Tag Archives: Eastern Railway

Eastern Railway: যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ পূর্ব রেলওয়ের! থাকবে সিসিটিভি মনিটরিংও

কলকাতা: গ্রীষ্মের তাপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব রেলের বিস্তৃত নেটওয়ার্কে যাত্রী চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে।  এই পরিস্থিতিতে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) যাত্রীদের সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

যে ট্রেনগুলিতে সাধারণ শ্রেণির কোচ আছে, সেগুলিতে যাত্রা শুরুর স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছে। এঁরা যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রেনে উঠতে সাহায্য করবেন।  এই প্রশিক্ষিত কর্মীগণ সমস্ত স্টেশনবে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। থাকবে সিসিটিভি, যাতে জনবহুল এলাকাগুলিতে রিয়েল-টাইম মনিটরিং জারি রাখা যায়। এতে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।

 পূর্ব রেলওয়ে ব্যস্ততার চরম সময়গুলিতে ফুট-ওভার ব্রিজে আরপিএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে।  এতে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হয়েছে এবং ভিড় হওয়ার সম্ভাবনা কমেছে।  এর ফলে সামগ্রিক নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন- গঙ্গার ঘাটে নেই কোনও কোলাহল, বারাণসী জুড়ে বিরাজ করছে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা; হঠাৎ কী এমন হল?

যাত্রীসেবার মান আরও উন্নত করতে, বিশেষ কয়েকটি স্থানে সহায়তা কেন্দ্র ও পরিষেবা দেওয়ার কাউন্টার স্থাপন করা হয়েছে। এই সমস্ত কেন্দ্রে যাত্রীগণ তাঁদের জিজ্ঞাসা ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা লাভ করতে পারবেন, যা তাঁদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করে তুলবে।

গ্রীষ্মের যাত্রী চাপ অব্যাহত থাকলেও, পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (আরপিএফ) পরিস্থিতি অনুযায়ী ক্রমাগত নতুন পদক্ষেপ গ্রহণ এবং নিজেদের মানিয়ে নেওয়ার মাধ্যমে যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।  এই সমস্ত উদ্যোগের ফলে প্রত্যেক যাত্রী আত্মবিশ্বাসের সঙ্গে এবং মানসিক শান্তিতে তাদের যাত্রা শুরু করতে পারবেন।

Special Train: পূর্ব রেলের দারুণ খবর! এবার এক ট্রেনেই নৈনিতাল! ভাড়াও হাতে গোনা! সময়সূচি জেনে বুকিং করুন তাড়াতাড়ি

আরও সহজ হল নৈনিতাল যাওয়া। তীব্র গরমে মনোরম আবহাওয়া পরিবেশ পেতে শুধু দার্জিলিং পাহাড় নয়, এবার বাংলার পর্যটকেরা সহজেই পৌঁছে যাবেন উত্তরাখণ্ডের নৈনিতাল। পাহাড়ে ঘেরা চারিদিক মাঝে হ্রদ রয়েছে এই শহরে। পর্যটকদের কাছে এই শহর বরাবরই আকর্ষণীয়। (হরষিত সিংহ)
আরও সহজ হল নৈনিতাল যাওয়া। তীব্র গরমে মনোরম আবহাওয়া পরিবেশ পেতে শুধু দার্জিলিং পাহাড় নয়, এবার বাংলার পর্যটকেরা সহজেই পৌঁছে যাবেন উত্তরাখণ্ডের নৈনিতাল। পাহাড়ে ঘেরা চারিদিক মাঝে হ্রদ রয়েছে এই শহরে। পর্যটকদের কাছে এই শহর বরাবরই আকর্ষণীয়। (হরষিত সিংহ)
এবার পূর্ব রেলের পক্ষ থেকে বিরাট খবর দিল। এতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নৈনিতাল পৌঁছানো সহজ ছিল না। আর কোন সমস্যা নেই নৈনিতাল পৌঁছানোর। কারণ মালদহ টাউন থেকে সরসরি খুব অল্প সময়ে এবার নৈনিতাল পৌঁছানোর ট্রেন চালু করল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
এবার পূর্ব রেলের পক্ষ থেকে বিরাট খবর দিল। এতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নৈনিতাল পৌঁছানো সহজ ছিল না। আর কোন সমস্যা নেই নৈনিতাল পৌঁছানোর। কারণ মালদহ টাউন থেকে সরসরি খুব অল্প সময়ে এবার নৈনিতাল পৌঁছানোর ট্রেন চালু করল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। সামার স্পেশাল হিসেবে সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সপ্তাহ বুধবার করে ছাড়বে। ট্রেনের টিকিটের দামও খুব সামান্য। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যে রয়েছে।
উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার লালকুয়ান স্টেশন পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। সামার স্পেশাল হিসেবে সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সপ্তাহ বুধবার করে ছাড়বে। ট্রেনের টিকিটের দামও খুব সামান্য। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যে রয়েছে।
মালদা টাউন – লালকুয়ান – মালদা টাউন সামার স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকেই। রেল সূত্রে জানা গিয়েছে ০৩৪১৫ মালদহ টাউন - লালকুয়ান সামার স্পেশাল মালদা টাউন ছাড়বে ১৭.১৫ টায়। প্রতি বুধবার। ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে ট্রেনটি।
মালদা টাউন – লালকুয়ান – মালদা টাউন সামার স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু হচ্ছে ২৪ এপ্রিল থেকেই। রেল সূত্রে জানা গিয়েছে ০৩৪১৫ মালদহ টাউন – লালকুয়ান সামার স্পেশাল মালদা টাউন ছাড়বে ১৭.১৫ টায়। প্রতি বুধবার। ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে ট্রেনটি।
০৩৪১৬ লালকুয়ান – মালদহ টাউন সামার স্পেশাল লালকুয়ান থেকে ২১.০৫ টায় ছাড়বে। প্রতি বৃহস্পতিবার। ২৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে ট্রেনটি পূর্ব রেলের বরহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে উভয় দিকেই থামবে।
০৩৪১৬ লালকুয়ান – মালদহ টাউন সামার স্পেশাল লালকুয়ান থেকে ২১.০৫ টায় ছাড়বে। প্রতি বৃহস্পতিবার। ২৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে ট্রেনটি পূর্ব রেলের বরহারওয়া, সাহেবগঞ্জ, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর স্টেশনে উভয় দিকেই থামবে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।

Summer Special Train: গরমের মধ্যে বেড়াতে যাওয়ার সুযোগ! স্পেশাল ট্রেনে টিকিটের ছড়াছড়ি, এখনই দেখুন

স্কুলে গরমের ছুটি তো শুরু হয়ে গেল।  পূর্ব রেল অনেকদিন ধরেই গরমের ছুটিতে ভ্রমণের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা করেছে।  যারা আগেভাগেই আসন সংরক্ষণ করেছিলেন, তারা ভাগ্যবান।  ইতিমধ্যেই বেশ কিছু স্পেশাল ট্রেনে টিকিট শেষ হয়ে ওয়েট লিস্ট চলছে , যেমন, হাওড়া - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল অথবা হাওড়া - রকসৌল সামার স্পেশাল। 
স্কুলে গরমের ছুটি তো শুরু হয়ে গেল।  পূর্ব রেল অনেকদিন ধরেই গরমের ছুটিতে ভ্রমণের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা করেছে।  যারা আগেভাগেই আসন সংরক্ষণ করেছিলেন, তারা ভাগ্যবান।  ইতিমধ্যেই বেশ কিছু স্পেশাল ট্রেনে টিকিট শেষ হয়ে ওয়েট লিস্ট চলছে , যেমন, হাওড়া – নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল অথবা হাওড়া – রকসৌল সামার স্পেশাল। 
রাকেশ মাইতি)
কিছু কিছু ট্রেনে এখনও টিকিট আছে।  যারা এখনো স্পেশাল ট্রেনে কন্ফার্ম বার্থ পাওয়ার সৌভাগ্যের অংশীদার হতে চান, তারা আর দেরি না করে তাড়াতাড়ি টিকিট কাটুন।   যে সমস্ত সামার স্পেশাল ট্রেনে এখনো টিকেট আছে, সেগুলি নিম্নরূপ :১) ০৩০৪৫ হাওড়া - রকসৌল সামার স্পেশালে ২৯/০৪/২০২৪ তারিখের যাত্রায় কেবলমাত্র স্লীপার ক্লাসে টিকিট আছে। ২) ০৩১০৫ শিয়ালদহ - জাগি রোড  সামার স্পেশালে ২৬/০৪/২০২৪ তারিখের যাত্রায় এসি ৩-টায়ার  ক্লাসে টিকিট আছে।
কিছু কিছু ট্রেনে এখনও টিকিট আছে।  যারা এখনো স্পেশাল ট্রেনে কন্ফার্ম বার্থ পাওয়ার সৌভাগ্যের অংশীদার হতে চান, তারা আর দেরি না করে তাড়াতাড়ি টিকিট কাটুন।   যে সমস্ত সামার স্পেশাল ট্রেনে এখনো টিকেট আছে, সেগুলি নিম্নরূপ :১) ০৩০৪৫ হাওড়া – রকসৌল সামার স্পেশালে ২৯/০৪/২০২৪ তারিখের যাত্রায় কেবলমাত্র স্লীপার ক্লাসে টিকিট আছে। ২) ০৩১০৫ শিয়ালদহ – জাগি রোড  সামার স্পেশালে ২৬/০৪/২০২৪ তারিখের যাত্রায় এসি ৩-টায়ার  ক্লাসে টিকিট আছে।
৩) ০৩১০৭ শিয়ালদহ - লখনৌ  সামার স্পেশালে ২৭/০৪/২০২৪ তারিখের যাত্রায় ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও  এসি ৩-টায়ার ক্লাসে টিকিট আছে। ৪) ০৩১০৯ শিয়ালদহ - ভাদোদারা  সামার স্পেশালে ৩০/০৪/২০২৪ তারিখের যাত্রায় এসি ২-টায়ার, এসি ৩-টায়ার ও স্লীপার  ক্লাসে টিকিট আছে। 
৩) ০৩১০৭ শিয়ালদহ – লখনৌ  সামার স্পেশালে ২৭/০৪/২০২৪ তারিখের যাত্রায় ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও  এসি ৩-টায়ার ক্লাসে টিকিট আছে। ৪) ০৩১০৯ শিয়ালদহ – ভাদোদারা  সামার স্পেশালে ৩০/০৪/২০২৪ তারিখের যাত্রায় এসি ২-টায়ার, এসি ৩-টায়ার ও স্লীপার  ক্লাসে টিকিট আছে।
৫) ০৩১৩১ শিয়ালদহ - গোরক্ষপুর  সামার স্পেশালে ২৯/০৪/২০২৪ তারিখের যাত্রায়  স্লীপার  ক্লাসে টিকিট আছে। 6) ০৩১৩৫ কলকাতা - পাটনা সামার স্পেশালে ২৫/০৪/২০২৪ ও ৩০/০৪/২০২৪ তারিখের যাত্রায়  স্লীপার  ক্লাসে টিকিট আছে। ৬) ০৩১৮৫ কলকাতা -জয়নগর সামার স্পেশালে ২৬/০৪/২০২৪  তারিখের যাত্রায় দ্বিতীয় শ্রেণীর আসনে (2S ক্লাসে) টিকিট আছে। 
৫) ০৩১৩১ শিয়ালদহ – গোরক্ষপুর  সামার স্পেশালে ২৯/০৪/২০২৪ তারিখের যাত্রায়  স্লীপার  ক্লাসে টিকিট আছে। 6) ০৩১৩৫ কলকাতা – পাটনা সামার স্পেশালে ২৫/০৪/২০২৪ ও ৩০/০৪/২০২৪ তারিখের যাত্রায়  স্লীপার  ক্লাসে টিকিট আছে। ৬) ০৩১৮৫ কলকাতা -জয়নগর সামার স্পেশালে ২৬/০৪/২০২৪  তারিখের যাত্রায় দ্বিতীয় শ্রেণীর আসনে (2S ক্লাসে) টিকিট আছে।
৮) ০৩৪০৯ মালদা টাউন - খাতিপুরা  সামার স্পেশালে ২৫/০৪/২০২৪  তারিখের যাত্রায় কেবলমাত্র স্লীপার  ক্লাসে টিকিট আছে। ৯) ০৩৪১৫ মালদা টাউন - লাল কুয়া  সামার স্পেশালে ২৪/০৪/২০২৪ তারিখের যাত্রায় এসি ২-টায়ার,  এসি ৩-টায়ার ও  এসি ৩-টায়ার ইকোনমি ক্লাসে টিকিট আছে। 
৮) ০৩৪০৯ মালদা টাউন – খাতিপুরা  সামার স্পেশালে ২৫/০৪/২০২৪  তারিখের যাত্রায় কেবলমাত্র স্লীপার  ক্লাসে টিকিট আছে। ৯) ০৩৪১৫ মালদা টাউন – লাল কুয়া  সামার স্পেশালে ২৪/০৪/২০২৪ তারিখের যাত্রায় এসি ২-টায়ার,  এসি ৩-টায়ার ও  এসি ৩-টায়ার ইকোনমি ক্লাসে টিকিট আছে।
১০) ০৩৪৬৫ মালদা টাউন - দিঘা সামার স্পেশালে ২৭/০৪/২০২৪  তারিখের যাত্রায় কেবলমাত্র  স্লীপার  ক্লাসে টিকিট আছে। ১১) ০৩৫০৯ আসানসোল - খাতিপুরা সামার স্পেশালে ৩০/০৪/২০২৪  তারিখের যাত্রায়  ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও  এসি ৩-টায়ার  ক্লাসে টিকিট আছে।  তবে এসমস্ত ট্রেনে বার্থ ক্রমাগত বুকিং হয়ে চলেছে , যে কোনও ক্লাসের বার্থ শেষ হয়ে যেতে পারে।  তাই দেরী না করে আজই সামার স্পেশাল ট্রেনের টিকিট কাটুন।
১০) ০৩৪৬৫ মালদা টাউন – দিঘা সামার স্পেশালে ২৭/০৪/২০২৪  তারিখের যাত্রায় কেবলমাত্র  স্লীপার  ক্লাসে টিকিট আছে। ১১) ০৩৫০৯ আসানসোল – খাতিপুরা সামার স্পেশালে ৩০/০৪/২০২৪  তারিখের যাত্রায়  ফার্স্ট এসি , এসি ২-টায়ার ও  এসি ৩-টায়ার  ক্লাসে টিকিট আছে।  তবে এসমস্ত ট্রেনে বার্থ ক্রমাগত বুকিং হয়ে চলেছে , যে কোনও ক্লাসের বার্থ শেষ হয়ে যেতে পারে।  তাই দেরী না করে আজই সামার স্পেশাল ট্রেনের টিকিট কাটুন।