Tag Archives: CBI Investigation

RG Kar Case- CBI: আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, মিসিং লিঙ্ক খুঁজতে বয়েজ হস্টেলে হানা সিবিআই আধিকারিকদের

কলকাতা: ৯ অগাস্ট মধ্য রাতে খুন হন আরজি কর হাসপাতালের চিকিৎসক। সেই রাতে ঘটনার রাতে বয়েস হোস্টেলে পার্টি হয়েছিল বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। সেই পার্টির তদন্তে এবার সিবিআইয়ের বিশেষ দল ঢুকল আরজি করের বয়েস হোস্টেলে।

ঘটনার রাতে কারা ছিল বয়েজ হস্টেলের পার্টিতে? কেন ঘটনার কথা কিছু শুনতে পেল না তারা? সঞ্জয়কে কেউ দেখেছে কিনা? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হস্টেলে গিয়েছে সিবিআই। বয়েস হস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আগে ইমার্জেন্সি বিল্ডিংয়ে গিয়েছিল সিবিআই, সেখান থেকে সিবিআই বেরিয়ে বয়েস হোস্টেলে গিয়েছিল।

আরও পড়ুন: মর্গেই অন্তরঙ্গ যুগল! ভিডিও ভাইরাল হতেই নিরাপত্তার স্বার্থে বসানো হল সিসিটিভি

বয়েস হস্টেল থেকে এক ছাত্রকে নিয়ে সিবিআই বয়েস হস্টেল থেকে বেরিয়ে যায় প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে। এখানেই বসেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ। প্রিন্সিপালের কাছে যাওয়ার পরে তাঁরা কোথায় যান সেটাই দেখার।

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, যমে মানুষে টানাটানি! কী হল শেষ পর্যন্ত… রইল ভয়ঙ্কর ভিডিও

সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিকেলে সিবিআইয়ের আইনি আধিকারিক পরিদর্শন করতে আসেন আরজি করে। ল অফিসার চলে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিতীয় দল আসে আরজি কর হাসপাতালে। এদিন আরজি করে হানা দিয়ে চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণ নিয়ে নতুন কোনও সূত্র পায় নাকি সিবিআই সেটাই এখন দেখার।

CBI investigation: আপত্তি অগ্রাহ্য করে কেন সিবিআই তদন্ত? রাজ্যের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, খারিজ কেন্দ্রের যুক্তি

নয়াদিল্লি: রাজ্যের আপত্তি সত্তেও বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত, এতে খর্ব হচ্ছে রাজ্যের সাংবিধানিক অধিকার। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। কেন্দ্রের যুক্তি খারিজ করে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট, ১৩ অগস্ট মামলার শুনানি হবে।

আরও পড়ুন: রানাঘাট দক্ষিণে ভোটের আগের রাতে চলল গুলি, নজরে মানিকতলা! রাজ্যে চার কেন্দ্রে চলছে উপনির্বাচন

কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, রাজ্যের এই মামলা নিয়ে শুনানিরই প্রয়োজন নেই। কিন্তু, আজ শীর্ষ আদালতের বিচারপতি গাভাই এবং বিচারপতি সঞ্জিব মোহতা জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফে করা মামলা নিয়ে যে যুক্তি দেওয়া হয়েছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই এই মামলা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: বৃষ্টিতেও খেলা হবে! সব রকম আবহাওয়ার জন্য তৈরি হচ্ছে বিশেষ ক্রিকেট স্টেডিয়াম

ডিএসপিই আইনের ৬ নম্বর ধারায় বলা রয়েছে সিবিআই কোনও রাজ্যের আওতায় গিয়ে তদন্ত করতে চাইলে, সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নিতে হবে। রাজ্যের তরফে সেই অনুমতি প্রত্যাহার করার পরও তদন্ত চালাচ্ছে সিবিআই। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বক্তব্য ছিল, এর ফলে রাজ্যের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের তরফে সওয়াল করেন কপিল সিব্বল। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মোহতা। বুধবার এই নিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিল দু’পক্ষই।