Tag Archives: bye election

TMC MLA oath taking: উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত

কলকাতা: দুই বিধায়কের শপথ ঘিরে জটিলতা অব্যাহত। আগামিকাল রাজভবনে তাদের শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল রাজভবনের তরফ থেকে। যদিও বরানগর এবং ভগবানগোলার বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতা চলছিল।

রাজভবনে গিয়ে এর আগে শপথ নিয়েছিলেন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ী বিধায়ক নির্মল চন্দ্র রায়। তার পরে বরানগর এবং ভগবানগোলা থেকে উপনির্বাচনে জয়ী দুই বিধায়ককেও রাজভবনে শপথ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। এ দিন সেই নিয়েই ফের বার্তা পাঠানো হল। আগে ২৬ তারিখ শপথ নেওয়ার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয় উপনির্বাচনে জয়ী দুই বিধায়ককেই। যদিও তাঁরা রাজভবনে গিয়ে শপথ নেবেন কি না সেই বিষয়ে কিছু জানাননি।

আজ অর্থাৎ মঙ্গলবার ফের দুই বিধায়ককে চিঠি দিল রাজভবন। পাশাপাশি কে শপথ বাক্য পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে রাজভবনের দেওয়া চিঠিতে। ফলে শপথ নিয়ে জটিলতা অব্যাহত। শপথে যাবেন কি না তা জানতে বিধানসভার স্পিকার এবং দলের শীর্ষ নেতৃত্বর সাথে কথা বলছেন সায়ন্তিকা এবং রেয়াত। সেই সঙ্গে বিধায়ক হিসাবে শপথ না নিলে কী কী হতে পারে, তা নিয়ে চিঠিতে সতর্ক করা হয়েছে দুই বিধায়ককে। এমনকী খারিজ হয়ে যেতে পারে বিধায়ক পদ, এই ইঙ্গিতও বিভিন্ন আইনি প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে দেওয়া হয়েছে। ফলে দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত।

West Bengal By Election 2024 : তৃণমূলেই ভরসা বরানগর-ভগবানগোলার! সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা

কলকাতাঃ আজ, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলঘোষণা নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির মসনদে কার দখলে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও চলছে। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের দুই আসনও। যার মধ্যে তারকা কেন্দ্র বরানগর (Baranagar Bye Election) এবং ভগবানগোলা। বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৮০১৮ ভোটে জয়ী।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

বরানগরে লড়াইটা প্রথম থেকেই ছিল ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করেছে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২১ সালে বিধানসভায় বাঁকুড়া কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়। অন‍্যদিকে, এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যা ইঙ্গিত, তাতে রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে বরানগর কেন্দ্রে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এগিয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা আর সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

অপরদিকে, ভগবানগোলা আসনটি ছিল বিধায়ক ইদ্রিশ আলির। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। তাই এখানে উপনির্বাচন হয়। আর সেখানেও কংগ্রেস–বিজেপিকে হারিয়ে জয়ের হাসি হাসল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার। লোকসভা নির্বাচনের পাশপাশি বিধানসভার উপনির্বাচনেও সবুজ আবির এবং ঘাসফুল ঝড় দেখা গেল।