Tag Archives: Dehradun

Dehradun Minor Assaulted: বাসের মধ্যে নাবালিকাকে গণধর্ষণ! আরজি কর কাণ্ডের মাঝে আর এক ভয়াবহতার নজির

দেরাদুন: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। তরুণী চিকিৎসক খুনের বিচার পেতে রাস্তায় নেমেছে মানুষ। এই সবের মধ্যেই দেরাদুন থেকে প্রকাশ্যে আর এক ভয়ঙ্কর ঘটনা। দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে (ISBT) পার্ক করা একটি বাসে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে খবর। সেই স্কুল পড়ুয়ার সঙ্গে ৫ জন দুর্বৃত্ত নৃশংস আচরণ করেছে বলে অভিযোগ।

লাইভ হিন্দুস্তানের খবর অনুযায়ী, নির্যাতিতা পাঞ্জাবের বাসিন্দা। দিল্লি হয়ে সে উত্তরপ্রদেশে পৌঁছেছিল। যেখান থেকে মোরাদাবাদ হয়ে সে দেরাদুনে যায়। বাস খালি করে প্রায় ৫ জন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তার পর সেই নাবালিকাকে তারা বাস থেকে ফেলে দিয়ে চলে যায় বলে জানা যায়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হেল্পলাইন টিম ওই কিশোরীকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায়। অঝোরে কাঁদছিল সে।

আরও পড়ুন- ‘এইটা’ দেখলেই নাক সিঁটকান? খাসির কোন অঙ্গ থেকে তৈরি হয় বলুন তো দেখি!

নির্যাতিতাকে প্রশ্ন করলে সে জানায়, লাল রঙের একটা বাসে তার সঙ্গে এই ঘটনা ঘটে। বাসটি কোন রাজ্যের তা জানার চেষ্টা করছে পুলিশ। বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হচ্ছে। এর পাশাপাশি ঘটনার সময় আইএসবিটিতে নিরাপত্তা কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। জিজ্ঞাসাবাদের জন্য ISBT চত্বর থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

দেরাদুনের আইএসবিটি বাসস্ট্যান্ড থেকে অল্প দূরে একটি থানা রয়েছে। প্যাটেল নগর কোতোয়ালির আইএসবিটি থানা বাসস্ট্যান্ড গেট সংলগ্নই বলা যায়। রাতভর মানুষ বাসস্ট্যান্ডে আসা-যাওয়া করে। সেই ভরা রাস্তায় এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Accident: গাড়িতে ৬ বন্ধু তখন গল্পে মশগুল, খাদে পড়ল গাড়ি! মুহূর্তে সব শেষ! ভয়ঙ্কর ঘটনায় মৃত সকলেই

দেরাদুন: শনিবার সকালে মর্মান্তিক ঘটনা ঘটল দেরাদুনে। সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে পর্যটকে ভরা দেরাদুনে। শনিবার সকালে দেরাদুন-মুসৌরি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। মুসৌরি-দেরাদুন সড়কের চুনাখালের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে মোট ৬ জন ছিলেন, দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার যুবক ও দুই তরুণী ছিল। ওই ৬ জনই বেড়াতে এসেছিল বলে খবর। দুর্ঘটনার পরই পুলিশ, ফায়ার সার্ভিস ও এসডিআরএফ-কে উদ্ধার কাজে লাগানো হয়।

আরও পড়ুন: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! শহিদ জওয়ান, ভোটের মাঝেই ভয়ঙ্কর ঘটনা

ওই ৬ জনই রাজপুর রোডে অবস্থিত একটি কলেজে পড়াশোনা করেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই বন্ধু ছিলেন। শনিবার সকালে মুসৌরি থেকে দেরাদুনে ফেরার সময় চুনাখালের কাছে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত এক যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় লোকজনই বিষয়টি পুলিশ ও এসডিআরএফকে জানায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অনেক চেষ্টার পর গাড়িটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকারী দল যখন খাদে পৌঁছয়, ততক্ষণে গাড়িতে থাকা চার যুবকের মৃত্যু হয়েছে। দুই যুবতীর মধ্যে একজন কিছুক্ষণের মধ্যেই মারা যায়। দ্বিতীয় যুবতীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।