Tag Archives: Durand Cup 2023

ATK Mohun Bagan : এগিয়ে থেকেও ড্র, ডুরান্ডে মুম্বইয়ের বিরুদ্ধে ফের হতাশ করল এটিকে মোহনবাগান

#কলকাতা: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। এমন ফলাফল হতে পারে ধারণা ছিল না। সভাপতি ব্যাপক সমালোচনা হয়েছিল গোটা দলের। গালাগালি খেতে হয়েছিল কোচকেও। তাই আজ দ্বিতীয় ম্যাচে কামব্যাক করতেই হত এটিকে মোহনবাগানকে। বুধবার দাপটের সঙ্গেই শুরু করে সবুজ মেরুন।

৪০ মিনিটের মাথায় গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো। হুগোর পাস থেকে আসিস রাইয়ের পাস। সেখান থেকে কাজের কাজ করেন গোয়ান ফুটবলার। এরপরেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু ব্যর্থ হন কিয়ান। ৭৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে মুম্বই। ডানদিক থেকে ভেসে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার পেরেরা ডিয়াজ।

৬০ মিনিটের মাথায় দুটো পরিবর্তন করেছিলেন মোহনবাগান কোচ। মনবীর এবং কিয়ানকে নামানো হয়। তবে গোল খাওয়ার সময় প্রীতম এবং পগবা একেবারেই জায়গায় ছিলেন না। ম্যাচে বলের দখল বেশি রাখলেও কাজের কাজটা করতে পারেনি এটিকে মোহনবাগান। একটা সময়ের পর দেখে মনে হচ্ছিল জয়সূচক গোল করার ইচ্ছে নেই তাদের।

কোন মতে ম্যাচটা থেকে একটি পয়েন্ট পেলেই হল। সেই মরিয়া ভাব দেখা গেল না। সমর্থকরা হতাশ হয়ে মাঠ ছাড়া শুরু করলেন খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে। স্প্যানিশ কোচ আজও সমালোচিত হবেন। নকআউটে যেতে হলে ইস্টবেঙ্গল এবং নেভিকে হারানো ছাড়া রাস্তা নেই।

তবে যে ছন্দে খেলছে ফেরান্দর দল, তাতে সমর্থকদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে রাজস্থানের বিরুদ্ধে হেরে যাওয়ার পর আজ যে জবাব দেওয়ার প্রয়োজন ছিল, সেটা দিতে পারল না সবুজ মেরুন। মুম্বই সিটির বিরুদ্ধে আজকের আগে পর্যন্ত জয়ের নজির ছিল না এটিকে মোহনবাগানের।

আজও সেই ট্রাডিশন বজায় রইল। বিশেষ করে দলের ফিনিশিং এবং ডিফেন্সে বিশেষ উন্নতি হয়েছে বলে মনে হল না। ম্যাচ শেষে যদিও কোচ জানিয়ে গেলেন তিনি হতাশ নন। ইস্টবেঙ্গল এবং নেভির বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

Durand cup : দুরন্ত জোসেফ, জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলল মহমেডান

মহমেডান স্পোর্টিং -৩
( ফজলু, অভিষেক, ফইয়াজ)

জামশেদপুর -০

#কলকাতা: ডুরান্ড কাপে দারুন ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। রবিবার জামশেদপুরকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল তারা। যদিও জামশেদপুর তাদের ডেভেলপমেন্টাল দলকে খেলাচ্ছে এই টুর্নামেন্ট। কোনও বিদেশি ছিল না। তাতে অবশ্য মহমেডানের জয়কে ছোট করে দেখার জায়গা নেই। প্রথমার্ধে গোল করেন ফজলু রহমান।

বাঁদিক থেকে একটি আক্রমণ তৈরি হলে ফিরতি বলে হেডে গোল করেন কেরলের ফুটবলারটি। প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান তরুণ বাঙালি ফুটবলার অভিষেক হালদার। মার্কস জোসেফের পাস থেকে অসাধারণ লব করে জালে বল জড়িয়ে দেন অভিষেক। অসাধারণ দর্শনীয় গোল।

জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন শেখ ফইয়াজ। এবারও বল বাড়িয়েছিলেন সেই জোসেফ। ক্যারিবিয়ান তারকা ফুটবলার আজ নিজে গোল করতে না পারলেও অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। যারা মাঠ জুড়ে খেলেছেন। আক্রমণ তৈরি হচ্ছিল তার পা থেকেই। বল ধরে খেলতে জানেন, কখন পাস বাড়াতে হবে ধারণা পরিস্কার।

যত সময় যাচ্ছে জোসেফ যেন নিজেকে মেলে ধরছেন। বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি সাদা কালো দলের সেরা ফুটবলার। এই জয়ের ফলে নকআউটে যাওয়ার ব্যাপারে মহমেডান দারুন একটা জায়গায় পৌঁছে গেল। যদিও এরপর তাদের গ্রুপে শক্তিশালী বেঙ্গালুরু এবং ভারতীয় বায়ু সেনার বিরুদ্ধে ম্যাচ আছে।

মহামেডান দলের রাশিয়ান কোচ খুশি হলেও স্পষ্ট জানিয়েছেন কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। তার মতে চ্যাম্পিয়ন হতে গেলে দ্রুত নিজেদের ভুল ঠিক করতে হবে। পাশাপাশি রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, প্রবীর, সন্দেশদের বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের আসল লড়াই বলছেন কোচ চের্ণিশভ। দিপেন্দু বিশ্বাস অবশ্য আত্মবিশ্বাসী নিজেদের এই ছন্দ ধরে রাখতে পারলে সাদা কালো শিবির ফাইনাল পর্যন্ত পৌঁছবে মনে করেন দিপেন্দু।

ATKMB : ডুরান্ড কাপের শুরুতেই চরম লজ্জা এটিকে মোহনবাগানের! প্রথম ম্যাচেই হার রাজস্থানের বিরুদ্ধে

এটিকে মোহনবাগান – ২

রাজস্থান – ৩

#কলকাতা: প্রথমেই ধাক্কা। এই ধাক্কার আন্দাজ ছিল না মোহনবাগান সমর্থকদের। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে শনিবার সন্ধ্যায় যুবভারতীর মাঠে রাজস্থানের বিরুদ্ধে আটকে যেতে হবে সবুজ মেরুনকে, এমনটা ভাবতে পারেননি কেউ। কিন্তু ফুটবল শুধু যে নাম দিয়ে হয় না, সেটা প্রমাণ করল রাজস্থান। তারকা সমৃদ্ধ এটিকে মোহনবাগান দলকে মাটিতে নামিয়ে আনল তারা।

ম্যাচের শুরু থেকে স্বাভাবিকভাবেই এটিকে মোহনবাগানের চাপ ছিল ম্যাচে। একের পর এক আক্রমণ, কর্নার, সুযোগের পর সুযোগ মিস। অবশেষে গোল হল ৪২ মিনিটে। বাঁদিক থেকে আশিকের মাইনাস ধরে গোল করে যান কিয়ান। ডার্বির পর এই প্রথম গোল পেলেন তিনি। কিন্তু এক মিনিটের মধ্যে জটলার মধ্যে থেকে গোল শোধ করে দেয় রাজস্থান। বেক্তুর সমতা ফিরিয়ে আনেন ম্যাচে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল ব্যবধান বাড়িয়ে নেয় সবুজ মেরুন। বুমুর মাইনাস থেকে আশিক গোল করে যান। কিন্তু লড়াই থেকে সরে যায়নি রাজস্থান। যার পুরস্কার পেল তারা। লালরেমসঙ্গা ২-২ করেন। এরপরেও ম্যাচটা জেতার মত একাধিক গোল করার সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু সেই সুযোগ নষ্টের প্রদর্শনী করতে থাকেন মনবির, জনি, কিয়ান এবং বাকিরা।

রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যে ভোগাবে, তার প্রমাণ পাওয়া গেল আজকে। তবে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো ড্র হবে। কিন্তু অতিরিক্ত সময় জয়সূচক গোল করে গেল রাজস্থান। নিকুম পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে হিসেব বদলে দিলেন। চোখ বুজে ভাবলেও হয়তো অসম্ভব মনে হচ্ছে। কিন্তু দিনের শেষে এটাই সত্যি।

এটিকে মোহনবাগান দেশের অন্যতম শক্তিশালী দলকে তাদেরই ঘরের মাঠে এসে ডুরান্ড কাপে ৩-২ গোলে হারিয়ে দিয়ে গেল রাজস্থান। এই হারের ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু দিনের শেষে ফুটবল কেন মহান অনিশ্চয়তার খেলা সেটা আবার প্রমাণিত হল।

হুয়ান ফেরান্ডো, যাই বলুন, রাজস্থানের মত দলের কাছে হার মেনে নেওয়া কঠিন। পজিটিভ স্ট্রাইকার এই দলে নেই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোহনবাগানের পারফরমেন্স। অস্ট্রেলিয়ান পেত্রাতস আসার পর ছবি বদলাবে কিনা সময় বলবে।

কিন্তু তিনদিন পরে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রবল চাপ নিয়ে নামতে হবে এটিকে মোহনবাগানকে তাতে সন্দেহ নেই। তারপর সম্মানের কলকাতা ডার্বি। হয়তো নতুন বছরে দল তৈরির ক্ষেত্রে স্প্যানিশ কোচ হিসেবটা গোলমাল করে ফেলেছেন।

Durand cup : মুম্বইকে জিতিয়ে উঠে ইস্টবেঙ্গল কোচকে গোল উৎসর্গ মিজো তারকার, কেন জানেন?

#কলকাতা: উপকারীর উপকার ভুলতে নেই, তেমনই গুরুর অবদান ভুলতে নেই। তেমনটাই উদাহরণ রাখলেন মুম্বাই সিটি এফসি দলের ছাংতে। মিজোরামের এই ফুটবলার ডুরান্ড কাপে জোড়া গোল করার পর সেই দুটো গোল উৎসর্গ করেছেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি।

আরও পড়ুন – Bengal Cricket team : জোর কদমে চলছে মিলিটারি ট্রেনিং! বাংলার ক্রিকেটারদের খাটিয়ে মারছেন লক্ষ্মী

জয় দিয়ে বৃহস্পতিবার যুবভারতীতে ডুরান্ড কাপে যাত্রা শুরু করলেও বিদেশিহীন নৌ সেনা দলের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল মুম্বই। একাধিক সুযোগ পাওয়া সত্ত্বেও বিক্রমরা গোল করতে পারেননি নৌ সেনা দলের গোলরক্ষক বেলুতা বিষ্ণুর তৎপরতায়। গতির বিরুদ্ধে ৪৩ মিনিটে গোল করে নৌ সেনা দলকে এগিয়ে দেন আদর্শ মাট্টুমল।

অবশ্য প্রথমার্ধের সংযুক্ত সময়েই (৪৫+৩ মিনিটে) বিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে অসাধারণ গোলে ১-১ করেন বিক্রম। ছাংতে নেমেই ছবিটা বদলে দেন। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে মুম্বইকে ২-১ এগিয়ে দেন। ৮৯ মিনিটে অসাধারণ শটে প্রথম গোল করেন ছাংতে। এক মিনিটের মধ্যেই ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

ম্যাচের সেরাও হলেন ছাংতে। ম্যাচ শেষ হওয়ার পরে তৃপ্ত মুখে দাঁড়িয়েছিলেন স্টিভন। প্রাক্তন ছাত্রের উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন, ছাংতে এখনও ভারতীয় ফুটবলের অন্যতম তারকা। ছাংতের তারা হয়ে ওঠার নেপথ্যে প্রধান কারিগর তো আপনি?

স্টিভন বললেন, কোচ হিসেবে আমার কাজই তো প্রতিশ্রুতিমান ফুটবলার খুঁজে আনা। ছাংতে এই জায়গায় পৌঁছেছে সম্পূর্ণ নিজের চেষ্টায়। মুম্বইয়ের জয়ের নায়ক অবশ্য জানতেনই না স্টিভন খেলা দেখতে এসেছিলেন। যখন বেরোলেন, ততক্ষণে প্রিয় গুরু হোটেলে ফিরে গিয়েছেন।

স্টিভনের সঙ্গে দেখা না হওয়ায় হতাশ ছাংতে। বললেন, স্টিভন স্যর এসেছিলেন!ওঁর ঋণ কখনও শোধ করতে পারব না। স্টিভন স্যরকেই আমার দু’টো গোল উৎসর্গ করছি। আসলে তার জীবনে স্টিফেনের অবদান অস্বীকার করতে পারেন না ছাংতে। এটাই তার কৃতজ্ঞ থাকার পরিচয়।

Mohun Bagan : ডুরান্ড কাপে নামার আগে হঠাৎই সবার চোখের আড়ালে অনুশীলন এটিকে মোহনবাগানের

#কলকাতা: শেষ কয়েকদিন সবার চোখের সামনে অনুশীলন করলেও, ডুরান্ড কাপে নামার দুদিন আগে থেকে ভাল বদল এটিকে মোহনবাগানের। স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো নিয়ম জারি করেছেন সবার চোখের আড়ালে অনুশীলন করবেন শেষ তিন দিন। এমনিতে ভারতীয় ফুটবল সাসপেন্ড হওয়ার কারণে এএফসি কাপে এটিকে মোহনবাগানের ভাগ্য অনিশ্চিত।

আরও পড়ুন – Vladimir Putin : ১০ টি করে সন্তানের জন্ম দিতে হবে রুশ মহিলাদের! প্রেসিডেন্ট পুতিনের এবার নতুন দাওয়াই

আপাতত সব ফোকাস ডুরান্ড কাপে। হাতে থাকা পোগবা, হ্যমিল, কার্ল, হুগো এবং জনির খেলতে কোন অসুবিধে নেই। আর অস্ট্রেলিয়ার পেত্রাটসকে ডুরান্ড কাপে আনা হবে না সেটা জানাই ছিল। নিয়ম মত তার আসতে কোন সমস্যা নেই। শনিবার রাজস্থানের বিরুদ্ধে ডুরান্ড কাপ অভিযান শুরু করছে সবুজ মেরুন।

বিপক্ষ দল সম্পর্কে সেভাবে ধারণা নেই কোচের। এমনিতে শক্তিতে এগিয়ে থাকলেও বিপক্ষ দলকে ছোট করে দেখতে নারাজ হুয়ান। তার মতে যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবচেয়ে বেশি কঠিন। তবে মনে করা হচ্ছে ক্লোজ ডোর অনুশীলনে বেশ কিছু নতুন মুভমেন্ট রপ্ত করার চেষ্টা করবেন কোচ। রয় কৃষ্ণ, প্রবীর দাস, সন্দেশদের মত অভিজ্ঞ ফুটবলাররা দল ছেড়েছেন।

তাই যারা এসেছেন তারা উপযুক্ত এটা প্রমাণ করার চাপ থাকবে। হুয়ান নিজেও জানেন কৃষ্ণ এবং সন্দেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি সাহস দেখিয়েছেন। তাই এই দুই জায়গায় ফুটবলাররা মাঠে নেমে কতটা নিজেদের প্রমাণ করতে পারেন নজর থাকবে সকলের। জয় তুলে নিতে মরিয়া থাকবে এটিকে মোহনবাগান।

ডুরান্ড কাপে এফসি গোয়ার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন হুয়ান। এবার এটিকে মোহনবাগানের জার্সিতে হতে হবে, এমন একটা অলিখিত চাপ তার ওপর আছে। তাছাড়া বৃহস্পতিবার মুম্বই সিটি এফসি নৌবাহিনীকে ৪-১ গোলে হারিয়ে দেওয়ার কারনে গোল পার্থক্য নিয়ে চাপ থাকবে কলকাতার দলের।

তবে হুয়ান এবং তার ফুটবলাররা আশাবাদী নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারলে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়। তাছাড়া আইএসএলর জন্য এই টুর্নামেন্ট অ্যাসিড টেস্ট। আগামী ২৮ আগস্ট কলকাতা ডার্বি। তবে সেটা নিয়ে এখনই ভাবতে রাজি নন সবুজ মেরুন কোচ। তার আগে দুটো ম্যাচে ভাল ব্যবধানে জেতাই লক্ষ্য তার।

Durand cup : পিছিয়ে পড়েও জয়, ডুরান্ড কাপে দারুণ শুরু কলকাতার মহমেডান স্পোর্টিংয়ের

মহমেডান -৩
এফ সি গোয়া -১

#কলকাতা: আশা ছিল নিজেদের ঘরের মাঠে জিতেই ডুরান্ড কাপ অভিযান শুরু করবে মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অবশ্য সমর্থকদের হতাশ করছিল কলকাতার ঐতিহ্যশালী এই ক্লাব। উল্টো দিকের দল এফসি গোয়া বিদেশি খেলায়নি এই ম্যাচে। সেদিক থেকে মহমেডান দলে ছিলেন ওসমানে, নুরুদ্দিন দারবানভ এবং মার্কোস জোসেফ।

তাছাড়া ফাইজ, অভিষেকদের মত অভিজ্ঞ ভারতীয় ফুটবলার ছিলেন সাদা কালো শিবিরে। ৩৫ মিনিটে গতির বিপরীতে গোল করে গোয়াকে এগিয়ে দেন নেমিল। প্রতিভাবান এই ফুটবলার দূরপাল্লার শটে দেখার মত গোল করেন। কিছুই করার ছিল না গোলরক্ষক শংকরের। তবে দ্বিতীয়ার্ধ দল শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে সমতা ফিরিয়ে আনে কলকাতার দল।

বাঁদিক থেকে ফেইজ মাইনাস করলে প্রীতম সিং গোল করতে ভুল করেননি। এরপর গোপী, ফইজ এবং জোসেফ সহজ সুযোগ না হারালে তখনই ব্যবধান বাড়িয়ে নিত ব্ল্যাক প্যান্থার। কিন্তু অবশেষে মহমেডান গোল পেল ৭৮ মিনিটে। পরিবর্ত হিসেবে নামা দুই ফুটবলার আভাস এবং ফজলুর দুরন্ত কম্বিনেশনে জয় সূচক গোল তুলে নিল সাদা কালো শিবির।

ম্যাচ শেষে মহমেডানের রাশিয়ান কোচ জানিয়েছেন এদিন জিতলেও তার দল নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি। তবে তিনি আশাবাদী দ্বিতীয় ম্যাচ থেকেই আরো বেশি আক্রমণাত্মক এবং পজেটিভ ফুটবল উপহার দেবে তার ছেলেরা। হেরে গেলেও গোয়া দলের তরুণ ফুটবলাররা যেভাবে লড়াই করলেন তাতে তাদের জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়।

৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। ক্যারিবিয়ান স্ট্রাইকার জোসেফ নিজের প্রথম এবং দলের তিন নম্বর গোলটি করে গেলেন ডান দিক থেকে আসা ক্রসে। ভারতীয় ফুটবলে নিজের ক্ষমতা আগেও প্রমাণ করেছেন জোসেফ। একেবারে শেষ লগ্নে ফজলু সহজ সুযোগ না হারালে চার গোল দিতে পারত মহমেডান।

প্রথম শট! ১৩১ তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

#কলকাতা: বাংলা যে ভারতীয় ফুটবলের মক্কা সেটা আবার প্রমাণ করতে চলেছে বাংলায় শুরু হওয়া ডুরান্ড কাপ। ভারতীয় ফুটবলে লজ্জার দিনে শতাব্দী প্রাচীন গর্বের ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ আগস্ট খেলা হবে দিবস যে ডুরান্ড এর সূচনা হবে সেটা আগেই ঠিক ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় খেলা শুরুর ১ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন ফুটবলে শট মেরে। পাশে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়াও সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।

West Bengal chief minister Mamata Banerjee inaugurates 131 St Durand cup ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ কে কে রেপসওয়াল আগেই জানিয়েছিলেন উদ্বোধনে মুখ্যমন্ত্রী এবং ফাইনালে রাষ্ট্রপতি থাকবেন। তবে এই প্রথম নয়, বাংলার মুখ্যমন্ত্রী এর আগেও এই টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ২০১৯ সালে। সেনাবাহিনী জানিয়ে দিয়েছে আগামী ২০২৫ সাল পর্যন্ত ডুরান্ড কাপের অধিকাংশ ম্যাচ তারা বাংলায় আয়োজন করবে।

পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস তাদের দেওয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে ছিলেন রানা প্রতাপ কলিতা। মুখ্যমন্ত্রী দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হলেন। ভবিষ্যতে বড় ফুটবলার হওয়ার জন্য তাদের মোটিভেট করলেন।

ফুটবল যে মানুষকে এক করে সেটা সকলেই জানেন। বাংলার ক্রীড়া প্রেমী মুখ্যমন্ত্রী এর আগেও ফুটবলের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিন প্রধানকে সাহায্য করা ছাড়াও ছোট ক্লাবদের ও সাহায্য করেছেন একাধিক ভাবে।

Sunil Chhetri : ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারিয়েই কলকাতা থেকে ডুরান্ড নিয়ে যেতে চান সুনীল ছেত্রী

#বেঙ্গালুরু: সঠিক সময়ে নির্বাচন না হলে এআইএফএফ’কে নির্বাসনের হুমকি দিয়েছে ফিফা। এমনকী অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্বও হারাতে পারে ভারত। এই প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি’র হয়ে ডুরান্ড কাপ খেলতে কলকাতায় পৌঁছনোর আগে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফেডারেশনের নির্বাচন নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। বরং নিজেদের পারফরম্যান্সের দিকেই ফোকাস করতে হবে।

কারণ এসব ব্যাপার ফুটবলারদের নিয়ন্ত্রণে নেই। যারা বিষয়টি দেখছেন, তাঁদের উপর দায়িত্ব ছেড়ে দেওয়াই ভালো। তাঁরা নিশ্চয়ই ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থেই প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নেবেন। জাতীয় দলে খেলা ফুটবলারদের আমি সাফ বলেছি, প্রতিনিয়ত নিজের উন্নতির দিকে লক্ষ্য রাখো! অন্যকিছু নিয়ে ভাবার দরকার নেই। মাঠে সেরাটা দেওয়াই আমাদের কাজ।

আরও পড়ুন – Hasin Jahan : মেয়ের জন্মদিনে নাকি ফুটপাতের জামা দিয়েছেন শামি! নতুন অভিযোগ হাসিন জাহানের

আপাতত বেঙ্গালুরু এফসি’র জার্সি গায়ে ডুরান্ড কাপই জয়ই পাখির চোখ সুনীল ছেত্রীর। ভারতীয় ফুটবলের আইকন বলেন, ডুরান্ড খুবই পুরোনো প্রতিযোগিতা। এই আসরে চ্যাম্পিয়ন হওয়া দারুণ সম্মানের বিষয়। দীর্ঘ ফুটবল কেরিয়ারে অনেক নামী-দামি ট্রফিই জিতেছি। কিন্তু কখনও ডুরান্ড কাপ জেতার সৌভাগ্য হয়নি। এবার এই প্রতিযোগিতায় সেরা হওয়ার লক্ষ্যে নিজেকে উজাড় করে দেব।

২০১৩ সালে ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ বেঙ্গালুরু এফসি’র। তারপর আই লিগ, আইএসএল জিতলেও ডুরান্ড কাপের স্বাদ পায়নি তারা। এবার নিজেদের দল নিয়ে আশাবাদী সুনীল। দেশের জার্সিতে সর্বাধিক গোলের মালিক বলেন, আমাদের দল বেশ শক্তিশালী হয়েছে। ম্যানেজমেন্ট সবরকমের সহযোগিতা করছে। ভাল ফল না হওয়ার কোনও কারণ নেই।

সতীর্থদের বলেছি, পেশাদারি মানসিকতা নিয়ে যে কোনও টুর্নামেন্টে জয়ের জন্য ঝাঁপাতে হবে।’ উল্লেখ্য, এটিকে মোহন বাগানের চার প্রাক্তন ফুটবলার রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস ও জাভির সঙ্গে এবার চুক্তি করেছে বিএফসি। ফলে অনেকটাই বেড়েছে তাদের শক্তি ও ভারসাম্য।