Tag Archives: chameleon

Chameleon Rescue: বাংলায় বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগে বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগে বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি।
বালি বোঝাই ডাম্পরে কোনওভাবে চলে আসে একটি বিরল প্রজাতির গিরগিটি। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ক্যামেলিয়ন। সেটিকে উদ্ধার করেএদিন বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
বালি বোঝাই ডাম্পরে কোনওভাবে চলে আসে একটি বিরল প্রজাতির গিরগিটি। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ক্যামেলিয়ন। সেটিকে উদ্ধার করেএদিন বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালীনা বাজার এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করেন সুশান্ত ধল নামে এক ব্যক্তি।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালীনা বাজার এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করেন সুশান্ত ধল নামে এক ব্যক্তি।
জানা গিয়েছে, মূলত এই বিরল প্রজাতির ক্যামেলিয়ন দেখা যায় জঙ্গল এলাকায়। গাছে থেকে পোকামাকড় খায় বলে জানিয়েছে বনকর্মীরা। তবে পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এই প্রাণী।
জানা গিয়েছে, মূলত এই বিরল প্রজাতির ক্যামেলিয়ন দেখা যায় জঙ্গল এলাকায়। গাছে থেকে পোকামাকড় খায় বলে জানিয়েছে বনকর্মীরা। তবে পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এই প্রাণী।
এই বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকারী সুশান্ত ধল বলেন, এদিন সকালে বালি আনলোডের সময় এই বিশেষ প্রজাতির গিরগিটিকে দেখতে পাই।অসাবধানতাবশত এটির ক্ষতি হতে পারত। তাই কৌটো বন্দি করে প্রায় ১২ কিলোমিটার দূরে বেলদা নিয়ে এসে বনকর্মীদের হাতে তুলে দিই।
এই বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকারী সুশান্ত ধল বলেন, এদিন সকালে বালি আনলোডের সময় এই বিশেষ প্রজাতির গিরগিটিকে দেখতে পাই।অসাবধানতাবশত এটির ক্ষতি হতে পারত। তাই কৌটো বন্দি করে প্রায় ১২ কিলোমিটার দূরে বেলদা নিয়ে এসে বনকর্মীদের হাতে তুলে দিই।
উদ্ধারকারী বনকর্মী কিঙ্কর চন্দ বলেন, পরিবেশের অত্যন্ত উপকারী এই ক্যামেলিয়ন। প্রাণীদের ক্ষতি করে না, বরং অনেক উপকার করে। পোকামাকড় খায়। তাই এই ধরনের প্রাণী দেখতে পেলে দ্রুত বনদফতরের হাতে তুলে দেওয়া উচিত। সুশান্তবাবুর এই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।-রঞ্জন চন্দ
উদ্ধারকারী বনকর্মী কিঙ্কর চন্দ বলেন, পরিবেশের অত্যন্ত উপকারী এই ক্যামেলিয়ন। প্রাণীদের ক্ষতি করে না, বরং অনেক উপকার করে। পোকামাকড় খায়। তাই এই ধরনের প্রাণী দেখতে পেলে দ্রুত বনদফতরের হাতে তুলে দেওয়া উচিত। সুশান্তবাবুর এই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
-রঞ্জন চন্দ