Tag Archives: Chocolate Day 2024

Chocolate Day 2024: ১৫ বছরে ৩ লক্ষ চকোলেট বিতরণ! বাচ্চা-সহ সব বয়সি মানুষের কাছে এই বৃদ্ধ হলেন চকোলেট দাদু

সুরজিৎ দে, জলপাইগুড়ি: ফেব্রুয়ারি মানেই ভালবাসার মাস। চলছে প্রেমের সপ্তাহ। প্রেমের সপ্তাহে সারা বিশ্ব জুড়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আজ পালিত হচ্ছে চকোলেট দিবস। তবে আজ‌ আমরা‌ দেখব জলপাইগুড়ির এক‌ বৃদ্ধকে। তিনি চকোলেট দাদু‌ নামেই বিশেষ পরিচিত। গত ১৫ বছর ধরে প্রায় তিন লক্ষ চকোলেট তিনি বিতরণ করেছেন শিশুদের মধ্যে।

জলপাইগুড়ির এই চকোলেট দাদু‌র নাম মহাবীর বিশাল আগর‌ওয়াল। শহরের মুহুরিপাড়া‌ এলাকার বাসিন্দা তিনি। ৭৮ বছরের এই ব্যক্তি যেখানেই যান‌ সঙ্গে করে‌ নিয়ে যান‌ ব্যাগভর্তি চকোলেট। ১ টাকা থেকে শুরু করে ৫ টাকা মূল্যের চকোলেট থাকে তা‍ঁর‌ থলেতে। সেই চকোলেট তিনি বিলিয়ে দেন শিশুদের হাতে‌। শহরের দিনবাজার এলাকার‌ ব্যবসায়ী মহাবীর বিশাল আগরওয়াল সদা হাসিমুখের‌ মানুষ। তাঁর ব্যবহার‌ও অমায়িক। নিত্যদিন‌ই বিভিন্ন‌ অনুষ্ঠানে উপস্থিত থাকতে‌ দেখা যায় তাঁকে‌। বিশেষ করে ধার্মিক অনুষ্ঠানগুলোতে‌ তাঁর যাতায়াত‌ বেশি। কোনও অনুষ্ঠানে গেলেই সঙ্গে থাকা‌ ঝোলা‌ থেকে চকোলেট বের‌ করে সকলের মাঝে বিলিয়ে দেন।

আরও পড়ুন : ঝাল নয়, এবার মিষ্টি রসের পুরভরা এই শিঙাড়াতেই মন ভরবে! জমে ‌যাবে ভালবাসার সপ্তাহ

মহাবীর বাবুর ছেলে লালচাঁদ‌ আগর‌ওয়াল বলেন, ‘বাবাকে সবাই‌ খুব ভালবাসেন। তিনি সেখানেই যান‌ সঙ্গে করে‌ চকোলেট নিয়ে যান‌। এতেই যেন‌ জুড়ে রয়েছে তাঁর জীবনের আনন্দ। এজন্য আমরাও‌ চাই‌ বাবা এই আনন্দের‌ মধ্যেই‌ বেঁচে থাকুক।’ বিভিন্ন স্কুলে গিয়েও‌ শিশুদের হাতে‌ চকোলেট তুলে দেন তিনি। চকোলেট দিবসে তিনি চলে এসেছিলেন জলপাইগুড়ির মার্চেন্ট রোডে‌র মহাদেব পার্বতী‌ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। সঙ্গে ছিল ব্যাগ‌ ভর্তি চকোলেট। স্কুলের সমস্ত শিশুদের মধ্যে সেগুলো বিলিয়ে দেন তিনি। শিশুপ্রেমী এই মানুষটির কথায়, ‘বছর পনেরো আগে একঝাঁক শিশুর মধ্যে প্রথম চকোলেট বিতরণ করেছিলাম‌। তার পর থেকে আর থেমে নেই। যতদিন আছি এভাবেই শিশুদের চকোলেট দাদু হয়ে‌ বেঁচে থাকতে চাই।” চকোলেট দাদুকে দেখতে পেয়েই খুদেদের ভিড় জমে যায় মহাবীরবাবুকে ঘিরে। চকোলেটদাদুকে পেয়ে বেজায় খুশি কচিকাঁচারা।

Chocolate Day 2024: চকোলেট ডে-তে সঙ্গীকে কোন চকোলেট দিলে প্রেম বাড়বে? রাশি মিলিয়ে দেখে নিন

উপহার হিসেবে চকোলেটের তুলনা হয় না। আর সেটা যদি ‘চকোলেট ডে’ হয়, তাহলে তো কথাই নেই। সঙ্গীকে দিতেই হবে মনভোলানো চকোলেট। প্রেম হবে মধুর। কিন্তু কোন চকোলেট দেওয়া উচিত? আসলে অনেকেই জানেন না, প্রতিটা রাশির জন্য বিশেষ চকোলেট রয়েছে। এখানে রইল তারই তালিকা।

মেষ রাশি (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল): মেষ রাশির জন্য সেরা উপহার হল চকোলেট ক্যান্ডি। এঁরা সাধারণত সাহসই এবং আত্মবিশ্বাসী হন। সামাজিকতায় সিদ্ধহস্ত। মানুষের সঙ্গে মিশতে ভালবাসেন। তাঁদের সুখী প্রকৃতির জন্য মেষ রাশির প্রেমিক বা প্রেমিকাকে দিতে হবে চকোলেট ক্যান্ডি।

বৃষ রাশি (২০ এপ্রিল থেকে ২০ মে): নির্ভরযোগ্য, দৃঢ়, বিচক্ষণ বৃষ রাশির প্রেমিক-প্রেমিকারা ব্যক্তিত্ববান হন। তবে কিছুটা একগুঁয়েও। লিকার চকোলেট এঁদের জন্য একেবারে উপযুক্ত।

মিথুন রাশি (২১ মে থেকে ২১ জুন): মিথুন রাশির প্রেমিক-প্রেমিকারা এই ভাল, এই মন্দ। এখন ভাল ব্যবহার করছে তো পর মুহূর্তেই আক্রমণাত্মক হতে পারে। ফলে এই ধরনের ব্যক্তিত্বের পছন্দ-অপছন্দ নিয়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই রাশির জন্য চকোলেট মাফিন সেরা।

কর্কট (২২ জুন থেকে ২২ জুলাই): কর্কট রাশির প্রেমিক-প্রেমিকারা মিষ্টি ব্যক্তিত্বের অধিকারী। এঁদের জন্য সেরা বেলজিয়ান চকোলেট। মুখে দিলেই গলে যাবে।

সিংহ রাশি (২৩ জুলাই থেকে ২২ অগাস্ট): সিংহ রাশির জাতক-জাতিকারা সকলের দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে নিতে পারেন। এঁরা উচ্চাকাঙ্ক্ষী এবং সৃজনশীল। ডার্ক চকোলেট এই রাশির সঙ্গে সবচেয়ে ভাল যায়।

কন্যা রাশি (২৩ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর): প্রেমিক বা প্রেমিকা কন্যা রাশির হলে র‍্যাস্পবেরি স্বাদের চকোলেট দিতে হবে। এর মসৃণ টেক্সচার এবং গন্ধ আকৃষ্ট করবেই।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর): আবেগপ্রবণ, পারফেকশনিস্ট এই রাশি ভারসাম্যের প্রতীক। তাই স্বাদেও ভারসাম্য আশা করেন তাঁরা। সুতরাং চকোলেট ডে-তে একলেয়ার্স হবে সেরা উপহার।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর): আবেগপ্রবণ বৃশ্চিকের জাতক-জাতিকারা বুদ্ধিমান এবং মজার মানুষ। এঁরা সাধারণ তিক্ত এবং গাঢ় স্বাদ পছন্দ করেন। তাই ডার্ক কফি ফ্লেভারের চকোলেট এঁদের জন্য উপযুক্ত।

ধনু রাশি (২৩ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর): ধনু রাশি জাতক জ্ঞানী এবং কৌতূহলী হন। দুঃসাহসিক কাজ পছন্দ করেন। নতুন জায়গায় গিয়ে আনন্দ পান। উপহার হিসেবে এঁদের নাটি অ্যান্ড ফ্রুটি চকোলেট দেওয়া উচিত।

মকর রাশি (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি): মকর মানে স্থিতিশীল, মনোযোগী এবং দয়ালু। এঁদের পছন্দের চকোলেট এঁদের ব্যক্তিত্বের মতোই বিলাসবহুল এবং সমৃদ্ধ। তাই সুইস চকোলেট সবচেয়ে ভাল হবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি): এঁরা সরল, সত্যবাদী। তাই মিল্ক চকোলেট বা মিল্ক বার এঁদের উপহার হিসেবে দেওয়া যায়।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): মীনরা উদার এবং কল্পনাপ্রবণ। চকোলেট ডে-তে এঁদের ক্রিমি চকোলেট উপহার দেওয়া উচিত।