Tag Archives: Career Tips

Career News: এমবিবিএস থেকে ইঞ্জিনিয়ারিং অত্যন্ত নির্ভরযোগ্য সংস্থা হল স্বণকা এডুকেশন্যাল ট্রাস্ট গ্রুপ

রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য মানচিত্রে অন্যতম নাম সনকা এডুকেশনাল ট্রাস্ট। মেডিক্যালে এমবিবিএস, এমডি ও এমএস, ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক, বিআর্ক ডিপ্লোমা, ফার্মেসিতে বিফার্ম, নার্সিংয়ে বিসএসসি ও জিএনএম-এর মতো একাধিক কোর্সের সুযোগ দিচ্ছে সনকা এডুকেশনাল ট্রাস্ট। হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে সনকা ভরসা ও বিশ্বাসের অপর নাম। উচ্চশিক্ষায় অসাধারণ ট্র্যাক রেকর্ডের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক ক্যাম্পাস, পড়ুয়াদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধে দেয় সনকা। শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাভাবনার সুফল ভোগ করে এখানে পাঠরত পড়ুয়ারা। স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষার জগতে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করেছে সনকা এডুকেশনাল ট্রাস্ট। সনকা এডুকেশনাল ট্রাস্টকে সম্মান জানাচ্ছে নিউজ18 বাংলা.

Education News: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলিতে পাশ করা কঠিন, তবে চাকরি পেলেই বিপুল বেতন! জানুন

স্কুলে পড়ার সময় মনে হতেই পারে যে, স্কুলের পাঠ বেশ কঠিনই। এমনটা মনে হলে আর একটু অপেক্ষা করে যেতে হবে। মানে ওই দ্বাদশ শ্রেণি পর্যন্ত। আসলে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার আগেই অধিকাংশ ছাত্রছাত্রী নিজেদের কেরিয়ারের পথ ঠিক করে ফেলেন। আর তার জন্য কী কী প্রবেশিকা পরীক্ষা উতরোতে হয়, কী কী করণীয়, সেই বিষয়েও তারা রীতিমতো গবেষণা করে নেয়। তবে ভারতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বেশ কিছু কোর্স রয়েছে, যা শেষ করতে বেশ কয়েক বছর সময় তো লাগেই। তার সঙ্গে লাগে প্রচুর পরিশ্রমও।
স্কুলে পড়ার সময় মনে হতেই পারে যে, স্কুলের পাঠ বেশ কঠিনই। এমনটা মনে হলে আর একটু অপেক্ষা করে যেতে হবে। মানে ওই দ্বাদশ শ্রেণি পর্যন্ত। আসলে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার আগেই অধিকাংশ ছাত্রছাত্রী নিজেদের কেরিয়ারের পথ ঠিক করে ফেলেন। আর তার জন্য কী কী প্রবেশিকা পরীক্ষা উতরোতে হয়, কী কী করণীয়, সেই বিষয়েও তারা রীতিমতো গবেষণা করে নেয়। তবে ভারতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বেশ কিছু কোর্স রয়েছে, যা শেষ করতে বেশ কয়েক বছর সময় তো লাগেই। তার সঙ্গে লাগে প্রচুর পরিশ্রমও।
দ্বাদশ শ্রেণি পাশের পরে নিজের জন্য উপযুক্ত কেরিয়ার বাছাই করে নেওয়ার ক্ষেত্রে নিজের আগ্রহ এবং ক্ষমতার পাশাপাশি বাজেট বা খরচের দিকটাও পরিকল্পনা করা আবশ্যক। শুধু তা-ই নয়, যে কেরিয়ার বিকল্প বাছাই করা হচ্ছে, আগামী ৫-১০ বছরে তার বাজার কেমন থাকবে, সেটা খতিয়ে দেখাটাও জরুরি। আবার ভারতে কঠিন কোর্সের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় ঠিকই, তবে পরে চাকরি পেলে সেটা পুষিয়ে যায়। কারণ বেতন হিসেবে হাতে আসতে থাকে লক্ষ লক্ষ এমনকী কোটি কোটি টাকাও। তাহলে ভারতের সবথেকে কঠিন কোর্সগুলির সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।
দ্বাদশ শ্রেণি পাশের পরে নিজের জন্য উপযুক্ত কেরিয়ার বাছাই করে নেওয়ার ক্ষেত্রে নিজের আগ্রহ এবং ক্ষমতার পাশাপাশি বাজেট বা খরচের দিকটাও পরিকল্পনা করা আবশ্যক। শুধু তা-ই নয়, যে কেরিয়ার বিকল্প বাছাই করা হচ্ছে, আগামী ৫-১০ বছরে তার বাজার কেমন থাকবে, সেটা খতিয়ে দেখাটাও জরুরি। আবার ভারতে কঠিন কোর্সের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় ঠিকই, তবে পরে চাকরি পেলে সেটা পুষিয়ে যায়। কারণ বেতন হিসেবে হাতে আসতে থাকে লক্ষ লক্ষ এমনকী কোটি কোটি টাকাও। তাহলে ভারতের সবথেকে কঠিন কোর্সগুলির সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: সবথেকে কঠিন অথচ ট্রেন্ডিং কোর্স হল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মতো টেকনিক্যাল কনসেপ্ট শেখানো হয় এই কোর্সে। আর প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের। আর প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। চাকরি জীবনের শুরুতেই কম্পিউটার ইঞ্জিনিয়াররা লক্ষ লক্ষ চাকা বেতন পান। আর শুধু দেশেই নয়, বিদেশেও চাকরির দারুণ সুযোগ।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: সবথেকে কঠিন অথচ ট্রেন্ডিং কোর্স হল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মতো টেকনিক্যাল কনসেপ্ট শেখানো হয় এই কোর্সে। আর প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের। আর প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। চাকরি জীবনের শুরুতেই কম্পিউটার ইঞ্জিনিয়াররা লক্ষ লক্ষ চাকা বেতন পান। আর শুধু দেশেই নয়, বিদেশেও চাকরির দারুণ সুযোগ।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ): সিএ পরীক্ষা ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত। এতে সফল হতে হলে হিসাব, ​​নিরীক্ষা, কর ও ব্যবসায়িক আইন সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। সিএ হওয়ার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। শিক্ষার্থীদের সিএ পরীক্ষায় ৩টি স্তরে উত্তীর্ণ হতে হবে। এর জন্য ৩-৪ বছর কিংবা তার বেশি সময়ও লাগতে পারে। দ্বাদশ শ্রেণী পাশের পরে সিএ পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। অভিজ্ঞতাসম্পন্ন একজন সিএ-র বেতন ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।লেভেল ১: সিএ ফাউন্ডেশন লেভেল ২: সিএ ইন্টারমিডিয়েট লেভেল ৩: সিএ ফাইনাল
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ): সিএ পরীক্ষা ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত। এতে সফল হতে হলে হিসাব, ​​নিরীক্ষা, কর ও ব্যবসায়িক আইন সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। সিএ হওয়ার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। শিক্ষার্থীদের সিএ পরীক্ষায় ৩টি স্তরে উত্তীর্ণ হতে হবে। এর জন্য ৩-৪ বছর কিংবা তার বেশি সময়ও লাগতে পারে। দ্বাদশ শ্রেণী পাশের পরে সিএ পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। অভিজ্ঞতাসম্পন্ন একজন সিএ-র বেতন ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
লেভেল ১: সিএ ফাউন্ডেশন
লেভেল ২: সিএ ইন্টারমিডিয়েট
লেভেল ৩: সিএ ফাইনাল
মাস্টার অফ ফিলোজফি (এম.ফিল): মাস্টার অফ ফিলোজফি হল ভারতের অন্যতম চ্যালেঞ্জিং কোর্স। এটি ২ বছরের স্নাতকোত্তর কোর্স। এর জন্য নিজের পছন্দের বিষয় নিয়ে গবেষণা করতে হয়। এম.ফিল ডিগ্রি পেতে গবেষণা থিসিস সম্পূর্ণ করতে হবে। এম.ফিল করতে চাইলে GATE, IIT JAM বা LPUNEST-র মতো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাস্টার অফ ফিলোজফি (এম.ফিল): মাস্টার অফ ফিলোজফি হল ভারতের অন্যতম চ্যালেঞ্জিং কোর্স। এটি ২ বছরের স্নাতকোত্তর কোর্স। এর জন্য নিজের পছন্দের বিষয় নিয়ে গবেষণা করতে হয়। এম.ফিল ডিগ্রি পেতে গবেষণা থিসিস সম্পূর্ণ করতে হবে। এম.ফিল করতে চাইলে GATE, IIT JAM বা LPUNEST-র মতো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মেডিসিন: মেডিক্যাল কলেজে ভর্তি হতে হলে NEET UG পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরেই মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া সম্ভব। NEET বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকায় পড়ে। প্রতি বছর ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী NEET পরীক্ষা দেন। যার মধ্যে মাত্র ১ লক্ষ প্রার্থী মেডিক্যাল কলেজে আসন পান। এমবিবিএস কোর্সটি প্রায় সাড়ে ৫ বছরের।
মেডিসিন: মেডিক্যাল কলেজে ভর্তি হতে হলে NEET UG পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরেই মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া সম্ভব। NEET বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষার তালিকায় পড়ে। প্রতি বছর ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী NEET পরীক্ষা দেন। যার মধ্যে মাত্র ১ লক্ষ প্রার্থী মেডিক্যাল কলেজে আসন পান। এমবিবিএস কোর্সটি প্রায় সাড়ে ৫ বছরের।
ইঞ্জিনিয়ারিং: এটি ভারতের অন্যতম জনপ্রিয় কোর্স। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী জেইই মেইন এবং জেইই অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। ইঞ্জিনিয়ারিং কোর্সটি ৪ বছরের। আর B.Tech কোর্সটি বেশ কঠিন এবং দীর্ঘ। সময়মতো ডিগ্রি পাওয়ার জন্য প্রযুক্তিগত দক্ষতার মূল বিষয়গুলি এবং বাস্তব জীবনে তাদের ব্যবহারিক প্রয়োগ জানা উচিত। ভারতে একজন ইঞ্জিনিয়ারের বেতন কয়েক লক্ষ টাকা।
ইঞ্জিনিয়ারিং: এটি ভারতের অন্যতম জনপ্রিয় কোর্স। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী জেইই মেইন এবং জেইই অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। ইঞ্জিনিয়ারিং কোর্সটি ৪ বছরের। আর B.Tech কোর্সটি বেশ কঠিন এবং দীর্ঘ। সময়মতো ডিগ্রি পাওয়ার জন্য প্রযুক্তিগত দক্ষতার মূল বিষয়গুলি এবং বাস্তব জীবনে তাদের ব্যবহারিক প্রয়োগ জানা উচিত। ভারতে একজন ইঞ্জিনিয়ারের বেতন কয়েক লক্ষ টাকা।
মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ): যে কোনও বিষয়ে স্নাতক পাঠ শেষ করে এমবিএ কোর্সে ভর্তি হওয়া যায়। দেশের সেরা এমবিএ কলেজ অর্থাৎ আইআইএম-এ ভর্তির জন্য CAT পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। ২ বছরের কোর্সে এমবিএ ডিগ্রি অর্জন করে দেশ বিদেশের সেরা কোম্পানিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যবসা, বিপণনের মতো ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরি পাওয়া সম্ভব।
মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ): যে কোনও বিষয়ে স্নাতক পাঠ শেষ করে এমবিএ কোর্সে ভর্তি হওয়া যায়। দেশের সেরা এমবিএ কলেজ অর্থাৎ আইআইএম-এ ভর্তির জন্য CAT পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। ২ বছরের কোর্সে এমবিএ ডিগ্রি অর্জন করে দেশ বিদেশের সেরা কোম্পানিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যবসা, বিপণনের মতো ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরি পাওয়া সম্ভব।
আর্কিটেকচার: এই ক্ষেত্রের চাহিদাও যথেষ্ট। এতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, কলা ও গণিত বিষয়ে দৃঢ় জ্ঞান থাকতে হবে। আর্কিটেক্ট হতে হলে B.Arch কোর্স করতে হবে। দেশের সেরা আর্কিটেকচার কলেজ থেকে B.Arch করতে হলে JEE পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এই ক্ষেত্রে প্রতিযোগিতার মাত্রা অনেক বেশি। আর্কিটেকচার কোর্স শেষ করে ভাল প্যাকেজে চাকরি পাওয়া যায়।
আর্কিটেকচার: এই ক্ষেত্রের চাহিদাও যথেষ্ট। এতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, কলা ও গণিত বিষয়ে দৃঢ় জ্ঞান থাকতে হবে। আর্কিটেক্ট হতে হলে B.Arch কোর্স করতে হবে। দেশের সেরা আর্কিটেকচার কলেজ থেকে B.Arch করতে হলে JEE পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এই ক্ষেত্রে প্রতিযোগিতার মাত্রা অনেক বেশি। আর্কিটেকচার কোর্স শেষ করে ভাল প্যাকেজে চাকরি পাওয়া যায়।
আইন: এটি একটি অত্যন্ত জটিল বিষয়। এই কোর্স সম্পন্ন করার জন্য প্রার্থীর বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক চিন্তা দক্ষতা খুব শক্তিশালী হতে হবে। এর পাশাপাশি শেখার দক্ষতাও হতে হবে শক্তিশালী। বিভিন্ন আইনি বিষয়, সাংবিধানিক আইন, ফৌজদারি আইন, নাগরিক আইন, চুক্তি আইন ইত্যাদি এলএলবি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে। এতে ভর্তি হতে হলে CLAT পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আইন: এটি একটি অত্যন্ত জটিল বিষয়। এই কোর্স সম্পন্ন করার জন্য প্রার্থীর বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক চিন্তা দক্ষতা খুব শক্তিশালী হতে হবে। এর পাশাপাশি শেখার দক্ষতাও হতে হবে শক্তিশালী। বিভিন্ন আইনি বিষয়, সাংবিধানিক আইন, ফৌজদারি আইন, নাগরিক আইন, চুক্তি আইন ইত্যাদি এলএলবি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে। এতে ভর্তি হতে হলে CLAT পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সিভিল সার্ভিসেস: সিভিল সার্ভিস কোনও কোর্স নয়, এটা দেশের শীর্ষ সরকারি চাকরি। কিন্তু এখানে পৌঁছতে হলে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা UPSC CSE পাশ করতে হবে। এরপর মুসৌরিতে অবস্থিত এলবিএসএনএএ-তে তাঁদের কঠোর প্রশিক্ষণ হয়। এটিকে একটি কোর্সও বলা যায়। থিওরি থেকে প্র্যাকটিকাল সবই এতে কভার করা হয়।
সিভিল সার্ভিসেস: সিভিল সার্ভিস কোনও কোর্স নয়, এটা দেশের শীর্ষ সরকারি চাকরি। কিন্তু এখানে পৌঁছতে হলে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা UPSC CSE পাশ করতে হবে। এরপর মুসৌরিতে অবস্থিত এলবিএসএনএএ-তে তাঁদের কঠোর প্রশিক্ষণ হয়। এটিকে একটি কোর্সও বলা যায়। থিওরি থেকে প্র্যাকটিকাল সবই এতে কভার করা হয়।
ফার্মেসি: ফার্মেসি কোর্সও খুব কঠিন বলে মনে করা হয়। এই কোর্সে দক্ষ হতে হলে বিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল অর্গানিক, ইন-অর্গ্যানিক কেমিস্ট্রি, আয়ুর্বেদ এবং ফার্মাকোগনোসি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ফার্মেসি কোর্সের সিলেবাস খুবই বড়। এর জন্য প্রচুর পরিশ্রম করা আবশ্যক।
ফার্মেসি: ফার্মেসি কোর্সও খুব কঠিন বলে মনে করা হয়। এই কোর্সে দক্ষ হতে হলে বিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল অর্গানিক, ইন-অর্গ্যানিক কেমিস্ট্রি, আয়ুর্বেদ এবং ফার্মাকোগনোসি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ফার্মেসি কোর্সের সিলেবাস খুবই বড়। এর জন্য প্রচুর পরিশ্রম করা আবশ্যক।

Paramedical Courses: টাকা রোজগারের পথ পাকা! উচ্চমাধ্যমিকের পরে করে নিন এই কোর্স, ভাল রোজগারে জীবন সহজ

কলকাতা: রাজ্য সরকারের তত্ত্বাবধানে মোট ১৩ টি বিষয়ে প্যারামেডিক্যাল কোর্স করার সুযোগ। স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে একটি নোটিশ। তাতে জানানো হয়েছে যে, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওগ্রাফি, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ফিজিওথেরাপি-সহ মোট ১৩ টি বিষয়ে প্যারামেডিক্যাল কোর্স করানো হবে। এবং প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই করা হবে যোগ্যতা যাচাই। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই এই কোর্সের জন্য আবেদন করতে পারেন ছাত্র-ছাত্রীরা।

সমস্ত সরকারি মেডিক্যাল কলেজেই এই ১৩টি কোর্স করানো হবে বলে জানা যায়। যার মধ্যে রয়েছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েট এডুকেশন অ্যান্ড রিসার্চ, নীলরতন সরকার মেডিকেল কলেজ, আর জি কর মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।

মূলত উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা সুযোগ পাবেন এই কোর্সে আবেদন করার জন্য। তবে অবশ্যই তাঁদের উচ্চমাধ্যমিকে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। এই কোর্সে আবেদনকারীর বয়স হতে হবে ১৭ বছর বা তার ঊর্ধ্বে। মূলত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই এই কোর্সে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষার পরে নম্বরের ভিত্তিতেই যোগ্যতা যাচাই করে তবেই ভর্তি নেওয়া হবে তাঁদের। ২৮ শে জুলাই সকাল দশটা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা।

ছাত্রছাত্রীরা নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন আগামী ৬ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত। তবে এক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে ৫০০ টাকা এছাড়াও রেজিস্ট্রেশন ফি হিসেবে ধার্য করা হয়েছে ১০০ টাকা। এরপর যারা এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের কাউন্সিলিংয়ের মাধ্যমে শুরু করে দেওয়া হবে ভর্তির প্রক্রিয়া।

মৈনাক দেবনাথ

Career Tips: মাধ্যমিকের পর ভবিষ্য‍তের কেরিয়ার ভেবে দিশেহারা? রইল খুব অল্পদিনে সাফল‍্যের হদিশ

সদ্যমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছে ছাত্রছাত্রীরা। এই সময় কোন ছাত্র কোন বিষয় নিয়ে পড়বেন কী বলছেন শিক্ষক শুনুন।
সদ্যমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছে ছাত্রছাত্রীরা। এই সময় কোন ছাত্র কোন বিষয় নিয়ে পড়বেন কী বলছেন শিক্ষক শুনুন।
ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর পরই এই সময় বিষয় নির্ধারণ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কে কোন বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবনে চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকে প্রতিটা ছাত্র-ছাত্রীদের মধ্যে।
ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর পরই এই সময় বিষয় নির্ধারণ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কে কোন বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবনে চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকে প্রতিটা ছাত্র-ছাত্রীদের মধ্যে।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত লিটারেচারে পড়তে হয় সমস্ত ছাত্র ছাত্রীদের। আপনি যদি সাহিত্যে পটু হন বাংলার ভাষার প্রতি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি বাংলা নিয়ে পড়তে পারেন। বাংলা ভাষা নিয়ে পড়লে বিভিন্ন কাজের সুবিধা থাকে।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত লিটারেচারে পড়তে হয় সমস্ত ছাত্র ছাত্রীদের। আপনি যদি সাহিত্যে পটু হন বাংলার ভাষার প্রতি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি বাংলা নিয়ে পড়তে পারেন। বাংলা ভাষা নিয়ে পড়লে বিভিন্ন কাজের সুবিধা থাকে।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত লিটারেচারে পড়তে হয় সমস্ত ছাত্র ছাত্রীদের। আপনি যদি সাহিত্যে পটু হন বাংলার ভাষার প্রতি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি বাংলা নিয়ে পড়তে পারেন। বাংলা ভাষা নিয়ে পড়লে বিভিন্ন কাজের সুবিধা থাকে।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত লিটারেচারে পড়তে হয় সমস্ত ছাত্র ছাত্রীদের। আপনি যদি সাহিত্যে পটু হন বাংলার ভাষার প্রতি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি বাংলা নিয়ে পড়তে পারেন। বাংলা ভাষা নিয়ে পড়লে বিভিন্ন কাজের সুবিধা থাকে।
যেমন শিক্ষকতা ছাড়াও ফিল্ম রাইটিং, কনটেন্ট রাইটিং, বিজ্ঞাপন সংস্থায় কাজ, সংবাদ পত্রিকার এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির দরজা আপনার সামনে খুলে যাবে।
যেমন শিক্ষকতা ছাড়াও ফিল্ম রাইটিং, কনটেন্ট রাইটিং, বিজ্ঞাপন সংস্থায় কাজ, সংবাদ পত্রিকার এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির দরজা আপনার সামনে খুলে যাবে।
অন্যদিকে বাংলার মতো ইংরেজিও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সঙ্গে থাকবে। উচ্চ মাধ্যমিকের পর চাইলে আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তবে সেক্ষেত্রে আপনি অধ্যাপনার সাথে সাথে বিভিন্ন কর্পোরেট সংস্থা, এনজিও এছাড়াও বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পেয়ে যাবেন ।
অন্যদিকে বাংলার মতো ইংরেজিও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সঙ্গে থাকবে। উচ্চ মাধ্যমিকের পর চাইলে আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তবে সেক্ষেত্রে আপনি অধ্যাপনার সাথে সাথে বিভিন্ন কর্পোরেট সংস্থা, এনজিও এছাড়াও বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পেয়ে যাবেন ।
অনেক ছাত্র-ছাত্রীদের গণিতে ভয় থাকলেও বহু ছাত্র-ছাত্রী আছেন যাদের অঙ্ক কষতে ভাললাগে এবং অঙ্ক নিয়ে আগামী দিনে এগোতে চান। এ সকল ছাত্র-ছাত্রী যারা গণিত নিয়ে পড়বেন বলে মনস্থির করছেন তাঁরা উচ্চমাধ্যমিকে গণিত বিষয়ে নিজেদের পছন্দের বিষয়ের মধ্যে রাখবেন। গণিত নিয়ে পড়াশোনা করলে পরবর্তীতে সরকারি চাকরির পাশাপাশি, ব্যাংক, অ্যাকাউন্টিং এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি সুযোগ পাবেন।
অনেক ছাত্র-ছাত্রীদের গণিতে ভয় থাকলেও বহু ছাত্র-ছাত্রী আছেন যাদের অঙ্ক কষতে ভাললাগে এবং অঙ্ক নিয়ে আগামী দিনে এগোতে চান। এ সকল ছাত্র-ছাত্রী যারা গণিত নিয়ে পড়বেন বলে মনস্থির করছেন তাঁরা উচ্চমাধ্যমিকে গণিত বিষয়ে নিজেদের পছন্দের বিষয়ের মধ্যে রাখবেন। গণিত নিয়ে পড়াশোনা করলে পরবর্তীতে সরকারি চাকরির পাশাপাশি, ব্যাংক, অ্যাকাউন্টিং এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি সুযোগ পাবেন।

তবে এক্ষেত্রে আপনি যে বিষয়ে নির্বাচন করুন না কেন সেটা অবশ্যই আপনার পছন্দের হতে হবে। আপনার পছন্দের বিষয় নির্বাচন করলে তবেই আগামী দিনে চাকরির পথ সুগম হয়ে যাবে।
তবে এক্ষেত্রে আপনি যে বিষয়ে নির্বাচন করুন না কেন সেটা অবশ্যই আপনার পছন্দের হতে হবে। আপনার পছন্দের বিষয় নির্বাচন করলে তবেই আগামী দিনে চাকরির পথ সুগম হয়ে যাবে।

পিয়া গুপ্তা