুন্দরী একদম সামনের সারিতে৷ ইনি  একের পর এক ছবি করেছেন কিন্তু সেই সিনেমায় অভিনয়ের জন্যে তিনি যত না শিরোনাম পেয়েছেন তার সম্পর্কের জন্যই বেশি হেডলাইন ছিনিয়ে নিয়েছেন। Photo -File
: বাঙালি কন্যা তিনি ১১ বার প্রেমে পড়ছেন৷ কিন্তু আজও ঘর বাঁধতে পারলেন না বলিউডের এই বঙ্গললনা৷ বলিউডে এমন অনেক তারকা আছেন যারা প্রেমে পড়েছেন, শুধু একবার নয় বহুবার, কিন্তু তারপরও বিয়ে করেননি।  সেই তালিকায় এই সুন্দরী একদম সামনের সারিতে৷ ইনি  একের পর এক ছবি করেছেন কিন্তু সেই সিনেমায় অভিনয়ের জন্যে তিনি যত না শিরোনাম পেয়েছেন তার সম্পর্কের জন্যই বেশি হেডলাইন ছিনিয়ে নিয়েছেন। Photo -File
এই অভিনেত্রী আর কেউ নন সুস্মিতা সেন- এক, দুই, তিন নয় একের পর এক প্রেমের সম্পর্কে  কারণে খবরে উঠে এসেছেন৷  এতবার প্রেমে পড়লেও তিনি কাউকে বিয়ে করেননি। প্রৌঢ় ললিত মোদি থেকে কচি রোহমান শল!  সঞ্জয় নারাং, রণদীপ হুদা, ইমতিয়াজ খাত্রী, ওয়াসিম আক্রম এবং মুদাসার আজিজ সহ ১১ জনের সঙ্গে তিনি ডেট করেছেন। আবার সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তাঁর একাধিক প্রাক্তন প্রেমিকের সঙ্গে ফের তাঁকে দেখা গেছে৷ Photo -File
এই অভিনেত্রী আর কেউ নন সুস্মিতা সেন- এক, দুই, তিন নয় একের পর এক প্রেমের সম্পর্কে  কারণে খবরে উঠে এসেছেন৷  এতবার প্রেমে পড়লেও তিনি কাউকে বিয়ে করেননি। প্রৌঢ় ললিত মোদি থেকে কচি রোহমান শল!  সঞ্জয় নারাং, রণদীপ হুদা, ইমতিয়াজ খাত্রী, ওয়াসিম আক্রম এবং মুদাসার আজিজ সহ ১১ জনের সঙ্গে তিনি ডেট করেছেন। আবার সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তাঁর একাধিক প্রাক্তন প্রেমিকের সঙ্গে ফের তাঁকে দেখা গেছে৷ Photo -File
বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু করেছিলেন সুস্মিতা৷  'মিস ইউনিভার্স' খেতাব জয়ী সুস্মিতা সেন বর্তমানে তাঁর কেরিয়ারের দারুণ ফর্মে রয়েছেন৷  'তালি' এবং 'আর্যা ৩'-এ অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন৷  সুস্মিতা এখনও বিয়ে করেননি, কিন্তু জীবনে আরও একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন৷  তবে দুই মেয়ের মা। Photo -File
বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু করেছিলেন সুস্মিতা৷  ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ী সুস্মিতা সেন বর্তমানে তাঁর কেরিয়ারের দারুণ ফর্মে রয়েছেন৷  ‘তালি’ এবং ‘আর্যা ৩’-এ অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন৷  সুস্মিতা এখনও বিয়ে করেননি, কিন্তু জীবনে আরও একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন৷  তবে দুই মেয়ের মা। Photo -File
সুস্মিতা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁর বড় মেয়ে রেনে সেনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করায় তাঁকে ছবির শুটিং মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, তিনি জানিয়েছিলেন,  যে  তাঁকে শুনতে হয়েছিল যে তিনি তাঁর কেরিয়ারকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না কারণ তিনি ২৪ বছর বয়সে একটি কন্যা সন্তান  দত্তক নিয়েছিলেন। Photo -File
সুস্মিতা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁর বড় মেয়ে রেনে সেনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করায় তাঁকে ছবির শুটিং মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, তিনি জানিয়েছিলেন,  যে  তাঁকে শুনতে হয়েছিল যে তিনি তাঁর কেরিয়ারকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না কারণ তিনি ২৪ বছর বয়সে একটি কন্যা সন্তান  দত্তক নিয়েছিলেন। Photo -File
২৪ বছরের তরুণী, সুন্দরী, অভিনেত্রী নিজের জীবনের গুরুত্ব ঠিক করে নিয়েছিলেন৷ তিনি মনে করেছিলেন একজন মায়ের কাছে তাঁর সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। Photo -File
২৪ বছরের তরুণী, সুন্দরী, অভিনেত্রী নিজের জীবনের গুরুত্ব ঠিক করে নিয়েছিলেন৷ তিনি মনে করেছিলেন একজন মায়ের কাছে তাঁর সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। Photo -File
৪৬ বছর বয়সী হাসিনা,  অভিনয় এবং অভিনয়ের মাধ্যমে সুপার জনপ্রিয়। তিনি বলিউডের পাশাপাশি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন৷  'রক্ষাক্কুডু' ছবিতে নাগার্জুনের সঙ্গে কাজ করেছেন। সলমান খান থেকে শাহরুখ খান পর্যন্ত সবার সঙ্গে কাজ করেছেন৷  কিন্তু  এরপরেও অবিবাহিত মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে কেরিয়ারকে ঝুঁকিতে ফেলেছেন। তবে এখন দুই মেয়ের বড় হয়ে যাওয়ার পর ফের অভিনয় কেরিয়ারে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন৷ Photo -File
৪৬ বছর বয়সী হাসিনা,  অভিনয় এবং অভিনয়ের মাধ্যমে সুপার জনপ্রিয়। তিনি বলিউডের পাশাপাশি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন৷  ‘রক্ষাক্কুডু’ ছবিতে নাগার্জুনের সঙ্গে কাজ করেছেন। সলমান খান থেকে শাহরুখ খান পর্যন্ত সবার সঙ্গে কাজ করেছেন৷  কিন্তু  এরপরেও অবিবাহিত মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে কেরিয়ারকে ঝুঁকিতে ফেলেছেন। তবে এখন দুই মেয়ের বড় হয়ে যাওয়ার পর ফের অভিনয় কেরিয়ারে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন৷ Photo -File
এর আগে রেনে যখন ছোট ছিল তখন শুটিং চলাকালীন কারো তোয়াক্কা না করে ফ্লাইট নিয়ে মেয়ের কাছে চলে এসেছিলেন। নির্মাতারা তাঁর অবস্থা বুঝতে পেরেছিলেন তাই তাঁরা তাঁকে বাধা দেননি। Photo -File
এর আগে রেনে যখন ছোট ছিল তখন শুটিং চলাকালীন কারো তোয়াক্কা না করে ফ্লাইট নিয়ে মেয়ের কাছে চলে এসেছিলেন। নির্মাতারা তাঁর অবস্থা বুঝতে পেরেছিলেন তাই তাঁরা তাঁকে বাধা দেননি। Photo -File
২০০০ সালে রেনে নামে ৬ মাস বয়সী মেয়েকে দত্তক নেন সুস্মিতা। এই  সময়েই অক্ষয় কুমার এবং কারিনা কাপুর 'আজনবী' (২০০১)  এবং 'এয়েতরাজ' (২০০৪) ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন৷ Photo -File
২০০০ সালে রেনে নামে ৬ মাস বয়সী মেয়েকে দত্তক নেন সুস্মিতা। এই  সময়েই অক্ষয় কুমার এবং কারিনা কাপুর ‘আজনবী’ (২০০১)  এবং ‘এয়েতরাজ’ (২০০৪) ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন৷ Photo -File
নির্মাতারা সুস্মিতা সেনকে 'এয়েতরাজ'-এ কাস্ট করেছিলেন, তাঁরা পরে তাঁর জায়গায় প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে নেন৷ রেনের পর আরেক মেয়েকেও দত্তক নিয়েছিলেন সুস্মিতা সেন।Photo -File
নির্মাতারা সুস্মিতা সেনকে ‘এয়েতরাজ’-এ কাস্ট করেছিলেন, তাঁরা পরে তাঁর জায়গায় প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে নেন৷ রেনের পর আরেক মেয়েকেও দত্তক নিয়েছিলেন সুস্মিতা সেন।Photo -File
সুস্মিতা সেন বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের জন্য খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন৷  তবে এত কিছু করলেও তিনি কাউকে বিয়ে করেননি। তিনি ললিত মোদি, সঞ্জয় নারাং, রণদীপ হুডা, ইমতিয়াজ খত্রী, ওয়াসিম আক্রম এবং মুদাসার আজিজ সহ ১১ জন পুরুষের সঙ্গে ডেট করেছেন। Photo -File
সুস্মিতা সেন বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের জন্য খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন৷  তবে এত কিছু করলেও তিনি কাউকে বিয়ে করেননি। তিনি ললিত মোদি, সঞ্জয় নারাং, রণদীপ হুডা, ইমতিয়াজ খত্রী, ওয়াসিম আক্রম এবং মুদাসার আজিজ সহ ১১ জন পুরুষের সঙ্গে ডেট করেছেন। Photo -File
এদিকে  ফের তাঁকে রোহমান শলের সঙ্গে দেখা গেছে, যার সঙ্গে আগে তাঁর বিচ্ছেদ হয়েছিল এবং এরপর তিনি ললিত মোদির সঙ্গে সম্পর্কে জুড়িয়েছিলেন। ৪৭ বছর বয়সী সুস্মিতা সেন 'আর্য ৩'-র শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন, ফলে ফ্যানরাও খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন৷ যদিও অস্ত্রোপচারের পর সেটে ফিরে ওয়েব সিরিজের কাজ শেষ করেন অভিনেত্রী।Photo -File
এদিকে  ফের তাঁকে রোহমান শলের সঙ্গে দেখা গেছে, যার সঙ্গে আগে তাঁর বিচ্ছেদ হয়েছিল এবং এরপর তিনি ললিত মোদির সঙ্গে সম্পর্কে জুড়িয়েছিলেন। ৪৭ বছর বয়সী সুস্মিতা সেন ‘আর্য ৩’-র শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন, ফলে ফ্যানরাও খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন৷ যদিও অস্ত্রোপচারের পর সেটে ফিরে ওয়েব সিরিজের কাজ শেষ করেন অভিনেত্রী।Photo -File

Bollywood News: অগাধ রূপই কাল হল! বাঙালি মায়ের মেয়ে বলিউড নায়িকা, ফর্সা রংই বিপদ, বলুন তো ইনি কে

ছবির এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? শান্ত চোখ, স্মিত হাসি নিয়ে যে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে, সে আসলে কে? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
ছবির এই ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? শান্ত চোখ, স্মিত হাসি নিয়ে যে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে, সে আসলে কে? কয়েকটি সূত্র ধরিয়ে দেওয়া যাক।
বলিউডে নায়িকা হবে সুন্দরী, তাঁকে দেখে ফেরানো যাবে না চোখ। এক সময় বড় পর্দায় নারীদের ক্ষেত্রে অভিনয় দক্ষতার চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হত তাঁর সৌন্দর্যকে। কিন্তু জানেন কি, ছবিতে থাকা ছোট্ট মেয়েটির ক্ষেত্রে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর সৌন্দর্য?
বলিউডে নায়িকা হবে সুন্দরী, তাঁকে দেখে ফেরানো যাবে না চোখ। এক সময় বড় পর্দায় নারীদের ক্ষেত্রে অভিনয় দক্ষতার চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হত তাঁর সৌন্দর্যকে। কিন্তু জানেন কি, ছবিতে থাকা ছোট্ট মেয়েটির ক্ষেত্রে সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর সৌন্দর্য?
২০০১ সালে 'রেহনা তেরে দিল মে' ছবি দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। ত্রিকোণ প্রেমের সেই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
২০০১ সালে ‘রেহনা তেরে দিল মে’ ছবি দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। ত্রিকোণ প্রেমের সেই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কার কথা হচ্ছে। যাঁকে নিয়ে কথা হচ্ছে, তিনি দিয়া মির্জা। বলিউডের মিষ্টি হাসির মেয়ে।
এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কার কথা হচ্ছে। যাঁকে নিয়ে কথা হচ্ছে, তিনি দিয়া মির্জা। বলিউডের মিষ্টি হাসির মেয়ে।
১৯৮১ সালে হায়দ্রাবাদে জন্ম দিয়ার। বাবা- ফ্র্যাঙ্ক হেন্ড্রিক ছিলেন জার্মান। মা দীপা দেবী বাঙালি। তবে একসঙ্গে মা-বাবার সান্নিধ্য খুব বেশিদিন পাননি দিয়া। তাঁর বয়স যখন সাড়ে চার বছর, তখনই তাঁদের বিচ্ছেদ হয়।
১৯৮১ সালে হায়দ্রাবাদে জন্ম দিয়ার। বাবা- ফ্র্যাঙ্ক হেন্ড্রিক ছিলেন জার্মান। মা দীপা দেবী বাঙালি। তবে একসঙ্গে মা-বাবার সান্নিধ্য খুব বেশিদিন পাননি দিয়া। তাঁর বয়স যখন সাড়ে চার বছর, তখনই তাঁদের বিচ্ছেদ হয়।
তার পর দিয়ার মা বিয়ে করেন আহমেদ মির্জাকে। সৎ বাবার সঙ্গে আগাগোড়াই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ার। অভিনেত্রীর জীবনে তাঁর অবদান অশেষ। তাই আহমেদের পদবীই ব্যবহার করেন দিয়া।
তার পর দিয়ার মা বিয়ে করেন আহমেদ মির্জাকে। সৎ বাবার সঙ্গে আগাগোড়াই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ার। অভিনেত্রীর জীবনে তাঁর অবদান অশেষ। তাই আহমেদের পদবীই ব্যবহার করেন দিয়া।
বাণিজ্যিক ছবির পাশাপাশি এক সময় দিয়া কাজ করতে চেয়েছিলেন বিষয়ভিত্তিক ছবিতেও। কিন্তু পরিচালকরা অভিনেত্রীকে সেই সুযোগ দেননি। তাঁরা মনে করেছিলেন, দিয়ার সৌন্দর্য তাঁদের ছবির ক্ষেত্রে ঠিক মানানসই নয়। অতিরিক্ত 'ফর্সা' হওয়ার কারণেই নাকি একাধিক চরিত্র হাতছাড়া হয় তাঁর।
বাণিজ্যিক ছবির পাশাপাশি এক সময় দিয়া কাজ করতে চেয়েছিলেন বিষয়ভিত্তিক ছবিতেও। কিন্তু পরিচালকরা অভিনেত্রীকে সেই সুযোগ দেননি। তাঁরা মনে করেছিলেন, দিয়ার সৌন্দর্য তাঁদের ছবির ক্ষেত্রে ঠিক মানানসই নয়। অতিরিক্ত ‘ফর্সা’ হওয়ার কারণেই নাকি একাধিক চরিত্র হাতছাড়া হয় তাঁর।
বক্স অফিসে দিয়ার সফল ছবির সংখ্যা নেহাতই কম। কিন্তু জীবনের প্রত্যেক ধাপে প্রত্যেক চরিত্রেই ভাল নম্বর নিয়ে উত্তীর্ণ তিনি।
বক্স অফিসে দিয়ার সফল ছবির সংখ্যা নেহাতই কম। কিন্তু জীবনের প্রত্যেক ধাপে প্রত্যেক চরিত্রেই ভাল নম্বর নিয়ে উত্তীর্ণ তিনি।

 

গোবিন্দা, সইফ আলি খানের নায়িকা, আন্ডারওয়ার্ল্ডের ভয়ে পালান বলিউড থেকে ! জানেন তাঁর পরিচয়?

নব্বইয়ের দশক। বলিউডের সঙ্গে তখন আষ্টেপৃষ্টে জড়িয়ে গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের নাম। শোনা যায়, সিনেমায় টিকে থাকতে দাউদ ইব্রাহিম, হাজি মস্তানদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হত বলিউডের নামজাদা তারকাদের। বহু সিনেমায় তাঁদের টাকাও খাটত। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ঝামেলায় জড়ালে কেরিয়ার শেষ হয়ে যেত চোখের নিমেষে।
নব্বইয়ের দশক। বলিউডের সঙ্গে তখন আষ্টেপৃষ্টে জড়িয়ে গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের নাম। শোনা যায়, সিনেমায় টিকে থাকতে দাউদ ইব্রাহিম, হাজি মস্তানদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হত বলিউডের নামজাদা তারকাদের। বহু সিনেমায় তাঁদের টাকাও খাটত। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ঝামেলায় জড়ালে কেরিয়ার শেষ হয়ে যেত চোখের নিমেষে।
সাক্ষী শিবানন্দ এমনই একজন অভিনেত্রী। ১৯৯৩ সালে তেলেগু সিনেমা ‘আন্না ভানিদা’ দিয়ে রুপোলি পর্দায় পা রাখেন। কেরিয়ারের শুরুতে ‘জনমকুণ্ডলি’, ‘পাপা কহতে হ্যায়’-এর মতো বলিউডি ছবিতেও কাজ করেছিলেন। তবে তারকার মর্যাদা পেয়েছেন দক্ষিণী সিনেমাতেই। কাজ করেছেন চিরঞ্জীবি, মামুতি, অরবিন্দ স্বামীর মতো সুপারস্টারদের সঙ্গে।
সাক্ষী শিবানন্দ এমনই একজন অভিনেত্রী। ১৯৯৩ সালে তেলেগু সিনেমা ‘আন্না ভানিদা’ দিয়ে রুপোলি পর্দায় পা রাখেন। কেরিয়ারের শুরুতে ‘জনমকুণ্ডলি’, ‘পাপা কহতে হ্যায়’-এর মতো বলিউডি ছবিতেও কাজ করেছিলেন। তবে তারকার মর্যাদা পেয়েছেন দক্ষিণী সিনেমাতেই। কাজ করেছেন চিরঞ্জীবি, মামুতি, অরবিন্দ স্বামীর মতো সুপারস্টারদের সঙ্গে।
নব্বইয়ের দশকে সাক্ষী অভিনীত তামিল এবং তেলেগু সিনেমাগুলি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০০০ সাল। নতুন শতাব্দী। সাক্ষী ঠিক করলেন, এবার বলিউডে কাজ করবেন তিনি। ‘আপকো পহলে ভি কাহিন দেখা হ্যায়’ ছবিতে তাঁর কাজ প্রশংসা কুড়োয় সমালোচক মহলে। অভিনয় করেন গোবিন্দার সঙ্গে। এরপরই আন্ডারওয়ার্ল্ডের নজরে পড়ে যান সাক্ষী। কুখ্যাত মাফিয়া ডনদের ফোন আসতে শুরু করে। সেই সময় তিনি সইফ আলি খানের সঙ্গে ‘তুম’ ছবিতে কাজ করছিলেন।
নব্বইয়ের দশকে সাক্ষী অভিনীত তামিল এবং তেলেগু সিনেমাগুলি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০০০ সাল। নতুন শতাব্দী। সাক্ষী ঠিক করলেন, এবার বলিউডে কাজ করবেন তিনি। ‘আপকো পহলে ভি কাহিন দেখা হ্যায়’ ছবিতে তাঁর কাজ প্রশংসা কুড়োয় সমালোচক মহলে। অভিনয় করেন গোবিন্দার সঙ্গে। এরপরই আন্ডারওয়ার্ল্ডের নজরে পড়ে যান সাক্ষী। কুখ্যাত মাফিয়া ডনদের ফোন আসতে শুরু করে। সেই সময় তিনি সইফ আলি খানের সঙ্গে ‘তুম’ ছবিতে কাজ করছিলেন।
সাক্ষী অভিযোগ করেন, তুম-এর প্রযোজকের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। ২০০৩ সালে ডিএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “প্রযোজকই আন্ডারওয়ার্ল্ডের লোক! আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই আমাকে বলেছিল, বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। প্রথমে বুঝিনি। কিন্তু নিজে চোখে দেখার পর সব স্পষ্ট হয়ে যায়। আমি তেলেগু আর কন্নড় ছবির জগতে ফিরে যাই”।
সাক্ষী অভিযোগ করেন, তুম-এর প্রযোজকের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। ২০০৩ সালে ডিএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “প্রযোজকই আন্ডারওয়ার্ল্ডের লোক! আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই আমাকে বলেছিল, বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে। প্রথমে বুঝিনি। কিন্তু নিজে চোখে দেখার পর সব স্পষ্ট হয়ে যায়। আমি তেলেগু আর কন্নড় ছবির জগতে ফিরে যাই”।
সাক্ষী এতটাই ভয় পেয়ে যান যে নম্বর বদলে ফেলেন, যাতে তুম-এর টিম তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারে। বলিউডের সঙ্গে সম্পর্কে এখানেই ইতি। কয়েক বছর পর অভিনেত্রী বলেছিলেন, “আমি যদি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা করতাম, তাহলে কোনও অসুবিধা হত না। অভিনয় চালিয়ে যেতে পারতাম। কিন্তু সত্যি বলতে কী, আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে এসেছি। ওরকম ফোন পেয়ে আমি কেঁপে গিয়েছিলাম। প্রযোজকের হাত থেকে বাঁচতে নম্বর বদলে ফেলি। আমি কোথায় ছিলাম কেউ জানত না। সেই অভিজ্ঞতা ভোলার নয়”।
সাক্ষী এতটাই ভয় পেয়ে যান যে নম্বর বদলে ফেলেন, যাতে তুম-এর টিম তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারে। বলিউডের সঙ্গে সম্পর্কে এখানেই ইতি। কয়েক বছর পর অভিনেত্রী বলেছিলেন, “আমি যদি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা করতাম, তাহলে কোনও অসুবিধা হত না। অভিনয় চালিয়ে যেতে পারতাম। কিন্তু সত্যি বলতে কী, আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে এসেছি। ওরকম ফোন পেয়ে আমি কেঁপে গিয়েছিলাম। প্রযোজকের হাত থেকে বাঁচতে নম্বর বদলে ফেলি। আমি কোথায় ছিলাম কেউ জানত না। সেই অভিজ্ঞতা ভোলার নয়”।

IPL 2024 Playoffs Prediction: কোন ৪ দল উঠবে আইপিএল ২০২৪-এর প্লে অফে? দুই মহাতারকার বড় ভবিষ্যদ্বাণী

আইিপএল ২০২৪-এর শুরু থেকেই ব্যাটসম্যাবদের একাধিপত্ব দেখা গিয়েছে। চার-ছক্কার জোয়ারে মেতেছেন ক্রিকেট প্রেমিরা। ইতিমধ্যেই প্রতিটি দলের প্রথম লিগের খেলার প্রায় শেষ পর্বে চলে এসে গিয়েছে। এখনও পর্যন্ত সবথেকে ভাল পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস।
আইিপএল ২০২৪-এর শুরু থেকেই ব্যাটসম্যাবদের একাধিপত্ব দেখা গিয়েছে। চার-ছক্কার জোয়ারে মেতেছেন ক্রিকেট প্রেমিরা। ইতিমধ্যেই প্রতিটি দলের প্রথম লিগের খেলার প্রায় শেষ পর্বে চলে এসে গিয়েছে। এখনও পর্যন্ত সবথেকে ভাল পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস।
এই পরিস্থিতিতে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইপিএলের প্লে অফে পৌছবে কোন চার দল। এই পরিস্থিতিতে শুধু বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার আইপিএল ২০২৪-এ প্লে অফে সম্ভাব্য চার দল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
এই পরিস্থিতিতে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইপিএলের প্লে অফে পৌছবে কোন চার দল। এই পরিস্থিতিতে শুধু বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার আইপিএল ২০২৪-এ প্লে অফে সম্ভাব্য চার দল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময়, অক্ষয় কুমার এই মরশুমে প্লে অফে প্রবেশ করতে পারে এমন চারটি দলের নাম দিয়েছেন।  অক্ষর কুমারের পছন্দে তালিকায় রয়েছে পঞ্জাব কিংস, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এর পাশাপাশি সিএসকে ও গুজরাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন অক্ষয়।
স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময়, অক্ষয় কুমার এই মরশুমে প্লে অফে প্রবেশ করতে পারে এমন চারটি দলের নাম দিয়েছেন। অক্ষর কুমারের পছন্দে তালিকায় রয়েছে পঞ্জাব কিংস, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এর পাশাপাশি সিএসকে ও গুজরাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের পাশাপাশি টাইগার স্রফও প্লে অফে নিজের পছন্দের ৪ দলকে বেছে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, আরসিবি ও কলকাতা নাইট রাইডার্সকে বেছেছেন টাইগার স্রফ।
অক্ষয় কুমারের পাশাপাশি টাইগার স্রফও প্লে অফে নিজের পছন্দের ৪ দলকে বেছে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, আরসিবি ও কলকাতা নাইট রাইডার্সকে বেছেছেন টাইগার স্রফ।
প্রসঙ্গত, আইপিএলে লিগ রাউন্ডে এখনও অনেক খেলা বাকি। মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে লিগ গ্রুপের খেলা। তারপর হবে প্লে অফ ও ফাইনাল। ফলে লিগ টেবিলের সাপ-লুডোর খেলায় অনেক ওঠা নামা হবে।
প্রসঙ্গত, আইপিএলে লিগ রাউন্ডে এখনও অনেক খেলা বাকি। মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে লিগ গ্রুপের খেলা। তারপর হবে প্লে অফ ও ফাইনাল। ফলে লিগ টেবিলের সাপ-লুডোর খেলায় অনেক ওঠা নামা হবে।

বরাবরই কেরিয়ারের থেকে এগিয়ে রেখেছিলেন মাতৃত্বকে; ৪৭ বছর বয়সেও রুপোলি দুনিয়া কাঁপাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী

বর্তমানে কেরিয়ারে সাফল্যের শিখরে রয়েছেন সুস্মিতা সেন। এক সময় তিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতেছিলেন। তাঁর সাম্প্রতিক কাজ ‘তালি’ এবং ‘আর্যা ৩’ বেশ প্রশংসিত হয়েছে। সুস্মিতার কেরিয়ার কিংবা পেশাগত জীবন যেমন চর্চায় থাকে, তার থেকেও বেশি চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবন। ১১ বার সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু এখনও বিয়ে করেননি তিনি। তবে দুই কন্যার জননী সুস্মিতার সম্পর্ক আজও চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে।
বর্তমানে কেরিয়ারে সাফল্যের শিখরে রয়েছেন সুস্মিতা সেন। এক সময় তিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতেছিলেন। তাঁর সাম্প্রতিক কাজ ‘তালি’ এবং ‘আর্যা ৩’ বেশ প্রশংসিত হয়েছে। সুস্মিতার কেরিয়ার কিংবা পেশাগত জীবন যেমন চর্চায় থাকে, তার থেকেও বেশি চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবন। ১১ বার সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু এখনও বিয়ে করেননি তিনি। তবে দুই কন্যার জননী সুস্মিতার সম্পর্ক আজও চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে।
দিন কয়েক আগেই অভিনেত্রী জানিয়েছেন যে, কেরিয়ারে সাফল্যের শিখরে থাকাকালীন অক্ষয় কুমার এবং করিনা কাপুরের ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিল। কিন্তু কন্যা রেনে সেনের জন্য ছেড়েছিলেন সেই সুযোগ। ওই সময় একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যেত সুস্মিতাকে।
দিন কয়েক আগেই অভিনেত্রী জানিয়েছেন যে, কেরিয়ারে সাফল্যের শিখরে থাকাকালীন অক্ষয় কুমার এবং করিনা কাপুরের ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিল। কিন্তু কন্যা রেনে সেনের জন্য ছেড়েছিলেন সেই সুযোগ। ওই সময় একের পর এক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যেত সুস্মিতাকে।
আসলে মাত্র ২০০০ সালে ছয় মাস বয়সী রেনেকে দত্তক নিয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রীর বয়স মাত্র ২৪। এদিকে ২০০১ সালে এবং ২০০৪ সালে ‘অজনবি’ এবং ‘এয়তরাজ’ ছবির জন্য জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমার-করিনা কাপুর।

আসলে মাত্র ২০০০ সালে ছয় মাস বয়সী রেনেকে দত্তক নিয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রীর বয়স মাত্র ২৪। এদিকে ২০০১ সালে এবং ২০০৪ সালে ‘অজনবি’ এবং ‘এয়তরাজ’ ছবির জন্য জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমার-করিনা কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন যে, রেনে তখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। সেই কারণে মাঝপথে শ্যুটিং ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। এমনকী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতা চলাকালীন অভিনেত্রী এ-ও বলেন যে, লোকে বলত, সুস্মিতা নিজের কেরিয়ারকে গুরুত্ব দিচ্ছেন না। তবে সেসবে অবশ্য পাত্তা দেননি প্রাক্তন বিশ্বসুন্দরী। সোজা ফ্লাইট বুক করে ফিরে এসেছিলেন সন্তানের কাছে। এমনকী ছবির নির্মাতারাও বুঝেছিলেন তাঁর পরিস্থিতি। তাই আর আটকাননি সুস্মিতাকে। যদিও এরপর এক সপ্তাহ পরে ফের শ্যুটিংয়ে ফিরেছিলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন যে, রেনে তখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। সেই কারণে মাঝপথে শ্যুটিং ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। এমনকী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতা চলাকালীন অভিনেত্রী এ-ও বলেন যে, লোকে বলত, সুস্মিতা নিজের কেরিয়ারকে গুরুত্ব দিচ্ছেন না। তবে সেসবে অবশ্য পাত্তা দেননি প্রাক্তন বিশ্বসুন্দরী। সোজা ফ্লাইট বুক করে ফিরে এসেছিলেন সন্তানের কাছে। এমনকী ছবির নির্মাতারাও বুঝেছিলেন তাঁর পরিস্থিতি। তাই আর আটকাননি সুস্মিতাকে। যদিও এরপর এক সপ্তাহ পরে ফের শ্যুটিংয়ে ফিরেছিলেন অভিনেত্রী।
তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল তাঁর জন্য।‘এয়তরাজ’ ছবির নির্মাতারা হয়তো সুস্মিতা সেনকে নিতে চেয়েছিলেন। কিন্তু পরে তাঁরা সুস্মিতার বদলে প্রিয়াঙ্কা চোপড়াকে বেছে নেন। বলে রাখা ভাল যে, পরে অবশ্য আরও এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। তবে বারবার জনপ্রিয় এবং খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতা সেনের। সেই তালিকায় রয়েছেন ললিত মোদি, সঞ্জয় নারঙ্গ, রণদীপ হুডা, ইমতিয়াজ খাত্রি, ওয়াসিম আক্রম, মুদস্সর আজিজ।
তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল তাঁর জন্য।‘এয়তরাজ’ ছবির নির্মাতারা হয়তো সুস্মিতা সেনকে নিতে চেয়েছিলেন। কিন্তু পরে তাঁরা সুস্মিতার বদলে প্রিয়াঙ্কা চোপড়াকে বেছে নেন। বলে রাখা ভাল যে, পরে অবশ্য আরও এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। তবে বারবার জনপ্রিয় এবং খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতা সেনের। সেই তালিকায় রয়েছেন ললিত মোদি, সঞ্জয় নারঙ্গ, রণদীপ হুডা, ইমতিয়াজ খাত্রি, ওয়াসিম আক্রম, মুদস্সর আজিজ।
সাম্প্রতিক কালে রোহমান শলের সঙ্গে সুস্মিতার সম্পর্ক বেশ চর্চায় রয়েছে। তাঁর সঙ্গে যদিও আগেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তবে সুস্মিতা-রোহমানকে এখনও একসঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যায়। প্রসঙ্গত ‘আর্যা ৩’-এর শ্যুটিং চলাকালীন হার্ট অ্যাটাক হয়েছিল ৪৭ বছর বয়সী অভিনেত্রীর। ফলে বেজায় উদ্বেগে পড়েছিলেন ভক্তরা। সার্জারির পরে অবশ্য সেটে ফিরেছিলেন। তখন ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেন তিনি।
সাম্প্রতিক কালে রোহমান শলের সঙ্গে সুস্মিতার সম্পর্ক বেশ চর্চায় রয়েছে। তাঁর সঙ্গে যদিও আগেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। তবে সুস্মিতা-রোহমানকে এখনও একসঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যায়। প্রসঙ্গত ‘আর্যা ৩’-এর শ্যুটিং চলাকালীন হার্ট অ্যাটাক হয়েছিল ৪৭ বছর বয়সী অভিনেত্রীর। ফলে বেজায় উদ্বেগে পড়েছিলেন ভক্তরা। সার্জারির পরে অবশ্য সেটে ফিরেছিলেন। তখন ওয়েব সিরিজের শ্যুটিং শেষ করেন তিনি।

Shreya Ghoshal: ঝুলিতে ৫ জাতীয় পুরস্কার! একটি গানের জন্য কত টাকা নেন শ্রেয়া, ধন-কুবেরও লজ্জা পাবে

শ্রেয়া ঘোষাল। বলিউডের অন্যতম সফল গায়িকাদের মধ্যে একজন। শুধু বলিউডই নয়, টলিউড-সহ একাধিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব তাঁর।
শ্রেয়া ঘোষাল। বলিউডের অন্যতম সফল গায়িকাদের মধ্যে একজন। শুধু বলিউডই নয়, টলিউড-সহ একাধিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব তাঁর।
দীর্ঘ কেরিয়ারে মোট পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার শ্রেয়ার ঝুলিতে। ১৯৯৬ সালে সারেগামাপা থেকে গায়িকা হওয়ার সফর শুরু হয় তাঁর।
দীর্ঘ কেরিয়ারে মোট পাঁচ-পাঁচটি জাতীয় পুরস্কার শ্রেয়ার ঝুলিতে। ১৯৯৬ সালে সারেগামাপা থেকে গায়িকা হওয়ার সফর শুরু হয় তাঁর।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে। সঞ্জয় লীলা ভন্সালীর হাত ধরে 'দেবদাস' ছবিতে হাতেখড়ি হয় গায়িকার। তার পর একের পর এক ছবিতে গিট গান দেন তিনি।
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রেয়াকে। সঞ্জয় লীলা ভন্সালীর হাত ধরে ‘দেবদাস’ ছবিতে হাতেখড়ি হয় গায়িকার। তার পর একের পর এক ছবিতে গিট গান দেন তিনি।
বলিউডে দু’দশক পার। শ্রেয়ার সম্পত্তির পরিমাণ কিন্তু নিছক কম নয়। নিউজ18-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ ১৮০-১৮৫ কোটি টাকা। কিন্তু একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া?
বলিউডে দু’দশক পার। শ্রেয়ার সম্পত্তির পরিমাণ কিন্তু নিছক কম নয়। নিউজ18-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়ার মোট সম্পত্তির পরিমাণ ১৮০-১৮৫ কোটি টাকা। কিন্তু একটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া?
একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতি গান পিছু ২৫ লক্ষ টাকা করে নেন শ্রেয়া। সম্পত্তির বিষয়ক কোনও তথ্যেই যদিও গায়িকা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও শিলমোহর বসানো হয়নি।
একাধিক সংবাদমাধ্যমের দাবি, প্রতি গান পিছু ২৫ লক্ষ টাকা করে নেন শ্রেয়া। সম্পত্তির বিষয়ক কোনও তথ্যেই যদিও গায়িকা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও শিলমোহর বসানো হয়নি।
বলিউডের পাশাপাশি বাংলা, তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। একাধিক অ্যালবামও আছে তাঁর।
বলিউডের পাশাপাশি বাংলা, তামিল, তেলুগু, একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। একাধিক অ্যালবামও আছে তাঁর।
স্টেজ শোয়েও পারফর্ম করেন শ্রেয়া। তাঁকে দেখতে ভিড় জমান লাখ লাখ দর্শক।
স্টেজ শোয়েও পারফর্ম করেন শ্রেয়া। তাঁকে দেখতে ভিড় জমান লাখ লাখ দর্শক।