Tag Archives: Gujrat Titans

IPL 2024 GT vs DC: এবারের আইপিএলে গুজরাতের লজ্জার রেকর্ড! সব থেকে কম রানে ইনিংস শেষ

আহমেদাবাদ: হাই স্কোরিং আইপিএল এবার। যেখানে ২০০ – র বেশি রান উঠল একাধিক ম্যাচে, সেখানে গুজরাত টাইটানস এর উল্টো রেকর্ড। এবারের আইপিএলে সব থেকে কম স্কোর করল শুভমন গিলের গুজরাত।

আরও পড়ুনঃ বিরাট-অনুষ্কার ছেলে অকায়কে কার মতো দেখতে? মা নাকি বাবা? জানালেন ফটোগ্রাফার

দিল্লির বিরুদ্ধে মাত্র ৮৯ রানে শেষ গুজরাত। বাংলার পেশার মুকেশ কুমার নিলেন ৩ উইকেট। রশিদ খান করলেন ৩২ রান। তিনি ছাড়া আর কোনও গুজরাত ব্যাটারের রান বলার মতো নয়। ঋদ্ধিমান সাহা, শুভমন গিল ফ্লপ।

গুজরাত এমনিতেই এবার বেশ চাপে রয়েছে। শামির চোট, হার্দিক পান্ডিয়া চলে গিয়েছেন মুম্বইতে। পয়েন্ট টেবলেও ভাল জায়গায় নেই তারা। আর তার ওপর এদিন এত কম রানে দিল্লির বিরুদ্ধে ইনিংস শেষ তাদের। ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবলের ৬ নম্বরে গুজরাত।

এদিন শুরু থেকেই গুজরাতকে চেপে ধরেন দিল্লির বোলাররা। ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমারের দাপটে শুরু থেকে ধিমে তালে খেলতে থাকে গুজরাত। তার ওপর নিয়মিত উইকেট হারাতে থাকে তারা।

Hardik Pandya Salary Growth: ১০ লক্ষের থেকে আজ ১৫ কোটি, কয়েক বছরে হুড়মুড়িয়ে টাকা বাড়ল হার্দিকের, কী কপাল!

একটা সময়ে ভারতীয় ক্রিকেট দলের পিনআপ বয়, আজ শর্ট ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটনও সামলেছেন৷ হার্দিক পান্ডিয়ার ক্রিকেট কেরিয়ারের উত্থান একেবারে রূপকথার মতো৷ তলোয়ারের বদলে ব্যাট দিয়ে প্রতিপক্ষকে কচুকাটা করে তিনি জাস্ট নিজেকে দুরন্ত ব্যাটসম্যান এবং অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন৷
একটা সময়ে ভারতীয় ক্রিকেট দলের পিনআপ বয়, আজ শর্ট ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটনও সামলেছেন৷ হার্দিক পান্ডিয়ার ক্রিকেট কেরিয়ারের উত্থান একেবারে রূপকথার মতো৷ তলোয়ারের বদলে ব্যাট দিয়ে প্রতিপক্ষকে কচুকাটা করে তিনি জাস্ট নিজেকে দুরন্ত ব্যাটসম্যান এবং অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছেন৷
দশ লক্ষ টাকায় আইপিএলে অভিযান শুরু করা অলরাউন্ডারকে গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার পরেও ১৬ কোটি খরচ করে দলে ফিরিয়ে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ বরোদার অলরাউন্ডারকে ট্রানজাকশন উইন্ডো থেকে তুলে নিয়েছে৷
দশ লক্ষ টাকায় আইপিএলে অভিযান শুরু করা অলরাউন্ডারকে গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার পরেও ১৬ কোটি খরচ করে দলে ফিরিয়ে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ বরোদার অলরাউন্ডারকে ট্রানজাকশন উইন্ডো থেকে তুলে নিয়েছে৷
ক্রিকেটার হিসেবে নিজেকে যতটা পরিণত করেছেন ততই তড়তড়িয়ে  উপার্জন বাড়িয়ে নিয়েছেন হার্দিক৷ দেখে নিন ক্রিকেট কেরিয়ারে কীভাবে বেতন বেড়েছে , রইল তার বিশ্লেষণ৷
ক্রিকেটার হিসেবে নিজেকে যতটা পরিণত করেছেন ততই তড়তড়িয়ে  উপার্জন বাড়িয়ে নিয়েছেন হার্দিক৷ দেখে নিন ক্রিকেট কেরিয়ারে কীভাবে বেতন বেড়েছে , রইল তার বিশ্লেষণ৷
আইপিএল ২০১৫ – মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়া ২০১৫ সালে মুম্বই-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আইপিএল রঙ্গমঞ্চে নেমেছিলেন। তাঁর অভিষেক মরশুমে, ১০ লক্ষ টাকার চুক্তিভুক্ত প্লেয়ার ছিলেন৷
আইপিএল ২০১৫ – মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়া ২০১৫ সালে মুম্বই-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আইপিএল রঙ্গমঞ্চে নেমেছিলেন। তাঁর অভিষেক মরশুমে, ১০ লক্ষ টাকার চুক্তিভুক্ত প্লেয়ার ছিলেন৷
আইপিএল ২০১৬ এবং আইপিএল ২০১৭ – মুম্বই ইন্ডিয়ান্স: এই দুই মরশুমে বছরের জন্য হার্দিকের আইপিএল আয়ে কোনও বদল হয়নি৷  তিনি এই দুই মরশুমেও ১০ লক্ষ টাকা করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন৷
আইপিএল ২০১৬ এবং আইপিএল ২০১৭ – মুম্বই ইন্ডিয়ান্স: এই দুই মরশুমে বছরের জন্য হার্দিকের আইপিএল আয়ে কোনও বদল হয়নি৷  তিনি এই দুই মরশুমেও ১০ লক্ষ টাকা করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন৷
আইপিএল ২০১৮ – মুম্বই ইন্ডিয়ান্স: এতদিনে হার্দিক নিজেকে মুম্বই  জার্সিতে অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রমাণ করে নিয়েছিলেন। ব্যাট এবং বল দুটোতেই কামাল করেন এরপরেই তাঁর স্যালারিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পান্ডিয়ার আইপিএল বেতন এই মরসুমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১১ কোটি টাকায় পৌঁছে যায়।
আইপিএল ২০১৮ – মুম্বই ইন্ডিয়ান্স: এতদিনে হার্দিক নিজেকে মুম্বই  জার্সিতে অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রমাণ করে নিয়েছিলেন। ব্যাট এবং বল দুটোতেই কামাল করেন এরপরেই তাঁর স্যালারিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পান্ডিয়ার আইপিএল বেতন এই মরসুমে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ১১ কোটি টাকায় পৌঁছে যায়।
আইপিএল ২০১৯ আইপিএল ২০২০ এবং আইপিএল ২০২১ – মুম্বই ইন্ডিয়ান্স: একজন পাওয়ার-হিটার এবং একজন নির্ভরযোগ্য বোলার হিসাবে হার্দিকে তুখোড় হয়ে ওঠায় এই মরশুমগুলিতেও তাঁর বেস প্রাইস ১১ কোটি টাকাতেই ছিল৷
আইপিএল ২০১৯ আইপিএল ২০২০ এবং আইপিএল ২০২১ – মুম্বই ইন্ডিয়ান্স: একজন পাওয়ার-হিটার এবং একজন নির্ভরযোগ্য বোলার হিসাবে হার্দিকে তুখোড় হয়ে ওঠায় এই মরশুমগুলিতেও তাঁর বেস প্রাইস ১১ কোটি টাকাতেই ছিল৷
আইপিএল ২০২২- গুজরাত টাইটান্স: ২০২২ এ হার্দিকের কেরিয়ারের বড় মোড় তিনি ,  গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার কারণে মুম্বইকে বাইবাই করেছিলেন৷  যেখানে তাঁর বেতন এক ধাক্কায় ৪ কোটি টাকা বৃদ্ধিপায়৷ দাঁড়ায় ১৫ কোটি টাকা৷ আইপিএল ২০২৩- গুজরাত  টাইটান্স নিজেদের প্রথম মরশুমেই আইপিএল চ্যাম্পিয়ন হয়৷
আইপিএল ২০২২- গুজরাত টাইটান্স: ২০২২ এ হার্দিকের কেরিয়ারের বড় মোড় তিনি ,  গুজরাত টাইটান্সের অধিনায়ক হওয়ার কারণে মুম্বইকে বাইবাই করেছিলেন৷  যেখানে তাঁর বেতন এক ধাক্কায় ৪ কোটি টাকা বৃদ্ধিপায়৷ দাঁড়ায় ১৫ কোটি টাকা৷ আইপিএল ২০২৩- গুজরাত  টাইটান্স নিজেদের প্রথম মরশুমেই আইপিএল চ্যাম্পিয়ন হয়৷
আইপিএল ২০২৪  মুম্বই ইন্ডিয়ান্স:  আবার দু বছর পর নিজের পুরনো ঘর মুম্বইতে ফিরলেন হার্দিক৷ মুম্বই নগদ চুক্তিতে গুজরাতের থেকে হার্দিককে ট্রেড করেছে৷ ৩০ বছর বয়সী এই ক্রিকেটার MI ফ্র্যাঞ্চাইজি থেকে এবার ১৫ কোটি টাকা বেতন পাবেন।
আইপিএল ২০২৪  মুম্বই ইন্ডিয়ান্স:  আবার দু বছর পর নিজের পুরনো ঘর মুম্বইতে ফিরলেন হার্দিক৷ মুম্বই নগদ চুক্তিতে গুজরাতের থেকে হার্দিককে ট্রেড করেছে৷ ৩০ বছর বয়সী এই ক্রিকেটার MI ফ্র্যাঞ্চাইজি থেকে এবার ১৫ কোটি টাকা বেতন পাবেন।

GT vs RR: জয়পুরে ‘সিংহাসন’ দখলের লড়াই, গুজরাতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের

জয়পুর: শুক্রবার আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। দুই দলই প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে রয়েছে। বর্তমানে লিগ টেবিলে ৯ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়ছে হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে, ৯ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে সঞ্জু স্যামসনের দল। তবে গুজরাতের থেকে রান রেট ভালো রাজস্থানের। ফলে গুজরাতের বিরুদ্ধে জিততে পারলেই পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ থাকছে রয়্যালসদের কাছে। অপরদিকে, টাইটান্সদের কাছে সিংহাসন ধরে রাখার লড়াই। জয়পুরে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

দুই দলই তাদের শেষ ম্যাচ হেরে একে অপরের বিরুদ্ধে নামছে। ঘরের মাঠে টস ভাগ্য সাথ দিল রাজস্থান রয়্যালসের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জু স্যামসন। কারণ ডিউ খুব একটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে না। আর প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই উইকেট স্লো হচ্ছে। তাই প্রথমে ফ্রেশ উইকেট ব্যাট করে নিয়ে বড় স্কোর করাই লক্ষ্য রাজস্থানের। যাতে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। হার্দিক পান্ডিয়াও চসের সময় জানালেন, তিনি জিতলেও ব্যাটিং করতেন।

গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: ঋদ্ধিমান সাহা, বিজয় শংকর, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রাশিদ খান, মহম্মদ শামি, নুর আহমেদ, জোসুয়া লিটল। ইমপ্যাক্ট প্লেয়ার- শুভমান গিল, সাই সুদর্শন, কেএস ভরত, শিবম মাভি, সাই কিশোর।

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশশ্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, অ্যাডাম জাম্পা, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, সন্দীপ শর্না, ট্রেন্ট বোল্ট। ইমপ্যাক্ট প্লেয়ার- জো রুট, মুর্গান অশ্বিন, রিয়ান পরাগ, কুলদীপ ইয়াদরু।