Tag Archives: Dubrajpur

Durga Puja Travel: হেতমপুর রাজবাড়ির কাছেই রহস্য ঘেরা বীরভূমের মামা ভাগ্নে পাহাড়! ঘুরে আসুন পুজোর ছুটিতে

সৌভিক রায়, বীরভূম: পাহাড় ঘুরতে ভালোবাসেন! তবে হাতে মাত্র একদিনের ছুটি,একদিনের ছুটিতে দার্জিলিং গ্যাংটক তো যাওয়া হবে না। তাহলে উপায়! উপায় রয়েছে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন বীরভূমের দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় থেকে। এই মামা ভাগ্নে নামটির সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় স্কুলজীবনে ভূগোল বইয়ে। এই পাহাড়টি রহস্যময়। এই পাহাড়ের দু’টি পাথর যেভাবে ব্যালেন্স করে রয়েছে তা সবাইকে বিস্মিত করে দেয়। অপরদিকে এই দুটি পাহাড়ের উচ্চতাও ভিন্ন। দুটি ভিন্ন উচ্চতর পাথর কীভাবে একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে তা আমাদের অবাক করে দেয়। এই পাহাড়ে রয়েছে তিলেশ্বর শিব মন্দির।

বীরভূমের সদর শহর সিউড়ি থেকে যে কোনও গাড়ি অথবা বাসে আপনি পৌঁছে যেতে পারবেন দুবরাজপুর। রাস্তায় আসতে আসতে আপনাদের নজরে আসবে সুবিশাল লাল তোরণ। বিশাল ফটক খুলে স্বাগত জানাবে হেতমপুর রাজবাড়ি। বাংলার এক প্রত্যন্ত প্রান্তে পথের মাঝে হঠাৎই এই সুবিশাল স্থাপত্য দেখে চমকে উঠতে হবে বইকি! ফটকের উপরে এলোমেলো আগাছা। তোরণের উপরে পাথরের তৈরি ছোট ছোট পরী। বনেদিয়ানার আভিজাত্য ফুটে উঠছে সর্বত্র। তোরণেই উঁকি দিচ্ছে ফলক।

আরও পড়ুন : ব্লাড সুগার, ওজন, হৃদরোগ বেড়ে যায় চিনি খেলে? জানুন রোজ চিনি খেলে শরীরের কতটা ক্ষতি হয়

এই রাজবাড়ি দেখে আপনি সোজা পৌঁছে যেতে পারেন মামা ভাগ্নে পাহাড়। সকাল সকাল রওনা দিয়ে বিকেলের মধ্যে আপনি ফিরে আসতে পারেন নিজের বাড়ি। অথবা আপনি যদি কলকাতা হাওড়া অথবা শিয়ালদা থেকে বোলপুর অথবা তারাপীঠ আসেন তাহলে সেখান থেকে সকাল সকাল দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড়ের দিকে রওনা দিয়ে আবার ফিরে আসতে হবে আপনাকে নিজের হোটেলে। কারণ দুবরাজপুরে থাকার মতো খুব একটা ভাল ব্যবস্থা নেই।