Tag Archives: BSF Jawan

BSF: মহিলার কাণ্ড শুনলে পিলে চমকে উঠবে! ভোটের আগে বিরাট সাফল্য বিএসএফের

নদিয়া: ভোটের সময় বিরাট সাফল্য পেল বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে ৩২.৪ লক্ষ টাকার রত্নখচিত স্বর্ণালঙ্কার সহ এক মহিলাকে আটক করল সীমান্তরক্ষী বাহিনীর জ‌ওয়ানরা।

নদিয়া জেলার সীমান্ত এলাকায় মোতায়েন বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালান। আর তাতেই বিপুল অলঙ্কার সহ ওই মহিলা গ্রেফতার হন। সেই সঙ্গে উদ্ধার হয়েছে অবৈধ ২৮ লক্ষ ৯,৫০০ হাজার টাকা। জানা গিয়েছে, ওই মহিলার মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গয়না পাচারের পরিকল্পনা করছিলেন। চোরাচালানে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দ করা সোনার গয়নার ওজন আনুমানিক মূল্য ৩৭৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩২ লক্ষ্য ৪৪ হাজার ৩৩১ টাকা।

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর গরমের মধ্যেই বাইরে বের হতে হবে? আপনার জন্য থাকছে এই ব্যবস্থা

এদিন কৃষ্ণগঞ্জ থানার হালদারপাড়ার সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানরা বিশ্বস্ত সূত্র থেকে খবর পান বাংলাদেশে সোনার গয়না পাচারের চেষ্টা চলছে। এরপরই তাঁরা তল্লাশি চালিয়ে গয়না সহ ওই মহিলাকে আটক করেন। অভিযান চলাকালে তিন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু ধরা পড়ার আগেই তারা মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। জওয়ানরা তাদের তাড়া করলে ওই চোরাকারবারিরা দ্রুত তাদের সঙ্গে থাকা সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে সেগুলি দেয় এবং বাইক ফেলে পালিয়ে যায়।

আর‌ও পড়ুন: বাকি ৬ দফা ভোটের আগে কী চাইছেন অবসরপ্রাপ্ত ও বয়স্করা?

মহিলা জিনিসপত্র লুকিয়ে রাখতে শুরু করলেই জওয়ানরা তাকে ধরে ফেলে। এরপর প্যাকেটটি খুললে রত্নখচিত সোনার গয়না পাওয়া যায়, যার মধ্যে ছিল ১১ টি নেকলেস, ১৫ জোড়া কানের দুল এবং ৫৩ টি আংটি। এর পর ওই মহিলার বাড়িতে তল্লাশির সময় স্থানীয় পুলিশ ও গ্রামের সদস্যদের উপস্থিতিতে বিএসএফ জওয়ানরা পাঁচটি বান্ডিলে বাঁধা মোট ২৮ লাখ ৯,৫০০ হাজার টাকা উদ্ধার করে। এরপর ওই মহিলার থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

মৈনাক দেবনাথ

BSF: বিএস‌এফ জ‌ওয়ান বাড়ি ফিরতেই শুরু হল উৎসব! কারণ জানলে চমকে উঠবেন

পূর্ব বর্ধমান: বিএসএফ জওয়ান বাড়ি ফিরতেই আনন্দে মেতে উঠলেন সকলে। নাচ-গানের মাধ্যমে সংবর্ধনাও জানানো হয় শিবশঙ্কর ভট্টাচার্যকে। কিন্তু কেন এহেন অনুষ্ঠান? আসলে সুস্থভাবে সম্মানে ৩৯ বছর ১ মাস ২৫ দিন চাকরি করার পর কর্মজীবন থেকে অবসর নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

এমন উৎসব প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের স্ত্রী পূর্ণিমা ভট্টাচার্য বলেন, এতদিন চাকরি করার পরে সুস্থভাবে ঘরে ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। প্রথমদিকে অসুবিধা হত, তবে যেহেতু দেশের জন্য কাজ করছে তাই আমাদেরও স্যাক্রিফাইস করতে হয়েছে।

সদ্য অবসরপ্রাপ্ত বিএস‌এফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্য কাটোয়া-২ ব্লকের গাজিপুর অগ্রদ্বীপের বাসিন্দা। তিনি ত্রিপুরার পানিসাগর এলাকায় বিএসএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন তিনি মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কর্তব্য পালন করেছেন। বাড়ি ফিরে আসতেই অভিনব অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় শিবশঙ্করবাবুকে।

আর‌ও পড়ুন: তীব্র গরমের মধ্যেই মাঠ কাঁপাল ‘ওঁরা’, পুরোটা জানলে….

এই প্রসঙ্গে শিবশঙ্কর ভট্টাচার্য বলেন, বিএসএফ আমাকে অনেক কিছু দিয়েছে। একসময় অভাবের সংসার ছিল, কিন্তু এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছি। আমার মায়ের সাপোর্টে আমার এই চাকরি হয়েছিল। মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। আমি বাড়ি ফিরে আসায় পরিবারে তরফে যে আয়োজন করা হয়েছে এতে অনেক খুশি হয়েছি।

অবসরপ্রাপ্ত জওয়ানের বাড়ি ফিরে আসাকে কেন্দ্র করে যে উৎসবের আয়োজন করা হয়েছিল তা সত্যিই প্রশংসনীয়। সচরাচর এই ধরনের উদ্যোগ দেখা যায়না। এদিনের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন পরিবারের লোকজন সহ এলাকার বহু মানুষ। দেশ রক্ষার কাজে নিযুক্ত থেকে অবশেষে সুস্থভাবে বাড়ি ফিরে আসায় খুশি এবং গর্বিত হয়েছেন সকলেই।

বনোয়ারীলাল চৌধুরী

Viral Video : পুরু বরফের চাদরে ক্রমাগত ডনবৈঠক বিএসএফ জওয়ানের, দেখুন ভাইরাল ভিডিও

এক বিএসএফ জওয়ানের (BSF Jawan) ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷ দেখা যাচ্ছে, ৪০ সেকেন্ডে তিনি মোট ৪৭ বার ডনবৈঠক দিলেন৷ ধূ ধূ বরফপ্রান্তরের মধ্যে তিনি ডনবৈঠক দিয়ে চলেছিলেন৷ ভিডিওটি শেয়ার করা হয়েছে বিএসএফ-এর ট্যুইটার হ্যান্ডলে৷ ভিডিও শেয়ার করে বিএসএফ হ্যাশট্যাগ দিয়েছে ‘‘ফিট ইন্ডিয়া চ্যালেঞ্জ’’ (Fit India Callenge)৷ এই চ্যালেঞ্জ আসলে ‘‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’’-এর অংশ (Fit India Movement)৷ এই মুভমেন্ট দেশবাসীকে শরীরচর্চা করতে উৎসাহ দেয় (viral video)৷

আরও পড়ুন : বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়ার পরিচালনা ভার টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে

পুরু বরফের চাদরে ঢাকা প্রান্তরে তিনি শরীরচর্চা করে চলেছেন৷ এক বারের বিরতি ছাড়াও ৪০ সেকেন্ডে মোট ৪৭ বার টানা ডনবৈঠক দেন তিনি৷ ২২ জানুয়ারি পোস্ট করা হয়েছে ভিডিওটি৷ এর মধ্যেই তার ভিউজ ৩২ হাজারের বেশি৷

আরও পড়ুন : ঝাঁটা দিয়ে মারতো ওয়ার্ডেন, অভিযোগ জানাতে শীতের রাতে পাঁচিল টপকে পালিয়ে কালেক্টরের কাছে ১৬ পড়ুয়া

বরফের চাদরে মোড়া প্রান্তরে বিএসএফ জওয়ানের শরীরচর্চা দেখে নেটিজেনরা মোহিত৷ চরম প্রতিকূল পরিবেশে দেশকে সুরক্ষিত রাখার জন্য ট্যুইটারেত্তিরা বিএসএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করেছেন৷

চলতি মাসের গোড়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল৷ সেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা বরফপ্রান্তরে পূর্ণ উদ্যমে ভলিবল খেলছেন৷ ক্রমাগত তুষারপাত তাঁদের খেলায় বিঘ্ন করতে পারেনি৷ হাঁটু পর্যন্ত বরফে ডুবে থেকে তাঁরা ভলিবল খেলে গিয়েছেন৷ তাঁদের এই ভিডিওটিও মন জয় করেছে নেটিজেনদের৷