Tag Archives: Dating App

Announced leave for dating: ডেটিংয়ে যাওয়ার ছুটি! এমনই আজব ঘোষণা এক কোম্পানির, খুশি নেটিজেন মহল

ব্যাঙ্কক: এক বেসরকারি কোম্পানি ছুটি ঘোষণা করল। তাও যে কোনও ছুটি নয়। একেবারে ডেটিং এ যাওয়ার ছুটি! হ্যাঁ এমনই আজব ছুটি দিল তাইলান্ডের কোম্পানি।

আসলে কর্মচারীর মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্যই এই ছুটি ঘোষণা। উর্ধ্বতন কর্তৃপক্ষ রিসার্চ করে দেখেছেন কর্মচারীদের মন ভাল থাকলে কাজের মানেও তা প্রভাব ফেলে। এই ছুটি ‘টিন্ডার লিভ’ নামে বিখ্যাত হয়েছে। অগাষ্টের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনও দিন এই ছুটি নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: ‘তেলে চুল তাজা’ করতে চান? চুলে তেল দেওয়ার সঠিক সময় জানুন! রইল ম্যাজিক টিপস

আসলে এর একটা প্রেক্ষাপট রয়েছে। কয়েকজন কর্মচারী নিজেদের মধ্যে আলোচনা করছিল, তাঁদের কাজের চাপ এতটাই বেশি যে, ডেটে পর্যন্ত যেতে পারছেন না। এই কথাই কোনও ভাবে পৌঁছায় কোম্পানির ম্যানেজমেন্টের কান পর্যন্ত। আর তার ফলেই এই ছুটি।

আরও পড়ুন: প্রকাশ্যে মহিলাকে চড় অ্যাপ চালকের, ভাইরাল ভিডিও! গ্রেফতারের দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

যদিও এই ছুটির পাওয়ার জন্য অন্তত এক সপ্তাহ আগে নোটিশ দিতে হবে। শুধু ছুটি দিয়েই ক্ষান্ত থাকেনি কোম্পানি, কর্মচারীর জন্য ডেটিং অ্যাপে ছয়মাসের জন্য গোল্ড ও প্ল্যাটেনিয়াম এই দুই ধরনের সাবক্রিপশনও করে দিচ্ছে।

কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, রোমান্টিক রিলেশনে কর্মচারির মানসিক স্বাস্থ্য ঠিক থাকে। যা কোম্পানীর সামগ্রিক উন্নতির জন্য জরুরি। এই ছুটির ঘোষণা হওয়া মাত্র, সোশ্যাল মিডিয়াতে খবর ভাইরাল হয়ে যায়। অনেকেই এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

কর্মচারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভাল রাখার জন্য অফিস প্রাঙ্গণে জিম, ক্যাফেটেরিয়া- সহ নানা বিনোদনমুলক ব্যবস্থা রাখা নতুন নয়। কিন্তু ডেটিংয়ে যাওয়ার ছুটি, এমন পদক্ষেপ সত্যি অভিনব।

Dating App Scam: ডেটিং অ্যাপকে হাতিয়ার করে প্রতারণা, রেস্তরাঁর বিলের পরিমাণ ৬১ হাজার, না দিতে পারলে ঘটে মারধরের ঘটনা

মুম্বই: ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা-সাক্ষাৎ করা নতুন কিছু নয়৷ আজকের প্রযুক্তির দুনিয়ায় এই ধরনের অ্যাপের প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে৷ তবে এই ধরনের দেখা-সাক্ষাতে প্রতারণার শিকার হওয়া আশঙ্কা রয়েছে৷ এমনই ঘটনা ঘটল মুম্বই শহরে৷

মুম্বইয়ে অন্ধেরির পশ্চিমে অবস্থিত ক্লাবকে কেন্দ্র করে এই প্রতারণার ঘটনা ঘটে৷ বিভিন্ন ধরনের ডেটিং অ্যাপ থেকে কিছু পুরুষকে সেই ক্লাবে আমন্ত্রণ জানানো হয়৷

আরও পড়ুন: আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় ফোটোগ্রাফার, আইফোনের লেন্সেই ঘটল কামাল

তারপর সেখানে মহিলারা কিছু খাবার অর্ডার করে৷ সেই খাবারগুলো মেনু কার্ডেও থাকে না৷ তারপর কিছুক্ষণ ব্যক্তিটির সঙ্গে সময় কাটিয়ে বিল আসার আগে কোনওভাবে চলে যায়৷

আরও পড়ুন: স্কুল বাসের ‘রং’ কেন ‘হলুদ’ হয় বলুন তো..? চমকে দেবে ‘আসল’ কারণ, গ্যারান্টি!

বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল! এখনও পর্যন্ত প্রায় ১২জন এই প্রতারণার শিকার হয়েছে৷

এই নিয়ে সাংবাদিক দীপিকা নারায়ণ ভরদ্বাজ সম্প্রতি এই কেলেঙ্কারিগুলিকে প্রথম তুলে ধরেছে৷ তিনি এই পোস্টে বিলের ছবিও শেয়ার করেছেন৷

তিনি আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন৷ কোনও ব্যক্তি যদি বিল দিতে না পারে, তা হলে তাঁকে বাউন্সার দিয়ে মারধরও করা হয়৷

তিনি জানায় এই প্রতারণার ঘটনা মুম্বই পুলিশের নাকের ডগায় দিনের পর দিন ঘটে চলেছে৷ অথচ কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি৷ যা অত্যন্ত আশঙ্কার ব্যাপার৷

এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর ইন্টারনেট জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷ জানা গিয়েছে কেবল মুম্বই নয়, দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, হায়দরাবাদের মতো একই ঘটনা ঘটছে৷

Online Dating App: Tinder-Bumble ডেটিং অ্যাপ ব্যবহার করেন? এখনই সাবধান না হলে বড় ক্ষতি! আঁতকে ওঠার মতো তথ্য ফাঁস গবেষকের দৌলতে

Dating App: অনলাইন ডেটিং প্ল্যাটফর্মগুলোর এখন রমরমা বাজার। চিরাচরিত পথের বাইরে অন্যভাবে গড়ে উঠছে বন্ধুত্ব, প্রেম, সাহচর্য। ডেটিং অ্যাপের আলাপ বিয়ে পর্যন্ত গড়িয়েছে, এমন ঘটনাও কম নয়। সব মিলিয়ে রোম্যান্টিক সম্পর্কে বিপ্লব এসেছে বললে খুব একটা ভুল হবে না। স্মার্টফোনের হাতে জীবনের লাগাম। ইন্টারনেট জুড়ে ডেটিং অ্যাপ। আজকাল নতুন মানুষের সঙ্গে খুব সহজেই আলাপ করা যায়, দেখা করা যায়। ভাল লাগা, মন্দ লাগাগুলো জানতে আর দীর্ঘ পথ পেরতে হয় না। এক ক্লিকেই হাতে চলে আসে সবকিছু।

প্রশ্ন হল, ডেটিং অ্যাপে কী গোপনীয়তা বজায় থাকে? সম্প্রতি ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার মোজিলার গবেষকরা ইউজারদের গোপনীয়তার উপর ভিত্তি করে ২৫টি ডেটিং অ্যাপে গবেষণা চালান। এর মধ্যে রয়েছে Tinder, Bumble, Hinge, OkCupid-এর মতো জনপ্রিয় অ্যাপও। কিন্তু যে তথ্য উঠে এসেছে তাতে চমকে যেতে হবে।

গবেষণায় দেখা গিয়েছে, অধিকাংশ ডেটিং অ্যাপ, প্রায় ৮০ শতাংশই বিজ্ঞাপনের জন্য ইউজারদের ব্যক্তিগত তথ্য শেয়ার বা বিক্রি করে। এই প্রকল্পে কাজ করা গবেষকদের মধ্যে মিশা রাইকভ বলছেন, “ডেটিং অ্যাপগুলো দাবি করে, আপনি যত বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন, ততটাই মনের মানুষ পাবেন। এটা আদৌ সত্যি কি না, তা জানার কোনও উপায় নেই। আমরা যা জানি সেটা হল, বেশিরভাগ ডেটিং অ্যাপই ব্যক্তিগত তথ্য গোপন রাখতে পারে না”। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ শতাংশ অ্যাপ ইউজাররা যা আপলোড করেন, তা থেকে মেটাডেটা সংগ্রহ করে। এর মধ্যে ছবি, ভিডিও তো বটেই, ইউজার কখন, কোথায় ক্লিক করেছেন, সেই তথ্যও থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, Hinge, OkCupid, Tinder এবং BLK সহ বেশ কয়েকটি অ্যাপ ইউজারের অবস্থানও অ্যাক্সেস করতে পারে।

আরও পড়ুন: আপনার প্রেমিকের নামের প্রথম অক্ষর কি এটাই? জ্যোতিষীর থেকে জেনে নিন সে আসলে কেমন মানুষ

যখন ইউজার অ্যাপ ব্যবহার করছে না, সেই সময়ও ইউজারের অবস্থানের উপর লক্ষ্য রাখে কিছু অ্যাপ। গবেষকরা গোপনীয়তা রক্ষার জন্য ইউজারদের কিছু টিপস দিয়েছেন। তাঁদের পরামর্শ হল, থার্ড পার্টি অ্যাপ থেকে এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত নয়। টিন্ডার বা বাম্বল প্রোফাইলকে লিঙ্কডইন প্রোফাইলের মতোই দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘অ্যাপ পারমিশন’ সীমিত করা। তবেই গোপন কথাটি গোপনে থাকবে।