Tag Archives: Building Collapse

Building collapse: হুড়মুড়িয়ে নেমে আসল, নীচে দাঁড়িয়ে মহিলা! সব শেষ! বিরাটিতে কী ঘটল জানেন?

উত্তর ২৪ পরগনা: গার্ডেনরিচের বহুতল আবাসন ভেঙে পড়ার রেশ কাটতে না কাটতেই আবারও ফের এক নির্মীয়মান আবাসনের একাংশ ভেঙে মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হল। আবারও প্রশ্ন উঠতে শুরু করল জায়গা জায়গায় গজিয়ে ওঠা প্রোমোটারি রাজ নিয়ে।

এই ঘটনাতেও অনেকেই বেআইনি প্রোমোটিং বলে অভিযোগ তুললেও, এখনও তার কোন সত্যতা জানা যায়নি। এদিন ঘটনাটি ঘটেছে বিরাটি শরৎ কলোনী এলাকায়। এই ঘটনায় এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন।

আরও পড়ুন: ৪ জুন ভোটের ফল বেরনোর পর কী করবেন? ঘোষণা করে দিলেন মমতা! মেতে উঠল কৃষ্ণনগর

কীভাবে ঘটল এই ঘটনা! স্থানীয় সূত্রে জানা যায়, শরৎ কলোনীর শরৎ বোস রোডে বেআইনি আবাসন তৈরি হচ্ছিল, তারই উপরতলার একাংশের ইট হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর এই ঘটনাতেই মৃত্যু হয় বছর ৫৫-র এক মহিলার। মৃতের নাম কেয়া শর্মা চৌধুরী। তিনি সেই সময় বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। ভেঙে পড়া ইট তাঁর গায়ের উপর পড়েই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

আরও পড়ুন: অমিতাভ-শাহরুখ-সলমানরা ফেল, সবচেয়ে বেশি হিট সিনেমা দিয়েছেন এই হিরো! নামটা শুনে জাস্ট চমকে যাবেন

এরপর থেকেই স্থানীয় বাসিন্দারা দাবি জানান, অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বহুতলটি। ইতিমধ্যেই কর্মরত প্রায় ১৮ জনকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ। জানা যায় প্রোমোটার বিরাটি এলাকারই। ঘটনাস্থলে আসেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। তিনি জানান, নিশ্চিত কোনও বেআইনি কিছু থাকলে পুরসভা ব্যবস্থা নেবে। তবে উত্তর দমদমে কোনও বেআইনি কোন কাজ হয় না বলেও দাবি তাঁর। পরপর এভাবে বহুতলের অংশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটায় কী ভূমিকা নেবে প্রশাসন, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

—– Rudra Nrayan Roy

Gardenreach Building Collapse: এসএসকেএম-এ মৃত্যু গার্ডেনরিচের আরও একজনের, বাড়ি ভাঙায় মৃতের সংখ্যা বেড়ে ১২

কলকাতা: গার্ডেনরিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১২৷ শনিবার ভোর তিনটের সময় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে মারিয়ম বিবি নামে এক আহত মহিলার৷ তাঁর বয়স ৮৫ বছর৷ গার্ডেনরিচের একটি বেসরকারি হাসপাতাল থেকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে৷ চিকিৎসার ক্ষেত্রে তিনি ভেন্টিলেশনে ছিলেন, এদিন তিনি প্রাণ হারান৷

গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়া নিয়ে এর আগে তরজা কম হয়নি৷ আজকের আগে ওই অবৈধ নির্মাণ ভেঙে পড়ার কারণে মোট ১১ জনের মৃত্যু হয়েছিল৷ এ বারে সেই সংখ্যাটি বেড়ে হল ১২৷ গার্ডেনরিচের ওই অবৈধ নির্মাণের প্রমোটারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্তু শহরজুড়ে বিভিন্ন অঞ্চলের অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা৷

বিজেপি একাধিক বার আক্রমণ করেছে শাসকদল তৃণমূলকে৷ তাদের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়ে এ বারে অবৈধ নির্মাণ বেড়ে চলেছে শহরের নানা প্রান্তে৷ এদিরে গার্ডেনরিচের ঘটনার পর থেকেই অতিসতর্ক হয়েছে কলকাতা পুরসভা৷ দফায় দফায় মিটিং করেছেন খোদ মহানাগরিক ফিরহাদ হাকিম৷ তিনি আরও কড়া হাতে এই বিষয়টি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন৷

Garden Reach Building Collapse: মৃত বেড়ে ৯! কেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গার্ডেনরিচের বহুতল? প্রোমোটারকে জেরায় উঠে এল চাঞ্চল‍্যকর তথ‍্য

কলকাতা: গার্ডেনরিচের ঘটনায় মৃত বেড়ে ৯। ধ্বংস্তূপে এখনও বহু মানুষ আটকে। ভেঙে পড়া বহুতলের নিচ থেকে আরও একব‍্যক্তির দেহ উদ্ধার হয়েছে। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানোর সময় এই দেহ উদ্ধার হয় বলেই জানা গিয়েছে। মৃত ব‍্যক্তির নাম শেখ আবদুল্লা। বয়স ১৮ বছর।

সূত্রের খবর অনুযায়ী, সম্ভবত এই ব্যক্তি মৃত শেখ নাসিম উদ্দিনের ভায়রাভাই। যদিও এ বিষয়ে এখনও সঠিক তথ‍্য জানা যায়নি। ঘটনায় ভেঙে পড়া বহুতলের প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ ওয়াসিমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ২৮৮, ৪২৭ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হলো । তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা।

আরও পড়ুন: মার্চেই মহালক্ষ্মী রাজযোগ! ব‍্যাঙ্ক ব‍্যালান্স বাড়বে এই ৩ রাশির, জীবনে আসছে সুসময়

ধৃত ওয়াসিমকে জেরা করে একাধিক তথ‍্য উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে নির্মাণ কাজ চলছিল। প্রোমোটার মহম্মদ ওয়াসিমের পার্টনার ছিল শেরু। ওয়াসিমের দাবি, শেরু এখনও (সোমবার সন্ধে ৬টা পর্যন্ত) ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। কিন্তু ঠিক কী কারণে ভেঙে পড়ল এই বহুতল? তদন্তে উঠে এসেছে চাঞ্চল‍্যকর তথ‍্য।

পুলিশ সূত্রে খবর, জমির মালিক নাসির আহমেদ প্রোমোটার মহম্মদ ওয়াসিমের কাছে দাবি করেন, পঞ্চম তলে তাঁর ফ্ল্যাট আগে বানিয়ে দিতে হবে। সেই মতো নিচের তলার ফ্ল্যাট না বানিয়ে ওপর তলার ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। ধৃত ওয়াসিমকে জেরা করেই এইসব তথ‍্য জানা গিয়েছে বলেই দাবি।

পুলিশের প্রাথমিক অনুমান, এর ফলেই ভার বহন করতে পারেনি বহুতলটি। একটু একটু করে বিমগুলি বাঁকতে থাকে। তার ফলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। পাঁচতলা আবাসনে ১৬টি ৫০০ বর্গফুট ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। প্রতি বর্গফুটের দাম ১৫০০-১৬০০ টাকা। সুতরাং, এক একটি ফ্ল্যাটের দাম প্রায় ৮ লক্ষ টাকা।

প্রসঙ্গত, যেখানে বহুতল ভেঙে পড়েছে, সেখানে সোমবার সকালেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী৷ আহতরা যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে আজ সকালে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ আহতদের সঙ্গে সাক্ষাত্‍ও করেন তিনি।

Garden Reach Building Collapse: মৃত বেড়ে ৭ ! ধ্বংসস্তূপে এখনও আটকে বেশ কয়েকজন, গার্ডেনরিচের ঘটনায় গ্রেফতার ১

কলকাতা: গার্ডেনরিচের ঘটনায় মৃত বেড়ে ৭ ৷ ধ্বংসস্তূপে এখনও আটকে বেশ কয়েকজন বলে জানা গিয়েছে ৷  যেখানে বহুতল ভেঙে পড়েছে, সেখানে আজ, সোমবার সকাল সকালই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী ৷ যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন, সেখানে আজ সকালে যান মমতা বন্দ্যোপাধ্যায়  ৷

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার পাশাপাশি আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার ৷ নবান্নের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ গার্ডেনরিচের ঘটনায় দুঃখপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।’’ এদিন গার্ডেনরিচে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালও।

আরও পড়ুন– ঘটনাস্থলে মমতা, মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচের ভাঙা বহুতলের উদ্ধারকাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

রবিবার কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে বিপত্তি। উদ্ধারকাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার কাজ। ভাঙা বাড়ির নীচে আরও কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি মানুষ আহত এবং ইতিমধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার রাত ১২টার কিছু আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যেটি ভেঙে পড়েছে, সেটি বেআইনি নির্মীয়মাণ একটি পাঁচ তলা ভবন। বহুতলটি সামনের টালি ও ঝুপড়ি ঘরের উপর ভেঙে পড়ে। বেআইনি নির্মাণকেই আপাতত ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

আরও পড়ুন– কয়েক দশক ধরে দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা; কোথায় রয়েছে এই ‘নরকের দরজা’?

যে বাড়িটি ভেঙেছে তার ঠিকানা ৫১৩/৫ ব্যানার্জিপাড়া লেন। বহুতল বাড়ির নীচে এবং পাশে বেশকিছু ঝুপড়ি ঘর ছিল। সেখানে লোক ছিল বলে খবর। আজহার মোল্লা বাগান এলাকায় যেখানে এই ঘটনা রয়েছে। সেখানে একাধিক বহুতল রয়েছে। ফলে প্রবল আতঙ্ক রয়েছে এলাকায়। যেই বাড়ি ভেঙেছে, তার পাশে আরেকটি ভবন হেলে রয়েছে। দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট , NDRF টিম পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে হাত লাগান এই এলাকায়।

লালবাজার সূত্রে বলা হয়েছে, ১২টা নাগাদ তাঁরা এই দুর্ঘটনার খবর পান। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্য়বস্থা নেওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়। প্রস্তুত করা হচ্ছে অ্যাম্বুল্যান্স। কাউকে উদ্ধার করলে তাঁকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছনো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। বন্দর এলাকায় ট্রাফিক পরিস্থিতিও ঠিকঠাক রাখা হয়েছে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কানফাটানো আওয়াজে সবাই বেরিয়ে আসেন। এসেই তাঁরা দেখতে পান চারিদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

Garden Reach Building Collapse: ঘটনাস্থলে মমতা, মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচের ভাঙা বহুতলের উদ্ধারকাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: গার্ডেনরিচে যেখানে বহুতল ভেঙে পড়েছে, সেখানে আজ, সোমবার সকাল সকালই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সকালে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী ৷ যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন, সেখানেও যান মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে ৷ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার পাশাপাশি আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার ৷ নবান্নের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ গার্ডেনরিচের ঘটনায় দুঃখপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।’’ এদিন গার্ডেনরিচে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়ালও।

রবিবার কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে বিপত্তি। উদ্ধারকাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার কাজ। ভাঙা বাড়ির নীচে কেউ আটকে পড়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন– গার্ডেনরিচের ফতেপুরে ব্যানার্জীপাড়া লেনে ভেঙে পড়ল বহুতল বাড়ি ! ২ জনের দেহ উদ্ধার

সূত্রের খবর, বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি মানুষ আহত এবং ইতিমধ্যে দু’জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার রাত ১২টার কিছু আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যেটি ভেঙে পড়েছে, সেটি বেআইনি নির্মীয়মাণ পাঁচ তলা ভবন। বহুতলটি সামনের টালি ও ঝুপড়ি ঘরের উপর ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে বেআইনি নির্মাণকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

আরও পড়ুন- দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা আজ দক্ষিণবঙ্গে, শিলাবৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা!

যে বাড়িটি ভেঙেছে তার ঠিকানা ৫১৩/৫ ব্যানার্জিপাড়া লেন। বহুতল বাড়ির নীচে এবং পাশে বেশকিছু ঝুপড়ি ঘর ছিল। সেখানে লোক ছিল বলে খবর। ফলে কতজন আটকে রয়েছে, ধ্বংসস্তূপের নীচে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজহার মোল্লা বাগান এলাকায় যেখানে এই ঘটনা রয়েছে। সেখানে একাধিক বহুতল রয়েছে। ফলে প্রবল আতঙ্ক রয়েছে এলাকায়। যেই বাড়ি ভেঙেছে, তার পাশে আরেকটি ভবন হেলে রয়েছে। দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট , NDRF টিম পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন এই এলাকায়।

লালবাজার সূত্রে বলা হয়েছে, ১২টা নাগাদ তাঁরা এই দুর্ঘটনার খবর পান। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্য়বস্থা নেওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে অ্যাম্বুল্যান্স। কাউকে উদ্ধার করলে তাঁকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছনো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। বন্দর এলাকায় ট্রাফিক পরিস্থিতি পরিষ্কার রাখা হয়েছে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কানফাটানো আওয়াজে সবাই বেরিয়ে আসেন। এসেই তাঁরা দেখতে পান চারিদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়।

Garden Reach Building Collapse: গার্ডেনরিচের ফতেপুরে ব্যানার্জীপাড়া লেনে ভেঙে পড়ল বহুতল বাড়ি ! ২ জনের দেহ উদ্ধার

কলকাতা: কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বাড়ি ভেঙে বিপত্তি। উদ্ধারকাজে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NDRF। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার কাজ। ভাঙা বাড়ির নীচে কেউ আটকে পড়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি মানুষ আহত এবং ইতিমধ্যে দু’জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার রাত ১২টার কিছু আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যেটি ভেঙে পড়েছে, সেটি বেআইনি নির্মীয়মাণ পাঁচ তলা ভবন। বহুতলটি সামনের টালি ও ঝুপড়ি ঘরের উপর ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে বেআইনি নির্মাণকেই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

আরও পড়ুন– কয়েক দশক ধরে দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা; কোথায় রয়েছে এই ‘নরকের দরজা’?

যে বাড়িটি ভেঙেছে তার ঠিকানা ৫১৩/৫ ব্যানার্জিপাড়া লেন। বহুতল বাড়ির নীচে এবং পাশে বেশকিছু ঝুপড়ি ঘর ছিল। সেখানে লোক ছিল বলে খবর। ফলে কতজন আটকে রয়েছে, ধ্বংসস্তূপের নীচে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আজহার মোল্লা বাগান এলাকায় যেখানে এই ঘটনা রয়েছে। সেখানে একাধিক বহুতল রয়েছে। ফলে প্রবল আতঙ্ক রয়েছে এলাকায়। যেই বাড়ি ভেঙেছে, তার পাশে আরেকটি ভবন হেলে রয়েছে। দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট , NDRF টিম পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন এই এলাকায়।

আরও পড়ুন- গাড়ির সিটবেল্টে রয়েছে গোপন বোতাম, এর কি কাজ জানেন?

লালবাজার সূত্রে বলা হয়েছে, ১২টা নাগাদ তাঁরা এই দুর্ঘটনার খবর পান। পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্য়বস্থা নেওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে অ্যাম্বুল্যান্স। কাউকে উদ্ধার করলে তাঁকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছনো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। বন্দর এলাকায় ট্রাফিক পরিস্থিতি পরিষ্কার রাখা হয়েছে।

যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কানফাটানো আওয়াজে সবাই বেরিয়ে আসেন। এসেই তাঁরা দেখতে পান চারিদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়।