Tag Archives: fire in kolkata

Death: কালীপুজোর সকালেই সব শেষ! আনোয়ার শাহ অগ্নিকাণ্ডে গুরুতর জখম যুবকের মর্মান্তিক মৃত্যু

কলকাতা: কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ কালীপুজোর দিনই মর্মান্তিক মৃত্যু হল ২২-এর যুবকের৷ গত সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ লেকগার্ডেন্স সুপার মার্কেটের কাছে বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। রাণা নস্কর নামে ২২ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই চলছিল জীবনমরণ লড়াই৷ শেষমেশ গুরুতর জখম যুবকের মর্মান্তিক মৃত্যু হল কালীপুজোর সকালেই৷

প্রিন্স আনোয়ার শাহ রোডের অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে জখম রানা নস্কর আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ মারা গিয়েছেন৷ টালিগঞ্জ এম আর বাঙুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি৷ পেশায় ফুড ডেলিভারি বয় রানার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷ জানা গিয়েছে, গোটা শরীর আগুনে পুড়ে গিয়েছিল৷ আগুনের হলকা ফুসফুসও পুরো ঝাঁঝরা করে দেয়৷ ৯৯ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় বাঙুর হাসপাতালে আইসিএ-তে চিকিৎসাধীন ছিলেন৷ আজ ভোররাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷

আরও পড়ুন- ভয় ধরাচ্ছে লা-নিনা…! হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! কালীপুজোর পরই কি জাঁকিয়ে পড়ছে শীত? বিরাট সতর্কবাণী IMD-র

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছিলেন, প্রতিদিনের মতো গত সোমবারওও ফুড ডেলিভারি কর্মী রাণার স্কুটির ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। সেখান থেকেই প্রথমে শর্ট সার্কিট হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে। রাণা ওই সময়ে উপরের ঘরে শুয়ে ছিল। সবাই বেড়িয়ে পড়লেও রাণা আটকে পড়ে। সেই সময় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। আর এই আগুনেই গুরুতর আহত হন রাণা। শেষ পর্যন্ত দোতলার ছাদ থেকে ঝাপ দিয়ে নিচে নামে।

আরও পড়ুন- শনির বিরাট চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! ত্রিভুবন কাঁপাবে ৫ রাশির, লাগবে লটারি, খুলবে উন্নতির দরজা, ব্যবসায়ীরা ‘মালামাল’

সাড়ে পাচটা নাগাদ রাণা নস্করের মা রান্নাঘরে রান্না করছিলেন। বাসন ধোয়ার জন্য তিনি ঘর থেকে বের হন। সে সময় বিকট শব্দে সিলিন্ডার ফেটে যায় । সে সময় ঘরে ছিলেন রাণা লস্করের বোন এবং তার বোনঝি ঘরের মধ্যেই ছিলেন। রানা তখন দোতালার ঘরে ঘুমোচ্ছিলেন। আগুন হঠাৎ করে ছড়িয়ে পড়ার আগেই রানার বোন তার কন্যাকে নিয়ে বেরিয়ে আসতে পারলেও রানা বেরোতে পারেনি। পরে তাকে কোনওভাবে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে চলছিল মৃ্ত্যুর সঙ্গে লড়াই৷ কালীপুজোর দিন ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷

Fire in Kolkata: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বহু ঘর, অগ্নিদগ্ধ ২২-এর যুবক

কলকাতা: সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ লেকগার্ডেন্স সুপার মার্কেটের কাছে বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। রাণা নস্কর নামে ২২ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও ফুড ডেলিভারি কর্মী রাণার স্কুটির ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। সেখান থেকেই প্রথমে শর্ট সার্কিট হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে। রাণা ওই সময়ে উপরের ঘরে শুয়ে ছিল। সবাই বেড়িয়ে পড়লেও রাণা আটকে পড়ে। সেই সময় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। আর এই আগুনেই গুরুতর আহত হন রাণা। শেষ পর্যন্ত দোতলার ছাদ থেকে ঝাপ দিয়ে নিচে নামে।

আরও পড়ুন- ভয়ঙ্কর বিপদের শঙ্কা দুয়ারে…! ধেয়ে আসছে ঘাতক ‘লা নিনা’! কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! আবহাওয়ার হাড়হিম সতর্কবাণী IMD-র

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাড়ে পাচটা নাগাদ রাণা নস্করের মা রান্নাঘরে রান্না করছিলেন। বাসন ধোয়ার জন্য তিনি ঘর থেকে বের হন। সে সময় বিকট শব্দে সিলিন্ডার ফেটে যায় । সে সময় ঘরে ছিলেন রাণা লস্করের বোন এবং তার বোনঝি ঘরের মধ্যেই ছিলেন। রানা তখন দোতালার ঘরে ঘুমোচ্ছিলেন। আগুন হঠাৎ করে ছড়িয়ে পড়ার আগেই রানার বোন তার কন্যাকে নিয়ে বেরিয়ে আসতে পারলেও রানা বেরোতে পারেনি। পরে তাকে কোনওভাবে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-আশঙ্কাই সত্যি হল…! রাক্ষুসে গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’! ১২০ কিমি/ঘণ্টায় আছড়ে পড়বে, বাংলা থেকে কত দূরে সিভিয়ার সাইক্লোন? বড় আপডেট দিল হাওয়া অফিস

এদিকে দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে এর মধ্যেই পুড়ে গিয়ে গিয়েছে প্রায় দশটি ঘর। ফায়ার পকেট থেকে যাতে পুনরায় আগুন লাগতে না পারে সেই জন্য জল দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে৷ কিছুক্ষণ আগে রানা নস্কর কে বাঙ্গুর থেকে পিজি হসপিটালে ট্রান্সফার করা হয়েছে বলে দাবি করছেন তার প্রতিবেশীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে কাউন্সিলর এসে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন৷

ইতিমধ্যেই ঘটনাস্থলে কাউন্সিলর এসে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন৷ ৯৩ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর মৌসুমী দাস বাঙুর হাসপাতালে এসেছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালের আধিকারিক এর সঙ্গে কথা বলতে গিয়েছেন। যা যা ব্যবস্থা করা দরকার সব করা হবে, যাতে দ্রুত ওকে সুস্থ করা যায়। বর্তমানে যার বাড়ি পুড়ে গিয়েছে বা যারা ক্ষতিগ্রস্থ তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিয়ে বলেছেন। কাউন্সিলরের দেরি করে আশা নিয়ে এলাকাবাসীর অভিযোগ নিয়ে বলেছে। প্রশাসনের তরফ থেকে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।