Tag Archives: Drug Case

Pak Boat in India: গুজরাতে ঢুকল পাক বোট, বড় ষড়যন্ত্র! ৬০২ কোটি টাকার যা মিলল, দেখে তাজ্জব হয়ে গেল বাহিনীও

নয়াদিল্লি: দেশে চলছে লোকসভা ভোট। এরই মধ্যে গুজরাত উপকূলে ধরা পড়ল মাদকবোঝাই পাকিস্তানি নৌকা। রবিবার গুজরাতের পোরবন্দর থেকে পাক নৌকাটি আটক করেছে সন্ত্রাসদমন শাখা ও এনসিবির যৌথ বাহিনী। গ্রেফতার করা হয়েছে ১৪ জন পাকিস্তানিকে।

ভারতে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেইমতো শনিবার রাত থেকে জোর তল্লাশি শুরু হয়। উপকূলরক্ষা বাহিনীর বিশেষ নজরদারি জাহাজ ও বিমান নিয়ে গুজরাতের বিরাট এলাকাজুড়ে তল্লাশি শুরু হয়।

আরও পড়ুন: ছুটির দিন ঘুরতে বেরিয়ে মুহূর্তেই সব শেষ! ভয়ঙ্কর মৃত্যু স্বামীর, আশঙ্কাজনক স্ত্রী-পুত্রও

রবিবার দুপুরে পাকিস্তানি নৌকাটি ধরা পড়ে। ওই নৌকা থেকে সবমিলিয়ে মোট ৮৬ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মাদকের দাম প্রায় ৬০০ কোটি টাকা। মাদক বোঝাই নৌকাটিও আটক করা হয়েছে। নৌকায় থাকা ১৪ পাকিস্তানিকেও আটক করেছে সন্ত্রাসদমন শাখা ও এনসিবির যৌথ বাহিনী।

জানা গিয়েছে, লোকসভা ভোটের আবহে ভারতে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই সূত্র ধরেই শনিবার রাত থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি। উপকূলরক্ষা বাহিনীর বিশেষ নজরদারি জাহাজ ও বিমান নিয়ে গুজরাতের বিরাট এলাকাজুড়ে তল্লাশি শুরু হয়। অবশেষে রবিবার দুপুরে পাকিস্তানি নৌকাটি ধরা পড়ে। যদিও একাধিকবার নজরদারি এড়িয়ে পালাতে চেষ্টা করেছিল নৌকাটি।

Addiction: সে কী! একদমই সত্যি কথা… এই আজব নেশাই এখন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেশার একটি

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মাদক কোনগুলো‌? ‌বিশ্বের ৫০টি দেশে করা এই সমীক্ষায় হেরোইন, সিগারেট, মদ্যপান, গাঁজার পাশাপাশি উঠে এল লাফিং গ্যাসের নামও!‌
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মাদক কোনগুলো‌? ‌বিশ্বের ৫০টি দেশে করা এই সমীক্ষায় হেরোইন, সিগারেট, মদ্যপান, গাঁজার পাশাপাশি উঠে এল লাফিং গ্যাসের নামও!‌
দেখা গিয়েছে, জনপ্রিয় নেশার তালিকায় সাত নম্বরে রয়েছে এই লাফিং গ্যাস। ইউরোপে ৩৮ শতাংশ মানুষই গতবছরে লাফিং গ্যাসের নেশা করেছেন। চেতনানাশক ওষুধ হিসাবে দীর্ঘদিন ধরেই নাইট্রাস অক্সাইড অর্থাৎ লাফিং গ্যাস ব্যবহার করা হচ্ছে।
দেখা গিয়েছে, জনপ্রিয় নেশার তালিকায় সাত নম্বরে রয়েছে এই লাফিং গ্যাস। ইউরোপে ৩৮ শতাংশ মানুষই গতবছরে লাফিং গ্যাসের নেশা করেছেন। চেতনানাশক ওষুধ হিসাবে দীর্ঘদিন ধরেই নাইট্রাস অক্সাইড অর্থাৎ লাফিং গ্যাস ব্যবহার করা হচ্ছে।
এই গ্যাস প্রাথমিকভাবে হাসির অনুভূতি জাগালেও পরে চেতনা লোপ করতে সাহায্য করে। নেশার অনুভূতিও তৈরি হয়।
এই গ্যাস প্রাথমিকভাবে হাসির অনুভূতি জাগালেও পরে চেতনা লোপ করতে সাহায্য করে। নেশার অনুভূতিও তৈরি হয়।
আইনি নিষেধাজ্ঞা না থাকায় ইউরোপের বিভিন্ন জায়গায় বাল্বের মতো আকারের কাচের পাত্রে রমরমিয়ে বিক্রি হয় এই বর্ণহীন মিষ্টি গন্ধের গ্যাস। চাহিদাও হু-‌হু করে বাড়ছে।
আইনি নিষেধাজ্ঞা না থাকায় ইউরোপের বিভিন্ন জায়গায় বাল্বের মতো আকারের কাচের পাত্রে রমরমিয়ে বিক্রি হয় এই বর্ণহীন মিষ্টি গন্ধের গ্যাস। চাহিদাও হু-‌হু করে বাড়ছে।
বিশেষত যাঁরা নিয়মিত নাইটক্লাবে যান, তাঁদের মধ্যে লাফিং গ্যাসের দারুণ জনপ্রিয়তা রয়েছে। এদিকে বেলজিয়ামের পুলিস জানিয়েছেন, বিশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে এবার লাফিং গ্যাস ব্যবহার করার কথাও ভাবছেন তাঁরা।‌‌‌
বিশেষত যাঁরা নিয়মিত নাইটক্লাবে যান, তাঁদের মধ্যে লাফিং গ্যাসের দারুণ জনপ্রিয়তা রয়েছে। এদিকে বেলজিয়ামের পুলিস জানিয়েছেন, বিশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে এবার লাফিং গ্যাস ব্যবহার করার কথাও ভাবছেন তাঁরা।‌‌‌