Tag Archives: Baranagar

Crime News: ভয়ঙ্কর কাণ্ড! ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকেই করল সর্বনাশ…! হাড়হিম ঘটনায় বিরাট আতঙ্ক

উওর ২৪ পরগনা: দিনে হোক বা রাতে ফুড ডেলিভারির জন্য ডেলিভারি বয়রা আসেন বাড়িতে। দিয়ে যান অর্ডার অনুযায়ী খাবার। তবে এবার যে ঘটনা ঘটল তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়াল বরানগর এলাকায়। দিনের আলোতে ডেলিভারি বয় সেজে বাড়িতে ঢুকে ৫৮ বছরের বৃদ্ধা মহিলার মাথা ফাটিয়ে গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালাল এক ছিনতাইবাজ।

জানা গিয়েছে, সুইগির ড্রেস পরে ডেলিভারি বয় সেজে বরানগর ১৯৫/১/১এ গোপাল লাল ঠাকুর রোডে বেহায়া পাড়ায় এক বাড়িতে হানা দেয় ছিনতাইবাজ। ৫৮ বছরের বৃদ্ধা বুলু গোস্বামীকে মাটিতে ফেলে, মাথা ফাটিয়ে গলার সোনার চেন ও লকেট ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সিসিটিভি-তে  বন্দী হলেও, এমন ঘটনায় মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

ওই দুস্কৃতি বাইকে চেপে এসেছিল বলেই জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। বরানগর থানার পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখে ওই দুস্কৃতির খোজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোটা পরিবার। ফলে ডেলিভারি বয় সেজে এসে এভাবে ছিনতাই এর ঘটনায়, প্রকৃত ডেলিভারি বয়দের কাজ করা কর্মীদেরও নিরাপত্তা জনিত সমস্যায় পড়তে হতে পারে এবার থেকে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।

Rudra Narayan Roy

West Bengal By Election 2024 : তৃণমূলেই ভরসা বরানগর-ভগবানগোলার! সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা

কলকাতাঃ আজ, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলঘোষণা নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির মসনদে কার দখলে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও চলছে। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের দুই আসনও। যার মধ্যে তারকা কেন্দ্র বরানগর (Baranagar Bye Election) এবং ভগবানগোলা। বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৮০১৮ ভোটে জয়ী।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

বরানগরে লড়াইটা প্রথম থেকেই ছিল ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করেছে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২১ সালে বিধানসভায় বাঁকুড়া কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়। অন‍্যদিকে, এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যা ইঙ্গিত, তাতে রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে বরানগর কেন্দ্রে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এগিয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা আর সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

অপরদিকে, ভগবানগোলা আসনটি ছিল বিধায়ক ইদ্রিশ আলির। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। তাই এখানে উপনির্বাচন হয়। আর সেখানেও কংগ্রেস–বিজেপিকে হারিয়ে জয়ের হাসি হাসল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার। লোকসভা নির্বাচনের পাশপাশি বিধানসভার উপনির্বাচনেও সবুজ আবির এবং ঘাসফুল ঝড় দেখা গেল।

Assembly Election Result 2024 : বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে সায়ন্তিকা

বরানগর উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২ হাজার ৮০০ ভোটে এগিয়ে। ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে সায়ন্তিকা।

CPIM: ৫২ বছর পর, জ্যোতি বসুর গড় উদ্ধার করতে পারবেন CPIM-এর তন্ময়? তুঙ্গে জল্পনা

বরানগর: কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা বরানগর বিধানসভা উপনির্বাচনের। তার আগে এই ভোট পর্বে যেন বারংবার উঠে আসল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতি। সৌজন্যে বরানগর উপনির্বাচনে সিপিআইএমের কাস্তে হাতুড়ি তাঁরা চিহ্নে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা তন্ময় ভট্টাচার্য। একসময় এই বরাহনগর কেন্দ্র লাল দুর্গ হিসাবেই পরিচিত ছিল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন এই কেন্দ্রেরই ছ’বারের বিধায়ক। শুধু তাই নয়, সেই জামানায় বরানগর এলাকা থেকে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জিকে পরাজিত করে প্রথম বিধানসভার সদস্য হয়ে বিরোধী দলীয় নেতাও হন জ্যোতি বসু।

১৯৫১, ১৯৫৭, ১৯৬২, ১৯৬৭, ১৯৬৯, ১৯৭১ সালে বরানগর কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। তবে, ১৯৭২ সালে বরানগর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সময়, কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগে জ্যোতি বসু ওই বছর নির্বাচন শুরুর কিছু সময় পরেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলেন। তারপর থেকে বরানগর কেন্দ্রে সিপিএম আর প্রার্থী দেয়নি। পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে এই কেন্দ্র থেকে বামেদের তরফে আরএসপিকেই প্রার্থী দিতে দেখা গিয়েছে। দীর্ঘ প্রায় ৫২ বছর পর ২০২৪ সালে এই বিধানসভার উপনির্বাচনে আবারও ফের প্রার্থী দিয়েছে সিপিএম। ফল ঘোষণার আগে তাই অনেকটাই আবেগ তাড়িত সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য-সহ বাম কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ ক্যালসিয়ামের পাওয়ার হাউজ, আয়রনের আঁতুরঘর, পুষ্টিতে ঠাসা এই বীজ সপ্তাহে ২-৩দিন মাস্ট

বামেদের সদস্যরা জানিয়েছে, এই বিষয়টি তাদের কাছে গর্বের। পাশাপাশি ‘কাস্তে হাতুড়ি তারা’ প্রতীকের মর্যাদা রক্ষারও লড়াই বলে মনে করছেন অনেকে। নির্বাচনের দিন বিধানসভা এলাকার এ প্রান্ত-সে প্রান্ত ঘুরে ভোট পরিচালনা করতে দেখা গিয়েছে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে। প্রয়োজনে রুখেও দাঁড়াতে দেখা গিয়েছে তাকে। যা দেখে অনেকেই বলেছেন ‘বুড়ো হারে যেন বাঘের বাচ্চা’।

এক সময় যে কংগ্রেসের জন্য প্রার্থী পদ প্রত্যাহার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আজ সেই কংগ্রেসের সমর্থনেই সিপিএম প্রার্থী হিসেবে লড়াই বিষয়টি নিয়ে তন্ময় ভট্টাচার্যকে প্রশ্ন করলে, তার জবাব- ‘কংগ্রেস দলের সবচেয়ে হিংস্র অংশ তৃণমূল’। প্রগতিশীল অংশ রয়ে গিয়েছে কংগ্রেসেই। ফলে সেই প্রগতিশীল অংশ, যারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে এবং যারা দেশের সংবিধানের পক্ষে রয়েছে, তাদের সঙ্গে দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর জন্য একসঙ্গে চলা বলে আমরা বিশ্বাস করি। আর তাই বামফ্রন্টের সর্বোচ্চ নেতৃত্ব বসে এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে আলোচনা করে কোন আসনে কে লড়বে সেটা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে এই কেন্দ্রে সিপিএম লড়বে এটা ঠিক হয়েছে এবং দল আমাকে প্রার্থী করেছে।’

যদিও ২০১১ সালের পর থেকে এই বিধানসভা কেন্দ্রে বামেরা সংখ্যালঘু হয়ে, ফোটে ঘাসফুল। যদিও সেই সময় থেকে পরবর্তী নির্বাচন গুলিতে পর্যায়ক্রমে বামেদের ভোট সংখ্যা অনেক অংশেই বেড়েছে এই বিধানসভা এলাকায়। সেই জায়গায় দাঁড়িয়ে, উপ নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই তৃণমূল ও বিজেপির সঙ্গে। তবে জ্যোতি বসুর প্রতীক চিহ্নে ভোট দিয়ে, বাম কর্মী সমর্থকরা পুরনো লাল দুর্গ ফেরতের লড়াইয়ে যথেষ্টই আশাবাদী। অপেক্ষা আর মাত্র কিছু ঘণ্টার। বরাহনগর বিধানসভায় কি আবারও উড়বে লাল পতাকা নাকি ফুলের দাপটে পিছিয়ে পড়বে কাস্তে হাতুড়ির দল, তা জানতে অপেক্ষায় রাজ্যবাসী।

Rudra Narayan Roy

Baranagar Bypoll: বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?

বরাহনগরঃ আজ দেশে শেষ দফার ভোট। মোট ৫৭টি কেন্দ্রে ভোট হবে সারাদেশে। তবে, শনিবার রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রে। সারাদেশে মোট ৭ কেন্দ্রে আজ উপনির্বাচন হচ্ছে। ২০২১-এ বিধানসভা ভোটে জিতে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দলবদল করেন তাপস। আজ, ১ জুন সেই কেন্দ্রেই আরও একবার বিধায়ক নির্বাচনের উপভোট।

আরও পড়ুনঃ https://bengali.news18.com/news/kolkata/lok-sabha-election-2024-west-bengal-phase-7-voting-live-news-polling-percentage-updates-kolkata-dumdum-basirhat-tmc-cpim-bjp-smj-1684894.html

এই উপনির্বাচনে, বিজেপি থেকে কলকাতার কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করা হয়। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর তারকানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং বামফ্রন্টের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিন হভিওয়েটের লড়াই আজ। বরাহনগর কেন্দ্রটি একটা সময় লাল দুর্গ হিসাবেই পরিচিত ছিল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন এই কেন্দ্রের ছ’বারের বিধায়ক। ২০১১ সালে পালাবদলের সময়, প্রথম ‘অ-বাম’ বিধায়ক পায় বরাহনগর। টানা তিনবার, ২০১১,২০১৬, ২০১৯ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন তাপস রায়।

ভোটে লড়ার অভিজ্ঞতা সায়ন্তিকার থাকলেও জেতার অভিজ্ঞতা এখনও হয়নি। তবে ভোট প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। তবে, প্রচারে পিছিয়ে থাকেননি বিজেপির সজল ঘোষ এবং বামফ্রন্ট প্রার্থী তন্ময় ভট্টাচার্য। আজ, তিন হেভিওয়েটের লড়াই। ফলাফলের জানা যাবে ৪জুন।

Mother Daughter: মঙ্গলবার মেয়ে, বুধে মায়ের ভয়ঙ্কর মৃত্যু! বরানগরে ভয়াবহ ঘটনা, বাসিন্দাদের শিউরে ওঠা বয়ান

সুবীর দে, বরানগর: বরানগরে বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ। চাঞ্চল্য এলাকায়। ঘটনার তদন্তে বরানগর থানার পুলিশ। বরানগর টি এন চ্যাটার্জী রোড এলাকায় বাড়ি থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। ২২ বছর বয়সী দেবলীনা ভৌমিকের মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার রাতে।

আর তারপর আজ, বুধবার মৃত দেবলীনা ভৌমিকের মা ৫২ বছর বয়সী দেবী ভৌমিকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে বরানগর থানার পুলিশ। মা ও মেয়ের কীভাবে মৃত্যু হল, তার তদন্তে বরানগর থানার পুলিশ। বাড়িতে মা ও মেয়ে একাই থাকতেন।

আরও পড়ুন: এত গরমে AC চাইই চাই! অথচ AC তৈরি ঘর ঠান্ডা রাখতে হয়ইনি! আসল কারণ কিন্তু চমকে দেবে

এদিকে, বরানগরে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য স্থানীয় বাসিন্দার গলায়। তিন দিন আগে মৃত্যু হয়েছিল মেয়ে দেবলীনা ভৌমিকের। তিন দিন ধরে নিজের মেয়েকে আগলে বসেছিলেন মা দেবী ভৌমিক।

জানা গিয়েছে, দেবী ভৌমিক সিজিওফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। মেয়ের মৃতদেহ উদ্ধারের সময় মা দেবী ভৌমিক জানিয়েছিলেন, মেয়েকে আগলে ধরে বসে ছিলাম তার বাঁচার আশায়। মেয়ের মৃতদেহ মঙ্গলবার পুলিশ নিয়ে যাওয়ার পর বুধাবর দুপুরে ঘরের মধ্যে মা দেবী ভৌমিকের মৃতদেহ উদ্ধার হয়।