Tag Archives: Education

West Bengal BED University: হঠাৎ ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ হয়ে গেল রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়! কারণ কী? বাড়ছে রহস্য

কলকাতা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজ্য বি এড বিশ্ববিদ্যালয়। আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বালিগঞ্জের এই বিশ্ববিদ্যালয়। কারণ কী সেই ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল? অন্তত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয় বন্ধের যে নির্দেশিকা জারি করা হয়েছে কারণ অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে বেসরকারি বিএড কলেজের সঙ্গে যুক্ত কয়েকজনের থেকে নানা রকম ভাবে হুমকি এসেছে। সেই জন্যই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। যতদিন না পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে। তবে কী কারণে এই হুমকি বিশ্ববিদ্যালয়ের কাছে আসছে?

আরও পড়ুন: মিথ্যা বললে শরীরের কোন ‘অঙ্গ’ গরম হয়…? আপনি জানেন? ‘এইভাবে’ ধরে ফেলুন মিথ্যাবাদী!

বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি সম্প্রতি ২৫৩ বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছিল। প্রয়োজনীয় পরিকাঠামো-সহ একাধিক ইস্যুতে চলতি শিক্ষাবর্ষের জন্য ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছিল বি এড বিশ্ববিদ্যালয়। তারপর থেকেই বাতিল হওয়া কলেজগুলির তরফে একাধিক কলেজ গত কয়েক দিন ধরেই বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসের সামনে এসে বাতিল হওয়া কলেজগুলির সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক অধ্যাপিকারাও লাগাতার বিক্ষোভ করছেন। শুক্রবারেও সেই বিক্ষোভ অব্যাহত ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে।

আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফুঁসছে ‘সুস্পষ্ট’ নিম্নচাপ! আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার বিরাট ভোলবদল, আইএমডি-র Mega আপডেট

যদিও বিশ্ববিদ্যালয় বন্ধ করার কারণ কী সেই বিষয়টি অবশ্য বিশ্ববিদ্যালয়ের ঘাড়েই ঠেলেছেন বিক্ষোভকারীরা। তবে তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য পরীক্ষা সংক্রান্ত কাজও বন্ধ হয়ে গিয়েছে। এতে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে বলেই অভিযোগ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে গোটা পরিস্থিতি সম্পর্কে আচার্য থেকে শুরু করে পুলিশ প্রশাসনকেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন “বিশ্ববিদ্যালয়ের তরফে যা বলার নোটিসে বলা হয়েছে।” সম্প্রতি ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি অবশ্য জানিয়েছিলেন গোটা বিষয়টি দফতরের থেকে জানতে চাওয়া হবে। যদিও সেই সংক্রান্ত কোনও চিঠি বিশ্ববিদ্যালয়ের কাছে এসে এখনও পৌঁছয়নি বলেই জানা গিয়েছে। আর সেই সময় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হল যাকে কেন্দ্র করে শিক্ষামহলে তরজা তুঙ্গে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

West Bengal School Admission: কোন বয়সে কোন ক্লাসে ভর্তি? স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে বড় খবর দিল শিক্ষা দফতর

কলকাতা: কোন বয়সে কোন ক্লাসে ভর্তি? সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য। প্রত্যেকবারই প্রথম শ্রেণিতে ভর্তির আগে বা জানুয়ারি মাসে ভর্তির সময়সীমার আগে এই নির্দেশিকা জারি করে রাজ্য। এবারও কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে সেই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন আকারে নির্দেশিকা জারি করে দেওয়া হল রাজ্যের তরফে।

রাজ্য স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে ন্যূনতম ৬ বছর হলে ক্লাস ওয়ানে ভর্তি হওয়া যাবে। তবে সেক্ষেত্রে বয়স সাত বছরের কম হতে হবে। ন্যূনতম ৭ বছর কিন্তু ৮ বছরের কম বয়স হতে হবে ক্লাস টু-তে ভর্তি হতে। ন্যূনতম আট বছর কিন্তু নয় বছরের কম হতে হবে ক্লাস থ্রিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ৯ বছর কিন্তু ১০ বছরের কম বয়স হতে হবে চতুর্থ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য।

আরও পড়ুন: ‘সেই দিনটা…’, অনুপমের প্রাক্তন স্ত্রী আজ থেকে পরমের ঘরণী! প্রেমের শুরুটা লুকিয়ে ‘সেই’ দিনে

ন্যূনতম ১০ বছর কিন্তু ১১ বছরের কম বয়স হতে হবে পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ১১ বছর কিন্তু ১২ বছরের কম বয়স হতে হবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ১২ বছর কিন্তু ১৩ বছরের কম বয়স হতে হবে সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। আর ন্যূনতম তেরো বছর কিন্তু ১৪ বছরের কম বয়স হতে হবে অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য।

আরও পড়ুন: নখ, নখের পাশের চামড়া দাঁত দিয়ে কেটে ফেলেন? এক মারাত্মক রোগের শিকার আপনি, জানুন

রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, লটারির মাধ্যমেও যদি কোনও পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ না পান সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের আধিকারিকদের কাছে আবেদন জানাবেন সংশ্লিষ্ট পড়ুয়ার অভিভাবেকরা। ৩১ জানুয়ারি ২০২৪ সালের মধ্যে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের আধিকারিকেরা ছাত্রছাত্রীদের ভর্তি সুনিশ্চিত করবে।

রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফের নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে কোনও ভাবেই যাতে ড্রপ আউট না হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে জেলার স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। অন্যদিকে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলেও নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F