Tag Archives: Gujrat

Gujarat Floodlike situation: ভয়ঙ্কর দুর্যোগ, জাদেজার স্ত্রী কাজে নামলেন মানুষের জন্য! যা করলেন, দেখে গর্ব হবে আপনারও

 

গুজরাতের বেশ কিছু অঞ্চলে বন্যার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কেন্দ্র সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন মোদি।
বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত। গুজরাতের নিচু এলাকায় বান চলে আসায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। গুজরাতের বেশ কিছু অঞ্চলে বন্যার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কেন্দ্র সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন মোদি।
বুধবার, সৌরাষ্ট্রের দ্বারকা,জামনগর, রাজকোট এবং পোরবন্দর-সহ একাধিক জেলাতে ১২ ঘণ্টায় ৫০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। এরমধ্যে দ্বারকার ধানবদ অঞ্চলে ১৮৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। যা গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক।
প্লাবিত এলাকা থেকে এখনও পর্যন্ত মোট ২৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বদোদরায় বৃষ্টি থামার পরেও বিশ্বমিত্র নদী বিপদসীমা ছাড়িয়ে বসতিপূর্ণ এলাকা প্লাবিত করেছে। ফলে বিভিন্ন নিচু জায়গায় জল জমার খবর পাওয়া যাচ্ছে। বুধবার, সৌরাষ্ট্রের দ্বারকা,জামনগর, রাজকোট এবং পোরবন্দর-সহ একাধিক জেলাতে ১২ ঘণ্টায় ৫০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। এরমধ্যে দ্বারকার ধানবদ অঞ্চলে ১৮৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। যা গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক।
ভারতীয় মৌসম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবারেও সৌরাষ্ট্রের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই বদোদরায় ঘরে এবং ছাদে আটকে পড়া মানুষদের আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী(এসডিআরএফ) এবং ভারতীয় সেনাবাহিনীর তিন কোম্পানি ইতিমধ্যেই উদ্ধারে তৎপর হয়েছে।
ভারতীয় মৌসম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবারেও সৌরাষ্ট্রের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই বদোদরায় ঘরে এবং ছাদে আটকে পড়া মানুষদের আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী(এসডিআরএফ) এবং ভারতীয় সেনাবাহিনীর তিন কোম্পানি ইতিমধ্যেই উদ্ধারে তৎপর হয়েছে।
রাজ্যের মন্ত্রী ঋষিকেষ প্যাটেল সংবাদকর্মীদের জানান, ইতিমধ্যেই ৫০০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এবং ১২০০ মানুষকে এই দুর্যোগ থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
রাজ্যের মন্ত্রী ঋষিকেষ প্যাটেল সংবাদকর্মীদের জানান, ইতিমধ্যেই ৫০০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এবং ১২০০ মানুষকে এই দুর্যোগ থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
ধবারেই বদোদরা শহরে এনডিআরএফের তিন কোম্পানি এবং এসডিআরএফের দুই কোম্পানি মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র জানিয়েছেন, ইতিমধ্যেই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে জল সরে গেলেই গোটা শহরে জীবাণুনাশক ছড়ানোর কাজ এবং সাফাই অভিযান শুরু করতে।
ধবারেই বদোদরা শহরে এনডিআরএফের তিন কোম্পানি এবং এসডিআরএফের দুই কোম্পানি মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র জানিয়েছেন, ইতিমধ্যেই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে জল সরে গেলেই গোটা শহরে জীবাণুনাশক ছড়ানোর কাজ এবং সাফাই অভিযান শুরু করতে।
এরমধ্যেই ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা জামনগর উত্তরের বিজেপি বিধায়ক রিবাবা জাদেজা প্লাবিত এলাকায় যান। রিবাবা বুধবার একটি প্লাবিত এলাকায় পৌঁছে তার তদারকি করেন। এই গোটা ঘটনা তিনি নিজের এক্স হ্যান্ডলে শেয়ারও করেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি প্লাবিত এক অঞ্চলে কোমর জলে নেমে উদ্ধারকাজে তদারকি করছেন।
এরমধ্যেই ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা জামনগর উত্তরের বিজেপি বিধায়ক রিবাবা জাদেজা প্লাবিত এলাকায় যান। রিবাবা বুধবার একটি প্লাবিত এলাকায় পৌঁছে তার তদারকি করেন। এই গোটা ঘটনা তিনি নিজের এক্স হ্যান্ডলে শেয়ারও করেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি প্লাবিত এক অঞ্চলে কোমর জলে নেমে উদ্ধারকাজে তদারকি করছেন।

Gujarat Flood Situation: গুজরাতে বন্যা পরিস্থিতি, নিহত ২৬, আগামী কয়েক দিনে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

গান্ধিনগর: সারা ভারতজুড়ে বর্তমানে বৃষ্টিপাতের বিরাম নেই৷ ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে৷ এবার পশ্চিম ভারতে গুজরাটেও বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে৷

বিগত তিন দিনের অত্যাধিক বৃষ্টিপাতের ফলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার, টানা চতুর্থ দিনে রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে৷

আরও পড়ুন: স্টেশনে টাকা আদায়ের অভিযোগ, সাসপেন্ড স্টেশন মাস্টার-সহ পাঁচ পুলিশকর্মী

ফলে গুজরাটের বিভিন্ন অংশ বন্যা কবলিত হয়ে পড়েছে৷ বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ১৭৮০০ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

রবিবার মরবি জেলার হালভাদ তালুকের অন্তর্গত ধাওয়ানা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে৷ উপচে যাওয়া একটা ব্রিজ পার হওয়ার সময় এক ট্রাক্টর নিঁখোজ হয়ে গিয়েছে৷

এমনকি ভাদোদরায় বৃষ্টি কমে যাওয়ার পরও বিশ্বামৈত্রী নদীর পার ভেঙে যায়৷ এর ফলে শহরের বিস্তীর্ণ নিচু অংশ প্লাবিত হয়েছে৷

আরও পড়ুন: মহাকাশ থেকে কবে ফিরবেন সুনীতা উইলিয়ামস? বড় সিদ্ধান্ত নাসার

অন্যদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ এখনও কোনও রকম স্বস্তির খবর শোনায়নি৷ বরং জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিনে গুজরাতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

গুজরাতের বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি পর্যালোচনার জন্য ভূপেন্দ্র প্যাটেলকে ইতিমধ্যেই ফোন করে খোঁজ নিয়েছেন৷ বন্যা মোকাবিলায় কেন্দ্রের তরফে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷

Building Collapses: গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি! ৭ জনের দেহ উদ্ধার, ধ্বংসস্তূপে আটকে অসংখ‍্য, কী কারণে বিপর্যয়?

সুরাত:  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছয় তলা বাড়ি। প্রবল বর্ষার জেরেই বহুতল ভেঙে পড়েছে বলে সূত্রের খবর। গুজরাতে সুরাতের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকার সম্ভাবনা।

পিটিআইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সুরাতের সচিন পালি গ্রামে ঘটেছে এই ঘটনা। ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকার্য। ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। মাত্র আট বছর আগে তৈরি হয়েছিল এই বহুতল। বহুতলের বেশিরভাগ ফ্ল‍্যাটই খালি ছিল। তবে ঘটনার সময় আটকে পড়ে বেশ কিছু পরিবার।

আরও পড়ুন: রথের মেলায় যাবেন? ছাতা রাখুন সঙ্গে! রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় কী হবে? জেনে নিন

পাঁচটি পরিবার বহুতল ভেঙে পড়ার সময় সেখানে পাঁচটি পরিবার আটকে পড়ে। চলছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বিভাগ রয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কেও ডাকা হয়েছে উদ্ধারকার্যে। এনডিআরএফ এবং এসডিআরএফ-ও যৌথ উদ‍্যোগে উদ্ধারকাজ চালাচ্ছে।

আরও পড়ুন: স্বামীকে হাতেনাতে বান্ধবীর সঙ্গে ধরেন! বিয়ের ১ বছরের মধ‍্যেই সব শেষ! ৩৯-এও সিঙ্গেল নায়িকাকে চিনতে পারছেন?

একইভাবে, সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট বলেছিলেন যে, তিনি নিশ্চিত যে ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে পড়া ব্যক্তিদের কণ্ঠস্বর শোনা যাবে, এই আশ্বাস দিয়ে যে তাদের শীঘ্রই উদ্ধার করা হবে। উদ্ধার অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ ভবনটি ধসের কারণ খুঁজে বের করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

Viral Video: মাস্ক-সামাজিক দূরত্বের বালাই নেই, করোনা তাড়াতে শোভাযাত্রায় শামিল হাজার হাজার মহিলা, ভাইরাল ভিডিও

#আহমেদাবাদঃ করোনা (Coronavirus) বিনাশ-কে উপলক্ষ করে হাজার হাজার মহিলা মিলে  পুজো দিলেন স্থানীয় এক মন্দিরে। শুধু পুজো দেওয়াই নয়, পুজো দিতে যাওয়ার সময় বিনা মাস্কে সামাজিক দুরত্ব ভুলে রীতিমতো শোভাযাত্রা করে মন্দিরে পৌঁছন সকলে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পৃথিবীকে করোনামুক্ত করতে গুজরাতের (Gujrat) আহমেদাবাদের নবপুরার সানন্দ তালুকের গ্রামের হাজার হাজার মহিলা ৩ মে শোভাযাত্রা করে পুজো দিতে যান স্থানীয় বালিয়াদেব মন্দিরে। ভিডিওতে দেখা গিয়েছে, মিউজিক সিস্টেজে উচ্চৈঃস্বরে গান বাজছে, পিছনে মাথায় একটি করে জলের কলসি নিয়ে হেন্টে ছলেছেন গ্রামের মহিলারা। সেই জল ভর্তি কলসি মাথায় নিয়ে  গ্রামের শেষ প্রান্তের একটি মন্দিরে পৌঁছন তাঁরা। এখানেই শেষ হয়নি, মহিলাদের পাশাপাশি গ্রামের কিছু পুরুষকেও দেখা গিয়েছে মন্দিরের চূড়ায় পৌঁছে জল ঢালতে। তবে সেদিনের এই শোভাযাত্রার কথা প্রথম অবস্থাতেই জানাজানি হয়নি। কেউ উৎসবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। এরপর বুধবার তা প্রশাসনের নজরে আসে।

বুধবারেই গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় গ্রামের পঞ্চায়েত প্রধান গাফাভাই ঠাকুর-সহ ২৩ জনকে। ভিডিওতে দেখা গিয়েছে, সেদিনের শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছিলেন তাঁদের কারও মুখে মাস্ক ছিল না, ছিল না নিজেদের মধ্যে ন্যূনতম সামাজিক দূরত্ব। ফলে এলাকায় করোনা সংক্রমণের আশঙ্কা করছে প্রশাসন। ঘটনাস্থল থেকে মিউজিক সিস্টেম বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধান গাফাভাই ঠাকুর অনুষ্ঠানের আয়জন করেছিলেন।

এসব কি হচ্ছে পৃথিবীতে ! ভয়ানক পাখির ঝড় উঠলো গুজরাতে ! ভাইরাল ভিডিও

#গুজরাত: সারা বিশ্বে এখন করোনা সর্তকতায় মানুষকে গৃহবন্দি করা হয়েছে। বিশ্ব মিলিত হয়ে এই ভাইরাসের সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় লড়ছে। ভারতেও চলছে লকডাউন। করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। তারমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে গুজরাতের সবরমতী নদীর ধারে কয়েক হাজার পাখি এক সঙ্গে উড়ছে। দেখলে মনে হবে কালো ঘুর্নিঝড় উঠেছে। প্রথমে অনেকে ভয় পেলেও মানুষ বোঝে যে এটা আসলে পাখিরা উড়ছে। এক সঙ্গে অনেক পাখি উড়ছে। যা দেখে ঝড় মনে হলেও আতঙ্কের কিছু নেই ! এই সুন্দর ভিডিও মানুষ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 

 

View this post on Instagram

 

Spectacular view of these birds. ? @gujarat_career_club

A post shared by Viral Bhayani (@viralbhayani) on