Tag Archives: flood in bengal

Alipurduar News: টানা বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতি কালচিনিতে! বিপাকে স্থানীয় বাসিন্দারা

আলিপুরদুয়ার: বৃষ্টি থামার নাম নেই আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। বন্যা পরিস্থিতির আশঙ্কায় ভীত এলাকাবাসীরা। ইতিমধ্যে জল জমেছে হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকায়।

একনাগারে বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের ফরোয়ার্ড নগরের বাড়িগুলি। আশেপাশের এলাকাগুলিতেও জল জমেছে। নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় অভিযোগ তুলছে এলাকার বাসিন্দারা। আর সেই জলই বের করতে সীমানা প্রাচীরে ফুটো করে দিতে হচ্ছে। ফলে সেই জল আবার প্রবেশ করছে আশপাশের বাসিন্দাদের বাড়িতেও। ফলে চরম সমস্যায় পড়ছেন তারা। বৃষ্টি হলেই এই সমস্যা দেখা যাচ্ছে কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকায়। ভারি বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এলাকায়, এমনকি বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে।

আরও পড়ুন : পুজোর আগে সম্পূর্ণ বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ ভার্ণবাড়ি চা বাগানে 

এর আগের বার ভারি বৃষ্টিতেও একই সমস্যা দেখা গিয়েছিল। কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকায় দেখা গিয়েছিল বন্যা পরিস্থিতি। কালচিনির ১৩ টির মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে কালচিনির বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টি দেখলেই তাদের ভয় হয়। ভারি বৃষ্টি হলেই বন্যা হয় এলাকায়। ঘরবাড়িতে ভাঙন ধরে যাচ্ছে। আবারও দু’দিন ধরে বৃষ্টি চলছে, পুজোর মধ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলেই সমস্যা।

আরও পড়ুন : গাছের ছাল,বাঁশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে দত্তপাড়ার মণ্ডপ!

যদিও কালচিনি ব্লকের বিডিও মিঠুন মজুমদার জানান, “পুজোর আগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের তরফে তা যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা হবে। তবে এবারে আগের বারের মতো পরিস্থিতি হবে না আশা রাখছি।”

Annanya Dey