Tag Archives: Gautam Gambhir

Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল

লখনউ: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের ‘শত্রুতার’ যেন কেনও শেষ নেই। শুরুটা হয়েছিল সেই ২০১৩ সালের আইপিএলে। কেকেআর বনাম আরসিবি ম্যাচে। এরপরও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। আইপিএল ২০২৩-এ আরসিবির বনাম লখনউ সুপার জায়ান্টসের প্রথম পর্বের সাক্ষাতে চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীর। আবেগের বিস্ফোরণে করেছিলেন নানা অঙ্গভঙ্গি। সেখান থেকেই যেন বিরাট-গম্ভীর দ্বন্দের আগেুনে ফের ঘি পড়েছিল। কিন্তু লখনউয়ের মাঠে আরসিবি বদলার ম্যাচ জেতার পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে যেটা ঘটল তা ছাপিয়ে গেল অতীতে সব কিছুকে।

ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন। প্রথম পর্বের হারের পাল্টা জবাব দিতে গিয়ে মাঠে নিজের চেনা মেজাজে দেখা যায় বিরাট কোহলিকে। এক একটি করে লখনউয়ের উইকেট পড়েছে আর কোহলির আবেগতাড়িত সেলিব্রেশন দেখেছে সকলে। একটা সময় তো এলএসজির উইকেট পড়ার পর লখনউয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান কোহলি। আসলে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখে আঙুল নিয়ে দর্শকদের চুপ করিয়েছিলেন গৌতম গম্ভীর। আর বিরাট তার পাল্টা দেওয়ার পর গম্ভীরকে ক্ষুব্ধ দেখিয়েছিল। ম্যাচ চলাকালীন লখনউয়ের নবীন উল হকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কোহলি।

ঘটনা এখানেই শেষ নয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের কথা কাটাকাটি শুরু হয়ে কোহলি ও নবীন উল হকের। সেই সময় সেখানে উপস্থিত হন গৌতম গম্ভীর। কোহলি ও গম্ভীর হাত মেলানোর সময় এক ঝটকায় হাত ছাড়িয়ে দেন। তারপরই বাদানুবাদ শুরু হয় দু জনের মধ্যে। ছুটে আসেন দুই দলের প্লেয়ার ও কোচিং স্টাফরা। সাময়ীকভাবে পরিস্থিতি ঠান্ডা করা হয়। কিন্তু কিছু সময় পর কোহলি ও গম্ভীর দূর থেকে কিছু বলেন। তখন ফের একে অপরের দিকে তেড়ে যান। একে অপরের দিকে আঙুল তুলে চলে তুমুল বিবাদ। দুই দিল্লির ক্রিকেটারের ঝামেলা থামাতে ময়দানে নামেন অমিত মিশ্রা ও বিজয় দাহিয়া। তাদের চেষ্টায় কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যেখান স্পষ্ট দেখা যায় মাঠের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়েছিল। পরে কেএল রাহুলের সঙ্গেও আলাদা করে কথা বলেন বিরাট কোহলি। তখন অবশ্য পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার।

Gautam Gambhir: সে কী আনন্দ! ‘প্রাক্তন’কে হারিয়ে গৌতম গম্ভীরের হাত-পা ছোড়ার ভিডিও ভাইরাল

#কলকাতা: পুরনো দলের বিরদ্ধে তিনি কোনওভাবেই হারতে চাননি। পুরনো দলের জার্সিতে তিনি দুবার খেতাব জিতেছিলেন। তব  কেকেআরের সঙ্গে তাঁর বিচ্ছেদটা মধুর হয়নি। এখনও কি তাই মনে অভিমান পুষে রেখেছেন গৌতম গম্ভীর!

অনেকে বলেন, গম্ভীরের নামের সঙ্গে স্বভাবের মিল রয়েছে। তিনি স্বভাবেও বেশ গম্ভীর। সচরাচর তাঁকে মজা, ঠাট্টা, হাসাহাসি করতে দেখা যায় না। তবে আবেগ বড় ব্যাপার। আর আবেগে ভেসে গম্ভীরের মতো একজনও আনন্দে মেতে উঠলেন। কেকেআরকে হারিয়েছে লখনউ। আরর তার পর গম্ভীরের লাফালাফির ভিডিও এখন ভাইরাল।

আরও পড়ুন- বিদেশের তুলনায় খেলাধুলায় কেন এত পিছিয়ে ভারত? শুনুন কপিলের ব্যাখ্যা

বুধবার অনুষ্ঠিত আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ২ রানে হারিয়ে প্লে অফের টিকিট পকেটে পুরেছে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর অত্যাশ্চর্য জয়ের পরে দলের মেন্টর গৌতম গম্ভীর এমন হাত-পা ছুড়লেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে।

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) মেন্টর এবং প্রাক্তন টিম ইন্ডিয়া ওপেনার গৌতম গম্ভীরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে তিনি লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) জয়ের পরে নিজের উপর নিয়ন্ত্রণ হারান এবং সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

গৌতম গম্ভীরের এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হচ্ছে। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এদিন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ২ রানে পরাজিত করে। কেকেআর প্লে-অফ থেকে ছিটকে যায়। অন্যদিকে প্লে-অফের যোগ্যতা অর্জন করে লখনউ।

এমন জয়ের পর হঠাৎ লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) মেন্টর গৌতম গম্ভীর দাঁড়িয়ে হাততালি দিয়ে সহকারী কোচ বিজয় দাহিয়াকে আঁকড়ে ধরেন।

আরও পড়ুন- ভয় বলে কিছু নেই! কোন তরুণ ভারতীয় ব্যাটসম্যানে মজলেন রবি শাস্ত্রী?

গৌতম গম্ভীর তার পর লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) বোলিং কোচ অ্যান্ডি বিচেলকে জড়িয়ে ধরেন এবং তারপরে প্রচণ্ড উত্সাহ নিয়ে চিত্কার করতে থাকেন। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলটি আইপিএল ২০২২-এ আত্মপ্রকাশ করেছে। আর প্রথম মরশুমেই কে এল রাহুলের দল প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল।

শালীনতার মাত্রা ছাড়ালেন গম্ভীর, মুখে চার অক্ষরের অশ্লীল শব্দ, ভাইরাল ভিডিও

#মুম্বই: লখনউ সুপার জায়ন্টস (LSG) আইপিএলের (IPL 2022) ৪৫ তম ম্যাচে দিল্লি ক্যাপিটাল্সকে (DC) ৬ উইকেটে হারিয়ে প্লে অফে পৌঁছনোর দাবি আরও জোরালো করে নিয়েছে৷ কেএল রাহুলের (KL Rahul) অধিনায়কত্বে লখনউ সুপার জায়ন্টস (LSG) বর্তমান মরশুমে খেলা নিজের ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় পেয়েছে৷ ১৪ পয়েন্টের সঙ্গে তার ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে৷ দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে দারুণ রোমাঞ্চকর হয়৷ এই মোকাবিলায় তারা শেষ সময়ে লখনউ সুপার জায়ন্টসের মেন্টর গৌতম গম্ভীর  (Gautam Gambhir) নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারান৷ আর চার অক্ষরের অশ্লীল গালি (Abusive Word) দিচ্ছেন এই অবস্থায় ক্যামেরায় তাঁর মুখ দেখা যায়৷ গম্ভীর কি বলছিলেন তা শোনা না গেলেও মুখ নাড়া এত স্পষ্ট ছিল যে কারোর বুঝতে অসুবিধা হয়নি যে ঠিক কোন অপশব্দ প্রয়োগ করেছেন৷

ইন্টারনেটে সেই ভিডিও এখন ভাইরাল (Viral Video) হয়েছে৷

আসলে দিল্লি ক্যাপিটাল্সের জয়ের জন্য শেষ ওভারে ২২ রান প্রয়োজন ছিল৷ দিল্লির পক্ষ থেকে কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেল ক্রিজে উপস্থিত ছিলেন৷ লখনউ  সুপার জায়ন্টসের পক্ষ থেকে শেষ ওভারে মার্কাস স্টোয়নিসকে নিয়ে আসেন৷ কুলদীপ ছক্কা মেরে দেন৷ দ্বিতীয় বল ওয়াইড ছিল৷  পরের বলে কুলদীপ দৌড়ে এক রান করেন৷ পরের তিন বলে আর কোনও রান হয়নি৷ শেষ বলে অক্ষর  ছক্কা মারেন কিন্তু ম্যাচ জেতানোর জন্য সেটা যথেষ্ট ছিল না৷ শেষ বলে অক্ষর ছক্কা মারার পরও যখন দিল্লি ক্যাপিটাল্স জিততে পারেনি তখনই  (Gautam Gambhir) অশ্লীল শব্দটি (Abusive Word) ব্যবহার করেন৷

আরও পড়ুন – Viral Photo: অসাধারণ দুই ভুরুর মধ্যে গভীর কাটা ক্ষতের দাগ, কোনও লুকোছাপা নেই মালাইকার, ফটো ভাইরাল

এই মোকাবিলায় লখনউ সুপার জায়ন্টস প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৯৫ রান করে৷ আর লখনউ সুপার জায়ন্টসের অধিনায়ক ৫১ বলে ৭৭ রান করেন৷ অন্যদিকে দীপক হুডা ৩৪ বলে ৫২ রান করে আউট হন৷ উইকেটকিপার ওপেনার ১৩ বলে ২৩ রান করে আউট হয়ে যান৷ দিল্লির হয়ে শার্দুল ঠাকুর তিন উইকেট তুলে নেন বিপক্ষের৷

Gautam Gambhir Tweet: ‘ভারত এই জন্যই মাতৃভূমি’, শহিদ মেজরের স্ত্রী সেনায় যোগ নিয়ে বললেন গম্ভীর

#নয়াদিল্লি: মাত্র ৯ মাসের দাম্পত্য জীবন ছিল তাঁর। বিয়ের ৯ মাস পরই এক সকালে সব কিছু এলোমেলো হয়ে যায়। তছনছ হয়ে যায় বিবাহিত জীবন। প্রথমে তিনি কিছুই মেনে নিতে পারছিলেন না। কে-ই বা মানতে পারে এমন ঘটনা! কিন্তু নির্মম বাস্তবতা অনেক কিছু শিখিয়ে দিয়েছিল তাঁকে। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারান মেজর বিভূতি ধন্ডিয়াল। সেদিন তাঁর কফিনের সামনে দাঁড়িয়ে স্ত্রী নিকিতা প্রতিজ্ঞা করেছিলেন, স্বামীর অপূর্ণ কাজ তিনি শেষ করবেন। সেদিন স্ত্রীর ভূমিকা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি। বিশ্বাসই করতে পারছিলেন না, তাঁর প্রিয় মানুষটি আর নেই। নিজের অজ্ঞাতেই বারবার মেজর বিভূতির কানের সামনে গিয়ে বলে ফেলছিলেন, তোমাকে খুব ভালবাসি। বারবার চুম্বন ছুড়ে দিচ্ছিলেন তাঁর দিকে। প্রতিজ্ঞার কথা ভোলেননি নিকিতা। দু’বছর পর শেষ পর্যন্ত ভারতীয় সেনায় যোগ দিলেন তিনি।

শহীদ মেজর বিভূতি কাশ্মীরের 55 রাষ্ট্রীয় রাইফেলস-এ কর্তব্যরত ছিলেন। তাঁর শেষ যাত্রায় স্ত্রী নিকিতা প্রতিজ্ঞা করেছিলেন, তিনিও স্বামীর মতো দেশসেবা করবেন। সেদিনের শপথ পূরণ করলেন তিনি। শনিবার নিকিতার ভারতীয় সেনায় যোগদানের খবর আলোড়ন ফেলে ছিল গোটা দেশে। দু’বছর কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের পর ভারতীয় সেনায় যোগ দিয়েছেন নিকিতা। তাঁর প্রতিজ্ঞা পূরণের পর ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এদিন নিকিতাকে সম্মান জানাতে তিনি যে টুইট করেছেন সেটি প্রশংসা কুড়িয়েছে। গৌতম গম্ভীর এমনিতেই দেশের যে কোনও ব্যাপারে আবেগপ্রবণ। ভারতীয় সেনার প্রতি বরাবর সম্মান প্রদর্শন করে এসেছেন তিনি। আর তাই নিকিতার এই সাহসী সিদ্ধান্ত তাঁকে আপ্লুত করে দিয়েছে।

গম্ভীর এদিন টুইটারে লেখেন, কোনও অভিনেতা বা ক্রিকেটার নয়। এই মহিলা আসলে দেশের প্রকৃত নায়ক। এই জন্যই ভারতকে বলা হয় মাতৃভূমি। পিতৃভূমি বলা হয় না। জয় হিন্দ। উল্লেখ্য, ভারতীয় সেনায় যোগ দেওয়ার পরই নিকিতা তাঁর মা-ও শাশুড়ির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার মা ও শাশুড়ি যেভাবে আমার ওপর ভরসা রেখে ছিলেন তা আমার কাছে অনুপ্রেরণার মতো ছিল। আমি সবাইকে বলব, নিজের ওপর বিশ্বাস রাখুন। তা হলেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। নিজের ওপর বিশ্বাস ও ভরসা রাখাটাই শেষ কথা।